Wednesday, February 20, 2013

কোপারনিকাস স্মরণে গুগলের ডুডল

১৯ ফেব্রুয়ারি ছিল প্রখ্যাত জ্যোতির্বিদ নিকোলাস কোপারনিকাসের জন্মদিন। অনুসন্ধান সেবাদাতা গুগল হোমপেজে তাঁর জন্মদিন উপলক্ষে বিশেষ একটি ডুডল তৈরি করেছিল। এ ডুডলে সূর্যকে কেন্দ্র করে গ্রহের আবর্তন দেখানো হয়। খবর ‘গার্ডিয়ান’-এর।
জ্যোতির্বিজ্ঞানের এ প্রবাদপুরুষের জন্ম হয়েছিল ১৪৭৩ সালের ১৯ ফেব্রুয়ারি, পোল্যান্ডে—এমন ধারণাই প্রচলিত। পোল্যান্ডের তুরিন শহরে ধনী এক ব্যবসায়ী পরিবারে তাঁর জন্ম।
১৭ বছর বয়সে কোপারনিকাস ক্রাকাউ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। এরপর তিনি ইতালির বলোনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ধর্ম আইন পড়া শেষ করার পাশাপাশি বিখ্যাত গণিতবিদ ও পণ্ডিতদের কাছ থেকে গণিত ও জ্যোতির্বিদ্যা বিষয়েও পারদর্শিতা অর্জন করেন। পরে তিনি পদুয়া বিশ্ববিদ্যালয়ে দর্শন ও চিকিত্সাবিজ্ঞানে পড়াশোনা করেন।
১৬ শতকেই জ্যোতির্বিদ নিকোলাস কোপারনিকাস জানিয়েছিলেন, পৃথিবী সূর্যের চারদিকে আবর্তিত হয়। ওই সময় ধারণা করা হতো, বিশ্বের কেন্দ্রেই আছে আমাদের পৃথিবী।
কোপারনিকাসের এ বৈপ্লবিক ধারণা সেসময়ের যাজকেরা মানতে পারেননি। ১৫৪৩ সালের মে মাসে গবেষণারত অবস্থায় তাঁকে হত্যা করা হয়। মারা যাওয়ার সময় তাঁর বৈপ্লবিক এ গবেষণাপত্র তাঁর হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল।
পোল্যান্ডের বাল্টিক কোস্টের ফ্রমব্রোক ক্যাথেড্রালের মেঝের নিচে তাঁকে সমাহিত করা হয়। সেসময়ের ধর্মযাজকেরা কোপারনিকাসের নতুন তত্ত্ব ধর্মবিরোধী বলে মানতে না পারলেও পরে তাঁর সে গবেষণা সত্য প্রমাণিত করেছেন গবেষকেরা। গবেষকেরা প্রমাণ করেছেন, সৌরজগতের প্রাণকেন্দ্র সূর্য। আর সূর্যকে কেন্দ্র করেই ঘুরছে পৃথিবীসহ অন্যান্য গ্রহ। কোপারনিকাসের গবেষণায় কোনো ভুল ছিল না।
৫০০ বছর আগে জ্যোতির্বিদ নিকোলাস কোপারনিকাসের যে আবিষ্কারকে বাতিল করে দিয়েছিলেন রোমান ক্যাথলিক চার্চের যাজকেরা, ২০১০ সালে এসে সেই সময়ের একজন নায়ক হিসেবে তাঁকে আবার সম্মানের সঙ্গে পুনরায় সমাধিস্থ করেছেন পোলিশ যাজকেরা।
২০০৫ সালে খুঁজে পাওয়া তাঁর মাথার খুলি ও হাড়; যেখান থেকে উদ্ধার করা হয়েছিল, সেখানেই আবার ধর্মীয় রীতি মেনে তাঁকে সমাধিস্থ করেন যাজকেরা। প্রচলিত আছে, কোপারনিকাস ওই গির্জাতেই চিকিত্সক হিসেবে কর্মরত ছিলেন।

