শচীন টেন্ডুলকার কি দিল্লিতে তাঁর শেষ টেস্ট খেলতে নেমেছেন? আজ শনিবার
ভারতের বিখ্যাত ইংরেজি দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এমনই আভাস
দেওয়া হয়েছে। পত্রিকাটির এই পূর্বাভাসের মূল কারণ দিল্লির ফিরোজ শাহ
কোটলা মাঠে শচীন টেন্ডুলকারের বড় ভাই অজিত টেন্ডুলকারের উপস্থিতি।
শচীন তাঁর বড় ভাই অজিতকে এক অর্থে গুরুই মানেন। যেকোনো পরিস্থিতিতে অজিত
টেন্ডুলকারের পরামর্শ তাঁর জীবনের পাথেয়। ‘গুরু’ হলেও অজিত শচীনের দীর্ঘ
ক্যারিয়ারে কোনোদিনই মাঠে বসে ভাইয়ের খেলা দেখেননি। কোটলায় শচীন শেষ
টেস্ট খেলতে নেমেছেন কি না, ‘টাইমস অব ইন্ডিয়া’ তাদের প্রতিবেদনে এই
প্রশ্নটি রেখেছে মাঠে অজিত টেন্ডুলকারের উপস্থিতির সূত্র ধরে। যে মানুষটি
কোনোদিনই ভাইয়ের খেলা দেখতে মাঠে যাননি, তিনি আজ হঠাত্ মাঠে কেন?
আগামী ১৫ মাস ঘরের মাঠে ভারতের আর কোনো টেস্ট ম্যাচ নেই—এই বিষয়টি মাথায়
নিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দিল্লি টেস্ট ৪০ বছর বয়স্ক শচীন টেন্ডুলকারের
শেষ টেস্ট হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
ব্যাপারটি নিয়ে সুনীল গাভাস্কারকে প্রশ্ন করেছিল ‘টাইমস অব ইন্ডিয়া’।
তিনি বলেছেন, ‘হলেও হতে পারে। কিন্তু কবে শচীন শেষ টেস্ট খেলবে, সেটা
একমাত্র জানে শচীনই।’
Sunday, March 24, 2013
Saturday, March 23, 2013
দিলশানের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার সহজ জয়
দুর্দান্ত এক সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে সহজ জয় এনে দিয়েছেন তিলকারত্নে
দিলশান। জয়ের জন্য ৪১ ওভারে ২৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট
হারিয়ে ৫ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ১০৮ বলে ১১৩
রানের ম্যাচজেতানো ইনিংস খেলে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন দিলশান। আর ৮
উইকেটের এই জয় দিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল
শ্রীলঙ্কা।
শুরু থেকেই ঝড়োগতির ব্যাটিং করে বাংলাদেশী বোলারদের নাজেহাল করে দিয়েছেন দুই লঙ্কান ওপেনার তিলকারত্নে দিলশান ও জানিথ পেরেরা। উদ্বোধনী জুটিতেই ১০৬ রান সংগ্রহ করে দলকে জয়ের ভিত্তি গড়ে দেন এই দুই ব্যাটসম্যান। ১৩তম ওভারে বল হাতে প্রথম সফলতার দেখা পায় বাংলাদেশ। সোহাগ গাজীর শিকারে পরিণত হয়ে ফিরে যান পেরেরা। তার আগে তিনি করেছিলেন ৪২ রান। তবে এরপরও তাণ্ডব চালিয়ে যাচ্ছেন আরেক ওপেনার দিলশান। দ্বিতীয় উইকেটে কুমার সাঙ্গাকারাকে নিয়ে তিনি গড়েন ১২৮ রানের জুটি। ৩৫তম ওভারে রুবেল হোসেনকে উড়িয়ে মারতে গিয়ে আউট হন সাঙ্গাকারা। তখন শ্রীলঙ্কা জয় থেকে মাত্র ৪ রান দূরে ছিল। পরের ওভারেই জয় পেয়ে যায় লঙ্কানরা।
এর আগে দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ৮ উইকেটে ২৫৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। ১১২ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তামিম ইকবাল। ৫৯ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন নাসির হোসেন।
হাম্বানটোটায় বাংলাদেশের ইনিংস চলার সময় ফ্লাডলাইট সমস্যার কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। তখন সেটা ঠিক হয়ে গেলেও বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার পর আবারও দেখা দেয় বিপত্তি। তবে শেষপর্যন্ত ফ্লাডলাইট সমস্যা কাটিয়ে খেলা পুনরায় শুরু হতে পারলেও ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ফেলতে হয় নয় ওভার। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কার সামনে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় ৪১ ওভারে ২৩৮ রান।
শুরু থেকেই ঝড়োগতির ব্যাটিং করে বাংলাদেশী বোলারদের নাজেহাল করে দিয়েছেন দুই লঙ্কান ওপেনার তিলকারত্নে দিলশান ও জানিথ পেরেরা। উদ্বোধনী জুটিতেই ১০৬ রান সংগ্রহ করে দলকে জয়ের ভিত্তি গড়ে দেন এই দুই ব্যাটসম্যান। ১৩তম ওভারে বল হাতে প্রথম সফলতার দেখা পায় বাংলাদেশ। সোহাগ গাজীর শিকারে পরিণত হয়ে ফিরে যান পেরেরা। তার আগে তিনি করেছিলেন ৪২ রান। তবে এরপরও তাণ্ডব চালিয়ে যাচ্ছেন আরেক ওপেনার দিলশান। দ্বিতীয় উইকেটে কুমার সাঙ্গাকারাকে নিয়ে তিনি গড়েন ১২৮ রানের জুটি। ৩৫তম ওভারে রুবেল হোসেনকে উড়িয়ে মারতে গিয়ে আউট হন সাঙ্গাকারা। তখন শ্রীলঙ্কা জয় থেকে মাত্র ৪ রান দূরে ছিল। পরের ওভারেই জয় পেয়ে যায় লঙ্কানরা।
