Monday, March 25, 2013

নারীকে আবেদনময়ী দেখালেই পুরুষ ধর্ষণ করবে?

দিল্লিতে গত ডিসেম্বরে চলন্ত বাসে মেডিকেলের এক শিক্ষার্থীকে গণধর্ষণ। গত সপ্তাহে মধ্যপ্রদেশে এক সুইস নারীকে গণধর্ষণ। একই সপ্তাহে আগ্রায় হোটেলের জানালা দিয়ে লাফিয়ে পড়ে এক ব্রিটিশ নারীর ধর্ষণ থেকে আত্মরক্ষার চেষ্টা। সম্প্রতি ভারতে সংঘটিত আলোচিত ধর্ষণকাণ্ডের অন্যতম এগুলো।
সরকারি হিসাব মতে, ভারতে প্রতি ২১ মিনিটে একটি করে ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের ব্যাপারে ভারতীয় পুরুষেরা কী ভাবেন? এ প্রশ্নটি মাথায় রেখে ভারতের গোয়া রাজ্যের কয়েকজন ব্যক্তির মতামত জানতে চেয়েছিল ব্রিটিশ সাপ্তাহিক ‘অবজারভার’। মতামত দেওয়া ব্যক্তিদের প্রায় সবার বক্তব্য ছিল, মেয়েদের আবেদনময়ী দেখালে ছেলেরা ধর্ষণ করবে—এটাই স্বাভাবিক।
‘ধর্ষণ একটা সমস্যা। এটা নারীদের দিক থেকেই শুরু হয়। ওরাই পুরুষদের উত্তেজিত করে তোলে।’ বলছিলেন ৩২ বছর বয়সী এক পানশালার মালিক পাপি গঞ্জালেস। মাথা নেড়ে তাঁর কথায় সম্মতি দিলেন পানশালার কর্মী রবিন শ্রীঠা। ২১ বছর বয়সী এ তরুণের বক্তব্য, ‘মেয়েদের আবেদনময়ী দেখালে ছেলেরা নিজেদের আর ধরে রাখতে পারে না।’
২৮ বছর বয়সী অভিজিত্ হারমালকার পেশায় গাড়িচালক। ধর্ষণের ব্যাপারে তাঁর মতামত, ‘ধর্ষণের জন্য শুধু পুরুষকে দোষারোপ করা হচ্ছে। অথচ তরুণীদের কর্মকাণ্ড নিয়ে কেউ কথা বলছে না। আমাদের এটা বোঝা উচিত যে, রাতের বেলায় মেয়েদের বাড়ির বাইরে যাওয়া উচিত নয়। আমাদের সংস্কৃতি ভিন্ন।’
হারমালকারের ছোট ভাই অবিনাশের (২৪) ভাষ্য, মা-বাবার উচিত বেশি রাতে মেয়েদের বাইরে যাওয়া বন্ধ করা। তাহলে এ ধরনের অপরাধ ঘটবে না।
২৬ বছর বয়সী ভিভরেশ বানাওলিকার একটি প্রতিষ্ঠানের নিরীক্ষক। তিনি বলেন, ‘আমার এক বোন আছে। ও যদি রাতে বাইরে যায়, আমি চিন্তায় পড়ে যাই। সাতটা পেরিয়ে গেলে আমি দুশ্চিন্তায় পড়ি। পুরুষেরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না।’
শুধু সাধারণ মানুষ নয়, ভারতের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিও বিশ্বাস করেন, ধর্ষণের দায় শুধুই পুরুষের নয়। চলন্ত বাসে মেডিকেলছাত্রী গণধর্ষণের শিকার হওয়ার পর প্রতিবাদে রাস্তায় নেমেছিল অনেকে। এ অবস্থার মধ্যেও মেয়েদের সাজগোজ ও পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে এবং পার্লামেন্ট সদস্য অভিজিত্ মুখার্জি। ভারতের ধর্মীয় গুরু আসারাম বাপু বলেছিলেন, ‘ধর্ষণের শিকার নারী নির্দোষ ছিল না। এক হাতে কখনো তালি বাজে?’
গঞ্জালেস বলেন, দেশে যদি আরও বেশি যৌনকর্মী থাকত, তবে তরুণীদের সমস্যা হয়তো কমত। তিনি বলেন, ‘যৌনকর্মীরা পুরুষদের আনন্দ দেন। বোম্বেতে এমন ২০টি জায়গা আছে, যেখানে আমি মাঝেমধ্যে যাই। ওখানে এমন শত শত জায়গা আছে। কিন্তু গোয়ায় এমন কিচ্ছু নেই। সাদা চামড়ার কেউ যদি নিজের শরীর দেখায়, তবে গোয়াবাসী অনেক কিছু করে।’
