Sunday, July 3, 2011

আমি কোনো দ্বন্দ্বের মধ্যে নেই

সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে 'কে হবে বাংলার কোটিপতি'তে অংশগ্রহণ করেছেন আমির খান। সঙ্গে ছিলেন স্ত্রী কিরণ রাও। গাঙ্গুলির অনুষ্ঠানে আমিরের অংশগ্রহণের ভিন্ন ব্যাখ্যা করছেন অনেকেই। এ বিষয়ে আমিরের সাক্ষাৎকার_

কত টাকা জিতলেন 'কে হবে বাংলার কোটিপতি' থেকে?
সেটা এক্ষুণি বলা যাবে না। টপ সিক্রেট ব্যাপার। মহুয়া বাংলার পর্দায় দেখবেন কত জিতলাম।
বাংলায় কুইজে অংশ নিতে অসুবিধা হয়নি?
প্রথমদিকে একটু-আধটু অসুবিধা ছিল কিন্তু সৌরভ গাঙ্গুলি আর কিরণ রাও [আমিরের স্ত্রী] আমায় অনুবাদ করে সাহায্য করেছে। পরের দিকে ব্যাপারটা আমার আয়ত্তে এসে যায়। আমি বুঝতে শুরু করি বাংলায় কী বলা হচ্ছে। শেষ পর্যন্ত বেশ ভালো লেগেছে।
সঞ্চালক হিসেবে সৌরভকে কেমন লাগল?
সঞ্চালক হিসেবে সৌরভ ক্যারিশম্যাটিক। আমি ওর সামনে খুব স্বচ্ছন্দ ছিলাম। ক্রিকেটাররা ভালো বলতে পারেন না। কিন্তু দেখলাম সৌরভ বেশ সাবলীলভাবে উপস্থাপনা করছেন। ও ক্রিকেটার না হয়ে নায়ক হলেই পারত।
কীভাবে সৌরভের কাছ থেকে আমন্ত্রণ পেলেন?
পাঁচ দিন আগে সৌরভ আমাকে মেসেজ করে জানায়, এই শো-এ আমাকে চায়। আমি ওকে না বলতে পারিনি। তবে মজার ব্যাপার হলো, তারপরই ১২ ঘণ্টার মধ্যে শত্রুঘ্ন সিনহা আমাকে এই শো-এর ভোজপুরি ভার্সন 'কে বনি কোড়োরপতি'র জন্য আমন্ত্রণ জানালেন।
আপনি সব ব্যাপারে যেরকম সিরিয়াস, নিশ্চয়ই ভালো প্রস্তুতি নিয়ে এসেছিলেন শোতে যোগ দিতে।
না না, এটা শুধু উপভোগ করার ব্যাপার। খুব এনজয় করেছি। তবে আমি কুইজশো দেখতে ভালোবাসি, জেনারেল নলেজের বই পড়ি। সেটা কাজে দিয়েছে।
এখানকার প্রাপ্ত টাকা কীভাবে চ্যারিটিতে কাজ লাগাবেন?
যা টাকা আমি এই শো-এ জিতেছি, তার সবই সরস্বতী মন্দির ট্রাস্টের কাজে ব্যবহৃত হবে। এই ট্রাস্ট বিশেষ শিশুদের জন্য দুটি স্কুল চালায়।
আপনার প্রযোজনায় 'ডেলি বেলি' অমিতাভ বচ্চনের 'বুডঢা হোগা তেরা বাপ'_ এর সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছে। কী বলবেন, ভয় করছে?
না, না, ভয় পাব কেন! তবে আমি বরাবরই বচ্চন সাবের [অমিতাভ] খুব ভক্ত। আমি প্রার্থনা করব, আমার ছবি যতটা ব্যবসা করবে, তার ছবি যেন দ্বিগুণ ব্যবসা করে। সুতরাং আমি এটা নিয়ে মোটেও চিন্তিত নই।
'ডেলি বেলি'তে আপনি আইটেম ড্যান্স করলেন?
হ্যাঁ, আমি ওই গানে ৮০-এর দশকের বাপ্পি লাহিড়ি, মিঠুন দা-দের প্রতি শ্রদ্ধা জানিয়েছি অভিনয় করেছি। মলি্লকা, বিপাশারা সাবধান, আইটেম বয়রাই এবার বাজার মাত করবে! হাঃ হাঃ হাঃ...।
