গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্যের কাছে
বিচার চাইতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এই অভিযোগে গত সোমবার
কাপাসিয়া থানায় মামলা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে কাপাসিয়ার সনমানিয়া
ইউনিয়নের একটি গ্রামের এক গৃহবধূ তাঁর স্বামীর বিরুদ্ধে বিচার চাইতে যান
সনমানিয়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মাইন উদ্দিনের কাছে। তিনি
অভিযোগ শোনার কথা বলে ওই গৃহবধূকে স্থানীয় আড়াল বাজারে নিজের দোকানের
পেছনের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এরপর ধর্ষণের কথা কাউকে না জানাতে
প্রাণনাশের হুমকি দেন।
ওই গৃহবধূ প্রথমে ঘটনাটি কাউকে না জানালেও পরে স্বামীকে খুলে বলেন। তাঁর
স্বামী পরে ইউপি চেয়ারম্যান, সদস্য ও নারী সদস্যদের কাছে গিয়ে বিচার চান।
কিন্তু বিচার না পেয়ে সোমবার ওই গৃহবধূ মাইন উদ্দিনের বিরুদ্ধে কাপাসিয়া
থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন ।
গৃহবধূর স্বামী বলেন, ‘আমার স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে বিভিন্ন বিষয় নিয়ে
একটু ঝগড়াবিবাদ হতো। তারই পরিপ্রেক্ষিতে আমার স্ত্রী মাইন উদ্দিন মেম্বারের
কাছে বিচার চাইতে যান। কিন্তু মেম্বার আমার স্ত্রীকে ধর্ষণ করেন।’
এ ব্যাপারে বক্তব্য জানতে মাইন উদ্দিনের মুঠোফোনে কল করলেও তা বন্ধ পাওয়া গেছে।
ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ধর্ষণের ঘটনাটি শুনেছি।
মাইন উদ্দিন মেম্বার ঘটনাটি আপস করে দিতে বলেছেন। আমি বলেছি, এসব বিষয়ে
কোনো আপস করা যায় না। আইনগতভাবে যা হয়, তাই করা উচিত।’
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন বলেন, আসামি মাইন উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Wednesday, February 27, 2013
কলেজছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক কলেজছাত্রী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন। এ
ব্যাপারে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বপন কর্মকার (২৩)
নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্বপনের বাড়ি উপজেলার শিলুয়া চা-বাগানের ৮ নম্বর লাইন এলাকায়। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণীতে পড়েন। কলেজে আসা-যাওয়ার পথে স্বপন তাঁকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। ৮ ফেব্রুয়ারি দুপুরের দিকে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন ওই ছাত্রী। পথে একা পেয়ে স্বপন তাঁর মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলেন এবং পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। এ সময় মুঠোফোনের ক্যামেরায় ছাত্রীটির আপত্তিকর ছবি তোলেন স্বপন। পরে তিনি ছাত্রীটিকে সেখানে ফেলে রেখে সটকে পড়েন।
ওই ছাত্রী গত রোববার স্বপনকে আসামি করে মামলা করেন। পুলিশ ওই দিনই স্বপনকে গ্রেপ্তার করে। ওই ছাত্রীর বাবা জানান, ঘটনার পর তাঁর মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। লজ্জায় প্রথমে মুখ খোলেনি সে (ছাত্রী)। পরে সে ঘটনাটি জানায়। তাই মামলা করতে দেরি হয়েছে।
স্বপনের বাড়ি উপজেলার শিলুয়া চা-বাগানের ৮ নম্বর লাইন এলাকায়। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণীতে পড়েন। কলেজে আসা-যাওয়ার পথে স্বপন তাঁকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। ৮ ফেব্রুয়ারি দুপুরের দিকে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন ওই ছাত্রী। পথে একা পেয়ে স্বপন তাঁর মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলেন এবং পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। এ সময় মুঠোফোনের ক্যামেরায় ছাত্রীটির আপত্তিকর ছবি তোলেন স্বপন। পরে তিনি ছাত্রীটিকে সেখানে ফেলে রেখে সটকে পড়েন।
