Tuesday, August 30, 2011

অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রে সালমান

কয়েক দিন ধরেই বলিউডে গুঞ্জন চলছে সালমান খান গুরুতর অসুস্থ। তাঁকে হাসপাতালে ভর্তি করা নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। এবার সালমান নিজেই মুখ খুললেন। তিনি বলেন, ‘হূদরোগজনিত কোনো সমস্যা আমার নেই। সমস্যাটা হয়েছে স্নায়ুতে। যার কারণে মাথা, চোয়াল ও গালে প্রচণ্ড ব্যথা হচ্ছে। এমনই ব্যথা যে নাওয়া-খাওয়া হারাম হওয়ার জোগাড়।’ জানা গেছে, অস্ত্রোপচারের জন্য গত শনিবার তিনি যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন। শারীরিক সমস্যার পরও সালমানের পেশাদারি মনোভাব দেখে অনেকে বিস্মিত। ৩১ আগস্ট মুক্তি পাচ্ছে সালমানের বহুল প্রতীক্ষিত ছবি বডিগার্ড। কদিন ধরে নাওয়া-খাওয়া ভুলে ছবির প্রচারে ব্যস্ত সময় কাটছিল। চোয়ালে প্রচণ্ড ব্যথা নিয়েও তিনি ছবির প্রচার চালিয়ে গেছেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। হিন্দুস্তান টাইমস।

সবচেয়ে বড় কলম ভারতে

কথায় আছে অসি বড় না কলম বড়! এক্ষেত্রে কলম। নিজামাবাদের বাসিন্দা এমএসআচার্য নামের এক লেখাপড়া অন্তপ্রাণ মানুষ এই উদ্যোগের নেপথ্য কারিগর। তিনি যে বিশাল আকারের কলমটি বানিয়েছেন সেটি তলোয়রের চেয়েও পাঁচ-ছয় গুণ বেশি লম্বা। লম্বায় ষোল ফুট, কলমটির ওজন চলি্লশ কেজি এবং চওড়ায় এটি এক ফুট। পৃথিবীর সবচেয়ে বড় এই কলমের নাম 'ভারতীয়া পালি' অর্থাৎ 'ভারতের কলম'। পেশায় সমাজবিদ্যার শিক্ষক আচার্য বলেন 'কলমটি ভারত সরকারকে সম্মান প্রদর্শনের জন্য তেরি করা হয়েছে। কারণ সরকার দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে'। কলমের বাইরের অংশ অলঙ্করণ করেছেন হায়দরাবাদের রত্নম ও মালিকারাজন নামের দুই শিল্পী।

নতুন পথে প্রমিথিউস

অডিও শিল্পে একদিকে পাইরেসি, অন্যদিকে প্রযোজনা প্রতিষ্ঠান এবং শিল্পীদের সম্পর্ক নিয়ে যখন টানাপোড়েন চলছে, তখন নতুন পথে যাত্রা শুরু করেছে ব্যান্ড প্রমিথিউস। প্রমিথিউস এবার নিজেদের গানগুলো ইন্টারনেটের মাধ্যমে ফ্রি ডাউনলোড করার সুযোগ করে দিয়েছে ভক্ত ও শ্রোতাদের। এখন থেকে www.prometheusbd.com ঠিকানা থেকে বিনা খরচে ডাউনলোড করা যাবে প্রমিথিউসের গান। এ ব্যাপারে বিস্তারিত জানাতে সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি কাজী রোজী এবং প্রমিথিউস ব্যান্ডের সদস্যরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওয়েবসাইটে এখন প্রমিথিউসের নতুন সাতটি গান পাওয়া যাচ্ছে। সঙ্গে আছে প্রমিথিউসের জনপ্রিয় আরও ২২টি গান। রয়েছে দুটি গানের মিউজিক ভিডিও।
বিপ্লব বলেন, ‘বাংলাদেশের অডিওশিল্পে এখন এক ধরনের অস্থিরতা চলছে। পাইরেসিসহ নানা জটিলতার কারণে শিল্পী থেকে শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠান—সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইরেসির বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হিসেবে আমাদের গান শ্রোতাদের বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে শ্রোতারা প্রমিথিউসের নতুন ও পুরোনো যেকোনো গান এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবে।’
বিপ্লব জানান, পুরো অ্যালবাম নয়, এখানে একেকটি গান একেকটি প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা করবে।

