Saturday, August 6, 2011

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬ আগস্ট থেকে ভর্তিপ্রক্রিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণীতে ভর্তিপ্রক্রিয়া শুরু হচ্ছে ১৬ আগস্ট থেকে। ওইদিন থেকে অনলাইনে ভর্তির আবেদনপত্র ছাড়া হবে এবং চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। গতকাল ঢাবির ডিনস সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় ভর্তির আবেদনপত্র গ্রহণ, জমা ও পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের আগামী ডিনস সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলেও জানা গেছে।ডিনস সভার সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞান অনুষদের (ক ইউনিট) পরীক্ষা ১০ অক্টোবর, কলা (খ ইউনিট) ২১ অক্টোবর, বাণিজ্য অনুষদ (গ ইউনিট) ২৮ অক্টোবর ও বিভাগ পরিবর্তন বিভাগ (ঘ ইউনিট) ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ ছাড়া চারুকলা অনুষদ (চ ইউনিট) পরীক্ষা ২৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

অস্ত্রের মুখে পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়ী ছিনতাই

হেরোইনসহ আটক এক মাদক ব্যবসায়ীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা। গতকাল বিকালে যশোরের বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর মোড় এলাকায় শত শত মানুষের সামনে ঘটনাটি ঘটেছে। মাদক ব্যবসায়ীরা সশস্ত্র অবস্থায় থাকায় পুলিশ নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে থাকা ছাড়া কিছুই করতে পারেনি। বেনাপোল পোর্ট থানার এএসআই মনির হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে তিনি একদল পুলিশ নিয়ে গতকাল বিকালে বিক্রি করার সময় ১০০ গ্রাম হেরোইনসহ সেলিম নামের একজনকে আটক করে। এ সময় তার সহযোগী জাহিদ আরও হেরোইন নিয়ে পালিয়ে যায়। সেলিম একজন স্বীকৃত হেরোইন ব্যবসায়ী।
তিনি জানান, সেলিমকে আটকের ১০ মিনিটের মধ্যে শার্শা ও বেনাপোলের কাগমারী গ্রামের চিহ্নি?ত ১০-১২ জনের একটি মাদক ব্যবসায়ীচক্র সশস্ত্র অবস্থায় মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে আসে। তারা অস্ত্র উচিয়ে পুলিশের কাছ থেকে সেলিমকে ছিনিয়ে নিয়ে যায়। পোর্ট থানা সূত্রে জানা গেছে, মাদক, ডাকাতি, ছিনতাইসহ সন্ত্রাসী কার্যকলাপের ঘটনায় সেলিমের বিরুদ্ধে পোর্ট থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (ওসি) শামীম মুছা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সেলিমের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

মৃত ব্যক্তির নামে ফেসবুক!

নবীর হোসেন হৃদয়। গত ১৬ জুলাই রাতে তাকে নিজ বাসভবনে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। কিন্তু হৃদয়ের নামে ফেসবুকে আইডি খোলা হয়েছে। ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠানো হয়েছে অনেকের কাছে। মৃত ব্যক্তির ফেসবুক আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেখে চোখ ছানাবড়া অনেকের। গতকাল দুপুরে ফেসবুকে ঢুকে স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেখতে পান নবীর হোসেনের আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে। একইভাবে এ প্রতিবেদককেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। নবীর হোসেনের ওয়ালে গিয়ে দেখা গেছে তার বিধ্বস্ত মৃতদেহের ছবি। তাছাড়া তার নামাজে জানাজাসহ অসংখ্য ছবি। নবীর হোসেনের খুনি উল্লেখ করে হাসান, রবিন নামে এক ব্যক্তির ছবিও দেওয়া হয়েছে নবীর হোসেনের আইডিতে। একটি মোবাইল নাম্বার দিয়ে ওই নাম্বারে নবীর হোসেনের খুনিদের ধরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে নবীর হোসেন হত্যা মামলার নাম্বার।