ওই ছাত্রী গত রোববার স্বপনকে আসামি করে মামলা করেন। পুলিশ ওই দিনই স্বপনকে গ্রেপ্তার করে। ওই ছাত্রীর বাবা জানান, ঘটনার পর তাঁর মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। লজ্জায় প্রথমে মুখ খোলেনি সে (ছাত্রী)। পরে সে ঘটনাটি জানায়। তাই মামলা করতে দেরি হয়েছে।
রাজশাহীতে শিশুছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষককে গণপিটুনি
তৃতীয় শ্রেণীর এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রাজশাহী নগরের একটি
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে গতকাল মঙ্গলবার পিটুনি দিয়েছে স্থানীয় লোকজন।
পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, বেলা দেড়টার দিকে হঠাৎ একদল লোক এসে সহকারী শিক্ষক মাসুম বিল্লাহকে (২৭) মারধর শুরু করেন। তাঁদের কয়েকজন বিদ্যালয়ের অন্য শিক্ষকদের কাছে অভিযোগ করেন, মাসুম তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছেন। ওই ছাত্রী বাড়ি গিয়ে তার মায়ের কাছে এ অভিযোগ করে। বিষয়টি গ্রামে জানাজানি হলে ক্ষুব্ধ লোকজন বিদ্যালয়ে এসে মাসুমের ওপর হামলা চালান।
মতিহার থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মোমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ক্ষুব্ধ জনতা মাসুম বিল্লাহকে তাঁদের কাছে সোপর্দ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, বেলা দেড়টার দিকে হঠাৎ একদল লোক এসে সহকারী শিক্ষক মাসুম বিল্লাহকে (২৭) মারধর শুরু করেন। তাঁদের কয়েকজন বিদ্যালয়ের অন্য শিক্ষকদের কাছে অভিযোগ করেন, মাসুম তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছেন। ওই ছাত্রী বাড়ি গিয়ে তার মায়ের কাছে এ অভিযোগ করে। বিষয়টি গ্রামে জানাজানি হলে ক্ষুব্ধ লোকজন বিদ্যালয়ে এসে মাসুমের ওপর হামলা চালান।
মতিহার থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মোমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ক্ষুব্ধ জনতা মাসুম বিল্লাহকে তাঁদের কাছে সোপর্দ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সরকার আগুন নিয়ে খেলছে
ব্লগে আল্লাহ, মহানবী (সা.) ও ধর্মীয় অনুশাসনকে কটাক্ষ করার অভিযোগ তুলে এ
নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সরকার আগুন নিয়ে খেলছে।’
গতকাল মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। ‘পুলিশ-র্যাব ও ক্ষমতাসীন দলের সশস্ত্র সন্ত্রাসীদের ভয়াবহ নৈরাজ্য ও নির্বিচারে মানুষ হত্যার’ প্রতিবাদে বিএনপি এ সমাবেশের আয়োজন করে। এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে ইসলামী ঐক্যজোটের এক আলোচনা সভায়ও একই কথা বলেন তিনি।
ফখরুল বলেন, ‘আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি। বাংলাদেশের ৯৫ শতাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করে।’ তিনি বলেন, সরকার আগুন নিয়ে খেলছে। বিষয়টি এত ভয়াবহ যে জাতীয় নিরাপত্তা পর্যন্ত হুমকির সম্মুখীন হয়ে গেছে। তারা যে বিষয়গুলো উসকে দিচ্ছে, তাতে দেশের বিভাজন সৃষ্টি করবে।
সরকারের উদ্দেশে ফখরুল বলেন, কার স্বার্থে এই বিভাজন করছেন। কার স্বার্থে ব্যাংক-বিমা, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করার ইঙ্গিত দিচ্ছেন? এই ভয়াবহ খেলা থেকে সরে আসুন। জনগণকে জনগণের বিরুদ্ধে লাগিয়ে দেবেন না। এখনো সময় আছে। রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবে করুন।