এর আগে দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ৮ উইকেটে ২৫৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। ১১২ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তামিম ইকবাল। ৫৯ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন নাসির হোসেন।
হাম্বানটোটায় বাংলাদেশের ইনিংস চলার সময় ফ্লাডলাইট সমস্যার কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। তখন সেটা ঠিক হয়ে গেলেও বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার পর আবারও দেখা দেয় বিপত্তি। তবে শেষপর্যন্ত ফ্লাডলাইট সমস্যা কাটিয়ে খেলা পুনরায় শুরু হতে পারলেও ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ফেলতে হয় নয় ওভার। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কার সামনে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় ৪১ ওভারে ২৩৮ রান।
ফ্লাডলাইট সমস্যায় খেলা আপাতত বন্ধ
হাম্বানটোটায় ফ্লাডলাইট সমস্যার কারণে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি আপাতত বন্ধ রয়েছে।
বাংলাদেশের ইনিংস চলার সময় ফ্লাডলাইট সমস্যার কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। তখন সেটা ঠিক হয়ে গেলেও বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার পর আবারও দেখা দেয় বিপত্তি। এ কারণে শ্রীলঙ্কার ইনিংস এখন পর্যন্ত মাঠে গড়ানো সম্ভব হয়নি।
দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ৮ উইকেটে ২৫৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। ১১২ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তামিম ইকবাল। ৫৯ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন নাসির হোসেন।
বাংলাদেশের ইনিংস চলার সময় ফ্লাডলাইট সমস্যার কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। তখন সেটা ঠিক হয়ে গেলেও বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার পর আবারও দেখা দেয় বিপত্তি। এ কারণে শ্রীলঙ্কার ইনিংস এখন পর্যন্ত মাঠে গড়ানো সম্ভব হয়নি।
দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ৮ উইকেটে ২৫৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। ১১২ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তামিম ইকবাল। ৫৯ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন নাসির হোসেন।
মুন্সিগঞ্জে বৌদ্ধবিহারের সন্ধান
মুন্সিগঞ্জে প্রায় এক হাজার বছর আগের বৌদ্ধবিহারের সন্ধান মিলেছে। জেলার
সদর উপজেলার রামপাল ইউনিয়নের রঘুরামপুর এলাকায় প্রাক-মধ্যযুগীয় এ
স্থাপনার সন্ধান মেলে বলে আজ শনিবার সংবাদ সম্মেলনে জানানো হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধানী দল ও অগ্রসর বিক্রমপুর
ফাউন্ডেশনের কর্মকর্তারা যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুফি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল ২০১১ সাল থেকে প্রাচীন বিক্রমপুরের (বর্তমান মুন্সিগঞ্জ) প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধানে খননকাজ শুরু করে। এ কাজে তাদের সহায়তা করছে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন।
রঘুরামপুর এলাকায় যেখানে বৌদ্ধবিহারের অস্তিত্ব পাওয়া গেছে, তার পাশেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, এখানে একটি বৌদ্ধবিহার থাকতে পারে বলে এক বছর আগে ধারণা করা হয়। খননকাজ চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। এখন পর্যন্ত খনন করে বৌদ্ধবিহারের পাঁচটি কক্ষ পাওয়া গেছে, যেগুলো বর্গাকৃতির (সাড়ে তিন বর্গমিটার করে)। এগুলো বৌদ্ধ ভিক্ষুদের হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।
সংবাদ সম্মেলনে খননকাজ পরিচালনাকারীদের পক্ষ থেকে জানানো হয়, বৌদ্ধবিহারটি অতীশ দীপঙ্করের আমলের হতে পারে। সে হিসাবে প্রায় এক হাজার বছর আগের প্রাক-মধ্যযুগীয় স্থাপনা এটি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুফি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল ২০১১ সাল থেকে প্রাচীন বিক্রমপুরের (বর্তমান মুন্সিগঞ্জ) প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধানে খননকাজ শুরু করে। এ কাজে তাদের সহায়তা করছে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন।