হ্যাক হয়েছে বার্গার কিংয়ের টুইটার অ্যাকাউন্ট

যুক্তরাষ্ট্রের ফাস্টফুড প্রস্তুতকারী প্রতিষ্ঠান বার্গার কিংয়ের টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। অবশ্য কে বা কারা এ হ্যাকিং করেছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি। খবর বিবিসি অনলাইনের।
হ্যাকাররা বার্গার কিংয়ের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে সেখানে আরেকটি ফাস্টফুড কোম্পানি ম্যাকডোনাল্ডসের লোগো বসিয়েছে। হ্যাক হয়ে যাওয়া অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছে যে, বার্গার কিং কিনে নিয়েছে ম্যাকডোনাল্ড।
হ্যাক হয়ে গেছে বলে টুইটার কর্তৃপক্ষের কাছে @BurgerKing নামের এ অ্যাকাউন্টটি বাতিল করে দেওয়ার অনুরোধ করেছে বার্গার কিং কর্তৃপক্ষ। বার্গার কিংয়ের ফেসবুক পাতায় ক্ষমা প্রার্থনা করার কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফাস্টফুড নির্মাতাপ্রতিষ্ঠানটি।
বার্গার কিং কর্তৃপক্ষ জানিয়েছে, হ্যাক হয়ে যাওয়ায় এ অ্যাকাউন্টটি নিয়ে তাদের আর কিছু করার নেই।

টেইলরের দারুণ শতক, নিউজিল্যান্ড ২৬৯

স্ব-আরোপিত নির্বাসন থেকে ফিরেই শতকের দেখা পেলেন রস টেইলর।তাঁর অনবদ্য এক শতকের ওপর ভর করেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্কোরবোর্ডকে দারুণ চেহারা দিয়েছে নিউজিল্যান্ড। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ধীর হলেও নির্ধারিত ৫০ ওভারে কিউইদের সংগ্রহ ২৬৯ রান। টেইলরের ব্যাট থেকে এসেছে ১০০ রান। ব্রেন্ডন ম্যাককালামের ৭৪ ও কেইন উইলিয়ামসনের ৩৩ রান টেইলরের পাশাপাশি বড় সংগ্রহে রাখে সহায়ক ভূমিকা।
নেপিয়ারে আজ ভোরে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। অধিনায়কের সিদ্ধান্তটি যে ভুল ছিল না, তা প্রমাণে বেশি সময় নেননি ইংলিশ বোলাররা। প্রথমেই দলীয় ২১ রানে ২ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। ওই পরিস্থিতিতে উইলিয়ামসনের সঙ্গে ৭২ এলিয়টের সঙ্গে ৫২ ও ম্যাককালামের সঙ্গে ১০০ রানের তিনটি দারুণ জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান রস টেইলর। ১১৭ বলে গড়ে তোলা টেইলরের ১০০ রানের ইনিংসটিতে ছিল নয়টি চার ও একটি ছয়ের মার।
জেমস অ্যান্ডারসন ছিলেন সবচেয়ে সফল ইংলিশ বোলার। তিনি ৩৪ রানের বিনিময়ে তুলে নেন ৫ উইকেট। এছাড়াও ক্রিস ওকস ৩টি এবং স্টিভেন ফিন ও স্টুয়ার্ট ব্রড তুলে নেন একটি করে উইকেট।
এদিকে এই প্রতিবেদন লেখার সময় নিউজিল্যান্ডের সংগ্রহের জবাব দিতে মাঠে নেমেছিল ইংলিশরা। অবশ্য তাদের রান সংগ্রহের গতি কিছুটা ধীর। সাত ওভার শেষে ২৭ রান সংগ্রহ করলেও ইংল্যান্ডের স্বস্তির বিষয় যে তারা কোনো উইকেট হারায়নি। 