ফখরুল বলেন, ‘দেশের মানুষ বিভাজনের রাজনীতি চায় না, শান্তি চায়। তাই তরুণসমাজকে বলতে চাই, প্রতিহিংসা, ফাঁসি আর জবাই করার রাজনীতি নয়। আমরা ভালোবাসা, সৌহার্দ্যের রাজনীতি চাই। জবাই করে, ফাঁসি দিয়ে সুন্দর বাংলাদেশ গড়া যাবে না।’
ফখরুল অভিযোগ করেন, সরকারের হুকুমে পুলিশ গত ১০ দিনে ৩০ জন সাধারণ মানুষকে বন্যপশুর মতো গুলি করে মেরেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে মুক্তিযুদ্ধের পক্ষের-বিপক্ষের শক্তিতে এবং ইসলামের পক্ষের-বিপক্ষের শক্তিতে বিভক্ত করছে।
গতকাল মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। ‘পুলিশ-র্যাব ও ক্ষমতাসীন দলের সশস্ত্র সন্ত্রাসীদের ভয়াবহ নৈরাজ্য ও নির্বিচারে মানুষ হত্যার’ প্রতিবাদে বিএনপি এ সমাবেশের আয়োজন করে। এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে ইসলামী ঐক্যজোটের এক আলোচনা সভায়ও একই কথা বলেন তিনি।
ফখরুল বলেন, ‘আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি। বাংলাদেশের ৯৫ শতাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করে।’ তিনি বলেন, সরকার আগুন নিয়ে খেলছে। বিষয়টি এত ভয়াবহ যে জাতীয় নিরাপত্তা পর্যন্ত হুমকির সম্মুখীন হয়ে গেছে। তারা যে বিষয়গুলো উসকে দিচ্ছে, তাতে দেশের বিভাজন সৃষ্টি করবে।
সরকারের উদ্দেশে ফখরুল বলেন, কার স্বার্থে এই বিভাজন করছেন। কার স্বার্থে ব্যাংক-বিমা, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করার ইঙ্গিত দিচ্ছেন? এই ভয়াবহ খেলা থেকে সরে আসুন। জনগণকে জনগণের বিরুদ্ধে লাগিয়ে দেবেন না। এখনো সময় আছে। রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবে করুন।
ফখরুল বলেন, ‘দেশের মানুষ বিভাজনের রাজনীতি চায় না, শান্তি চায়। তাই তরুণসমাজকে বলতে চাই, প্রতিহিংসা, ফাঁসি আর জবাই করার রাজনীতি নয়। আমরা ভালোবাসা, সৌহার্দ্যের রাজনীতি চাই। জবাই করে, ফাঁসি দিয়ে সুন্দর বাংলাদেশ গড়া যাবে না।’
ফখরুল অভিযোগ করেন, সরকারের হুকুমে পুলিশ গত ১০ দিনে ৩০ জন সাধারণ মানুষকে বন্যপশুর মতো গুলি করে মেরেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে মুক্তিযুদ্ধের পক্ষের-বিপক্ষের শক্তিতে এবং ইসলামের পক্ষের-বিপক্ষের শক্তিতে বিভক্ত করছে।
পুলিশের এসআই পদে নিয়োগের পরীক্ষার সময়সূচি পরিবর্তন
বাংলাদেশ পুলিশ বাহিনীতে বহিরাগত ক্যাডেট এসআই (নি.) পুরুষ/মহিলা পদে
নিয়োগের মৌখিক পরীক্ষা ও অ্যাটিসিউড টেস্টের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি তারিখে পরীক্ষা হওয়ার কথা থাকলেও
তা অনিবার্য কারণবশত সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এ ক্ষেত্রে ২৭ ফেব্রুয়ারি
(বুধবার) তারিখের পরীক্ষা ১২ মার্চ এবং ২৮ ফেব্রুয়ারির পরীক্ষা ১৩ মার্চ
অনুষ্ঠিত হবে।
কলকাতার শিয়ালদাহর সূর্যসেন মার্কেটে ভয়াবহ আগুন
কলকাতার
শিয়ালদাহ স্টেশন লাগোয়া এপিসি রোডে একটি চারতলা ভবনে ভয়াবহ আগুনের ঘটনায়
বহু মানুষের হতাহতের ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত বেসরকারিভাবে
মৃতের সংখ্যা ১৯ বলে জানা গেলেও সরকারি হিসাব বিভ্রান্ত ছড়াচ্ছে।
কলকাতার পুলিশ কমিশনার এই সংখ্যা ১৩ বলে দাবি করলেও কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেছেন ১৫ জনের মৃত্যুর বিষয়ে তিনি নিশ্চিত। তবে কলকাতা মেডিক্যাল কলেজের মর্গে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ জনের মৃতদেহ পৌঁছেছে। এর মধ্যে একজন মহিলা ও শিশু রয়েছে বলে মর্গ সূত্রে জানা গেছে।
আজ বুধবার ভোর পৌনে ৪টার দিকে শিয়ালদাহ স্টেশন লাগোয়া সূর্যসেন মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে দমকল বাহিনীর ২৫টি দল কাজ করেছে। সকাল সাড়ে ৮টার মধ্যেই ৩৫ নম্বর এপিসি বোস রোডের চার তলার এই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এখনও পর্যন্ত স্টোর রুম থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা গেছে।