রঘুরামপুর এলাকায় যেখানে বৌদ্ধবিহারের অস্তিত্ব পাওয়া গেছে, তার পাশেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, এখানে একটি বৌদ্ধবিহার থাকতে পারে বলে এক বছর আগে ধারণা করা হয়। খননকাজ চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। এখন পর্যন্ত খনন করে বৌদ্ধবিহারের পাঁচটি কক্ষ পাওয়া গেছে, যেগুলো বর্গাকৃতির (সাড়ে তিন বর্গমিটার করে)। এগুলো বৌদ্ধ ভিক্ষুদের হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।
সংবাদ সম্মেলনে খননকাজ পরিচালনাকারীদের পক্ষ থেকে জানানো হয়, বৌদ্ধবিহারটি অতীশ দীপঙ্করের আমলের হতে পারে। সে হিসাবে প্রায় এক হাজার বছর আগের প্রাক-মধ্যযুগীয় স্থাপনা এটি।
৫ হাজার ১১৪ কোটি টাকা আত্মসাৎ
ডেসটিনি গ্রুপের পরিচালকেরা গ্রাহকদের পাঁচ হাজার ১১৩ কোটি ৯৫ লাখ টাকা
আত্মসাৎ করেছেন। নগদ ও চেকের মাধ্যমে এ অর্থ গ্রুপের তিনটি প্রতিষ্ঠানের
ব্যাংক হিসাব থেকে সরিয়ে নিয়েছেন তাঁরা। তবে এ অর্থ কোন কোন খাতে ব্যয় করা
হয়েছে, তার হদিস পাওয়া যাচ্ছে না।
বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ) বিস্তারিত অনুসন্ধান করেও ডেসটিনির শীর্ষস্থানীয় ব্যক্তিরা অর্থ কোথায় ব্যয় করেছেন বা পাচার করেছেন, তা উদ্ধার করতে পারেনি। কেন্দ্রীয় ব্যাংকের অনুসন্ধানে কিছু অর্থে জমি, প্লট ও ফ্ল্যাট কেনার হিসাব পাওয়া গেলেও অধিকাংশ অর্থের কোনো খোঁজ নেই। তবে ডেসটিনি গ্রুপের প্রধান ব্যক্তি চেয়ারম্যান রফিকুল আমীনের বিদেশি ব্যাংকে লেনদেন ও বিদেশে ব্যবসা রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে সম্প্রতি ডেসটিনির অর্থ আত্মসাৎ নিয়ে চূড়ান্ত এ প্রতিবেদন পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কাছ থেকে সংগৃহীত অর্থের উৎস গোপন করতে গ্রুপের পরিচালকেরা বিপুল পরিমাণ ওই অর্থ আত্মসাৎ করেছেন। ডেসটিনির মূল তিনটি প্রতিষ্ঠান হচ্ছে ডেসটিনি ২০০০ লিমিটেড, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (ডিএমসিএসএল) ও ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন। এ তিন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকের মোট ২৮২টি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মদ রফিকুল আমীনের হংকংয়ের ব্যবসাপ্রতিষ্ঠান সফটক অনলাইন (এইচকে) লিমিটেডের মাধ্যমে ৫২ কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ পাওয়া গেছে। সফটকের ৫০ শতাংশ মালিক হচ্ছেন হংকংয়ের নাগরিক নোয়েল জি ক্যারি।
ডেসটিনি গ্রুপের সব রপ্তানি সম্পন্ন হয়েছে হংকংভিত্তিক প্রতিষ্ঠানটির মাধ্যমে। এ ছাড়া সিঙ্গাপুরে রফিকুল আমীনের নামে একটি ব্যাংক হিসাব পরিচালনার তথ্যও পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ডেসটিনি ২০০০ লিমিটেডের ৬৫টি ব্যাংক হিসাবে জমা হওয়া দুই হাজার ৮১৩ কোটি ৩৫ লাখ টাকা থেকে তুলে নেওয়া হয়েছে দুই হাজার ৮০০ কোটি ২৭ লাখ টাকা। ডেসটিনি ট্রি প্ল্যান্টেশনের নামে করা ১৩৩টি ব্যাংক হিসাবের ৮৩৫ কোটি ১৭ লাখ টাকা থেকে তুলে নেওয়া হয়েছে ৮৩০ কোটি চার লাখ টাকা। একইভাবে ডেসটিনি কো-অপারেটিভের নামে করা ৮৪টি ব্যাংক হিসাবে জমা রাখা এক হাজার ৪৮৪ কোটি সাত লাখ টাকা থেকে তুলে নেওয়া হয়েছে এক হাজার ৪৮৩ কোটি ৫১ লাখ টাকা।
দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে এ বিষয়ে বলেন, ডেসটিনি নিয়ে তদন্ত কার্যক্রম চলছে। ইতিমধ্যে এ ক্ষেত্রে অপরাধ সংঘটিত হওয়ার প্রমাণ মিলেছে। পরিচালকদের বিষয়-সম্পত্তি সব ক্রোক করার নির্দেশও পাওয়া গেছে। সম্পূর্ণ ঘটনা জানতে হলে আরও কিছুদিন পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে। কবে নাগাদ তদন্ত শেষ হবে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, আরও মাস খানেক সময় লাগতে পারে। তবে এ বিষয়টি সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের ওপর ছেড়ে দেওয়া ভালো হবে।
