Tuesday, February 19, 2013

প্রজন্ম চত্বরে আনা হচ্ছে ব্লগার শান্তর মরদেহ

প্রজন্ম চত্বরে আন্দোলনে অংশ নেওয়া অবস্থায় মৃত্যুবরণকারী ব্লগার, কার্টুনিস্ট ও ছড়াকার তারিকুল ইসলাম শান্তর লাশ ফিরে আসছে গণজাগরণ মঞ্চে। সেখান থেকে সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে তাঁর। এরপর তাকে সমাহিত করা হবে বনানী কবরস্থানে।

গতকাল সোমবার বিকেল ৩টায় শিল্পী, পরিচালক এবং প্রযোজকদের নিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগের গণজারণ চত্বরে আসেন শান্ত। সেখানে তিনি যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগানরত অবস্থায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। এ সময় গণজাগরণের অস্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক আশঙ্কাজনক অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল নেওয়া হয় তাকে। এর কিছুক্ষণ পর বিকেল পৌনে ৪টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।

Monday, February 18, 2013

টপ অব দ্য ডে

নিউজিল্যান্ডের ৩ উইকেটের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। কেন উইলিয়ামসের হাফ সেঞ্চুরির পরও আস্কিং রানরেটটা ক্রমশ বেড়ে একপর্যায়ে দাঁড়ায় ৭৬ বলে ১০৪ রান। হারের শঙ্কাই তখন ভর করেছিল কিউইদের। ছয় নম্বরে নেমে ৬১ বলে ৬ চার এবং ৩ ছক্কায় অপরাজিত ৬৯ রান করে ওই ভয় দূর করে নিউজিল্যান্ডকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ম্যাককালাম।

মহিলা বিশ্বকাপ অস্ট্রেলিয়ার

আগের নয় আসরের পাঁচবারেরই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আবারও জিতেছে মহিলা বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা। কাল মুম্বাইয়ে দিবারাত্রির ফাইনালে ব্যাটসম্যানদের চমৎকার ব্যাটিংয়ের পর বোলারদের বিধ্বংসী পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে ১১৪ রানে হারিয়ে জিতেছে ষষ্ঠ শিরোপা। জেস ক্যামেরন (৭৫) ও রাচেল হেইন্সের (৫২) পর অষ্টম উইকেটে জোডি ফিল্ডস (৩৬*) ও ইলিসে পেরির (২৫*) ৫০ রানের জুটিতে ৭ উইকেটে তাদের সংগ্রহ ২৫৯ রান। প্রথমবার ফাইনালে ওঠা ওয়েস্ট ইন্ডিজ জবাবটা মোটেও সেরকম দিতে পারেনি। ৪৩.১ ওভারে ১৪৫ রানেই সব উইকেট হারিয়ে হয়েছে রানার্স আপ। বিশ্বকাপে এটা তাদের সেরা সাফল্য।

আইপ্যাডে মাধুরী দীক্ষিত অ্যাপ

আইপ্যাড ব্যবহারকারীদের জন্য অ্যাপ চালু করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। 'মাধুরী দীক্ষিত এইচডি' নামের অ্যাপটিতে মাধুরীর হালনাগাদ ছবি, ভিপিওসহ নানা তথ্য পাওয়া যাবে। এর আগে আইফোন ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মোবাইলের জন্য অ্যাপ্লিকেশন চালু করেছিলেন ৪৫ বছর বয়সী এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুক ও মাইক্রোব্লগিং সাইটও নিয়মিত ব্যবহার করেন 'দেবদাস' খ্যাত এ অভিনেত্রী। আর এ কারণেই অ্যাপসটিতে মাধুরীর ফেইসবুক ও টুইটারের বিভিন্ন তথ্য পাওয়া যাবে।
মাধুরী দীক্ষিত বলেন, 'বর্তমানে সব ভক্তের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা খুবই কঠিন। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আমার পক্ষ থেকে এটা সামান্য প্রয়াস। কেননা ভক্তদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তার ঋণ কখনোই শোধ করতে পারব না।

ওয়েবসাইটের তথ্য জানা

কোনো ওয়েবসাইট কবে রেজিস্ট্রেশন হয়েছে বা কোন প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করেছে, সেসব তথ্য জানা যাবে http://whois.domaintools.com থেকে। এ জন্য সাইটটিতে প্রবেশ করে হোম পেইজে lookup বাটনের বাম পাশে থাকা টেক্সট বক্সে ওয়েবসাইটের ঠিকানা লিখে look-up বাটনে ক্লিক করতে হবে।

এক দিনে সাড়ে তিন হাজার বিয়ে!

দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন গির্জার প্রধান কার্যালয়ে গতকাল রবিবার প্রায় সাড়ে তিন হাজার জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে। গির্জাটির আয়োজন এই প্রথম এর প্রতিষ্ঠাতা সান মিয়ুং মুনকে ছাড়া অনুষ্ঠিত হলো। গত বছরের সেপ্টেম্বরে মুন মারা যান। এবারের গণবিয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনের স্ত্রী হাক জা-হান।
গতকাল সব জুটি একই রকম পোশাক পরে বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়। তাঁদের সঙ্গী নির্বাচন করেন জা-হান।
দক্ষিণ কোরিয়ার ধর্মীয় সংস্কার আন্দোলনের নেতা মুন ১৯৫৪ সালে ইউনিফিকেশন চার্চ প্রতিষ্ঠা করেন। এটি রাজধানী সিউলের উত্তর-পূর্বাঞ্চলীয় গ্যাপিয়ং কাউন্টিতে অবস্থিত। বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীদের ঐক্য এবং খ্রিস্টান, মুসলমানসহ অন্য সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা এ চার্চের অন্যতম লক্ষ্য। ১৯৬১ সালে ৩৬ জুটির বিয়ে দেওয়ার মধ্যদিয়ে এই গির্জা 'ব্লেসিং সেরিমনি অব দি ইউনিফিকেশন চার্চ' বা 'বিয়ে পুনর্নিবেদন অনুষ্ঠান' আয়োজন করে। এরই ধারাবাহিকতায় ১৯৯৭ সালে ওয়াশিংটনে প্রায় ৩০ হাজার জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হয়

১৩৩ ডলার বেতনের চাকরি চান মুরসির ছেলে

মাসে মাত্র ১৩৩ ডলার বেতনের চাকরির জন্য আবেদন করেছেন মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছেলে ওমর মুরসি। দেশটির বিমানবন্দর ও বিমান চালনা নিয়ন্ত্রণ কম্পানির প্রধান ক্যাপ্টেন মাগদি আবদেল হাদি গত শনিবার এ তথ্য জানান।
তবে গুজব রয়েছে পাঁচ হাজার ডলার বেতনের চাকরি পেতে যাচ্ছেন ওমর। ক্যাপ্টেন হাদি এই গুজব নাকচ করে দিয়ে জানান, স্বাভাবিক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হয়েছে ওমরকে। কোনো স্বজনপ্রীতি হয়নি। ইংরেজি ও কম্পিউটার বিষয়েও পরীক্ষা দিয়েছেন তিনি। তবে তাঁর নিয়োগ এখনো চূড়ান্ত হয়নি। যাচাই-বাছাই চলছে। এই পদের জন্য অভ্যন্তরীণভাবে বিজ্ঞাপন দেওয়া হয়। এর প্রারম্ভিক বেতন ৯০০ মিসরীয় পাউন্ড (১৩৩ ডলার)। ছয় মাস পর বেতন বেড়ে দাঁড়াবে এক হাজার ২০০ পাউন্ড বা ১৮০ ডলার। মিসরে সদ্য স্নাতক পাস করা একজন চাকরি প্রত্যাশীর কাছে পাঁচ হাজার ডলার বেতন অনেকটা অবিশ্বাস্য। কারণ সেখানে সরকারি চাকরিতে প্রারম্ভিক বেতন ধরা হয় ৭৫ ডলার।