পাওলির বৃহস্পতি তুঙ্গে

পাওলি দামের বৃহস্পতি এখন তুঙ্গে। 'ছত্রাক' ছবির সুবাদে এ বছরই কান চলচ্চিত্র উৎসবের লাল কার্পেটে হেঁটেছেন হালের এই টালিউড সেনসেশন। হাতে রয়েছে বেশ কয়েকটি বিগ বাজেটের ছবি। এবার বলিউডেও যোগ দিচ্ছেন তিনি। পরিচালক বিক্রম ভাটের পরবর্তী ছবি 'হেট স্টোরি'র কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। ২০০৯ সালে গৌতম ঘোষ পরিচালিত 'কালবেলা' ছবির মাধ্যমে রুপালি পর্দায় প্রবেশ করেন পাওলি।

কলকাতায় মেসিহীন আর্জেন্টিনা

ঢাকায় নাইজেরিয়ার বিপক্ষে খেলার আগে কলকাতায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। গতকাল সকালে দমদম বিমানবন্দরে পা রাখেন আর্জেন্টাইন ফুটবলাররা। কিন্তু স্প্যানিশ লিগে ভিলারেলের বিপক্ষে ম্যাচ থাকায় দলের সঙ্গে আসেননি লিওনেল মেসি। বিমানবন্দরে তাকে দেখতে না পেয়ে আঁতকে ওঠেন আয়োজক সংস্থা সিএমজির কর্মকর্তারা। পরে মেসির আসা সম্পর্কে নিশ্চিত হলে হাঁফ ছেড়ে বাঁচেন তারা।

Monday, August 29, 2011

খেলা শুরু সন্ধ্যা ৬টায়

লিওনেল মেসিরা কোথায় অনুশীলন করবেন, তা নিয়ে এখনো চলছে জল্পনা-কল্পনা। আগামী ৬ সেপ্টেম্বর বহুল প্রতীক্ষার আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। ম্যাচ চলাকালীন যাতে বিদ্যুতের কোনো সমস্যা না থাকে, সেজন্য ৫ ঘণ্টা কোনো লোডশেডিং হবে না বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায়। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও 'আফ্রিকান সুপার ঈগল' নাইজেরিয়ার ফুটবলারদের অভ্যর্থনা জানানোর জন্য ২০ জন সুশিক্ষিত তরুণীকে বাছাই করেছে বাফুফে। এই তরুণীরা আসলে গাইড হিসেবে কাজ করবেন দুই দলের ফুটবলারদের। এছাড়া অনুশীলন ও প্রস্তুতির জন্য দুই দলকে ৩০টি করে মোট ৬০টি এডিডাস ফুটবল দেওয়া হচ্ছে। ত্রিশটি দেবে বাফুফে এবং বাকি ত্রিশটি ওয়ালিদ স্পোর্টস।

 ঐশ্বরিয়ার আইনি নোটিশ!

আট দিন শুটিং করেছিলেন। চুক্তিতে সই করার সময় নিয়েছিলেন সাড়ে ২২ লাখ রুপি। বাধ সাধল একটি খবর, ঐশ্বরিয়া অন্তঃসত্ত্বা। মুখ ফিরিয়ে নিতে বেশি দিন সময় নেননি পরিচালক মধুর ভান্ডারকর ও প্রযোজনা সংস্থা ইউটিভি। এ নিয়ে গত জুন থেকে বলিউডে বহু কানাঘুষা চলছে। বিতর্কে বার বার টেনে আনা হয়েছে ঐশ্বরিয়াকে। ভান্ডারকর ও ইউটিভির সিদ্ধান্ত জানার পরপরই ঐশ্বরিয়া সাড়ে ২২ লাখ টাকার চেকটি ফেরত পাঠান। সম্প্রতি ভান্ডারকর ও প্রযোজনা সংস্থাকে আইনি নোটিশ পাঠিয়েছেন ঐশ্বরিয়া। চলতি বছরের শুরুর দিকে তিনি যে কদিন শুটিং করেছিলেন সেই দৃশ্যগুলো কোথাও যেন ব্যবহার না হয়—এ ব্যাপারে পরিচালক ও প্রযোজনা সংস্থাকে সতর্ক করে দেওয়া হয়। ছবিতে ঐশ্বরিয়ার বদলে কারিনা কাপুরের অভিনয়ের কথা রয়েছে। হিন্দুস্তান টাইমস।


আমি কি পুরনো হয়ে গেছি? (সাক্ষাৎকার : সনু নিগাম)

সংগীত জগতে অসময়ে নির্বাসিত আপনি, কেন?