নিজস্ব হিসাবের অর্থ: বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে আরও জানা গেছে, অধিকাংশ অর্থ রফিকুল আমীন ছাড়াও ডেসটিনি গ্রুপের পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নিজের বা স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, গ্রুপের প্রেসিডেন্ট লে. জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের নামে ব্যক্তি হিসাবে ১৯ কোটি ৮৩ লাখ টাকা, রফিকুল আমীন ও তাঁর স্ত্রী ফারাহ দীবার হিসাবে ৮১ কোটি ৬৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এ ছাড়া অপর পরিচালক মোহাম্মদ হোসেনের ব্যক্তি হিসাবে এক কোটি ৯১ লাখ টাকা, মোহাম্মদ গোফরানুল হকের ব্যক্তি হিসাব ও তাঁর নিজস্ব প্রতিষ্ঠানের হিসাবে লেনদেন হয়েছে ৮৫ কোটি ৫৫ লাখ টাকা, মো. সাইদুর রহমান ও তাঁর স্ত্রী জাকিয়া রহমান এবং তাঁর নিজস্ব প্রতিষ্ঠানের হিসাবে লেনদেন করা হয়েছে ১৭৩ কোটি ৭৪ লাখ টাকা।
এ ছাড়া মো. মেসবাহউদ্দিনের নিজস্ব হিসাবে লেনদেন হয়েছে ৭৭ কোটি ৮৫ লাখ টাকা, শেখ তৈয়বুর রহমান ও তাঁর স্ত্রী সেলিনা রহমানের হিসাবে ৩৭ কোটি ৬৩ লাখ টাকা, সৈয়দ সাজ্জাদ হোসেনের ব্যক্তি হিসাবে ১৬ কোটি ৫৮ লাখ টাকা এবং মো. ইরফান আহমেদের ব্যক্তি হিসাবে এক কোটি আট লাখ টাকার লেনদেন হয়েছে। আবার নেপাল চন্দ্র বিশ্বাস ও তাঁর স্ত্রী মিতু রানী বিশ্বাসের ব্যক্তি হিসাবে লেনদেন ৩৪ কোটি এক লাখ টাকা, জামসেদ আরা চৌধুরীর ব্যক্তি হিসাবে ২১ কোটি ৯৫ লাখ টাকা এবং মো. ফরিদ আকতারের ব্যক্তি হিসাবে সাত কোটি ১৫ লাখ টাকা লেনদেন হয়েছে। কিন্তু বর্তমানে এসব ব্যাংক হিসাবের কোনোটাতেই ১৫ হাজার টাকার বেশি স্থিতি নেই। অর্থাৎ সব অর্থ সরিয়ে ফেলা হয়েছে।
দেউলিয়ার পথে কো-অপারেটিভ সোসাইটি: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, কমিশন বা লভ্যাংশ দেওয়ার মাধ্যমে আমানত সংগ্রহ এবং এর উল্লেখযোগ্য অংশ অন্য প্রতিষ্ঠানে জমা করার বিধান বিদ্যমান সমবায় সমিতি আইন, বিধি এবং ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নিবন্ধিত উপ-আইনে নেই। অথচ ডেসটিনি মাল্টিপারপাস ও ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালক ও ব্যবস্থাপনা কমিটির সদস্য একই হওয়ায় তাঁরা মাল্টিপারপাসের নামে জনগণের কাছ থেকে সংগ্রহ করা অর্থের মাধ্যমে সুবিধা নিয়েছেন। গ্রুপের পরিচালকেরা আইন ও বিধি লঙ্ঘন করে ‘কমিশনের আবরণে’ নতুন উপায়ে এ বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিচালকদের কারণেই ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ৯৫৬ কোটি ৩৪ লাখ টাকা ক্ষতির সম্মুখীন, যার দায় গিয়ে পড়ে প্রতিষ্ঠানের নয় লাখ শেয়ারহোল্ডারের ঘাড়ে। এ ছাড়া সম্পত্তি কেনার জন্য আগাম পরিশোধ করা অর্থের বিপরীতে সম্পত্তির নিবন্ধন না হওয়ার কারণেও সমিতি বড় ধরনের ঝুঁকির সম্মুখীন। যেমন প্রচ্ছায়া লিমিটেডকে ৭৮ কোটি টাকা দেওয়া হয়েছে, কিন্তু সে অর্থের বিপরীতে কোনো সম্পত্তি সোসাইটির নামে নেই।
সবশেষে বলা হয়েছে, সমিতির দায়ভার অবশ্যই সমিতিকে পরিশোধ করতে হয়। কিন্তু সংগ্রহ করা অর্থের ৪৩ শতাংশ কমিশন সংগ্রহ করার সময়েই পরিচালকদের বেতন-ভাতা বা কমিশন হিসেবে উঠিয়ে নেওয়া হয়েছে। বাকি অর্থ আত্মসাৎ করা হয়েছে। এর ফলে সমিতি যেকোনো সময় বিনিয়োগকারী বা আমানতকারীদের দায়দেনা পরিশোধে ব্যর্থ হয়ে দেউলিয়া হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ) বিস্তারিত অনুসন্ধান করেও ডেসটিনির শীর্ষস্থানীয় ব্যক্তিরা অর্থ কোথায় ব্যয় করেছেন বা পাচার করেছেন, তা উদ্ধার করতে পারেনি। কেন্দ্রীয় ব্যাংকের অনুসন্ধানে কিছু অর্থে জমি, প্লট ও ফ্ল্যাট কেনার হিসাব পাওয়া গেলেও অধিকাংশ অর্থের কোনো খোঁজ নেই। তবে ডেসটিনি গ্রুপের প্রধান ব্যক্তি চেয়ারম্যান রফিকুল আমীনের বিদেশি ব্যাংকে লেনদেন ও বিদেশে ব্যবসা রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে সম্প্রতি ডেসটিনির অর্থ আত্মসাৎ নিয়ে চূড়ান্ত এ প্রতিবেদন পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কাছ থেকে সংগৃহীত অর্থের উৎস গোপন করতে গ্রুপের পরিচালকেরা বিপুল পরিমাণ ওই অর্থ আত্মসাৎ করেছেন। ডেসটিনির মূল তিনটি প্রতিষ্ঠান হচ্ছে ডেসটিনি ২০০০ লিমিটেড, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (ডিএমসিএসএল) ও ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন। এ তিন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকের মোট ২৮২টি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মদ রফিকুল আমীনের হংকংয়ের ব্যবসাপ্রতিষ্ঠান সফটক অনলাইন (এইচকে) লিমিটেডের মাধ্যমে ৫২ কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ পাওয়া গেছে। সফটকের ৫০ শতাংশ মালিক হচ্ছেন হংকংয়ের নাগরিক নোয়েল জি ক্যারি।
