Monday, February 18, 2013

ওয়েবসাইটের তথ্য জানা

কোনো ওয়েবসাইট কবে রেজিস্ট্রেশন হয়েছে বা কোন প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করেছে, সেসব তথ্য জানা যাবে http://whois.domaintools.com থেকে। এ জন্য সাইটটিতে প্রবেশ করে হোম পেইজে lookup বাটনের বাম পাশে থাকা টেক্সট বক্সে ওয়েবসাইটের ঠিকানা লিখে look-up বাটনে ক্লিক করতে হবে।

এক দিনে সাড়ে তিন হাজার বিয়ে!

দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন গির্জার প্রধান কার্যালয়ে গতকাল রবিবার প্রায় সাড়ে তিন হাজার জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে। গির্জাটির আয়োজন এই প্রথম এর প্রতিষ্ঠাতা সান মিয়ুং মুনকে ছাড়া অনুষ্ঠিত হলো। গত বছরের সেপ্টেম্বরে মুন মারা যান। এবারের গণবিয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনের স্ত্রী হাক জা-হান।
গতকাল সব জুটি একই রকম পোশাক পরে বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়। তাঁদের সঙ্গী নির্বাচন করেন জা-হান।
দক্ষিণ কোরিয়ার ধর্মীয় সংস্কার আন্দোলনের নেতা মুন ১৯৫৪ সালে ইউনিফিকেশন চার্চ প্রতিষ্ঠা করেন। এটি রাজধানী সিউলের উত্তর-পূর্বাঞ্চলীয় গ্যাপিয়ং কাউন্টিতে অবস্থিত। বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীদের ঐক্য এবং খ্রিস্টান, মুসলমানসহ অন্য সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা এ চার্চের অন্যতম লক্ষ্য। ১৯৬১ সালে ৩৬ জুটির বিয়ে দেওয়ার মধ্যদিয়ে এই গির্জা 'ব্লেসিং সেরিমনি অব দি ইউনিফিকেশন চার্চ' বা 'বিয়ে পুনর্নিবেদন অনুষ্ঠান' আয়োজন করে। এরই ধারাবাহিকতায় ১৯৯৭ সালে ওয়াশিংটনে প্রায় ৩০ হাজার জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হয়

১৩৩ ডলার বেতনের চাকরি চান মুরসির ছেলে

মাসে মাত্র ১৩৩ ডলার বেতনের চাকরির জন্য আবেদন করেছেন মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছেলে ওমর মুরসি। দেশটির বিমানবন্দর ও বিমান চালনা নিয়ন্ত্রণ কম্পানির প্রধান ক্যাপ্টেন মাগদি আবদেল হাদি গত শনিবার এ তথ্য জানান।
তবে গুজব রয়েছে পাঁচ হাজার ডলার বেতনের চাকরি পেতে যাচ্ছেন ওমর। ক্যাপ্টেন হাদি এই গুজব নাকচ করে দিয়ে জানান, স্বাভাবিক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হয়েছে ওমরকে। কোনো স্বজনপ্রীতি হয়নি। ইংরেজি ও কম্পিউটার বিষয়েও পরীক্ষা দিয়েছেন তিনি। তবে তাঁর নিয়োগ এখনো চূড়ান্ত হয়নি। যাচাই-বাছাই চলছে। এই পদের জন্য অভ্যন্তরীণভাবে বিজ্ঞাপন দেওয়া হয়। এর প্রারম্ভিক বেতন ৯০০ মিসরীয় পাউন্ড (১৩৩ ডলার)। ছয় মাস পর বেতন বেড়ে দাঁড়াবে এক হাজার ২০০ পাউন্ড বা ১৮০ ডলার। মিসরে সদ্য স্নাতক পাস করা একজন চাকরি প্রত্যাশীর কাছে পাঁচ হাজার ডলার বেতন অনেকটা অবিশ্বাস্য। কারণ সেখানে সরকারি চাকরিতে প্রারম্ভিক বেতন ধরা হয় ৭৫ ডলার।