তিনি বলেন, ‘নারীদের ওপরে যৌন নিপীড়ন ঠেকানোর একটি উপায় হতে পারে মা-বাবার কড়া শাসন, রাতে বাড়ির বাইরে যেতে না দেওয়া। এটা অনেক দিন ধরে প্রচলিত একটি উপায়। ভারতীয় সংস্কৃতিতে, আমাদের প্রজন্ম বেড়ে উঠেছিল পরিবারের প্রতি শ্রদ্ধাবোধ নিয়ে। এ জন্য আমরা মা-বাবাকে সম্মান করতাম। তাঁরা আমাদের যা বলতেন, আমরা তাই করতাম। মা-বাবা চিত্কার করে বলতেন, “এটা কর, ওটা কর”, আমরা করতাম। কিন্তু এখনকার প্রজন্মে ওসব বদলে গেছে।’
হারমালকার বলেন, যে পুরুষেরা বাসে নারীদের ওপরে নিপীড়ন করে, তারা একা থাকে না। তাদের বাঁচানোর জন্য আরও অনেকে থাকে বলেই তারা এমনটা করার সাহস পায়। আবার এমনও হয়, তারা যে ভুল করছে, এটা তারা বোঝে না।
কারখানার শ্রমিক বৃন্দাবন সালগাওকর বলেন, ‘এদের কোনো মেয়েবন্ধু নেই। যদি কোনো মেয়েবন্ধু থাকত, তারা এমনটা করত না। যদি তাদের একটা বোনও থাকত, তাহলেও এমনটা হতো না।’
যাঁদের মত নেওয়া হচ্ছিল, তাঁরা কেউ সমাধানের ব্যাপারে একমত হতে পারছিলেন না। বানাওলিকার বলেন, ধর্ষণ বন্ধের একমাত্র উপায় হলো ছেলেদের কাজে ব্যস্ত রাখা এবং পথ থেকে সরিয়ে নেওয়া। তিনি বলেন, ‘আমি যে কাজ করি, তাতে সব সময় ব্যস্ত থাকতে হয়। ওসব করার সময় আমার নেই। যদি আপনি তাদের (ছেলেদের) ব্যস্ত রাখেন, তবে তাদের সামলাতে পারবেন। বেকার ছেলেরাই ওসব কাজ করে।’
বানাওলিকার বলেন, ‘যদি তারা (ছেলেরা) কাউকে কিছু করতে দেখে, তাহলে নিজেরাও সেটি করতে চায়। মেয়েদের বেলায়ও এমনটি ঘটে। দিনের বেলা সে সুবোধ বালিকা, কিন্তু রাত হলেই সে বুঝে যায় কী করতে হবে। এ জন্য সে তার বন্ধুদের পটায়।’
সবার মত হলো, মা-বাবা ও স্কুলের উচিত ঠিক-বেঠিক শিক্ষা দেওয়া।
এ মানুষগুলোর কাছে উচ্চশিক্ষার জগিট খুবই আলাদা। তাঁরা মনে করেন, উচ্চশিক্ষার কেন্দ্রগুলো পাপাচারের আখড়া। অবিনাশ বলেন, ‘কলেজজীবন একেবারে আলাদা। ওখানে যা ইচ্ছা ঘটতে পারে। মেয়েরা যৌনতা সম্পর্কে সব জেনে যায়। একের পর এক ছেলে বদল করে।’
বানাওলিকার বলেন, ‘কিছু কিছু নারী টাকার জন্য এসব করে। ওরা ছেলেটাকে ব্যবহার করে, পরে ছুড়ে ফেলে দেয়। এ জন্য কিছু কিছু ছেলে প্রতিশোধ নেয় (ধর্ষণ করে)। ওদের যদি যৌনকর্ম করতে চায়, কেউ ঠেকাতে পারে না। যদি আপনি যৌনকর্মে লিপ্ত হতে না চান, লোকে বলবে আমি খোঁজা।’
ভারতে যাঁরা নারী অধিকার নিয়ে কাজ করতে আগ্রহী, তাঁদের জন্য এ আলোচনাটি আশঙ্কাজনক ও ভীতিকর। গত সপ্তাহে দেশটির লোকসভায় ধর্ষণবিরোধী আইন পাস হয়েছে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। নারীদের হয়রানি বা উত্ত্যক্ত করার জন্যও কড়া শাসনের ব্যবস্থা রাখা হয়েছে ওই আইনে। তবে গোয়ার সমুদ্রতীরে কিছু ব্যক্তির সঙ্গে অবজারভারের আলাপে এতটুকু বোঝা গেছে, যাঁরা যৌন নিপীড়ন বন্ধের দাবিতে প্রচার চালাচ্ছেন, তাঁদের জন্য খুব বেশি আশা নেই। অবিনাশ বলেন, ‘কিচ্ছু বদলাবে না। প্রতিদিন এসব হচ্ছে। তবু কিছু হবে না। দুনিয়াটা ধ্বংস হলে যদি কিছু হয়!’