রাজ্য সরকারের দমকল মন্ত্রী জাভেদ খান বলেছেন, কলকাতা শহরে সাত লক্ষ ভবন অবৈধভাবে নির্মিত। এসব ভবনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চারতলার এই ভবনটি সূর্যসেন মার্কেট নামে পরিচিত। রাতে বহু দোকানদার এমনকি ভবঘুরেরাও মার্কেটের বারান্দায় রাত কাটান। মৃতদের পরিচয় এখনও প্রশাসন নিশ্চিত হতে পারেনি বলে জানান দমকল মন্ত্রী।
সূর্যসেন ভবনের মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন, বামফ্রন্টের সময় এমন বহু অবৈধ ভবন তৈরি হয়েছে। এগুলো চিহ্নিত করা হচ্ছে। আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ১৯ জন। আহতদের এনআরএস, এসএসকেএমসহ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুরের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে। সকালে বিধানসভার বিরোধীদলীয় নেতা সূর্যকান্ত মিশ্র সেখানে পরিদর্শনে যান। গত বছর দক্ষিণ কলকাতার আমরি হাসপাতালে ভয়াবহ আগুনের ঘটনায় ১১৩ জনের মৃত্যু হয়। এর আগে সূর্যসেন মার্কেটের পাশেই নন্দরাম মার্কেটেও ভয়াবহ আগুনের ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটে।
কলকাতার পুলিশ কমিশনার এই সংখ্যা ১৩ বলে দাবি করলেও কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেছেন ১৫ জনের মৃত্যুর বিষয়ে তিনি নিশ্চিত। তবে কলকাতা মেডিক্যাল কলেজের মর্গে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ জনের মৃতদেহ পৌঁছেছে। এর মধ্যে একজন মহিলা ও শিশু রয়েছে বলে মর্গ সূত্রে জানা গেছে।
আজ বুধবার ভোর পৌনে ৪টার দিকে শিয়ালদাহ স্টেশন লাগোয়া সূর্যসেন মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে দমকল বাহিনীর ২৫টি দল কাজ করেছে। সকাল সাড়ে ৮টার মধ্যেই ৩৫ নম্বর এপিসি বোস রোডের চার তলার এই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এখনও পর্যন্ত স্টোর রুম থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা গেছে।
রাজ্য সরকারের দমকল মন্ত্রী জাভেদ খান বলেছেন, কলকাতা শহরে সাত লক্ষ ভবন অবৈধভাবে নির্মিত। এসব ভবনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চারতলার এই ভবনটি সূর্যসেন মার্কেট নামে পরিচিত। রাতে বহু দোকানদার এমনকি ভবঘুরেরাও মার্কেটের বারান্দায় রাত কাটান। মৃতদের পরিচয় এখনও প্রশাসন নিশ্চিত হতে পারেনি বলে জানান দমকল মন্ত্রী।
সূর্যসেন ভবনের মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন, বামফ্রন্টের সময় এমন বহু অবৈধ ভবন তৈরি হয়েছে। এগুলো চিহ্নিত করা হচ্ছে। আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ১৯ জন। আহতদের এনআরএস, এসএসকেএমসহ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুরের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে। সকালে বিধানসভার বিরোধীদলীয় নেতা সূর্যকান্ত মিশ্র সেখানে পরিদর্শনে যান। গত বছর দক্ষিণ কলকাতার আমরি হাসপাতালে ভয়াবহ আগুনের ঘটনায় ১১৩ জনের মৃত্যু হয়। এর আগে সূর্যসেন মার্কেটের পাশেই নন্দরাম মার্কেটেও ভয়াবহ আগুনের ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটে।
নারীদের জন্য সবচেয়ে অনিরাপদ মহানগর দিল্লি
ভারতে
নারীদের জন্য সবচেয়ে অনিরাপদ মহানগর দিল্লি। পর্যটনবিষয়ক ওয়েবসাইট ট্রিপ
অ্যাডভাইজার পরিচালিত এক জরিপে এ চিত্র ফুটে উঠেছে। জরিপের ফল গত সোমবার
প্রকাশ করা হয়েছে।