নিজের ইচ্ছায় যে নয়, এটা হলফ করে বলতে পারি। তবে কারণ অনেক, বলিউডে এখন আর বড় মাপের কাজ হয় না। আমাকে কেউ ডাকলে কাজ করি। আমি নিজে তো কারও কাছে গিয়ে কাজ চাইব না।
সনু নিগামের মতো নাম্বার ওয়ান কণ্ঠশিল্পীকে সংগীত পরিচালকরা ডাকেন না_ এটা তো অবিশ্বাস্য।
সত্যি বলছি, শুধু আমাকে কেন? শান, কে কে. কিংবা উদিতের কথাই ভাবুন না। কেউই তো এখন আর ডাক পাচ্ছে না। আমরা সবাই কি পুরনো হয়ে গেছি? আমাদের অসময়ে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। এই ক্ষোভ নিয়েই বেঁচে আছি।
কেন এমন হচ্ছে?
এর প্রধান একটি কারণ হচ্ছে_ সংগীত পরিচালকরা এখন নিজেরাই গান গাইছেন। এ কারণে স্টেজ শোগুলোও পাচ্ছেন তারা। এক কথায় নিজেদের স্বার্থে সংগীত শিল্পীদের এখন তারা গুরুত্ব দিতে চান না।
এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব?
ধৈর্য ধারণ ছাড়া উপায় নেই। অপেক্ষা করতে হবে। আমার বিশ্বাস পরিস্থিতি একদিন পাল্টাবেই।
হলিউডে কাজ করার ইচ্ছা আছে?
তেমন ইচ্ছা নেই। কারণ বলিউডকে প্রচণ্ড ভালোবাসি। এ জগৎ আমাকে যশ, খ্যাতি, প্রতিষ্ঠা সবই দিয়েছে। এখন মুখ ফিরিয়ে নেই কী করে।
কিন্তু আপনি তো জারমেইন জ্যাকসন ও ব্রিটনি স্পেয়ার্সের সঙ্গে পারফর্ম ও অ্যালবাম করলেন?
লস অ্যাঞ্জেলেসে আমার কিছু বন্ধু আছে। তারাই আমাকে ব্রিটনি ও জারমেইনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। তারপর তাদের সঙ্গে কাজ করা।
সংগীত নিয়ে কতদূর যেতে চান?
সংগীত তো আমার ধ্যান-জ্ঞান। এছাড়া আর কিছুই ভাবতে পারি না। সংগীত নিয়ে আমি নয়, সংগীত আমাকে কতদূর নিয়ে যাবে সেই অপেক্ষায় আছি।

আবারও চলচ্চিত্রে বারী

আবারও চলচ্চিত্রে অভিনয় করলেন কণ্ঠশিল্পী ও বাঁশিবাদক বারী সিদ্দিকী। 'মুসলিম ঠাকুর' শিরোনামের ছবিতে একটি বিশেষ গানের দৃশ্যে দেখা যাবে তাকে। ছবিটি পরিচালানা করছেন আগুন আহমেদ। বারী সিদ্দিকীর অভিনীত গানটি লিখেছেন পরিচালক নিজেই। সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন। আগুন আহমেদ বলেন, গানটি চিত্রায়িত হবে রাতের অন্ধকারে একটি চলমান যাত্রীবাহী লঞ্চের ছাদে। দৃশ্যটি দেখতে অসাধারণ লাগবে।
তিনি আরও বলেন, 'বারী সিদ্দিকী যে ধরনের গান গেয়ে থাকেন আমি চেষ্টা করেছি সে ধরনের কথা দিয়ে গান সাজাতে।'
বারী সিদ্দিকী বলেন, 'প্রস্তাবটি আমার পছন্দ হয়েছে। তাই রাজি হয়েছি। আমি আগেও অভিনয় করেছি। অনুভূতি নতুন নয়।'
ছবিতে আরও রয়েছে কুমার বিশ্বজিৎ ও ন্যান্সির গান।

কারিনার যম...

ক্যাটরিনা কাইফ এখন কারিনা কাপুরের যম। ক্যাটরিনাকে ভয় পাচ্ছেন কারিনা। কারণ একই ছবিতে দু'জনের অংশগ্রহণ। সালমান খান অভিনীত 'বডিগার্ড'র প্রধান নায়িকা কারিনা কাপুর। আর সালমানের অনুরোধে ছবির একটি আইটেম গানে পারফর্ম করবেন ক্যাটরিনা। 'শীলা কি জওয়ানী' গানে আইটেম গার্ল হয়ে সুপারহিট তিনি। তাই ধারণা করা হচ্ছে 'বডিগার্ড' ছবির আইটেম সংটিও হিট হবে। আর এ কারণেই কারিনা ভীত। তার ভয় , ক্যাটরিনার জনপ্রিয়তার কাছে তিনি আবার না হেরে যান। প্রধান নায়িকা হয়ে আইটেম গার্লের কাছে পরাজিত হলে বিষয়টা তার জন্য লজ্জার। অবশ্য কারিনা বলছেন, 'আমি ভীত নই। আমিই হিট হবো।