২৭ ও ২৮ মার্চ ৩৬ ঘণ্টার হরতাল

আগামী ২৭ ও ২৮ মার্চ সারা দেশে হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। বুধবার সকাল ছয়টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা হরতাল চলবে।
আজ সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দাবি করেন, ১৮-দলীয় জোটের গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি, ‘গণহত্যা’ বন্ধ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং সরকারের পদত্যাগের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।

হরতালের কবলে দেশ
১১ মার্চ বিকেলে নয়াপল্টনে ১৮ দলের সমাবেশের শেষপর্যায়ে সমাবেশস্থলের কাছে ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ ঘটনার পরপরই ১২ মার্চ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়।
ককটেল বিস্ফোরণের পর বিএনপির নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অবস্থান নেন। কার্যালয়ের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাদেক হোসেন খোকা, রুহুল কবির রিজভী, আলতাফ হোসেন চৌধুরী, আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুকসহ দেড় শতাধিক নেতা-কর্মীকে আটক করে পুলিশ।
১২ মার্চ মির্জা ফখরুল, খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে ছেড়ে দেয় পুলিশ। ১৩ মার্চের মধ্যে বাকি নেতা-কর্মীদের মুক্তি না দেওয়ায় ১৮ ও ১৯ মার্চ সারা দেশে হরতাল পালন করে ১৮-দলীয় জোট।
৬ মার্চ বিকেলে ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে দলের পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে যায়। সংঘর্ষে দলের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনার জন্য সরকারকে দায়ী করে এর প্রতিবাদে ৭ মার্চ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি দেয় বিএনপি। দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে ঘোষিত গণবিক্ষোভ কর্মসূচিতে সারা দেশে বাধা ও মিছিলে গুলিবর্ষণের প্রতিবাদে একই দিন সারা দেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী। পরে জানানো হয়, ১৮-দলীয় জোটের নামে ওই হরতাল পালনের সিদ্ধান্ত হয়েছে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা সাঈদীর বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওই দিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাঈদীকে ফাঁসির আদেশ দিলে সারা দেশে সহিংসতা চালায় জামায়াত-শিবির। একই সঙ্গে এই রায়ের বিরুদ্ধে রোববার ও সোমবার (৩ ও ৪ মার্চ) সারা দেশে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডাকে দলটি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ৫ মার্চ মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকেন। বিএনপির ডাকা হরতালে সমর্থন দেয় জামায়াত।