কাজের জন্য বাইরে বের হন বা অবসরে চলাফেরা করেন-এমন নারীদের ওপর এ জরিপ চালানো হয়। এতে দেখা গেছে, ৮৪ শতাংশ নারী দিলি্লতে একা চলাফেরায় নিরাপদ বোধ করেন না। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইকে সবচেয়ে নিরাপদ নগরী মনে করেন নারীরা। সর্বোচ্চ ৩৪ শতাংশ নারীর কাছে মুম্বাই সবচেয়ে নিরাপদ শহর। ১২ শতাংশ নারীর ভোট পেয়ে গুজরাটের সবচেয়ে বড় শহর আহমেদাবাদ এবং কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু যৌথভাবে দ্বিতীয় নিরাপদ নগরীর স্থান দখল করেছে।
জরিপ অনুযায়ী, কাজের সুবাদে একা চলাচল করেন_এমন ৩৭ শতাংশ নারী নিরাপত্তাহীনতায় ভোগেন। আর দেশের বাইরে চলাচলের চেয়ে ভারতের অভ্যন্তরে চলাফেরা করতে ৯৪ শতাংশ নারীই নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন। নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকলেও ৩৩ শতাংশ নারী জানান, তাঁরা নতুন কিংবা অপরিচিত কোনো শহরে গেলে আত্মরার প্রস্তুতি নিয়ে যান। আগ্নেয়াস্ত্র অথবা মরিচের স্প্রে (পিপার স্প্রে) সঙ্গে রাখেন তাঁরা। সূত্র : হিন্দুস্তান টাইমস।
কাজের জন্য বাইরে বের হন বা অবসরে চলাফেরা করেন-এমন নারীদের ওপর এ জরিপ চালানো হয়। এতে দেখা গেছে, ৮৪ শতাংশ নারী দিলি্লতে একা চলাফেরায় নিরাপদ বোধ করেন না। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইকে সবচেয়ে নিরাপদ নগরী মনে করেন নারীরা। সর্বোচ্চ ৩৪ শতাংশ নারীর কাছে মুম্বাই সবচেয়ে নিরাপদ শহর। ১২ শতাংশ নারীর ভোট পেয়ে গুজরাটের সবচেয়ে বড় শহর আহমেদাবাদ এবং কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু যৌথভাবে দ্বিতীয় নিরাপদ নগরীর স্থান দখল করেছে।
জরিপ অনুযায়ী, কাজের সুবাদে একা চলাচল করেন_এমন ৩৭ শতাংশ নারী নিরাপত্তাহীনতায় ভোগেন। আর দেশের বাইরে চলাচলের চেয়ে ভারতের অভ্যন্তরে চলাফেরা করতে ৯৪ শতাংশ নারীই নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন। নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকলেও ৩৩ শতাংশ নারী জানান, তাঁরা নতুন কিংবা অপরিচিত কোনো শহরে গেলে আত্মরার প্রস্তুতি নিয়ে যান। আগ্নেয়াস্ত্র অথবা মরিচের স্প্রে (পিপার স্প্রে) সঙ্গে রাখেন তাঁরা। সূত্র : হিন্দুস্তান টাইমস।
হাঙরের হামলায় একজনের মৃত্যু
নিউজিল্যান্ডে সমুদ্রসৈকতে হাঙরের আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে
তাঁর নাম প্রকাশ করা হয়নি। অকল্যান্ড শহরের কাছে মুরিওয়াই সৈকতে আজ
বুধবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। খবর বিবিসি অনলাইনের।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দুর্ঘটনার সময় ৪৭ বছর বয়সী ওই ব্যক্তি সাঁতার কাটছিলেন। হাঙরের আক্রমণ থেকে তাঁকে বাঁচাতে পুলিশ গুলি ছোড়ে।
টিভি এনজেডের খবরে বলা হয়, নিউজিল্যান্ডে হাঙরের আক্রমণে নিহতের ঘটনা বিরল। ১৮৪৭ সাল থেকে এ পর্যন্ত এ ধরনের আক্রমণের ঘটনা ঘটেছে মাত্র ১১টি। সর্বশেষ ১৯৭৬ সালে হাঙরের আক্রমণে একজনের মৃত্যু হয়।
পুলিশের বিবৃতিতে বলা হয়, বড় হাঙরের আক্রমণে ওই ব্যক্তি মারা যায়। পানি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর সমুদ্রসৈকতটি বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দুর্ঘটনার সময় ৪৭ বছর বয়সী ওই ব্যক্তি সাঁতার কাটছিলেন। হাঙরের আক্রমণ থেকে তাঁকে বাঁচাতে পুলিশ গুলি ছোড়ে।
টিভি এনজেডের খবরে বলা হয়, নিউজিল্যান্ডে হাঙরের আক্রমণে নিহতের ঘটনা বিরল। ১৮৪৭ সাল থেকে এ পর্যন্ত এ ধরনের আক্রমণের ঘটনা ঘটেছে মাত্র ১১টি। সর্বশেষ ১৯৭৬ সালে হাঙরের আক্রমণে একজনের মৃত্যু হয়।
পুলিশের বিবৃতিতে বলা হয়, বড় হাঙরের আক্রমণে ওই ব্যক্তি মারা যায়। পানি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর সমুদ্রসৈকতটি বন্ধ করে দেওয়া হয়।
Tuesday, February 26, 2013
সাগরতলের প্রাচীন মহাদেশ ‘মরিশিয়া’!
