Tuesday, February 19, 2013

দোকান খুলছে গুগল

ব্রাউজার, অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশনসহ বিভিন্ন সফটওয়্যার নিয়েই এত দিন ব্যবসা করেছে ভার্চুয়াল দুনিয়ার 'রাজা' সার্চ জায়ান্ট গুগল। সম্প্রতি হার্ডওয়্যার ব্যবসায়ও নেমেছে তারা। ট্যাবলেট কম্পিউটার 'ক্রোমবুক' ও স্মার্টফোন 'নেক্সাস' দিয়েই আপাতত হার্ডওয়্যার ব্যবসার শুরু। নতুন পণ্য হিসেবে আসছে 'স্মার্ট গ্লাস'ও। হার্ডওয়্যার হওয়ায় এসব পণ্য হাতে নিয়ে যাচাই-বাছাইয়ের চাহিদা তৈরি রয়েছে ক্রেতাদের মধ্যে। ক্রেতাদের এ চাহিদা মেটাতেই দোকান চালুর সিদ্ধান্ত নিল গুগল।
জানা গেছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোতে দোকান চালু করা হবে। পরে অন্যান্য শহরেও দোকান চালু করা হবে। সব কিছু ঠিক থাকলে, আসছে বড়দিনের ছুটি মাথায় রেখে নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে দোকানগুলো চালু করা হবে।

গিগাবাইট গেইমিং প্রতিযোগিতার নিবন্ধন শুরু

ঢাকার বিসিএস কম্পিউটার সিটি মার্কেটে আয়োজিত 'গিগাবাইট গেইমিং কনটেস্ট-২০১৩' প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ১ থেকে ৬ মার্চ পর্যন্ত চলা এ প্রতিযোগিতার আয়োজক স্মার্ট টেকনোলজিস। 'ফিফা ১১', 'কল অব ডিউটি ৪', 'কাউন্টার স্ট্রাইক', 'নিড ফর স্পিড' ও 'ডিফেন্স অব এনশিয়েন্ট'_এই পাঁচ বিভাগে একক ও দ্বৈতে অংশ নিতে পারবেন প্রতিযোগীরা। বিজয়ীরা পাবেন ৭০ হাজার টাকা মূল্যের পুরস্কার। বিস্তারিত জানা যাবে www.facebook.com/SmartTechnologiesBD থেকে।

শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দলেও নেই আশরাফুল

'বিপিএলে সেরা এগারো বোলারের নয়জনই জাতীয় দলের। সেরা ব্যাটসম্যানদের তালিকাতে শামসুর রহমান ও মোহাম্মদ আশরাফুল ছাড়া বাকিরা জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার,' বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) জাতীয় দল নির্বাচনে প্রভাবিত করে, তার ইঙ্গিত রয়েছে গতকাল সন্ধ্যায় বলা আকরাম খানের এ কথাতেই। কাজেও আছে। যেমন, বিপিএল নৈপুণ্য দিয়ে শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত ২৫ জনের প্রাথমিক স্কোয়াডে ঢুকে গেছেন শামসুর রহমান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রত্যাশা পূরণ করতে না পারা শাহরিয়ার নাফীসও ফর্মে ফিরেছেন এবারের বিপিএল দিয়ে। কিন্তু চার দিনের টুর্নামেন্ট বিসিএল কিংবা বিপিএলে সেঞ্চুরি করেও নির্বাচকদের আস্থায় নেই আশরাফুল।
সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজেও বাংলাদেশ দলে ছিলেন না মোহাম্মদ আশরাফুল। এরপর জাতীয় লিগেও ব্যাটসম্যান আশরাফুলকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু বাংলাদেশ ক্রিকেট লিগে সেঞ্চুরির পর বিপিএলের ফর্ম এবং সর্বোপরি অভিজ্ঞতার কারণে শ্রীলঙ্কা সফরের জন্য বিবেচিত হওয়ার দাবি জানিয়েছিলেন আশরাফুল। কিন্তু তাঁকে এখনই জাতীয় দলে ফেরানোর পক্ষে নন প্রধান নির্বাচক আকরাম খান, 'কোনো সন্দেহ নেই যে সে একজন ভালো ক্রিকেটার। শুধু বিপিএল না, গত এক-দেড় বছরের নৈপুণ্য বিবেচনা করে আমরা দল গড়েছি। তাকে আরো ভালো খেলতে হবে।' ভিন্ন একটি সূত্রে জানা গেছে, সেই ধারাবাহিকতার অভাবই আশরাফুলের ওপর আস্থা ফিরে আসেনি নির্বাচকদের মনে। সেঞ্চুরির পর বিসিএলের পরের ইনিংসগুলো ছন্দপতনের পুনরাবৃত্তি বিপিএলেও ঘটিয়েছেন আশরাফুল। আর তাঁকে নিতে হলে বাদ দিতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করা নাঈম ইসলামকে_দল নির্বাচনী সভায় এটাও গুরুত্ব পায় বলে জানা গেছে।
এদিকে ধারাবাহিকতার পুরস্কার পেয়েছেন মার্শাল আইয়ুব। জাতীয় লিগ এবং বিসিএলে দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে এই তরুণকে আপাতত টেস্টে মিডল অর্ডারের বিকল্প ভাবছেন আকরাম, 'মার্শাল খুব ভালো ফর্মে আছে। আমাদের মনে হয়েছে ওকে সুযোগ দেওয়ার এটাই উপযুক্ত সময়।' বিসিএল-বিপিএলের ফর্ম দিয়েও দলে ফিরতে পারলেন না আশরাফুল, তাহলে শুধু বিপিএলে ভালো খেলেই কী করে দলে জায়গা ধরে রাখলেন শাহরিয়ার নাফীস? এ প্রশ্নে প্রধান নির্বাচকের উত্তরে অসহায়ত্বই প্রকাশ পেয়েছে, 'ও বিপিএলে ভালো করেছে। তা ছাড়া টেস্ট দলেও ছিল। তা ছাড়া ওর জায়গায় ভালো করছে এমন কেউ নেই। তাই ওকে নিতে হয়েছে।'
শ্রীলঙ্কা সফরে দলের পেস আক্রমণ নিয়েও সংশয়ে আছেন আকরাম খান, 'এ জায়গাটায় ঘাটতি আছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রাজু (আবুল হাসান) সেঞ্চুরি করেছে। কিন্তু ওর কাছে থেকে আমি চাই ভালো বোলিং। বিপিএলে ভালো করেনি। তবে ৪ ওভার বোলিং দেখে কোনো বোলারকে বিচার করা যায় না।' অন্যদিকে স্পিন আক্রমণ সাজাতে গিয়ে মধুর সমস্যার কথাই জানিয়েছেন প্রধান নির্বাচক, 'স্পিনার হিসেবে দলে জায়গা পাওয়ার দাবি অনেকেই করতে পারে।' তবে আকরামের মন্তব্যে ইঙ্গিত রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্কোয়াডে বড় কোনো পরিবর্তন না আনার, 'জাতীয় দলের ক্রিকেটাররা ভালো ফর্মে আছে। তাই খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই।' কিন্তু সাকিব আল হাসান যদি শ্রীলঙ্কা যেতে না-ই পারেন, তাহলে বড় পরিবর্তনের দিকেই ঝুঁকতে হবে আকরামকে, 'সাকিব যেতে না পারলে ওর জায়গায় দুইজনের কথা ভাবতে হবে। কারণ ওর ব্যাটিং-বোলিং দুটোই আছে।'
তাই যতটা সম্ভব দ্রুততম সময়ে সাকিবকে অস্ট্রেলিয়া পাঠানোর বন্দোবস্ত করছে বিসিবি। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের মতামতের ওপরই নির্ভর করছে শীর্ষ এ তারকার শ্রীলঙ্কায় যাওয়ার বিষয়টি। ২২/২৩ ফেব্রুয়ারি টেস্ট দল ঘোষণার আগে এ আনুষ্ঠানিকতা শেষ হওয়ার সম্ভাবনা নেই। এতে অবশ্য বিচলিত নন আকরাম, 'ডাক্তারের মতামত না পেলেও সাকিবকে রেখেই স্কোয়াড ঘোষণা করা হবে। পরে অন্য কিছু হলে বিকল্প কাউকে তো নেওয়াই যাবে।' উল্লেখ্য, শ্রীলঙ্কা সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে এবং একটি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াড প্রস্তুতি শুরু করে দেবে আগামীকালই। অবশ্য আগের রাতে বিপিএল ফাইনাল খেলা ক্রিকেটারদের প্রথম দিন ছুটি ঘোষণা করেছেন জাতীয় দলের প্রধান কোচ শেন জার্গেনসেন।