ডেসটিনি গ্রুপের সব রপ্তানি সম্পন্ন হয়েছে হংকংভিত্তিক প্রতিষ্ঠানটির মাধ্যমে। এ ছাড়া সিঙ্গাপুরে রফিকুল আমীনের নামে একটি ব্যাংক হিসাব পরিচালনার তথ্যও পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ডেসটিনি ২০০০ লিমিটেডের ৬৫টি ব্যাংক হিসাবে জমা হওয়া দুই হাজার ৮১৩ কোটি ৩৫ লাখ টাকা থেকে তুলে নেওয়া হয়েছে দুই হাজার ৮০০ কোটি ২৭ লাখ টাকা। ডেসটিনি ট্রি প্ল্যান্টেশনের নামে করা ১৩৩টি ব্যাংক হিসাবের ৮৩৫ কোটি ১৭ লাখ টাকা থেকে তুলে নেওয়া হয়েছে ৮৩০ কোটি চার লাখ টাকা। একইভাবে ডেসটিনি কো-অপারেটিভের নামে করা ৮৪টি ব্যাংক হিসাবে জমা রাখা এক হাজার ৪৮৪ কোটি সাত লাখ টাকা থেকে তুলে নেওয়া হয়েছে এক হাজার ৪৮৩ কোটি ৫১ লাখ টাকা।
দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে এ বিষয়ে বলেন, ডেসটিনি নিয়ে তদন্ত কার্যক্রম চলছে। ইতিমধ্যে এ ক্ষেত্রে অপরাধ সংঘটিত হওয়ার প্রমাণ মিলেছে। পরিচালকদের বিষয়-সম্পত্তি সব ক্রোক করার নির্দেশও পাওয়া গেছে। সম্পূর্ণ ঘটনা জানতে হলে আরও কিছুদিন পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে। কবে নাগাদ তদন্ত শেষ হবে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, আরও মাস খানেক সময় লাগতে পারে। তবে এ বিষয়টি সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের ওপর ছেড়ে দেওয়া ভালো হবে।
নিজস্ব হিসাবের অর্থ: বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে আরও জানা গেছে, অধিকাংশ অর্থ রফিকুল আমীন ছাড়াও ডেসটিনি গ্রুপের পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নিজের বা স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, গ্রুপের প্রেসিডেন্ট লে. জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের নামে ব্যক্তি হিসাবে ১৯ কোটি ৮৩ লাখ টাকা, রফিকুল আমীন ও তাঁর স্ত্রী ফারাহ দীবার হিসাবে ৮১ কোটি ৬৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এ ছাড়া অপর পরিচালক মোহাম্মদ হোসেনের ব্যক্তি হিসাবে এক কোটি ৯১ লাখ টাকা, মোহাম্মদ গোফরানুল হকের ব্যক্তি হিসাব ও তাঁর নিজস্ব প্রতিষ্ঠানের হিসাবে লেনদেন হয়েছে ৮৫ কোটি ৫৫ লাখ টাকা, মো. সাইদুর রহমান ও তাঁর স্ত্রী জাকিয়া রহমান এবং তাঁর নিজস্ব প্রতিষ্ঠানের হিসাবে লেনদেন করা হয়েছে ১৭৩ কোটি ৭৪ লাখ টাকা।
এ ছাড়া মো. মেসবাহউদ্দিনের নিজস্ব হিসাবে লেনদেন হয়েছে ৭৭ কোটি ৮৫ লাখ টাকা, শেখ তৈয়বুর রহমান ও তাঁর স্ত্রী সেলিনা রহমানের হিসাবে ৩৭ কোটি ৬৩ লাখ টাকা, সৈয়দ সাজ্জাদ হোসেনের ব্যক্তি হিসাবে ১৬ কোটি ৫৮ লাখ টাকা এবং মো. ইরফান আহমেদের ব্যক্তি হিসাবে এক কোটি আট লাখ টাকার লেনদেন হয়েছে। আবার নেপাল চন্দ্র বিশ্বাস ও তাঁর স্ত্রী মিতু রানী বিশ্বাসের ব্যক্তি হিসাবে লেনদেন ৩৪ কোটি এক লাখ টাকা, জামসেদ আরা চৌধুরীর ব্যক্তি হিসাবে ২১ কোটি ৯৫ লাখ টাকা এবং মো. ফরিদ আকতারের ব্যক্তি হিসাবে সাত কোটি ১৫ লাখ টাকা লেনদেন হয়েছে। কিন্তু বর্তমানে এসব ব্যাংক হিসাবের কোনোটাতেই ১৫ হাজার টাকার বেশি স্থিতি নেই। অর্থাৎ সব অর্থ সরিয়ে ফেলা হয়েছে।
দেউলিয়ার পথে কো-অপারেটিভ সোসাইটি: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, কমিশন বা লভ্যাংশ দেওয়ার মাধ্যমে আমানত সংগ্রহ এবং এর উল্লেখযোগ্য অংশ অন্য প্রতিষ্ঠানে জমা করার বিধান বিদ্যমান সমবায় সমিতি আইন, বিধি এবং ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নিবন্ধিত উপ-আইনে নেই। অথচ ডেসটিনি মাল্টিপারপাস ও ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালক ও ব্যবস্থাপনা কমিটির সদস্য একই হওয়ায় তাঁরা মাল্টিপারপাসের নামে জনগণের কাছ থেকে সংগ্রহ করা অর্থের মাধ্যমে সুবিধা নিয়েছেন। গ্রুপের পরিচালকেরা আইন ও বিধি লঙ্ঘন করে ‘কমিশনের আবরণে’ নতুন উপায়ে এ বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিচালকদের কারণেই ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ৯৫৬ কোটি ৩৪ লাখ টাকা ক্ষতির সম্মুখীন, যার দায় গিয়ে পড়ে প্রতিষ্ঠানের নয় লাখ শেয়ারহোল্ডারের ঘাড়ে। এ ছাড়া সম্পত্তি কেনার জন্য আগাম পরিশোধ করা অর্থের বিপরীতে সম্পত্তির নিবন্ধন না হওয়ার কারণেও সমিতি বড় ধরনের ঝুঁকির সম্মুখীন। যেমন প্রচ্ছায়া লিমিটেডকে ৭৮ কোটি টাকা দেওয়া হয়েছে, কিন্তু সে অর্থের বিপরীতে কোনো সম্পত্তি সোসাইটির নামে নেই।