১১০০ কোটি টাকা হাতিয়ে দেশ থেকে লাপাত্তা

টেরিটাওয়েল (তোয়ালেজাতীয় পণ্য) উৎপাদক বিসমিল্লাহ গ্রুপ দেশের পাঁচটি ব্যাংক থেকে জালিয়াতি করে প্রায় ১১০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অর্থ হাতাতে হল-মার্কের মতোই কৌশল নেওয়া হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও নতুন ফন্দিফিকির। ব্যাংক খাতে এই নতুন কেলেঙ্কারির আলোচনা এখন সর্বত্রই।
বিসমিল্লাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হচ্ছেন খাজা সোলেমান আনোয়ার চৌধুরী। চেয়ারম্যান তাঁর স্ত্রী নওরীন হাসিব। তাঁরা দুজনই এখন দেশের বাইরে। ব্যাংকিং সূত্রগুলো বলছে, প্রায় ১১০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছেন গ্রুপটির মালিকেরা।
বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধান প্রতিবেদনসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, জালিয়াতিতে বিসমিল্লাহর যাত্রা অবশ্য শুরু হয়েছিল হল-মার্কের আরও আগে। তবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে টাকার অঙ্কে তারা হল-মার্ককে ছাড়াতে পারেনি। কিন্তু ভুয়া রপ্তানি দেখানো, বিদেশে প্রতিষ্ঠান তৈরি করে তার মাধ্যমে অতিমূল্যায়ন করে বাংলাদেশ থেকে আমদানি এবং এর মাধ্যমে রপ্তানিকে উৎসাহিত করতে সরকারের দেওয়া নগদ সহায়তা হাতিয়ে নেওয়ার মতো পন্থা তৈরি করে হল-মার্ক থেকে এগিয়ে গেছে বিসমিল্লাহ। এর পাশাপাশি হল-মার্কের মতোই নিজস্ব প্রতিষ্ঠানের খোলা স্থানীয় এলসি (ঋণপত্র) দিয়ে আরেক (এটাও নিজস্ব) প্রতিষ্ঠানের স্বীকৃতি নিয়ে বিল তৈরি করে (অ্যাকোমুডেশন বিল) তা ব্যাংকে জমার মাধ্যমে অর্থ বের করে নেওয়া হয়েছে।
বিসমিল্লাহর লেনদেনের সঙ্গে জড়িত থাকার দায়ে ইতিমধ্যে ব্যাংকগুলো থেকে বেশ কয়েকজন কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছেন। এর মধ্যে একটি ব্যাংকের একজন উপব্যবস্থাপনা পরিচালকও রয়েছেন। সর্বশেষ তথ্য অনুসারে এই ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে রয়েছে রাষ্ট্রমালিকানাধীন জনতা, বেসরকারি প্রাইম, শাহজালাল, প্রিমিয়ার, যমুনা ও সাউথইস্ট ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে অনিয়ম ও জালিয়াতির সব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। নতুন এই কেলেঙ্কারির ফলে ব্যাংক খাতের ওপর যাতে কোনো বিরূপ প্রভাব না পড়ে সে জন্য কেন্দ্রীয় ব্যাংক ভেতরে ভেতরে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। অনেক ক্ষেত্রে বেশ কিছু সমন্বয়ও হয়েছে।
জালিয়াতির নানা কৌশল: বিসমিল্লাহ গ্রুপের অন্যতম দুটি প্রতিষ্ঠান হচ্ছে বিসমিল্লাহ টাওয়েলস ও আলফা কম্পোজিট টাওয়েলস। আলফা টাওয়েলস ২০১২ সালের ২৪ এপ্রিল থেকে ২৭ জুন পর্যন্ত প্রাইম ব্যাংকের মতিঝিল শাখা থেকে ৯২ কোটি ৫৯ লাখ টাকার ৮২টি রপ্তানি বিলের বিপরীতে ২৮ কোটি ৭১ লাখ টাকা ঋণ নেয়। একইভাবে বিসমিল্লাহ টাওয়েলসের ২৭ মে থেকে ১১ জুলাই পর্যন্ত ৮৬ কোটি ৬৮ লাখ টাকার ৬১টি রপ্তানি বিলের বিপরীতে প্রাইম ব্যাংক ২৬ কোটি ৭১ লাখ টাকা ঋণ দেয়।