রাজশাহীতে ৪০ লাখ টাকাসহ ব্যবসায়ী অপহরণ

রাজশাহীতে ৪০ লাখ টাকাসহ এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। ওই ব্যবসায়ীর নাম সাইফুল ইসলাম। তার বাড়ি নগরীর পাঠানপাড়া এলাকায়। গত বৃহস্পতিবার নগরীর একটি ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর তিনি অপহৃত হন।
বোয়ালিয়া মডেল থানা সূত্রে জানা গেছে, অপহৃতের ভাইয়ের অভিযোগ, বৃহস্পতিবার সকালে নগরীর একটি ব্যাংক থেকে ৪০ লাখ টাকা উত্তোলন করেন সাইফুল ইসলাম। পরে ওই টাকাসহ তাকে অজ্ঞাত ব্যক্তিরা অপহরণ করে। সাইফুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোন থেকে বিকালে তাকে একাধিকবার হুমকিও দেওয়া হয়। টাকার বিষয়টি কাউকে জানালে তাকে হত্যা করা হবে বলেও অভিযোগ করেছেন তিনি। পরে রাত ১২টার দিকে তাকে নওগাঁ থেকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশ তার কাছে কোনো টাকা পায়নি। এ ঘটনায় অপহৃত ব্যবসায়ী সাইফুল ইসলামের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা করেন। তবে সংবাদটি লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

Friday, August 5, 2011

রাজাকার ইন্তেখাব দিনার

এবার চলচ্চিত্রে রাজাকার চরিত্রে অভিনয় করবেন অভিনেতা ইন্তেখাব দিনার। এর আগে তিনি 'জয়যাত্রা' এবং 'ছাপ ও মুক্তিযুদ্ধ' চলচ্চিত্রে মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করেছিলেন। এবারের চলচ্চিত্রটি নির্মাণ হচ্ছে মুহাম্মদ জাফর ইকবালের 'ক্যাম্প' উপন্যাস অবলম্বনে। চলচ্চিত্রের নামও থাকছে 'ক্যাম্প'। এটি পরিচালনা করবেন অভিনেত্রী আফসানা মিমি। আগামী অক্টোবর থেকে ক্যাম্প চলচ্চিত্রের শুটিং শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

ইন্তেখাব দিনার বলেন, ক্যাম্প চলচ্চিত্রে আমার চলচ্চিত্রটি রাজাকারের হলেও এতে গুরুত্বপূর্ণ একটি ম্যাসেজ আছে। তাই চরিত্রটি রূপায়ণে সানন্দে রাজি হয়েছি। এর আগে মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করেছিলাম। স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধা ও রাজাকার চরিত্র দুটি খুবই আলোচিত। এতে যুদ্ধের সময় ইতিবাচক ও নেতিবাচক চরিত্র প্রকাশ পায়।

মুন্নাভাই চরিত্রে আমির!

ভারতীয় সিনেমা জগতের জনপ্রিয় চরিত্র মুন্নাভাই-এর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন আমির খান। 'মুন্নাভাই চালে আমেরিকা'র নাম ভূমিকায় সঞ্জয় দত্তের পরিবর্তে আমির খানকে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলেই জানা গেছে। আর সার্কিট চরিত্রে আরশাদ ওয়ার্সির পরিবর্তে অভিনয়ের সম্ভাবনা রয়েছে সালমান জোশির। 'থ্রি ইডিয়টস' ছবির শুটিং চলাকালেই নাকি আমির এবং সালমানকে নিয়ে 'মুন্নাভাই চালে আমেরিকা' ছবি তৈরির ভাবনা মাথায় এসেছিল পরিচালক রাজকুমার হিরানীর। তার মতে, মুন্নাভাই সিরিজের নতুন ছবিতে নতুন এই জুটির উপস্থিতি দর্শকদের নতুনত্বের স্বাদ উপহার দিতে পারবে। তা ছাড়া আমির এবং সালমানের অসাধারণ কমিকস সেন্স রয়েছে এবং পর্দায় তাদের রসায়নটাও দারুণ।
এই জুটির প্রথম ছবি 'রং দে বাসন্তী'তেই তার প্রমাণ পাওয়া গেছে।

কঙ্গনার প্রত্যাখ্যান

বলিউডে এখন আইটেম গানের জয়জয়কার। আইটেম গানে অংশ নিয়ে ক্যাটরিনা থেকে মালাইকা সবাই পেয়েছেন সাফল্যের ছোঁয়া। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম কঙ্গনা রানৌত। আইটেম গানের নাচতে চান না তিনি। এই বলিউড অভিনেত্রীর বিশ্বাস, আইটেম গান কখনোই একজন অভিনেত্রীর সাফল্যের সিঁড়ি হতে পারে না। এ কারণে 'হাউসফুল টু' ছবিতে আইটেম গানের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন কঙ্গনা। অবশেষে ছবিটির পরিচালক সাজিদ খানকে হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে। সর্বশেষ খবর হচ্ছে_ কঙ্গনার জায়গায় অংশ নেবেন কারিশমা কাপুর। বলিউডের অধিকাংশ অভিনেত্রী এখন আইটেম গানকে ভিন্নমাত্রার সাফল্য হিসেবে বিবেচনা করছেন। তবে এই দলবেঁধে ঝাঁপ দেওয়ার দলে নেই কঙ্গনা। বরং বৈচিত্র্যময় নানা চরিত্রে অভিনয় করে সন্তুষ্ট এই বলিউড সুন্দরী।