বেলুচিস্তানে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৮৪

পাকিস্তানের বেলুচিস্তানে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে। শিয়া মতাবলম্বী হাজারা সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে গত শনিবার চালানো ওই হামলায় শিশু ও নারীসহ আহত হয়েছে ২০০ জন। এ ঘটনায় গতকাল রবিবার একদিনের শোক পালন করেছে প্রাদেশিক সরকার। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্র্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ হামলার নিন্দা জানিয়েছেন।
মজলিস ওয়াহদাতুল মুসলিমিন (এমডাব্লিউএম) এবং মুত্তাহিদা কওমি মুভমেন্টও (এমকিউএম) আদালাভাবে ঘোষণা দিয়ে গতকাল শোক দিবস পালন করেছে। তবে তেহরিক নজফ-ই-ফিক-ই-জাফরিয়া (টিএনএফজে) তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে। শিয়াপন্থী সংগঠনটি সরকারের বিরুদ্ধে শিয়া সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলেছে। তোলা হয়েছে গোয়েন্দা ব্যর্থতারও অভিযোগ। নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-জাংভি (এলইজি) ঘটনার দায় স্বীকার করেছে।
গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে হাজারা শহরের একটি জনবহুল বাজারে ওই হামলা চালানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, একটি পানির ট্যাংকের ভেতর প্রায় ৮০০ কিলোগ্রাম বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণে পাশের একটি দোতলা ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
কোয়েটা পুলিশ প্রধান জুবাইর মেহমুদ গতকাল জানান, মৃতের সংখ্যা বেড়ে ৮৪ হয়েছে। আহতদের মধ্যে ২৫ থেকে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের গতকাল করাচি নেওয়ার কথা ছিল। প্রাদেশিক স্বরাষ্ট্রসচিব আকবর হোসেন দুররানি আশঙ্কা প্রকাশ করেন, ধ্বংসস্তূপের নিচে আরো কেউ চাপা পড়ে থাকতে পারে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
হাজারা ডেমোক্র্যাটিক পার্টির (এইচডিপি) চেয়ারম্যান আজিজুল্লাহ হাজারা গতকাল এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পাকড়াও করার লক্ষ্যে অভিযান শুরু করতে প্রাদেশিক সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন। অন্যথায় প্রতিবাদ-বিক্ষোভ শুরুর হুমকি দেন তিনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ শিয়ারা ঘটনাস্থলের চারদিক ঘিরে ফেলে। তারা সেখানে পুলিশ ও উদ্ধারকর্মীদের প্রবেশে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ঢিলও ছোড়ে তারা। তবে এরপর থেকে ঘটনাস্থলে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার জন্য সেনাবাহিনী নামানো হয়েছে।
এর আগে গত ১০ জানুয়ারি কোয়েটার শিয়া অধ্যুষিত এলাকার একটি স্নুকার ক্লাবে দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৯৩ জন মারা যায়।
আহত হয় ১২১ জন। ওই ঘটনার জেরে শিয়াদের বিক্ষোভের মুখে তখন প্রাদেশিক সরকারকে বিলুপ্ত করে গভর্নরের শাসন জারি করে। ১ ফেব্রুয়ারি একটি শিয়া মসজিদে চালানো হামলায় ২৪ শিয়া মারা যায়।

Saturday, February 16, 2013

মিরপুরে ব্লগারকে কুপিয়ে হত্যা

রাজধানীর মিরপুরের পলাশনগর এলাকায় গতকাল আহমেদ রাজীব হায়দার নামে এক ব্লগারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতে বাসার অদূরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর লাশ ফেলে যায় তারা। জানা গেছে, নিহত আহমেদ রাজীব হায়দার 'থাবা বাবা' ছদ্ম নামে ব্লগ ও ফেসবুকে লিখতেন। শাহবাগ গণজাগরণ আন্দোলনের পক্ষেও তিনি নিয়মিত ব্লগে পোস্ট করতেন ও গণজাগরণ আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন।