নিয়ম অনুসারে পণ্য জাহাজীকরণের পর ১২০ দিনের মধ্যে এই বিলের টাকা দেশে আসার কথা। কিন্তু তা দেশে প্রত্যাবাসন হয়ে আসেনি। সবগুলো রপ্তানিই হয়েছে এলসি (ঋণপত্র) নয়, চুক্তির (এক্সপোর্ট বা সেল কন্ট্রাক্ট) বিপরীতে। মজার ব্যাপার হলো, ক্রেতা ও বিক্রেতা প্রতিষ্ঠান সবগুলোর মালিকপক্ষ একই। বাংলাদেশ ব্যাংক তাদের এক প্রতিবেদনে বলেছে, চুক্তিগুলোতে দেখা যায় সরবরাহকারী হিসেবে আলফা কম্পোজিট ও বিসমিল্লাহ টাওয়েলসের নাম রয়েছে। আর আমদানিকারক হিসেবে দুবাইয়ের ব্যাঙ্গলুজ মিডলইস্টের নাম আছে। সরবরাহকারী দুই কোম্পানির পক্ষে কোম্পানির চেয়ারম্যান নওরীন হাবীব স্বাক্ষর করেছেন। আর আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর থাকলেও নাম বা সিল দেওয়া নেই। ফলে সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে।
এখানেই শেষ নয়। প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানে হাতে এসেছে সিঙ্গাপুর ও দুবাইয়ের ব্যাঙ্গলুজের কিছু প্রমাণাদি। যাতে দেখা যাচ্ছে, খাজা সোলেমান আনোয়ার চৌধুরী এই প্রতিষ্ঠানের পরিচালক।
বাংলাদেশ ব্যাংক এই ৫৫ কোটি ৪২ লাখ টাকার ঋণকে গুণগতমানে ক্ষতিজনক পর্যায়ে খেলাপি হিসেবে চিহ্নিত করতে বলেছে প্রাইম ব্যাংককে।
আবার বিসমিল্লাহ টাওয়েলস ও আলফা কম্পোজিট টাওয়েলস প্রাইম ব্যাংক থেকে স্বীকৃত বিলের বিপরীতে ১৭৮ কোটি ৪৪ লাখ টাকার ঋণ সৃষ্টি করে। নির্ধারিত সময়ে তা পরিশোধ না হওয়ায় পরে তা ফোর্ডস ঋণ তৈরি করে ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক এ ক্ষেত্রে ফোর্সড ঋণকে পরিশোধের অতিরিক্ত সময় দেওয়ায় এই পুরো অর্থই ক্ষতিজনক পর্যায়ে খেলাপি চিহ্নিত করতে বলেছে। এটা কেবল প্রাইম ব্যাংকের গুলশান শাখার মাধ্যমে অর্থ জালিয়াতির তথ্য।
অন্যদিকে, প্রিমিয়ার ব্যাংকের ৬৪ কোটি ৮১ লাখ টাকার ৬৭টি রপ্তানি বিলের মূল্য দীর্ঘদিন ধরে পরিশোধ করা হয়নি। আবুধাবি কমার্শিয়াল ব্যাংকে বিলগুলো সংরক্ষিত রয়েছে। আমদানিকারক গ্রাহক বিলগুলো সংগ্রহ না করায় ২০১২ সালের ৫ ডিসেম্বর আবুধাবি কমার্শিয়াল ব্যাংক চিঠি দিয়ে রপ্তানি ডকুমেন্টসমূহ (প্রমাণাদি) ব্যাংকের কাছে ফেরত পাঠিয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলেছে, এখানে রপ্তানিকারক, আমদানিকারক ও ফ্রেইট ফরোয়ার্ডার যোগসাজশে ভুয়া ডকুমেন্ট তৈরি করে রপ্তানির বিপরীতে (ফরেন ডকুমেন্ট বিল পারচেজ বা এফডিবিপি) ব্যাংক থেকে এই অর্থ আত্মসাৎ করেছে বলে প্রতীয়মান হয়। কেন্দ্রীয় ব্যাংক এসব ঋণের মধ্য থেকে প্রিমিয়ার ব্যাংককে ৫৯ কোটি ২১ টাকার ঋণকে খেলাপি হিসেবে চিহ্নিত করতে নির্দেশ দিয়েছে।
বিভিন্ন ব্যাংকে দায়দেনা ও শাস্তি: বিসমিল্লাহ গ্রুপ এভাবে নানা ফন্দিফিকির করে জনতা ব্যাংক থেকে মোট (ফান্ডেড বা ঋণ ও নন ফান্ডেড বা গ্যারান্টি জাতীয়) ঋণ সৃষ্টি করেছে ৩৯২ কোটি ৫৭ লাখ টাকা, প্রাইম ব্যাংকে এক শাখাতেই ৩০৬ কোটি ২২ লাখ টাকা, যমুনা ব্যাংকে ১৬৩ কোটি ৭৯ লাখ টাকা, শাহজালাল ব্যাংকে ১৪৮ কোটি ৭৯ লাখ টাকা ও প্রিমিয়ার ব্যাংকে ৬২ কোটি ৯৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