ভারত মহাসাগরের নীচে প্রাগৈতিহাসিক যুগের একটি ‘ক্ষুদ্র মহাদেশ’ রয়েছে বলে
সম্প্রতি দাবি করেছেন গবেষকেরা। মহাসাগরের লাভার নীচে ডুবে থাকা এ
মহাদেশটিকে ‘মরিশিয়া’ নামে ডাকতে শুরু করেছেন তাঁরা।
২৪ ফেব্রুয়ারি ‘নেচার জিওসায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধের গবেষকেরা ‘মরিশিয়া’র উপস্থিতির কথা জানিয়েছেন। গবেষকেরা আশা করছেন যে, এ ধরনের আরও কয়েকটি ক্ষুদ্র মহাদেশের খোঁজ পাওয়া যেতে পারে। ভারত মহাসাগরের দ্বীপ মরিশাস অঞ্চলের বিশেষ ধরনের বালু পরীক্ষা করে এ তথ্য জানিয়েছেন গবেষকেরা।
গবেষকেরা ধারণা করছেন, মরিশিয়া নামের ওই ভূখণ্ড গঠিত হয়েছিল সম্ভবত ছয় কোটি ১০ লাখ থেকে আট কোটি ৩০ লাখ বছর আগে, ভারত থেকে মাদাগাস্কার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর। কালক্রমে ঘন লাভার স্তূপে চাপা পড়ে যায় মরিশিয়া।
বিজ্ঞানীরা মরিশাসের সৈকত থেকে সংগৃহীত বালি বিশ্লেষণ করে ৬৬ কোটি থেকে প্রায় ২০০ কোটি বছরের পুরোনো জিরকোনিয়াম মৌলের উপস্থিতি শনাক্ত করেন। মরিশাস দ্বীপের তলদেশে একটি ক্ষুদ্র মহাদেশের অস্তিত্ব নির্দেশ করছে জিরকোনিয়াম। গবেষকেরা ধারণা করছেন, আগ্নেয়গিরির সাম্প্রতিক ক্রিয়ার ফলে ওই জিরকোনিয়াম ভূপৃষ্ঠে উঠে এসেছে।
মরিশাসের সঙ্গে মরিশিয়ার সম্পর্ক
বর্তমান মরিশাসের সঙ্গে প্রাচীন ক্ষুদ্র মহাদেশ মরিশিয়ার সম্পর্ক রয়েছে। গবেষকেরা ধারণা করছেন, মরিশাস আগ্নেয়গিরি শৃঙ্খলের একটি অংশ। টেকটোনিক প্লেটের প্রান্তের দিকে এ আগ্নেয়গিরি শৃঙ্খল থাকে। তবে যে টেকটোনিক প্লেটের ওপর বর্তমান মরিশাস অবস্থান করছে তার প্রান্ত থেকে এর অবস্থান অনেকটাই দূরে। এর কারণ এখনও অজানা।
গবেষকেদের ভাষ্য, আমাদের পৃথিবী একাধিক পাত বা প্লেটের আবরণে মোড়ানো। একে বলে টেকটোনিক প্লেট। এ প্লেটের প্রান্তদেশের আগ্নেয়গিরিগুলোই পৃথিবীর ভূ-ভাগ তৈরি করেছে। তবে হাওয়াই দ্বীপের মতো কোনো টেকটোনিক প্লেটের মাঝামাঝি অঞ্চলে আগ্নেয়গিরি থাকলে তা লাভার উদিগরণ করে এবং টেকটোনিক প্লেটগুলো দুর্বল করে তাতে ভাঙন ধরায়।
গবেষকেদের ধারণা ১৭ কোটি বছর আগে পূর্ব গন্ডোয়ানা মহাদেশের ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটেছিল। তাঁদের মতে, দক্ষিণ গোলার্ধে গন্ডোয়ানা নামে বিশাল একটি মহাদেশের অস্তিত্ব ছিল যা বিভক্ত হয়ে যায়। গন্ডোয়ানাকে গন্ডোয়ানাল্যান্ডও বলা হয়।
এদিকে, মরিশাসের সঙ্গে মরিশিয়ার সম্পর্ক প্রসঙ্গে নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ এব হার্জ জানিয়েছেন, ৯০ লাখ বছর আগে ভূ-উদিগরণে নির্গত শিলার ক্ষয়ের নিদর্শন হচ্ছে মরিশাসের সমুদ্র সৈকত। আর এই সমুদ্র সৈকতের বালিতেই পাওয়া গেছে জিরকোনিয়াম।