বেলুচিস্তানে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৮৪

পাকিস্তানের বেলুচিস্তানে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে। শিয়া মতাবলম্বী হাজারা সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে গত শনিবার চালানো ওই হামলায় শিশু ও নারীসহ আহত হয়েছে ২০০ জন। এ ঘটনায় গতকাল রবিবার একদিনের শোক পালন করেছে প্রাদেশিক সরকার। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্র্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ হামলার নিন্দা জানিয়েছেন।
মজলিস ওয়াহদাতুল মুসলিমিন (এমডাব্লিউএম) এবং মুত্তাহিদা কওমি মুভমেন্টও (এমকিউএম) আদালাভাবে ঘোষণা দিয়ে গতকাল শোক দিবস পালন করেছে। তবে তেহরিক নজফ-ই-ফিক-ই-জাফরিয়া (টিএনএফজে) তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে। শিয়াপন্থী সংগঠনটি সরকারের বিরুদ্ধে শিয়া সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলেছে। তোলা হয়েছে গোয়েন্দা ব্যর্থতারও অভিযোগ। নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-জাংভি (এলইজি) ঘটনার দায় স্বীকার করেছে।
গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে হাজারা শহরের একটি জনবহুল বাজারে ওই হামলা চালানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, একটি পানির ট্যাংকের ভেতর প্রায় ৮০০ কিলোগ্রাম বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণে পাশের একটি দোতলা ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
কোয়েটা পুলিশ প্রধান জুবাইর মেহমুদ গতকাল জানান, মৃতের সংখ্যা বেড়ে ৮৪ হয়েছে। আহতদের মধ্যে ২৫ থেকে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের গতকাল করাচি নেওয়ার কথা ছিল। প্রাদেশিক স্বরাষ্ট্রসচিব আকবর হোসেন দুররানি আশঙ্কা প্রকাশ করেন, ধ্বংসস্তূপের নিচে আরো কেউ চাপা পড়ে থাকতে পারে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
হাজারা ডেমোক্র্যাটিক পার্টির (এইচডিপি) চেয়ারম্যান আজিজুল্লাহ হাজারা গতকাল এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পাকড়াও করার লক্ষ্যে অভিযান শুরু করতে প্রাদেশিক সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন। অন্যথায় প্রতিবাদ-বিক্ষোভ শুরুর হুমকি দেন তিনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ শিয়ারা ঘটনাস্থলের চারদিক ঘিরে ফেলে। তারা সেখানে পুলিশ ও উদ্ধারকর্মীদের প্রবেশে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ঢিলও ছোড়ে তারা। তবে এরপর থেকে ঘটনাস্থলে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার জন্য সেনাবাহিনী নামানো হয়েছে।
এর আগে গত ১০ জানুয়ারি কোয়েটার শিয়া অধ্যুষিত এলাকার একটি স্নুকার ক্লাবে দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৯৩ জন মারা যায়।
আহত হয় ১২১ জন। ওই ঘটনার জেরে শিয়াদের বিক্ষোভের মুখে তখন প্রাদেশিক সরকারকে বিলুপ্ত করে গভর্নরের শাসন জারি করে। ১ ফেব্রুয়ারি একটি শিয়া মসজিদে চালানো হামলায় ২৪ শিয়া মারা যায়।

Saturday, February 16, 2013

মিরপুরে ব্লগারকে কুপিয়ে হত্যা

রাজধানীর মিরপুরের পলাশনগর এলাকায় গতকাল আহমেদ রাজীব হায়দার নামে এক ব্লগারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতে বাসার অদূরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর লাশ ফেলে যায় তারা। জানা গেছে, নিহত আহমেদ রাজীব হায়দার 'থাবা বাবা' ছদ্ম নামে ব্লগ ও ফেসবুকে লিখতেন। শাহবাগ গণজাগরণ আন্দোলনের পক্ষেও তিনি নিয়মিত ব্লগে পোস্ট করতেন ও গণজাগরণ আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন।