এই সব জালিয়াতির কারণে যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হোসেন ও দিলকুশার শাখা ব্যবস্থাপককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। প্রিমিয়ার ব্যাংকের মতিঝিল শাখার ব্যবস্থাপককে বরখাস্ত করে প্রধান কার্যালয়ে কয়েক দিন আটকে রাখা হয়। পরে ফৌজদারি মামলা করে তাঁকে থানায় হস্তান্তর করা হয়। প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংক বলেছে, প্রধান কার্যালয়ের যথাযথ পর্যালোচনা ও যাচাই ছাড়াই এই ঋণের অনুমোদন হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১১ সালে ১৩ নভেম্বর আলফা কম্পোজিটের অনুকূলে ২২ কোটি টাকার ঋণসীমা অনুমোদনও করে। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের তদারকি ও মনিটরিংয়ের ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। প্রাইম ব্যাংক, জনতা ও শাহজালাল ব্যাংকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।
এসব বিষয়ে যমুনা ব্যাংকের সদ্য যোগ দেওয়া এমডি শফিকুল আলম বলেন, ‘আমরা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে কথা বলছি। কীভাবে টাকাটা আদায় করা যায় তা সম্মিলিতভাবেই করণীয় ঠিক করতে হবে।’ তিনি আরও বলেন, তাঁরা শুনেছেন দুবাইতে সোলেমান চৌধুরী হোটেল ব্যবসা করছেন। তাঁর সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।
জনতা ব্যাংকের এমডি এস এম আমিনুর রহমান বলেন, তাদের হিন্দুল ওয়ালি টেক্সটাইল মিল ও আলফা কম্পোজিট মিলে ঋণ আছে। এই দুই প্রতিষ্ঠানেরই রপ্তানি কার্যক্রম চলছে। তবে প্রত্যাবাসনে কিছুটা ধীরগতি আছে। উল্লেখ্য, হিন্দুল ওয়ালিও বিসমিল্লাহর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
আর প্রিমিয়ার ব্যাংকের এমডি মাজেদুর রহমান বলেন, অর্থ আদায়ের বিষয়টি এখন পুরো আইনি প্রক্রিয়ার মধ্যে চলে গেছে।
মেজর (অব.) মোহাম্মদ আলী বিসমিল্লাহ গ্রুপের পরিচালক ছিলেন। গতকাল মঙ্গলবার যোগাযোগ করা হলে তিনি বলেন, তিন মাস আগে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। তিনি থাকাকালে নানা ধরনের জালিয়াতি হয়েছে—এমন প্রশ্নে মোহাম্মদ আলী বলেন, ‘আমি প্রশাসন দেখতাম। আর ব্যবসায়িক দিকগুলো প্রতিষ্ঠানের এমডি দেখতেন।’
মাস দুয়েক আগে চাকরি থেকে ইস্তফা দিয়েছেন বিসমিল্লাহ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আকবর মুত্তাকি। যোগাযোগ করা হলে তিনি জানান, এখন বেশির ভাগ কর্মকর্তারাই চাকরি থেকে সরে যাচ্ছেন ও গেছেন। উৎপাদন প্রক্রিয়া ঠিক আছে কি না সে প্রসঙ্গে তিনি বলেন, কিছু হয়তো হয়। আর মালিকপক্ষ দেশে আসবে কি না প্রশ্নে জবাব মেলে বলা কঠিন, বোধ হয় না।
অন্যদিকে কয়েক দফা চেষ্টার পর প্রাইম ব্যাংকের এমডি এহসান খসরুর সঙ্গে কথা হয়। কিন্তু তিনি খেলার মাঠে রয়েছেন এবং তখন কিছু শুনতে চান না বলে ফোনটি কেটে দেন। ফলে বিষয়বস্তুও তাঁকে জানানো যায়নি।