জিরকোনিয়াম দানার সন্ধান করতে গবেষকেরা স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের সাহায্যে তৈরি পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের ম্যাপ নিয়ে গবেষণা করেন। পৃথিবীর সব খানে মাধ্যাকর্ষণ শক্তি সমান নয়। কোথাও খুব বেশি আবার কোথাও খুবই কম।
গবেষকেরা মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মানচিত্র নিয়ে গবেষণা চালাতে গিয়েই ভারত মহাসাগরের তলদেশে ক্ষুদ্র মহাদেশটির অস্তিত্ব রয়েছে বলে জানতে পারেন। গবেষকেদের মতে, পুরোনো সেই মরিশিয়ার সঙ্গে বর্তমান মরিশাসের সম্পর্ক রয়েছে, যার নিদর্শন ওই জিরকোনিয়াম। গবেষকেরা মহা দেশীয় ফাটল বা চ্যুতি গবেষণা করে দেখেছেন। তাঁরা ধারণা করছেন, প্রায় ১০ কোটি বছর আগে ভারত মহাসাগর তৈরির সময় মাদাগাস্কারের সঙ্গে আলদা হয়ে যায় মরিশিয়া। আর সেই থেকেই আগ্নেয়গিরির লাভার নীচে চাপা পড়ে যেতে শুরু করে। গবেষকেরা মনে করছেন, এরকম ছোটো ছোটো অনেক মহাদেশের ক্ষেত্রেই এ ধরনের ঘটনা হয়তো ঘটেছে।
অবশ্য ভারত মহাসাগরে পানজিয়া নামের একটি বিশাল মহাদেশের অস্তিত্ব ছিল বলে বিজ্ঞানীরা এর আগেই দাবি করেছিলেন।
২৪ ফেব্রুয়ারি ‘নেচার জিওসায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধের গবেষকেরা ‘মরিশিয়া’র উপস্থিতির কথা জানিয়েছেন। গবেষকেরা আশা করছেন যে, এ ধরনের আরও কয়েকটি ক্ষুদ্র মহাদেশের খোঁজ পাওয়া যেতে পারে। ভারত মহাসাগরের দ্বীপ মরিশাস অঞ্চলের বিশেষ ধরনের বালু পরীক্ষা করে এ তথ্য জানিয়েছেন গবেষকেরা।
গবেষকেরা ধারণা করছেন, মরিশিয়া নামের ওই ভূখণ্ড গঠিত হয়েছিল সম্ভবত ছয় কোটি ১০ লাখ থেকে আট কোটি ৩০ লাখ বছর আগে, ভারত থেকে মাদাগাস্কার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর। কালক্রমে ঘন লাভার স্তূপে চাপা পড়ে যায় মরিশিয়া।
বিজ্ঞানীরা মরিশাসের সৈকত থেকে সংগৃহীত বালি বিশ্লেষণ করে ৬৬ কোটি থেকে প্রায় ২০০ কোটি বছরের পুরোনো জিরকোনিয়াম মৌলের উপস্থিতি শনাক্ত করেন। মরিশাস দ্বীপের তলদেশে একটি ক্ষুদ্র মহাদেশের অস্তিত্ব নির্দেশ করছে জিরকোনিয়াম। গবেষকেরা ধারণা করছেন, আগ্নেয়গিরির সাম্প্রতিক ক্রিয়ার ফলে ওই জিরকোনিয়াম ভূপৃষ্ঠে উঠে এসেছে।
মরিশাসের সঙ্গে মরিশিয়ার সম্পর্ক
বর্তমান মরিশাসের সঙ্গে প্রাচীন ক্ষুদ্র মহাদেশ মরিশিয়ার সম্পর্ক রয়েছে। গবেষকেরা ধারণা করছেন, মরিশাস আগ্নেয়গিরি শৃঙ্খলের একটি অংশ। টেকটোনিক প্লেটের প্রান্তের দিকে এ আগ্নেয়গিরি শৃঙ্খল থাকে। তবে যে টেকটোনিক প্লেটের ওপর বর্তমান মরিশাস অবস্থান করছে তার প্রান্ত থেকে এর অবস্থান অনেকটাই দূরে। এর কারণ এখনও অজানা।