প্রজন্ম চত্বরে আনা হচ্ছে ব্লগার শান্তর মরদেহ

প্রজন্ম চত্বরে আন্দোলনে অংশ নেওয়া অবস্থায় মৃত্যুবরণকারী ব্লগার, কার্টুনিস্ট ও ছড়াকার তারিকুল ইসলাম শান্তর লাশ ফিরে আসছে গণজাগরণ মঞ্চে। সেখান থেকে সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে তাঁর। এরপর তাকে সমাহিত করা হবে বনানী কবরস্থানে।

গতকাল সোমবার বিকেল ৩টায় শিল্পী, পরিচালক এবং প্রযোজকদের নিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগের গণজারণ চত্বরে আসেন শান্ত। সেখানে তিনি যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগানরত অবস্থায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। এ সময় গণজাগরণের অস্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক আশঙ্কাজনক অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল নেওয়া হয় তাকে। এর কিছুক্ষণ পর বিকেল পৌনে ৪টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।

Monday, February 18, 2013

টপ অব দ্য ডে

নিউজিল্যান্ডের ৩ উইকেটের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। কেন উইলিয়ামসের হাফ সেঞ্চুরির পরও আস্কিং রানরেটটা ক্রমশ বেড়ে একপর্যায়ে দাঁড়ায় ৭৬ বলে ১০৪ রান। হারের শঙ্কাই তখন ভর করেছিল কিউইদের। ছয় নম্বরে নেমে ৬১ বলে ৬ চার এবং ৩ ছক্কায় অপরাজিত ৬৯ রান করে ওই ভয় দূর করে নিউজিল্যান্ডকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ম্যাককালাম।

মহিলা বিশ্বকাপ অস্ট্রেলিয়ার

আগের নয় আসরের পাঁচবারেরই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আবারও জিতেছে মহিলা বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা। কাল মুম্বাইয়ে দিবারাত্রির ফাইনালে ব্যাটসম্যানদের চমৎকার ব্যাটিংয়ের পর বোলারদের বিধ্বংসী পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে ১১৪ রানে হারিয়ে জিতেছে ষষ্ঠ শিরোপা। জেস ক্যামেরন (৭৫) ও রাচেল হেইন্সের (৫২) পর অষ্টম উইকেটে জোডি ফিল্ডস (৩৬*) ও ইলিসে পেরির (২৫*) ৫০ রানের জুটিতে ৭ উইকেটে তাদের সংগ্রহ ২৫৯ রান। প্রথমবার ফাইনালে ওঠা ওয়েস্ট ইন্ডিজ জবাবটা মোটেও সেরকম দিতে পারেনি। ৪৩.১ ওভারে ১৪৫ রানেই সব উইকেট হারিয়ে হয়েছে রানার্স আপ। বিশ্বকাপে এটা তাদের সেরা সাফল্য।

আইপ্যাডে মাধুরী দীক্ষিত অ্যাপ

আইপ্যাড ব্যবহারকারীদের জন্য অ্যাপ চালু করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। 'মাধুরী দীক্ষিত এইচডি' নামের অ্যাপটিতে মাধুরীর হালনাগাদ ছবি, ভিপিওসহ নানা তথ্য পাওয়া যাবে। এর আগে আইফোন ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মোবাইলের জন্য অ্যাপ্লিকেশন চালু করেছিলেন ৪৫ বছর বয়সী এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুক ও মাইক্রোব্লগিং সাইটও নিয়মিত ব্যবহার করেন 'দেবদাস' খ্যাত এ অভিনেত্রী। আর এ কারণেই অ্যাপসটিতে মাধুরীর ফেইসবুক ও টুইটারের বিভিন্ন তথ্য পাওয়া যাবে।
মাধুরী দীক্ষিত বলেন, 'বর্তমানে সব ভক্তের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা খুবই কঠিন। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আমার পক্ষ থেকে এটা সামান্য প্রয়াস। কেননা ভক্তদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তার ঋণ কখনোই শোধ করতে পারব না।