প্রাথমিক বৃত্তির তালিকা প্রকাশ

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বণ্টনের তালিকা আজ বুধবার প্রকাশ করা হয়েছে। এবার মোট ৫৪ হাজার ৫৩০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে মেধাভিত্তিক (টেলেন্টপুল) বৃত্তি পেয়েছে ১৯ হাজার ৯৮০ জন, আর সাধারণ বৃত্তি পেয়েছে ৩১ হাজার ৪৬৮ জন।
আজ বেলা দেড়টার দিকে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন নিজ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে (www.dpe.gov.bd) এই তালিকা দেখা যাবে।
মন্ত্রী জানান, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৬ হাজার ৯ জন, চট্টগ্রামে ১১ হাজার ২১ জন, রাজশাহীতে ৭ হাজার ৬৭৩ জন, খুলনায় ৬ হাজার ১৯৭ জন, রংপুরে ৫ হাজার ৯৮৮ জন, সিলেটে ৩ হাজার ৮৩৬ জন এবং বরিশাল বিভাগে ৩ হাজার ৮০৬ জন বৃত্তি পেয়েছে।

কত বড় হতে পারে জাহাজ

বিশ্বের কনটেইনারবাহী জাহাজের আকার বড় হচ্ছে। তবে কতটা বড় হচ্ছে, তার বিবরণ দিলে বিষয়টা বিস্ময়ের মনে হতে পারে। বলা হচ্ছে, এশিয়ায় যে পরিমাণ পণ্য উৎপাদিত হয় এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রে যে পরিমাণ পণ্য ভোগ করা হয়, তার বড় একটা অংশ নির্মিতব্য ‘ট্রিপল ই’ জাহাজে আনা-নেওয়া করা সম্ভব হতে পারে।
ট্রিপল ই জাহাজের নির্মাতাপ্রতিষ্ঠান ডেনমার্কের মারসক লাইন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আইভিন্ড কোল্ডিং জানান, প্রাথমিকভাবে ১০টি জাহাজ নির্মাণ করা হচ্ছে। আগামী বছরের মধ্যে এর সব কটিই সাগরে ভাসানোর কথা। এর একটি আগামী জুনে সাগরে ভাসবে। জাহাজটির দৈর্ঘ্য ৪০০ মিটার, প্রস্থ ৫৯ মিটার, উচ্চতা ৭৩ মিটার।
ট্রিপল ই জাহাজ তৈরি করতে ফ্রান্সের আইফেল টাওয়ারের প্রায় আট গুণ ইস্পাত ব্যবহার করা হয়েছে। আর জাহাজটি ২০ ফুটের (টিইইউ) ১৮ হাজার মালবাহী কনটেইনার ধারণ করতে পারবে।
জাহাজের সেই কনটেইনারগুলোকে যদি নিউইয়র্কের টাইমস স্কয়ারে রাখা হয়, তাহলে তা সেখানকার বিলবোর্ড ও সড়কবাতির খুঁটি, এমনকি ভবনের চেয়েও উঁচু হয়ে যাবে। সহজ করে বলা যায়, জাহাজের ফাঁকা কনটেইনারগুলোর ভেতরে যে পরিমাণ জায়গা থাকবে, তাতে অনায়াসে ৩৬ হাজার গাড়ি রাখা যাবে।
সত্তরের দশকেও ইউএলসিসি নামের ৪০০ মিটারের কনটেইনারবাহী জাহাজ নির্মাণ করা হয়েছিল। তবে সাগরে চলাচলের এক দশক পূর্ণ করার আগেই সেগুলো বিকল হয়ে যায়। অপেক্ষাকৃত ছোট কয়েকটি ইউএলসিসি এখনো চলাচল করছে।
২৫ বছর আগে নির্মাণ করা হয় পোস্ট-পানামাম্যাক্স নামের কনটেইনারবাহী জাহাজ। সেটি ২০ ফুটের (টিইইউ) চার হাজার ৩০০ কনটেইনার বহন করতে পারত। গত নভেম্বরে সাগরে ভাসানো হয় মার্কো পলো নামের জাহাজ। এটি ১৬ হাজার ২০টি কনটেইনার বহনে সক্ষম।

বিশ্বজুড়ে হ্যাকিং করছে চীন!