গবেষকেদের ভাষ্য, আমাদের পৃথিবী একাধিক পাত বা প্লেটের আবরণে মোড়ানো। একে বলে টেকটোনিক প্লেট। এ প্লেটের প্রান্তদেশের আগ্নেয়গিরিগুলোই পৃথিবীর ভূ-ভাগ তৈরি করেছে। তবে হাওয়াই দ্বীপের মতো কোনো টেকটোনিক প্লেটের মাঝামাঝি অঞ্চলে আগ্নেয়গিরি থাকলে তা লাভার উদিগরণ করে এবং টেকটোনিক প্লেটগুলো দুর্বল করে তাতে ভাঙন ধরায়।
গবেষকেদের ধারণা ১৭ কোটি বছর আগে পূর্ব গন্ডোয়ানা মহাদেশের ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটেছিল। তাঁদের মতে, দক্ষিণ গোলার্ধে গন্ডোয়ানা নামে বিশাল একটি মহাদেশের অস্তিত্ব ছিল যা বিভক্ত হয়ে যায়। গন্ডোয়ানাকে গন্ডোয়ানাল্যান্ডও বলা হয়।
এদিকে, মরিশাসের সঙ্গে মরিশিয়ার সম্পর্ক প্রসঙ্গে নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ এব হার্জ জানিয়েছেন, ৯০ লাখ বছর আগে ভূ-উদিগরণে নির্গত শিলার ক্ষয়ের নিদর্শন হচ্ছে মরিশাসের সমুদ্র সৈকত। আর এই সমুদ্র সৈকতের বালিতেই পাওয়া গেছে জিরকোনিয়াম।
জিরকোনিয়াম দানার সন্ধান করতে গবেষকেরা স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের সাহায্যে তৈরি পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের ম্যাপ নিয়ে গবেষণা করেন। পৃথিবীর সব খানে মাধ্যাকর্ষণ শক্তি সমান নয়। কোথাও খুব বেশি আবার কোথাও খুবই কম।
গবেষকেরা মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মানচিত্র নিয়ে গবেষণা চালাতে গিয়েই ভারত মহাসাগরের তলদেশে ক্ষুদ্র মহাদেশটির অস্তিত্ব রয়েছে বলে জানতে পারেন। গবেষকেদের মতে, পুরোনো সেই মরিশিয়ার সঙ্গে বর্তমান মরিশাসের সম্পর্ক রয়েছে, যার নিদর্শন ওই জিরকোনিয়াম। গবেষকেরা মহা দেশীয় ফাটল বা চ্যুতি গবেষণা করে দেখেছেন। তাঁরা ধারণা করছেন, প্রায় ১০ কোটি বছর আগে ভারত মহাসাগর তৈরির সময় মাদাগাস্কারের সঙ্গে আলদা হয়ে যায় মরিশিয়া। আর সেই থেকেই আগ্নেয়গিরির লাভার নীচে চাপা পড়ে যেতে শুরু করে। গবেষকেরা মনে করছেন, এরকম ছোটো ছোটো অনেক মহাদেশের ক্ষেত্রেই এ ধরনের ঘটনা হয়তো ঘটেছে।
অবশ্য ভারত মহাসাগরে পানজিয়া নামের একটি বিশাল মহাদেশের অস্তিত্ব ছিল বলে বিজ্ঞানীরা এর আগেই দাবি করেছিলেন।
সরকার মহানবী (সা.)-এর অবমাননা বন্ধে বদ্ধপরিকর
সরকার ইসলাম ও মহানবী (সা.)-এর অবমাননা বন্ধে বদ্ধপরিকর। আজ মঙ্গলবার তথ্য
মন্ত্রণালয় খুদেবার্তার মাধ্যমে মুঠোফোন গ্রাহকদের এ তথ্য জানিয়েছে।
ওই খুদেবার্তায় বলা হয়েছে, ‘মহানবী (সা.)কে অসম্মান করে মিথ্যা প্রকাশনা প্রচার ও অশান্তি তৈরির বিরুদ্ধে সজাগ থাকুন।
ওই খুদেবার্তায় বলা হয়েছে, ‘মহানবী (সা.)কে অসম্মান করে মিথ্যা প্রকাশনা প্রচার ও অশান্তি তৈরির বিরুদ্ধে সজাগ থাকুন।
Subscribe to:
Posts (Atom)