গতকাল রাতে পল্লবী থানার পরিদর্শক বিপ্লব কিশোর শীল প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পলাশনগরে রাজীবের বাসার কাছে রাস্তায় রাত পৌনে ৯টায় তাকে দুজন মুখোশধারী প্রথমে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী জানান। পুলিশ রাস্তা থেকে তার রক্তাক্ত মৃত্যু দেহ উদ্ধার করেছে। রাজীব হায়দারের নাক, মুখে ও দাঁতের মাড়িতে ধারালো অস্ত্রের জখম আছে। রাজীব হায়দার পেশায় একজন প্রকৌশলী ছিলেন। তার স্বজনরা বলছেন, ধানমন্ডিতেও তার বাসা আছে, সেখানেও থাকতেন তিনি। নিহত রাজিব হায়দারের বাবা ড. নাজিম উদ্দিন। তার বাড়ি গাজীপুরের কাপাসিয়া এলাকায়। তার মামা খুররম হায়দার বলেন, শাহবাগের প্রজন্ম চত্বর থেকে আমার বাসায় ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে দুজন মুখোশধারী চাইনিজ কুড়াল ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় তাকে উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। তিনি অভিযোগ করে বলেন, স্বাধীনতাবিরোধী চক্র এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, জামায়াত-শিবিরের কর্মীরাই রাজীবকে হত্যা করেছে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, অন্ধকারে কয়েকজন যুবক তাকে কুপিয়ে পালিয়ে গেছে। ব্লগ সূত্রে জানা গেছে, আহমেদ রাজীব হায়দার 'থাবা বাবা' ছদ্ম নামের একটি সুপরিচিত ব্লগের নিয়মিত ব্লগার ছিলেন। শাহবাগ আন্দোলনের পক্ষেও নিয়মিত ব্লগ পোস্ট করতেন তিনি। তিনি জামায়াত-শিবির ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে লিখতেন। মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার ইমতিয়াজ আহম্মেদ জানান, ঘটনার পর কয়েকজন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করে তাদের বর্ণনা মতে অভিযান চালানো হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ধারালো দা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। এদিকে ব্লগার রাজীব নিহত হওয়ার খবর শাহবাগ চত্বরে পৌঁছলে তাৎক্ষণিকভাবে সমবেত আন্দোলনকারীরা এক মিনিট নীরবতা পালন করে এবং হরতাল ও ব্লগার খুনের ঘটনার প্রতিবাদে একটানা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

Friday, February 15, 2013

মোবাইলে চার্জ দেওয়ার নতুন পদ্ধতি

গরম কফি আর ঠান্ডা বিয়ার এ দুই রকমের পানীয় ব্যবহার করে মোবাইল ফোনে চার্জ দেওয়া যাবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইপিফানি ল্যাবস নামের একটি প্রতিষ্ঠান এমন একটি যন্ত্র উদ্ভাবন করেছে যা কফি কাপের উষ্ণতা আর বিয়ার মগের শীতলতা কাজে লাগিয়ে বিদ্যুত্ উত্পন্ন করতে পারে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজম্যাগের একটি প্রতিবেদন অনুযায়ী, ‘ইপিফানি ওয়ান পাক’ নামের এ যন্ত্রটি জরুরি চার্জের প্রয়োজনে ব্যবহার করা যাবে। যন্ত্রটিতে ব্যবহার করা হয়েছে স্টার্লিং ইঞ্জিন যা তাপের তারতম্যে বিদ্যুত্ উত্পাদন করতে পারে।
সহজে স্থানান্তরযোগ্য ইপিফানি ওয়ান পাক যন্ত্রটির দুটি অংশ রয়েছে যার একদিকে গরম কফি আর অন্যদিকে ঠান্ডা পানীয় রাখা যায়। যন্ত্রটির সঙ্গে রয়েছে ইউএসবি পোর্ট। ইউএসবি নির্ভর পণ্যগুলোতে সহজেই এ যন্ত্রটির সাহায্যে চার্জ দেয়া যায়।
ইপিফানি ল্যাবসের গবেষকেদের দাবি, কফি যথেষ্ট গরম থাকলে আইফোন বা অ্যান্ড্রয়েডের মতো স্মার্টফোন চার্জ হতেও খুব বেশি সময় লাগে না।
সহজে স্থানান্তরযোগ্য ও জরুরি কাজে ব্যবহূত এ যন্ত্র বাজারে আনার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি। বর্তমানে যন্ত্রটি তৈরির জন্য অর্থ সংগ্রহ করছে ইপিফানি ল্যাবস।