বিশ্বের বড় বড় ওয়েবসাইট হ্যাকিংয়ে চীনের সামরিক বাহিনীর জড়িত থাকার জোরালো লক্ষণ খুঁজে পাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের একটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান। ম্যানডিয়্যান্ট নামের ওই প্রতিষ্ঠানের দাবি, ২০০৬ সাল থেকে চীনের সামরিক বাহিনীর গোপন শাখা ইউনিট ৬১৩৯৮ এই হ্যাকিং করে আসছে।
ম্যানডিয়্যান্ট জানায়, সারা বিশ্বের অন্তত ১৪১টি প্রতিষ্ঠানের শত শত টেরাবাইট তথ্য কৌশলে হ্যাকিং করেছে ইউনিট ৬১৩৯৮-এর সেল এপিটি১। সাংহাইয়ের একটি বেনামি ভবনে এই হ্যাকিংয়ের কাজ চলছে। এর আগেও একই ধরনের অভিযোগ উঠেছে। তবে চীন বরাবরই বিদেশি প্রতিষ্ঠান ও বিদেশি সরকারের তথ্য হ্যাকিংয়ের অভিযোগ অস্বীকার করে আসছে। 
ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের কর্মকর্তারা গত সোমবার নিউইয়র্ক টাইমসকে বলেন, চীনা আইনে হ্যাকিং অবৈধ। তাই তাঁদের সরকারেরও এর সঙ্গে জড়িত থাকার কথা নয়।
ম্যানডিয়্যান্ট জানায়, ২০০৪ সাল থেকে হ্যাকিং করা শত শত তথ্য তারা তদন্ত করেছে। এতে দেখা গেছে, বেশির ভাগ তথ্যই অ্যাডভান্সড পারসিসটেন্ট থ্রেট (অত্যাধুনিক অনড় হুমকি) পর্যায়ের। এ পর্যন্ত যেসব তথ্য-উপাত্ত পাওয়া গেছে তাতে এটাই প্রমাণিত হয়, এই হ্যাকিংয়ের পেছনে চীনা প্রতিষ্ঠান জড়িত এবং চীন সরকার বিষয়টি অবগত। প্রতিষ্ঠানটি আরও বলেছে, ‘আমরা মনে করি, সরাসরি সরকারি সমর্থন পাওয়ায় এপিটি১-এর পক্ষে দীর্ঘ মেয়াদে ব্যাপক পরিসরে বড় আকারে হ্যাকিং করা সম্ভব হয়েছে।’
ম্যানডিয়্যান্ট জানায়, সাংহাইয়ের পুডং এলাকায় ১২ তলাবিশিষ্ট একটি ভবনে এপিটি১ তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। চীনের কমিউনিস্ট পার্টির সামরিক শাখা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইউনিট ৬১৩৯৮-এর অবস্থানও ওই এলাকায়।
অতীতে বেশ কিছু দেশ, বিদেশি প্রতিষ্ঠান ও সংগঠন অভিযোগ করেছে, ব্যাপক আকারে সাইবার হ্যাকিংয়ের জন্য চীনই সন্দেহের তালিকায় প্রথম। গত মাসে নিউইয়র্ক টাইমস জানায়, চার মাসেরও বেশি সময় ধরে তাদের তথ্য চুরি গেছে। চীনের বিদায়ী প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের অবৈধ সম্পদ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পরই এমনটি ঘটে। বিষয়টি তদন্তে ম্যানডিয়্যান্টকে দায়িত্ব দেয় পত্রিকাটি। পরে ম্যানডিয়্যান্ট অনুসন্ধান করে দেখে, এর পেছনে চীনের সামরিক বাহিনীর হাত রয়েছে।ওয়াল স্ট্রিট জার্নালও চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ এনেছে।

Tuesday, February 19, 2013

ব্লগারদের নিয়ে জামাতের সেক্স মিশন!