গতকাল রাতে পল্লবী থানার পরিদর্শক বিপ্লব কিশোর শীল প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পলাশনগরে রাজীবের বাসার কাছে রাস্তায় রাত পৌনে ৯টায় তাকে দুজন মুখোশধারী প্রথমে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী জানান। পুলিশ রাস্তা থেকে তার রক্তাক্ত মৃত্যু দেহ উদ্ধার করেছে। রাজীব হায়দারের নাক, মুখে ও দাঁতের মাড়িতে ধারালো অস্ত্রের জখম আছে। রাজীব হায়দার পেশায় একজন প্রকৌশলী ছিলেন। তার স্বজনরা বলছেন, ধানমন্ডিতেও তার বাসা আছে, সেখানেও থাকতেন তিনি। নিহত রাজিব হায়দারের বাবা ড. নাজিম উদ্দিন। তার বাড়ি গাজীপুরের কাপাসিয়া এলাকায়। তার মামা খুররম হায়দার বলেন, শাহবাগের প্রজন্ম চত্বর থেকে আমার বাসায় ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে দুজন মুখোশধারী চাইনিজ কুড়াল ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় তাকে উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। তিনি অভিযোগ করে বলেন, স্বাধীনতাবিরোধী চক্র এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, জামায়াত-শিবিরের কর্মীরাই রাজীবকে হত্যা করেছে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, অন্ধকারে কয়েকজন যুবক তাকে কুপিয়ে পালিয়ে গেছে। ব্লগ সূত্রে জানা গেছে, আহমেদ রাজীব হায়দার 'থাবা বাবা' ছদ্ম নামের একটি সুপরিচিত ব্লগের নিয়মিত ব্লগার ছিলেন। শাহবাগ আন্দোলনের পক্ষেও নিয়মিত ব্লগ পোস্ট করতেন তিনি। তিনি জামায়াত-শিবির ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে লিখতেন। মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার ইমতিয়াজ আহম্মেদ জানান, ঘটনার পর কয়েকজন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করে তাদের বর্ণনা মতে অভিযান চালানো হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ধারালো দা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। এদিকে ব্লগার রাজীব নিহত হওয়ার খবর শাহবাগ চত্বরে পৌঁছলে তাৎক্ষণিকভাবে সমবেত আন্দোলনকারীরা এক মিনিট নীরবতা পালন করে এবং হরতাল ও ব্লগার খুনের ঘটনার প্রতিবাদে একটানা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

Friday, February 15, 2013

মোবাইলে চার্জ দেওয়ার নতুন পদ্ধতি

গরম কফি আর ঠান্ডা বিয়ার এ দুই রকমের পানীয় ব্যবহার করে মোবাইল ফোনে চার্জ দেওয়া যাবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইপিফানি ল্যাবস নামের একটি প্রতিষ্ঠান এমন একটি যন্ত্র উদ্ভাবন করেছে যা কফি কাপের উষ্ণতা আর বিয়ার মগের শীতলতা কাজে লাগিয়ে বিদ্যুত্ উত্পন্ন করতে পারে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজম্যাগের একটি প্রতিবেদন অনুযায়ী, ‘ইপিফানি ওয়ান পাক’ নামের এ যন্ত্রটি জরুরি চার্জের প্রয়োজনে ব্যবহার করা যাবে। যন্ত্রটিতে ব্যবহার করা হয়েছে স্টার্লিং ইঞ্জিন যা তাপের তারতম্যে বিদ্যুত্ উত্পাদন করতে পারে।
সহজে স্থানান্তরযোগ্য ইপিফানি ওয়ান পাক যন্ত্রটির দুটি অংশ রয়েছে যার একদিকে গরম কফি আর অন্যদিকে ঠান্ডা পানীয় রাখা যায়। যন্ত্রটির সঙ্গে রয়েছে ইউএসবি পোর্ট। ইউএসবি নির্ভর পণ্যগুলোতে সহজেই এ যন্ত্রটির সাহায্যে চার্জ দেয়া যায়।
ইপিফানি ল্যাবসের গবেষকেদের দাবি, কফি যথেষ্ট গরম থাকলে আইফোন বা অ্যান্ড্রয়েডের মতো স্মার্টফোন চার্জ হতেও খুব বেশি সময় লাগে না।
সহজে স্থানান্তরযোগ্য ও জরুরি কাজে ব্যবহূত এ যন্ত্র বাজারে আনার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি। বর্তমানে যন্ত্রটি তৈরির জন্য অর্থ সংগ্রহ করছে ইপিফানি ল্যাবস।