সবশেষে বলা হয়েছে, সমিতির দায়ভার অবশ্যই সমিতিকে পরিশোধ করতে হয়। কিন্তু সংগ্রহ করা অর্থের ৪৩ শতাংশ কমিশন সংগ্রহ করার সময়েই পরিচালকদের বেতন-ভাতা বা কমিশন হিসেবে উঠিয়ে নেওয়া হয়েছে। বাকি অর্থ আত্মসাৎ করা হয়েছে। এর ফলে সমিতি যেকোনো সময় বিনিয়োগকারী বা আমানতকারীদের দায়দেনা পরিশোধে ব্যর্থ হয়ে দেউলিয়া হতে পারে।
তামিম-নাসিরের দ্যুতিতে বাংলাদেশ ২৫৯
১৩৬
বলে ১১২ রান—১০ চার, এক ছয়। তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর
করে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে ২৫৯ রান করেছে
বাংলাদেশ। তামিমের সেঞ্চুরির সঙ্গে নাসিরের অপরাজিত ৭৩। সব মিলিয়ে টস জিতে
বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে ‘অপ্রত্যাশিত’ এক লক্ষ্যের মুখোমুখি
শ্রীলঙ্কা।
তামিমের সেঞ্চুরি তো আছেই। দলের এই ‘চ্যালেঞ্জিং’ সংগ্রহে নাসিরের অবদানও দুর্দান্ত। ৫৯ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলে তিনিই বাংলাদেশের সংগ্রহকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়।
তামিমের সেঞ্চুরিটা ছিল অসাধারণ। ৬৩ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর ধৈর্যের প্রতিমূর্তি হয়ে একদিক আগলে রেখে তিনি গড়েছেন তাঁর অসাধারণ ইনিংসটি। এই সেঞ্চুরির মাধ্যমে শ্রীলঙ্কার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে তিন অঙ্ক ছোঁয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। আর তাঁর ১১২ রানের ইনিংসটি শ্রীলঙ্কার মাটিতে তো বটেই, লঙ্কানদের বিপক্ষেই ওয়ানডেতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা একেবারে মন্দ ছিল না। এনামুল হককে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন তামিম। তবে দলীয় ৪৪ রানে এনামুলের বিদায়ের পর দ্রুত দুটি উইকেট হারায় বাংলাদেশ। একপর্যায়ে সংগ্রহ দাঁড়ায় তিন উইকেটে ৬৩ রান।
এ পর্যায়ে মাহমুদউল্লাহকে সঙ্গী করে এগোতে থাকেন তামিম। তাঁদের চতুর্থ উইকেট জুটিতে আসে ৬৬ রান। ২৯ রান করে মাহমুদউল্লাহ বিদায় নিলে তামিমকে যথার্থ সঙ্গ দেন নাসির হোসেন। তাঁদের পঞ্চম উইকেট জুটিতে আসে ৭৫ রান। দলীয় ২০৪ রানে রানআউট হন তামিম। নাসিরকে অবশ্য ফেরাতে পারেননি লঙ্কান বোলাররা। ইনিংসের শেষ পর্যন্ত এক প্রান্ত আগলে রাখেন তিনি।
শ্রীলঙ্কার পক্ষে লাসিথ মালিঙ্গা ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস দুটি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট গেছে নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা ও সচিত্র সেনানায়েকের ঝুলিতে।
তামিমের সেঞ্চুরি তো আছেই। দলের এই ‘চ্যালেঞ্জিং’ সংগ্রহে নাসিরের অবদানও দুর্দান্ত। ৫৯ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলে তিনিই বাংলাদেশের সংগ্রহকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়।
তামিমের সেঞ্চুরিটা ছিল অসাধারণ। ৬৩ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর ধৈর্যের প্রতিমূর্তি হয়ে একদিক আগলে রেখে তিনি গড়েছেন তাঁর অসাধারণ ইনিংসটি। এই সেঞ্চুরির মাধ্যমে শ্রীলঙ্কার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে তিন অঙ্ক ছোঁয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। আর তাঁর ১১২ রানের ইনিংসটি শ্রীলঙ্কার মাটিতে তো বটেই, লঙ্কানদের বিপক্ষেই ওয়ানডেতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা একেবারে মন্দ ছিল না। এনামুল হককে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন তামিম। তবে দলীয় ৪৪ রানে এনামুলের বিদায়ের পর দ্রুত দুটি উইকেট হারায় বাংলাদেশ। একপর্যায়ে সংগ্রহ দাঁড়ায় তিন উইকেটে ৬৩ রান।
এ পর্যায়ে মাহমুদউল্লাহকে সঙ্গী করে এগোতে থাকেন তামিম। তাঁদের চতুর্থ উইকেট জুটিতে আসে ৬৬ রান। ২৯ রান করে মাহমুদউল্লাহ বিদায় নিলে তামিমকে যথার্থ সঙ্গ দেন নাসির হোসেন। তাঁদের পঞ্চম উইকেট জুটিতে আসে ৭৫ রান। দলীয় ২০৪ রানে রানআউট হন তামিম। নাসিরকে অবশ্য ফেরাতে পারেননি লঙ্কান বোলাররা। ইনিংসের শেষ পর্যন্ত এক প্রান্ত আগলে রাখেন তিনি।
শ্রীলঙ্কার পক্ষে লাসিথ মালিঙ্গা ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস দুটি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট গেছে নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা ও সচিত্র সেনানায়েকের ঝুলিতে।
রাশিয়ায় ৫০০০ ক্যারেটের পান্না!