ওয়েবসাইটের তথ্য জানা

কোনো ওয়েবসাইট কবে রেজিস্ট্রেশন হয়েছে বা কোন প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করেছে, সেসব তথ্য জানা যাবে http://whois.domaintools.com থেকে। এ জন্য সাইটটিতে প্রবেশ করে হোম পেইজে lookup বাটনের বাম পাশে থাকা টেক্সট বক্সে ওয়েবসাইটের ঠিকানা লিখে look-up বাটনে ক্লিক করতে হবে।

এক দিনে সাড়ে তিন হাজার বিয়ে!

দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন গির্জার প্রধান কার্যালয়ে গতকাল রবিবার প্রায় সাড়ে তিন হাজার জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে। গির্জাটির আয়োজন এই প্রথম এর প্রতিষ্ঠাতা সান মিয়ুং মুনকে ছাড়া অনুষ্ঠিত হলো। গত বছরের সেপ্টেম্বরে মুন মারা যান। এবারের গণবিয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনের স্ত্রী হাক জা-হান।
গতকাল সব জুটি একই রকম পোশাক পরে বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়। তাঁদের সঙ্গী নির্বাচন করেন জা-হান।
দক্ষিণ কোরিয়ার ধর্মীয় সংস্কার আন্দোলনের নেতা মুন ১৯৫৪ সালে ইউনিফিকেশন চার্চ প্রতিষ্ঠা করেন। এটি রাজধানী সিউলের উত্তর-পূর্বাঞ্চলীয় গ্যাপিয়ং কাউন্টিতে অবস্থিত। বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীদের ঐক্য এবং খ্রিস্টান, মুসলমানসহ অন্য সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা এ চার্চের অন্যতম লক্ষ্য। ১৯৬১ সালে ৩৬ জুটির বিয়ে দেওয়ার মধ্যদিয়ে এই গির্জা 'ব্লেসিং সেরিমনি অব দি ইউনিফিকেশন চার্চ' বা 'বিয়ে পুনর্নিবেদন অনুষ্ঠান' আয়োজন করে। এরই ধারাবাহিকতায় ১৯৯৭ সালে ওয়াশিংটনে প্রায় ৩০ হাজার জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হয়

১৩৩ ডলার বেতনের চাকরি চান মুরসির ছেলে

মাসে মাত্র ১৩৩ ডলার বেতনের চাকরির জন্য আবেদন করেছেন মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছেলে ওমর মুরসি। দেশটির বিমানবন্দর ও বিমান চালনা নিয়ন্ত্রণ কম্পানির প্রধান ক্যাপ্টেন মাগদি আবদেল হাদি গত শনিবার এ তথ্য জানান।
তবে গুজব রয়েছে পাঁচ হাজার ডলার বেতনের চাকরি পেতে যাচ্ছেন ওমর। ক্যাপ্টেন হাদি এই গুজব নাকচ করে দিয়ে জানান, স্বাভাবিক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হয়েছে ওমরকে। কোনো স্বজনপ্রীতি হয়নি। ইংরেজি ও কম্পিউটার বিষয়েও পরীক্ষা দিয়েছেন তিনি। তবে তাঁর নিয়োগ এখনো চূড়ান্ত হয়নি। যাচাই-বাছাই চলছে। এই পদের জন্য অভ্যন্তরীণভাবে বিজ্ঞাপন দেওয়া হয়। এর প্রারম্ভিক বেতন ৯০০ মিসরীয় পাউন্ড (১৩৩ ডলার)। ছয় মাস পর বেতন বেড়ে দাঁড়াবে এক হাজার ২০০ পাউন্ড বা ১৮০ ডলার। মিসরে সদ্য স্নাতক পাস করা একজন চাকরি প্রত্যাশীর কাছে পাঁচ হাজার ডলার বেতন অনেকটা অবিশ্বাস্য। কারণ সেখানে সরকারি চাকরিতে প্রারম্ভিক বেতন ধরা হয় ৭৫ ডলার।