Tuesday, February 12, 2013

রূপগঞ্জে হেলিকপ্টার বিধ্বস্ত, আহত ৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেঘনা গ্রুপের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নিমেরটেক বিলের পাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। মাটি থেকে প্রায় ৩০০ ফুট ওপরে থাকতেই হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে। এতে হেলিকপ্টারটির (এনডি ৬০০এন) সামনের ও পিছনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহতদের মদ্যে মধ্যে রয়েছেন জিএম সাফায়েত হোসেন, প্রকল্প পরিচালক আসিফ ইকবাল, পরিচালক তানজিল মোস্তফা, ডা. আবুল কালাম, ওই হেলিপ্টারের স্কোয়াড্রন লিডার গুলজার হোসেন ও পাইলট মেজর (অব.) শফিকুল আলম। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে একজন পরিচালক ডা. আবুল কালাম জানান, সকাল সাড়ে ১০টায় তারা ঢাকায় মেঘনা গ্রুপের নিজস্ব হেলিকপ্টারে করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা ঘাট এলাকায় মেঘনা গ্রুপে আসে। সেখানে তারা বৈঠক ও কারখানা পরিদর্শন করেন। বিকেল সাড়ে ৩টায় হেলিকপ্টারটি মেঘনা ঘাট থেকে আবারো ঢাকার উদ্দেশে রওনা দেয়।

কালাম বলেন, পথের মধ্যে হঠাৎ করে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তখন পাইলট হেলিকপ্টারটি জরুরি অবতরণের চেষ্টা করে। এক পর্যায়ে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নিমেরটেক বিলের পাশে অবতরণের সময়ে এক পর্যায়ে সেটি বেশ উঁচু থেকে মাটিতে আছড়ে পড়ে। তিনি আরো জানান, প্রায় ৩০০ ফুট ওপর থেকে হেলিকপ্টারটি নিচে আছড়ে পড়ে যায়।

নীরব প্রতিবাদে সমগ্র জাতির সংহতি প্রকাশ

কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধী-মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে প্রজন্ম চত্বরের আন্দোলনকারীদের সাথে তিন মিনিট দাঁড়িয়ে সমগ্র জাতি সংহতি প্রকাশ করলো।

প্রজন্ম চত্বরের কাউন্ট ডাউনের মাধ্যমে ঠিক ৪টায় সমগ্র জাতি দাঁড়িয়ে যান। অভূতপূর্ব সাড়া দিয়ে শাহবাগের আন্দোলনকারীদের ডাকে তিন মিনিটের স্তব্ধতা কর্মসূচি পালন করেছে সারাদেশ। আজ মঙ্গলবার বিকাল ঠিক ৪টায় এই কর্মসূচি শুরু হয়, তা চলে ৪টা তিন পর্যন্ত। আন্দোলনের কেন্দ্র শাহবাগে এই কর্মসূচিতে অংশ নিয়েছে লাখো মানুষ।

মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ের সামনে এবং সংসদ সদস্যরা সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে তরুণ প্রজন্মের এই কর্মসূচিতে সাড়া দেন। বিকাল ৪টা বাজার ঠিক আগ মুহূর্তে রাজধানীর সড়কে সব যানবাহন দাঁড়িয়ে পড়ে, একটি কর্মসূচিতে এই ধরনের সাড়া আগে কখনো দেখা যায়নি।

বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজের সামনের রাস্তায় কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান এবং বাংলানিউজের সকল কর্মকর্তা ও সাংবাদিকসহ সংবাদকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করেন।

ব্যাংক, বীমা, সরকারি অফিস, আদালত, পোশাক কারখানাসহ ঘরে বাইরে যে যেখানে অবস্থান করছিলেন সেখানেই যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে দাঁড়িয়ে যান। যারা রাস্তায় ছিলেন, তারা সেখানেই পথ চলা থামিয়ে দাঁড়িয়ে যান। আর এভাবে তিন মিনিটের জন্য স্তদ্ধ হয়ে যায় পুরো দেশ। তিন মিনিটের জন্য জেগে ওঠে দেশের কোটি কোটি মানুষ।

JOIN & GET $10

This is the best investment site in the world ,  Invest ur money & get everyday 2%. This is real & safe.If u don’t believe it , join free & get $10 , Then buy Add package & visit everyday 3 add.

Two way to earn money .
BUY AD PACKS :
  • For each Ad Pack you own you will earn up to 20₵ per day during the week.
  • For each Ad Pack you own you will earn up to 10₵ per day on weekends.
To Earn Daily Simply Visit 3 Sites Per Day!

INVITE OTHERS:
  • Receive $1 commission for every Ad Pack your Referrals purchase.
  • Receive 50₵ commission for every Ad Pack your referrals' referrals purchase.
We Offer Generous Referral Bonuses on 2 Levels!