রাশিয়ার উরাল এলাকায় রাষ্ট্রীয় মালিকানাধীন একটি খনিতে পাঁচ হাজার
ক্যারেটের বিরল এক পান্না পাওয়া গেছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তবে এখনো
পান্নাটির মূল্য নির্ধারণ করা হয়নি। আজ শনিবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ
কথা জানানো হয়।
কালিনিনগ্রাদ আম্বার ফ্যাক্টরির মুখপাত্র সিথলানা কালিনিনা বলেন, এটি দারুণ সুন্দর একটি পান্না।
গাঢ় সবুজ রঙের খানিকটা স্বচ্ছ রত্নটির ওজন এক কিলোগ্রাম। তবে এর মূল্য কত হবে, তা রাষ্ট্রীয় মূল্যবান ধাতব ও রত্নভান্ডার কর্তৃপক্ষের বিশেষজ্ঞরা এখনো নির্ধারণ করেননি।
রাশিয়ার উরাল এলাকায় পাওয়া পান্না প্রক্রিয়াজাত করার পর গুণগত মান ও রং প্রায় অক্ষত থাকে। এ জন্য এ ধরনের পান্নার চাহিদাও অনেক বেশি।
মালিশেভস্কয়ি খনিতে এর আগে গত বছর তিন হাজার ১৮৭ ক্যারেটের পান্না পাওয়া গিয়েছিল।
কালিনিনগ্রাদ আম্বার ফ্যাক্টরি এ বছর প্রথমবারের মতো পান্না নিলামে তোলে। ৫০ কেজি ওজনের নানা ধরনের পান্না প্রায় ১০ লাখ ডলারে বিক্রি হয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, প্রতিবছর পান্নার মূল্য ১০ শতাংশ হারে বাড়ে। খনি থেকে আহরিত পান্না সংগ্রহের আগ্রহ ইউরোপ, চীন ও যুক্তরাষ্ট্রের সংগ্রাহকদের মধ্যে বেশি দেখা যায়।
বিশ্বের সবচেয়ে বেশি পান্না হয় কলম্বিয়ায়। পৃথিবীর মোট চাহিদার ৫০ থেকে ৯৫ শতাংশ পান্নার জোগান দেয় দেশটি।
কালিনিনগ্রাদ আম্বার ফ্যাক্টরির মুখপাত্র সিথলানা কালিনিনা বলেন, এটি দারুণ সুন্দর একটি পান্না।
গাঢ় সবুজ রঙের খানিকটা স্বচ্ছ রত্নটির ওজন এক কিলোগ্রাম। তবে এর মূল্য কত হবে, তা রাষ্ট্রীয় মূল্যবান ধাতব ও রত্নভান্ডার কর্তৃপক্ষের বিশেষজ্ঞরা এখনো নির্ধারণ করেননি।
রাশিয়ার উরাল এলাকায় পাওয়া পান্না প্রক্রিয়াজাত করার পর গুণগত মান ও রং প্রায় অক্ষত থাকে। এ জন্য এ ধরনের পান্নার চাহিদাও অনেক বেশি।
মালিশেভস্কয়ি খনিতে এর আগে গত বছর তিন হাজার ১৮৭ ক্যারেটের পান্না পাওয়া গিয়েছিল।
কালিনিনগ্রাদ আম্বার ফ্যাক্টরি এ বছর প্রথমবারের মতো পান্না নিলামে তোলে। ৫০ কেজি ওজনের নানা ধরনের পান্না প্রায় ১০ লাখ ডলারে বিক্রি হয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, প্রতিবছর পান্নার মূল্য ১০ শতাংশ হারে বাড়ে। খনি থেকে আহরিত পান্না সংগ্রহের আগ্রহ ইউরোপ, চীন ও যুক্তরাষ্ট্রের সংগ্রাহকদের মধ্যে বেশি দেখা যায়।
বিশ্বের সবচেয়ে বেশি পান্না হয় কলম্বিয়ায়। পৃথিবীর মোট চাহিদার ৫০ থেকে ৯৫ শতাংশ পান্নার জোগান দেয় দেশটি।
চট্টগ্রামে ২৫ মার্চ জামায়াতের হরতাল
চট্টগ্রাম জেলায় ২৫ মার্চ সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের প্যারেড
কর্নারে মইন উদ্দিনের জানাজা শেষে জামায়াতের সাংসদ ও মহানগর জামায়াতের
আমির আ ন ম শামসুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন।
একটি ভবন থেকে পালাতে গিয়ে লাফ দিয়ে আহত হওয়া জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর ভাগনে মইন উদ্দিনের চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুর প্রতিবাদে এই হরতালের ডাক দেওয়া হয়।
পুলিশের ভাষ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা পাঁচ দিন সারা দেশের সঙ্গে কক্সবাজার এবং বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখেন জামায়াত-শিবিরের কর্মীরা। জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী নেতা-কর্মীদের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে এই ঘটনা ঘটিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এই অভিযোগের ভিত্তিতে ১৭ মার্চ ভোরে নগরের বাকুলিয়া থানাধীন একটি ভবনে শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় পুলিশ। সে সময় ওই ভবনে থাকা তাঁর ভাগনে মইন উদ্দিন ভবন থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে নিচে পড়ে যান। আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়। এই মৃত্যুর প্রতিবাদে আগামী সোমবার হরতালের কর্মসূচি ঘোষণা করে জামায়াত। শাহজাহান চৌধুরীকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