এবার এক অদ্ভুত ভয়াবহ খেলায় মেতে উঠেছে স্বাধীনতা বিরোধী শক্তি জামাত-শিবির চক্র। শাহবাগকে কেন্দ্র করে যে উত্তাল গণজাগরণের সৃষ্টি হয়েছে তা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা জঘন্য সেক্স মিশন নিয়ে মাঠে নেমেছে তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, যে সব নেতৃবৃন্দ শাহবাগ গণ আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন তাদের বেশির ভাগই তরুণ ব্লগার। এদের মধ্যে থেকে জামাত শিবির চক্র কমপক্ষে ৫০ জনকে টার্গেট করে সেক্স মিশন বাস্তবায়নের দিয়ে এগুচ্ছে। তাদের মুল উদ্দেশ্য তরুণ ব্লগারদেরকে সেক্স স্ক্যান্ডালে জড়িয়ে আন্দোলনকে বিভ্রান্ত এবং ক্ষতিগ্রস্ত করা। অন্যদিকে সেক্সের মতো স্পর্শকাতর একটি বিষয় নিয়ে ব্লগারদেরকে জড়ানো গেলে দেশবাসী ঘৃণাভরে তাদেরকে প্রত্যাখান করবে। এছাড়া যেসব ভদ্র পরিবারের মেয়েরা এখন নির্ভয়ে রাত বিরাতে শাহবাগ যাচ্ছেন, তারা ভবিষ্যতে আন্দোলন কেন্দ্রে যাবেন না।
গোয়েন্দাদের একটি সূত্র জানিয়েছে, এই চক্রটি ঢাকার অভিজাত এলাকা গুলশান ও বারিধারাতে খন্ডকালীন যেসব সুন্দরী তরুণী বিভিন্ন হোটেল ও গেষ্টহাউজে গিয়ে দেহ ব্যবসা করে তাদের মধ্যে থেকে চৌকুস ৫০ জনকে আগামী এক মাসের জন্য উচ্চ বেতনে ভাড়া করেছে। এসব আর্কষণীয়া তরুণীরা দেখতে অভিজাত পরিবারের সন্তানদের মতো এবং তারা প্রায় সবাই বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এরই মধ্যে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে মাঠে নামানো হয়েছে।
রোববার এব্যাপারে গুলশান, উত্তরা ও বাড়িধারার বিভিন্ন সূত্রের সাথে কথা বলে এসব তথ্য জানাগেছে।
চক্রান্ত মতে, সুন্দরীরা শাহবাগ চত্ত্বরে এসে আগত আন্দোনকারীদের সঙ্গে মিশে যাবে এবং সুযোগ বুঝে আন্দোলনের নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলবে।
প্রয়োজনে আন্দোলনকারীদেরকে তাৎক্ষনিক আর্থিক সহযোগীতা প্রাদানের জন্য কিছু নগদ অর্থও তাদের দেয়া হয়েছে। কিছু কিছু সুন্দরীর নিকট ফেনসিডিল, গাঁজা এবং ইয়াবাও সরবরাহ করা হয়েছে। তাদেরকে এমনভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে যাতে করে নৈতিকভাবে দুর্বল যে কোন লোক তাদের ফাঁদে আটকা পড়ে ঘটনাস্থলেই অনৈতিককাজে জড়িয়ে পড়ে।
শাহবাগ আন্দোলনের প্রতি সহানুভুতিশীল একাধিক অভিজ্ঞমহল এরই মধ্যে বিষয়টি ব্লগার নেতৃবৃন্দকে মৌখিকভাবে জানেয়েছেন। যেভাবে ব্লগাররা নিজেদের মধ্যে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং জামাতী চক্রান্ত প্রতিহত করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।

দোকান খুলছে গুগল

ব্রাউজার, অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশনসহ বিভিন্ন সফটওয়্যার নিয়েই এত দিন ব্যবসা করেছে ভার্চুয়াল দুনিয়ার 'রাজা' সার্চ জায়ান্ট গুগল। সম্প্রতি হার্ডওয়্যার ব্যবসায়ও নেমেছে তারা। ট্যাবলেট কম্পিউটার 'ক্রোমবুক' ও স্মার্টফোন 'নেক্সাস' দিয়েই আপাতত হার্ডওয়্যার ব্যবসার শুরু। নতুন পণ্য হিসেবে আসছে 'স্মার্ট গ্লাস'ও। হার্ডওয়্যার হওয়ায় এসব পণ্য হাতে নিয়ে যাচাই-বাছাইয়ের চাহিদা তৈরি রয়েছে ক্রেতাদের মধ্যে। ক্রেতাদের এ চাহিদা মেটাতেই দোকান চালুর সিদ্ধান্ত নিল গুগল।
জানা গেছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোতে দোকান চালু করা হবে। পরে অন্যান্য শহরেও দোকান চালু করা হবে। সব কিছু ঠিক থাকলে, আসছে বড়দিনের ছুটি মাথায় রেখে নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে দোকানগুলো চালু করা হবে।

গিগাবাইট গেইমিং প্রতিযোগিতার নিবন্ধন শুরু

ঢাকার বিসিএস কম্পিউটার সিটি মার্কেটে আয়োজিত 'গিগাবাইট গেইমিং কনটেস্ট-২০১৩' প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ১ থেকে ৬ মার্চ পর্যন্ত চলা এ প্রতিযোগিতার আয়োজক স্মার্ট টেকনোলজিস। 'ফিফা ১১', 'কল অব ডিউটি ৪', 'কাউন্টার স্ট্রাইক', 'নিড ফর স্পিড' ও 'ডিফেন্স অব এনশিয়েন্ট'_এই পাঁচ বিভাগে একক ও দ্বৈতে অংশ নিতে পারবেন প্রতিযোগীরা। বিজয়ীরা পাবেন ৭০ হাজার টাকা মূল্যের পুরস্কার। বিস্তারিত জানা যাবে www.facebook.com/SmartTechnologiesBD থেকে।