Sunday, March 24, 2013

ওয়ানডে সিরিজ দক্ষিণ আফ্রিকার

দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি শুরু হয়েছিল ২-২ ব্যবধানে সমতা নিয়ে। সেটি ছিল ওয়ানডে সিরিজের শ্রেষ্ঠত্ব নির্ধারণের ফাইনাল ম্যাচ। আর চূড়ান্ত এই লড়াইয়ে শেষ হাসি হেসেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ৬ উইকেটের সহজ জয় দিয়ে ওয়ানডে সিরিজেও নিজেদের সেরা প্রমাণিত করেছে প্রোটিয়ারা। অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের দুর্দান্ত ব্যাটিংয়ে ছয় ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ১১১ বলে ৯৫ রানের চমত্কার এক ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ডি ভিলিয়ার্স।
জয়ের জন্য ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। প্রথম ১১ ওভারের মধ্যে মাত্র ৩৪ রান জমা করতেই সাজঘরে ফেরেন কুইন্টন ডি কক ও কলিন ইনগ্রাম। তৃতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা সামলে নেন হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স। দলীয় ৮৩ রানের মাথায় আমলাকে সাজঘরে ফিরিয়ে ম্যাচের মোড় ঘোরানোর চেষ্টা করে পাকিস্তান। কিন্তু এরপর প্রতিপক্ষকে আর কোন সুযোগ দেননি ডি ভিলিয়ার্স ও ফারহান বেহারডেন। ৩৬ বলে ৩৫ রানের একটি সময়োপযোগী ইনিংস খেলে বেহারডেন যখন সাজঘরে ফিরছিলেন, তখন দলের জয় প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিল। জয়ের জন্য তখন প্রয়োজন ছিল ৭৮ বলে ৩৬ রান। সহজ এই কাজটি অনায়াসেই করে ফেলেন ডি ভিলিয়ার্স ও ডেভিড মিলার। পাকিস্তানের পক্ষে দুইটি উইকেট শিকার করেন মোহাম্মদ ইরফান।
এর আগে এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে শুরুটা প্রত্যাশামতো হয়নি। ৩১ রানের মধ্যেই দুটি উইকেট হারায় পাকিস্তান। তবে তৃতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন কামরান আকমল ও ইউনুস খান।
কামরান-ইউনুস জুটিতে আসে ৬৬ রান। দলীয় সর্বোচ্চ ৪৮ রান করেন কামরান। ইউনুস আউট হন ব্যক্তিগত ২৯ রানে। অধিনায়ক মিসবাহ-উল-হক ও শোয়েব মালিকের সংগ্রহ যথাক্রমে ২৪ ও ২৮ রান। শেষের দিকে ২৬ রানের ইনিংস খেলে পাকিস্তানের সংগ্রহ দুই শর ওপরে নিয়ে যান জুনায়েদ খান।
দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার রায়ান ম্যাকক্লারেন। ৩১ রান খরচায় তিনটি উইকেট শিকার করেন তিনি। দুটি উইকেট নেন মরনে মরকেল।
সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচে জয় পেয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ও চতুর্থ ম্যাচে জয় দিয়ে সিরিজের সমতা ফিরিয়েছিল পাকিস্তান।

তামিমের শ্রীলঙ্কা সফর শেষ

চোট যেন পিছু ছাড়ছে না তামিম ইকবালের। কবজির চোট কাটিয়ে মাঠে ফিরতে না ফিরতেই আবার মাঠের বাইরে চলে যেতে হচ্ছে বাংলাদেশ দলের এই মারকুটে তারকাকে। কাল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অসাধারণ সেঞ্চুরি হাঁকানো তামিম ফিল্ডিংয়ের সময় হাতে ব্যথা পেয়েছিলেন। সেই ব্যথা শেষ পর্যন্ত তামিমকে ছিটকে দিয়েছে সিরিজের বাকি ম্যাচগুলো থেকে।
বাংলাদেশ দলের ফিজিও বিভব সিং জানিয়েছেন, তামিমের আঘাতটা গুরুতর হওয়ায় তিনি শ্রীলঙ্কা সফরে আর মাঠে নামতে পারবেন না।
গত ফেব্রুয়ারিতে বিপিএলের সময়ই কবজিতে চোট পেয়েছিলেন তামিম। ওই চোটই শ্রীলঙ্কা সফরে গল টেস্টে তাঁকে বসিয়ে রেখেছিল মাঠের বাইরে। কলম্বো টেস্ট খেলেছেন, পেয়েছেন ফিফটিও। কাল হাম্বানটোটায় প্রথম ওয়ানডেতে দারুণ এক সেঞ্চুরি হাঁকানোর পরপরই চোটের কারণে তামিমের মাঠের বাইরে চলে যাওয়াটা বাংলাদেশ দলের জন্য ভয়ানক এক দুর্ভাগ্যই।