একটি ভবন থেকে পালাতে গিয়ে লাফ দিয়ে আহত হওয়া জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর ভাগনে মইন উদ্দিনের চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুর প্রতিবাদে এই হরতালের ডাক দেওয়া হয়।
পুলিশের ভাষ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা পাঁচ দিন সারা দেশের সঙ্গে কক্সবাজার এবং বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখেন জামায়াত-শিবিরের কর্মীরা। জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী নেতা-কর্মীদের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে এই ঘটনা ঘটিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এই অভিযোগের ভিত্তিতে ১৭ মার্চ ভোরে নগরের বাকুলিয়া থানাধীন একটি ভবনে শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় পুলিশ। সে সময় ওই ভবনে থাকা তাঁর ভাগনে মইন উদ্দিন ভবন থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে নিচে পড়ে যান। আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়। এই মৃত্যুর প্রতিবাদে আগামী সোমবার হরতালের কর্মসূচি ঘোষণা করে জামায়াত। শাহজাহান চৌধুরীকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
তামিমের ব্যাটে লড়ছে বাংলাদেশ
হাম্বানটোটায় সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন
উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের
সংগ্রহ ২৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৯ রান।
তামিম ইকবাল ৭৪ ও নাসির হোসেন ০ রানে অপরাজিত আছেন। দলীয় ৪৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। থিসারা পেরেরার বলে বোল্ড হন ব্যক্তিগত ১৩ রানে থাকা এনামুল হক। মোহাম্মদ আশরাফুল রানের খাতাই খুলতে পারেননি। তিনি ফেরেন মিডঅফে কুশল পেরেরার হাতে ক্যাচ দিয়ে। অ্যাঞ্জেলো ম্যাথুসের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরার সময় অধিনায়ক মুশফিকুর রহিমের সংগ্রহ ছিল ৩ রান। মাহমুদউল্লাহ করেন ২৯ রান। দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, নাসির হোসেন, আবুল হাসান, সোহাগ গাজী, রুবেল হোসেন, আবদুর রাজ্জাক, এনামুল হক ও জিয়াউর রহমান।
শ্রীলঙ্কা দল: তিলকরত্নে দিলশান, কুশল পেরেরা, কুমার সাঙ্গাকারা, লাহিরু থিরিমান্নে, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, জিভান মেন্ডিস, থিসারা পেরোরা, নুয়ান কুলাসেকারা, সচিত্র সেনানায়েকে ও লাসিথ মালিঙ্গা।
তামিম ইকবাল ৭৪ ও নাসির হোসেন ০ রানে অপরাজিত আছেন। দলীয় ৪৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। থিসারা পেরেরার বলে বোল্ড হন ব্যক্তিগত ১৩ রানে থাকা এনামুল হক। মোহাম্মদ আশরাফুল রানের খাতাই খুলতে পারেননি। তিনি ফেরেন মিডঅফে কুশল পেরেরার হাতে ক্যাচ দিয়ে। অ্যাঞ্জেলো ম্যাথুসের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরার সময় অধিনায়ক মুশফিকুর রহিমের সংগ্রহ ছিল ৩ রান। মাহমুদউল্লাহ করেন ২৯ রান। দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, নাসির হোসেন, আবুল হাসান, সোহাগ গাজী, রুবেল হোসেন, আবদুর রাজ্জাক, এনামুল হক ও জিয়াউর রহমান।
শ্রীলঙ্কা দল: তিলকরত্নে দিলশান, কুশল পেরেরা, কুমার সাঙ্গাকারা, লাহিরু থিরিমান্নে, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, জিভান মেন্ডিস, থিসারা পেরোরা, নুয়ান কুলাসেকারা, সচিত্র সেনানায়েকে ও লাসিথ মালিঙ্গা।
Ajinkya Rahane was hit on the head by Peter Siddle
Ajinkya Rahane was hit on the head by Peter Siddle during a hostile spell of bowling from Australia in Delhi
Subscribe to:
Posts (Atom)