বাফটাতেও সেরা আরগো

অস্কার কর্তৃপক্ষের সিদ্ধান্ত ভুল প্রমাণ করে একের পর এক পুরস্কার পেয়েই চলেছেন অভিনেতা-পরিচালক বেন অ্যাফ্লেক। গতকাল ব্রিটিশ একাডেমী অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস বা বাফটা অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন বেন। সেই সঙ্গে তাঁর পরিচালিত 'আরগো' সেরা ছবি ও সেরা সম্পাদনার বাফটা জয় করে নিয়েছে। সেরা পরিচালকের পুরস্কার হাতে নিয়ে বেন বলেন, 'এটা আমার জীবনের দ্বিতীয় অধ্যায়। আর তোমরা যারা আমাকে এই নতুন পথে আসতে সাহায্য করেছ, সবার প্রতি কৃতজ্ঞতা। আমার এই পুরস্কার আমি তাদের উৎসর্গ করতে চাই, যারা আমার মতো দ্বিতীয় অধ্যায় শুরু করার জন্য লড়ছ।'
'লিংকন' ছবিতে নাম ভূমিকায় অভিনয় করার জন্য সেরা অভিনেতার পুরস্কার অনেকটাই নিশ্চিত ছিল ড্যানিয়েল ডে লুইসের জন্য এবং তা-ই হয়েছে। তবে 'আমুর' ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে ফরাসি অভিনেত্রী ইমানুয়েল রিভার বাফটা জয় ছিল অপ্রত্যাশিত।
'জ্যাঙ্গো আনচেইনড' ছবির জন্য ক্রিস্টোফ ওয়াল্টজ এবং 'লা মিজারেবল' ছবির জন্য অ্যান হ্যাথওয়ে সেরা পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রীর বাফটা জয় করে নিয়েছেন। ক্রিস্টোফ তাঁর পুরস্কারটি একই ছবির জন্য সেরা চিত্রনাট্যের বাফটাজয়ী কোয়ান্টিন টারান্টিনোকে উৎসর্গ করেন। আর সেরা সংগৃহীত চিত্রনাট্যের বাফটা জিতেছেন ডেভিড ও'রাসেল তাঁর 'সিলভার লাইনিংস প্লেবুক' ছবির জন্য।
'আনা কারেনিনা', 'লা মিজারেবল', 'সেভেন সাইকোপাথ' ও 'বেস্ট এঙ্ােটিক মেরিগোল্ড হোটেল'কে পেছনে ফেলে জেমস বন্ড সিরিজের 'স্কাইফল' জিতে নিয়েছে বছরের সেরা ব্রিটিশ ছবির পুরস্কার। ১৯৬৪ সালে 'ফ্রম রাশিয়া উইথ লাভ' সেরা চিত্রগ্রহণের বাফটা জয়ের এত বছর পর কোনো বন্ড ছবি বাফটা পেল। সেই সঙ্গে সেরা সংগীতের জন্যও ছবিটি জিতেছে রাতের দ্বিতীয় বাফটা। আটটি মনোনয়নের মধ্যে চারটি বাফটা জিতে রাতের সবচেয়ে সফল ছবি 'লা মিজারেবল'। অ্যান হ্যাথওয়ে ছাড়া অন্য তিনটি বাফটা হলো সেরা শব্দ, মেকআপ ও প্রোডাকশন ডিজাইন। অ্যাং লি পরিচালিত 'লাইফ অব পাই' ৯টি মনোনয়ন পেলেও সেরা চিত্রগ্রহণ ও ভিজ্যুয়াল ইফেক্ট_মাত্র এ দুই বিভাগে বাফটা পেয়েছে। সেরা বিদেশি ভাষার ছবির পুরস্কার পেয়েছে 'আমুর'; যদিও ছবির পরিচালক মাইকেল হানেকে কিংবা সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া ইমানুয়েল রিভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। জন রাইট পরিচালিত 'আনা কারেনিনা' সেরা পোশাকের বাফটা জয় করে নেয়, অন্যদিকে সেরা এনিমেশনের বাফটা পেয়েছে ডিজনি-পিক্সারের 'ব্রেভ'। সো প্রামাণ্যচিত্রের বাফটা জিতেছে স্যার অ্যালান পার্কার পরিচালিত 'সার্চিং ফর সুগার ম্যান'। বিবিসির চ্যানেল ফোরের প্রধান কর্তাব্যক্তি টেসা রোজকে দেওয়া হয় লাইফটাইম অ্যাচিভমেন্ট বাফটা। লন্ডনের রয়্যাল অপেরা হাউসে অনুষ্ঠিত এ বছরের বাফটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেতা স্টিফেন ফ্রাই।