অস্ট্রেলিয়া ধবলধোলাই


আশঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। ভারত সফরে এসে ৪-০-তে ‘ধবলধোলাই’ হলো অস্ট্রেলিয়া। অসিরা এর আগে চার টেস্টের সিরিজে ধবলধোলাই হওয়ার লজ্জা পেয়েছিল কেবল একবারই, সেটা ১৯৬৯ সালের ঘটনা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ভারত এই প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ডোবাল এই ভয়ংকর লজ্জায়।
দিল্লিতে অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করার টেস্টে আজ রোববার ছয় উইকেটে জিতেছে ভারত। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল ১৫৫ রান। সহজ এই লক্ষ্যে মাত্র চারটি উইকেট হারিয়েই পৌঁছে যায় স্বাগতিকেরা। দলকে জয়ের বন্দরে নিয়ে চেতেশ্বর পূজারা ৮২ ও মহেন্দ্র সিং ধোনি ১২ রানে অপরাজিত থাকেন। বিরাট কোহলি করেন ৪১ রান।
প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের লজ্জায় ডুবানোর কৃতিত্ব তো আছেই, এবার নিজেদের ইতিহাসটাও নতুন করে গড়ল মহেন্দ্র সিং ধোনির ভারত। এর আগে এক সিরিজে চার টেস্টে কখনোই জেতেনি ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে তো নয়ই, সব মিলিয়ে ৮১ বছরের টেস্ট ইতিহাসে ভারতীয় দল টানা চারটি টেস্ট জিতেছে এর আগে মাত্র দুবার।
৮ উইকেটে ২৬৬ রান নিয়ে আজ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। স্বাগতিকদের প্রথম ইনিংসটা শেষ পর্যন্ত বেশি দূর এগোয়নি। ২৭২ রানেই গুটিয়ে যায় ভারতীয় দল।
প্রথম ইনিংসে ভারতের চেয়ে ১০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। তবে শুরুটা হয় বাজেভাবে। দলীয় ১৫ রানে প্রথম উইকেটের পতন। দলীয় সংগ্রহ শতরান স্পর্শ করার আগে পতন ঘটে সাতটি উইকেটের। ভাগ্যিস শেষের দিকে ৫০ রানের এক ধৈর্যশীল ইনিংস খেলেন পিটার সিডল। না হলে দ্বিতীয় ইনিংসে অসিদের সংগ্রহটা ১৬৪-ও হতো না।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অসি ব্যাটসম্যানরা নাকাল হন ভারতীয় স্পিনে। ১০ উইকেটের নয়টিই যায় স্পিনারদের ঝুলিতে। সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। দুটি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন ও প্রজ্ঞান ওঝা।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৬২/১০
সিডল ৫১, স্মিথ ৪৬, হিউজ ৪৫, কোয়ান ৩৮
অশ্বিন ৫/৫৭, জাদেজা ২/৪০, ইশান্ত ২/৩৫
ভারত প্রথম ইনিংস: ২৭২/১০
বিজয় ৫৭, পূজারা ৫২, জাদেজা ৪৩, শচীন ৩২
লায়ন ৭/৯৪
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ১৬৪/১০
সিডল ৫০, কোয়ান ২৪, ওয়েড ১৯, স্মিথ ১৮
জাদেজা ৫/৫৮, অশ্বিন ২/৫৫, ওঝা ২/১৯
ভারত দ্বিতীয় ইনিংস: ১৫৮/৪
পূজারা ৮২*, কোহলি ৪১, ধোনি ১২*
লায়ন ২/৭১ , ম্যাক্সওয়েল ২/৫৪
ফল: ভারত ছয় উইকেটে জয়ী।
সিরিজ: ভারত ৪-০-তে জয়ী।