১ গিগাহার্জ প্রসেসরের ফোন

সম্প্রতি মোবাইল জায়ান্ট নকিয়া নতুন একটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। সিমবিয়ান অপারেটিং সিস্টেমচালিত নতুন এ স্মার্টফোনটিতে রয়েছে ১ গিগাহার্জ প্রসেসর। এ স্মার্টফোনটির নাম দেয়া হয়েছে নকিয়া-৫০০। এটি সিমবিয়ান অপারেটিং সিস্টেমের সাম্প্রতিক সংস্করণ 'অ্যানা'নির্ভর স্মার্টফোন। নকিয়া-৫০০ স্মার্টফোনটিই নকিয়ার প্রথম ১ গিগাহার্জ প্রসেসরের ফোন। এ ফোনটিতে রয়েছে ৩.২ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে এবং ৫ মেগাপিস্কেল ক্যামেরাসহ অন্যান্য সুবিধা।

ছবি দেখে তথ্য দেবে সফটওয়্যার

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিকশিত হচ্ছে প্রযুক্তি। এর ধারাবাহিকতায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা এমন একটি সফটওয়্যার তৈরি করেছেন যা দিয়ে কোনো ব্যক্তির মুখের ছবি দেখেই তার পুরো তথ্য জানিয়ে দিতে পারে। আর এ সফটওয়্যারটি তৈরি হওয়ার পরই তা কিনে নিয়েছে সার্চ জায়ান্ট গুগল কর্তৃপক্ষ। এ সফটওয়্যারটি তৈরি করেছেন কার্নেগি মেলন ইউনিভার্সিটির গবেষকরা। গবেষক আলেহান্দ্রো অ্যাকুয়িস্টি জানিয়েছেন, কোনো ব্যক্তির বিষয়ে তথ্য পেতে তার ছবিটি কম্পিউটারের ক্যামেরার সামনে ধরলেই তার বিষয়ে অনলাইনে সব তথ্যই পাওয়া যাবে। সে তথ্য ঘেঁটে যে কোনো কিছু হ্যাকও করে ফেলা সম্ভব। তাই অনলাইনে ব্যক্তিগত তথ্য কঠোর নিরাপত্তার মধ্যে রাখা খুবই কঠিন। গবেষণার ফল প্রকাশিত হয়েছে 'নিউ সায়েন্টিস্ট' সাময়িকীতে। লাস ভেগাসে অনুষ্ঠিতব্য ব্ল্যাক হ্যাট সিকিউরিটি কনফারেন্সে এ সফটওয়্যারটির বিষয়ে জানানো হবে।

শিক্ষক-শিক্ষার্থীর ফেসবুক বন্ধুত্ব বেআইনি!

যুক্তরাষ্ট্রের মিসৌরীতে নতুন একটি আইন চালু হয়েছে। এ আইন মোতাবেক শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে ফেসবুকে বন্ধুত্ব বেআইনি। কেবল ফেসবুকই নয়, কোনো ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেই তারা যোগাযোগ রাখতে পারবেন না। শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে স্পষ্ট ব্যবধান থাকার বিষয়টিকে গুরুত্ব দিতেই এ আইনটি জারি করা হয়েছে। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, শিক্ষক বা কোনো শিক্ষার্থী সরাসরি বা গোপনে কোনো সম্পর্কে জড়িয়ে পড়ছে কিনা সেটি দেখবে পুলিশ। পুলিশের কড়া নজরদারির মধ্যে থাকবে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক। শিক্ষক-শিক্ষার্থীর যোগাযোগ যদিও শিক্ষা ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারে, তারপরও কোনো অপ্রীতিকর ঘটনার ঝুঁকি নিতে কর্তৃপক্ষ রাজি নন। নতুন এ আইন অনুসারে, শিক্ষক কিংবা ছাত্র একে অন্যের ফেসবুক বন্ধু হতে পারবে না। শিক্ষক বিশেষ অনুমতি ছাড়া তার পেশার সঙ্গে সম্পর্কিত ওয়েবসাইট বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তৈরি করতে পারবে না এবং এর মাধ্যমে বর্তমান বা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সঙ্গে যোগাযোগও করতে পারবে না। শিক্ষকদের হাতে শিক্ষার্থীদের যৌন হয়রানি থেকে রক্ষা করার জন্যই এ আইনটি প্রণয়ন করা হয়েছে।