পিপিপির পদ ছাড়লেন জারদারি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়েছেন। দেশটির বিচার বিভাগের নির্দেশনা অনুযায়ী তিনি এ সিদ্ধান্ত নিলেন। এ ছাড়া ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারিকে পিপিপির প্রধান পৃষ্ঠপোষক নির্বাচিত করেছেন জারদারি।
নাম প্রকাশে অনিচ্ছুক জারদারির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে আজ শনিবার ‘দ্য হিন্দু’ জানায়, ‘প্রেসিডেন্ট জারদারি পিপিপির কো-চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়েছেন। পিপিপির মূল কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং জারদারি তাঁর ছেলে বিলাওয়ালকে পার্টির প্রধান পৃষ্ঠপোষক নির্বাচিত করেছেন।’ এর আগে বিলাওয়াল পিপিপির চেয়ারম্যান ছিলেন। ওই সূত্রটি জানায়, ‘আমরা আশা করি পিপিপির পদ ছাড়ার পর প্রেসিডেন্ট হাইকোর্টের নির্দেশনা থেকে মুক্তি পাবেন।’
‘দ্য হিন্দু’ জানায়, লাহোর হাইকোর্ট এক আদেশে জারদারিকে প্রেসিডেন্ট হিসেবে নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য পার্টির পদ ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিল। এ ছাড়া প্রেসিডেন্টকে রাজনৈতিক হস্তক্ষেপ না করার জন্যও হাইকোর্টের ওই নির্দেশনায় বলা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে জারদারি পার্টির পদ থেকে ইস্তফা দিলেন।
‘দ্য হিন্দু’ আরও জানায়, লাহোর হাইকোর্টে ওই মামলার শুনানি চলার সময় ওয়াসিম সাজ্জাদ নামের এক সরকারি কৌঁসুলি বলেন, পিপিপি হচ্ছে একটি ‘ব্যক্তিগত প্রতিষ্ঠান’ এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, পার্টির যে অংশ সরকার পরিচালনা করে, তাঁরা পিপিপির সাংসদ এবং এটি নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত।
পিপিপির নেতারা বিলাওয়ালকে পার্টির প্রধান পৃষ্ঠপোষক নির্বাচিত করার পর ২৫ মার্চের মধ্যে নির্বাচন কমিশনে দলটির নিবন্ধনের জন্য আবেদন করারও পরিকল্পনা করছেন।

দিল্লিই শচীনের শেষ?

শচীন টেন্ডুলকার কি দিল্লিতে তাঁর শেষ টেস্ট খেলতে নেমেছেন? আজ শনিবার ভারতের বিখ্যাত ইংরেজি দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এমনই আভাস দেওয়া হয়েছে। পত্রিকাটির এই পূর্বাভাসের মূল কারণ দিল্লির ফিরোজ শাহ কোটলা মাঠে শচীন টেন্ডুলকারের বড় ভাই অজিত টেন্ডুলকারের উপস্থিতি।
শচীন তাঁর বড় ভাই অজিতকে এক অর্থে গুরুই মানেন। যেকোনো পরিস্থিতিতে অজিত টেন্ডুলকারের পরামর্শ তাঁর জীবনের পাথেয়। ‘গুরু’ হলেও অজিত শচীনের দীর্ঘ ক্যারিয়ারে কোনোদিনই মাঠে বসে ভাইয়ের খেলা দেখেননি। কোটলায় শচীন শেষ টেস্ট খেলতে নেমেছেন কি না, ‘টাইমস অব ইন্ডিয়া’ তাদের প্রতিবেদনে এই প্রশ্নটি রেখেছে মাঠে অজিত টেন্ডুলকারের উপস্থিতির সূত্র ধরে। যে মানুষটি কোনোদিনই ভাইয়ের খেলা দেখতে মাঠে যাননি, তিনি আজ হঠাত্ মাঠে কেন?
আগামী ১৫ মাস ঘরের মাঠে ভারতের আর কোনো টেস্ট ম্যাচ নেই—এই বিষয়টি মাথায় নিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দিল্লি টেস্ট ৪০ বছর বয়স্ক শচীন টেন্ডুলকারের শেষ টেস্ট হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
ব্যাপারটি নিয়ে সুনীল গাভাস্কারকে প্রশ্ন করেছিল ‘টাইমস অব ইন্ডিয়া’। তিনি বলেছেন, ‘হলেও হতে পারে। কিন্তু কবে শচীন শেষ টেস্ট খেলবে, সেটা একমাত্র জানে শচীনই।’

Saturday, March 23, 2013

দিলশানের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার সহজ জয়

দুর্দান্ত এক সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে সহজ জয় এনে দিয়েছেন তিলকারত্নে দিলশান। জয়ের জন্য ৪১ ওভারে ২৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ৫ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ১০৮ বলে ১১৩ রানের ম্যাচজেতানো ইনিংস খেলে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন দিলশান। আর ৮ উইকেটের এই জয় দিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা।
শুরু থেকেই ঝড়োগতির ব্যাটিং করে বাংলাদেশী বোলারদের নাজেহাল করে দিয়েছেন দুই লঙ্কান ওপেনার তিলকারত্নে দিলশান ও জানিথ পেরেরা। উদ্বোধনী জুটিতেই ১০৬ রান সংগ্রহ করে দলকে জয়ের ভিত্তি গড়ে দেন এই দুই ব্যাটসম্যান। ১৩তম ওভারে বল হাতে প্রথম সফলতার দেখা পায় বাংলাদেশ। সোহাগ গাজীর শিকারে পরিণত হয়ে ফিরে যান পেরেরা। তার আগে তিনি করেছিলেন ৪২ রান। তবে এরপরও তাণ্ডব চালিয়ে যাচ্ছেন আরেক ওপেনার দিলশান। দ্বিতীয় উইকেটে কুমার সাঙ্গাকারাকে নিয়ে তিনি গড়েন ১২৮ রানের জুটি। ৩৫তম ওভারে রুবেল হোসেনকে উড়িয়ে মারতে গিয়ে আউট হন সাঙ্গাকারা। তখন শ্রীলঙ্কা জয় থেকে মাত্র ৪ রান দূরে ছিল। পরের ওভারেই জয় পেয়ে যায় লঙ্কানরা।
এর আগে দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ৮ উইকেটে ২৫৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। ১১২ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তামিম ইকবাল। ৫৯ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন নাসির হোসেন।
হাম্বানটোটায় বাংলাদেশের ইনিংস চলার সময় ফ্লাডলাইট সমস্যার কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। তখন সেটা ঠিক হয়ে গেলেও বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার পর আবারও দেখা দেয় বিপত্তি। তবে শেষপর্যন্ত ফ্লাডলাইট সমস্যা কাটিয়ে খেলা পুনরায় শুরু হতে পারলেও ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ফেলতে হয় নয় ওভার। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কার সামনে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় ৪১ ওভারে ২৩৮ রান।

ফ্লাডলাইট সমস্যায় খেলা আপাতত বন্ধ

হাম্বানটোটায় ফ্লাডলাইট সমস্যার কারণে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি আপাতত বন্ধ রয়েছে।
বাংলাদেশের ইনিংস চলার সময় ফ্লাডলাইট সমস্যার কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। তখন সেটা ঠিক হয়ে গেলেও বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার পর আবারও দেখা দেয় বিপত্তি। এ কারণে শ্রীলঙ্কার ইনিংস এখন পর্যন্ত মাঠে গড়ানো সম্ভব হয়নি।
দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ৮ উইকেটে ২৫৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। ১১২ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তামিম ইকবাল। ৫৯ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন নাসির হোসেন।

মুন্সিগঞ্জে বৌদ্ধবিহারের সন্ধান

মুন্সিগঞ্জে প্রায় এক হাজার বছর আগের বৌদ্ধবিহারের সন্ধান মিলেছে। জেলার সদর উপজেলার রামপাল ইউনিয়নের রঘুরামপুর এলাকায় প্রাক-মধ্যযুগীয় এ স্থাপনার সন্ধান মেলে বলে আজ শনিবার সংবাদ সম্মেলনে জানানো হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধানী দল ও অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কর্মকর্তারা যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুফি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল ২০১১ সাল থেকে প্রাচীন বিক্রমপুরের (বর্তমান মুন্সিগঞ্জ) প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধানে খননকাজ শুরু করে। এ কাজে তাদের সহায়তা করছে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন।
রঘুরামপুর এলাকায় যেখানে বৌদ্ধবিহারের অস্তিত্ব পাওয়া গেছে, তার পাশেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, এখানে একটি বৌদ্ধবিহার থাকতে পারে বলে এক বছর আগে ধারণা করা হয়। খননকাজ চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। এখন পর্যন্ত খনন করে বৌদ্ধবিহারের পাঁচটি কক্ষ পাওয়া গেছে, যেগুলো বর্গাকৃতির (সাড়ে তিন বর্গমিটার করে)। এগুলো বৌদ্ধ ভিক্ষুদের হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।
সংবাদ সম্মেলনে খননকাজ পরিচালনাকারীদের পক্ষ থেকে জানানো হয়, বৌদ্ধবিহারটি অতীশ দীপঙ্করের আমলের হতে পারে। সে হিসাবে প্রায় এক হাজার বছর আগের প্রাক-মধ্যযুগীয় স্থাপনা এটি।