'ডেলি বেলি'তে অনেক অশ্লীল শব্দ ব্যবহৃত হয়েছে...
হ্যাঁ, এটা এমন এক কমেডি ছবি, যাতে চিত্রনাট্যের প্রয়োজনেই অশ্লীল শব্দ ব্যবহৃত হয়েছে। এটা তো প্রাপ্তবয়স্কদের ছবি, বাচ্চাদের নয়, সেন্সর বোর্ড থেকে আমরা অ্যাডাল্ট সার্টিফিকেট তো নিয়েছি, তবে সমাজের একটি বিশেষ অংশের মানুষের জন্য আমার সহানুভূতি আছে।
বাংলা ভাষার কুইজে অংশ নিলেন,এবার কি বাংলা ছবি করবেন?
করতে পারলে তো খুব খুশি হতাম, কিন্তু ভাষার সমস্যাটা বড় অন্তরায়। আর ভাষায় স্বাচ্ছন্দ্য না হলে ছবি করাটা সম্ভব নয়। পারলে কেউ আমাকে বাংলাটা শিখিয়ে দিন।
'ডেলি বেলি' মুক্তি পেতে এত দেরি হলো কেন?
আমি অন্যান্য ব্যাপারে খুব ব্যস্ত ছিলাম, আমার প্রযোজনা সংস্থায় সময় দিতে পারছিলাম না। তাই সময় মতো ছবিটি মুক্তি দিতে পারলাম না।
আইপিএল-এ টিম কিনবেন নাকি?
না, এরকম কোনো পরিকল্পনা এ মুহূর্তে নেই। তবে ভারতের খেলা দেখার পাশাপাশি আমি আইপিএল দেখতেও ভালোবাসি।
শাহরুখ খানের সঙ্গে সৌরভ গাঙ্গুলির মানসিক দ্বন্দ্ব আছে। এটা জানেন?
শুনেছি। আসলে আমি এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। এটা ওদের দু'জনের ব্যক্তিগত ব্যাপার।
কিন্তু গণ্ডগোল অন্যখানে। শাহরুখের সঙ্গে সৌরভের দ্বন্দ্ব। আপনার সঙ্গেও। তাই সৌরভের অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ অনেকে ভিন্ন চোখে দেখছে।
এটা যারা করছে তারা বোকা। একটি ভদ্র ব্যাপারকে অভদ্রভাবে দেখার কিছু নেই। আর আমি কোনো দ্বন্দ্বের মধ্যে নেই। শাহরুখ আমার প্রতিপক্ষ নয়। ভালো কাজের জন্য আমি নিজেই নিজের সঙ্গে ফাইট করি।

ইমরানকে নিয়ে চলচ্চিত্র

পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খানের রাজনৈতিক জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মিত হচ্ছে। এটি তৈরি করবেন ব্রিটেনের নাগরিক ফয়সাল আমান খান। ইমরানের ক্রিকেট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটও তুলে ধরা হবে ছবিটিতে। রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে না পারলেও নানা বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। প্রথমে আপত্তি জানালেও পরে চলচ্চিত্র নির্মাণের অনুমতি দেন ইমরান খান।

উপস্থাপনায় ভাই-বোন

উপস্থাপনায় আসছেন সংগীতের তারকা ভাই-বোন বালাম ও জুলি। এটিএন বাংলার সাপ্তাহিক গানের আয়োজন 'জমবে এবার গানে গানে'তে উপস্থাপকের আসনে দেখা যাবে তাদের। এবারই তারা প্রথম উপস্থাপনা করছেন। চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠানটি প্রচার শুরু হবে। অনুষ্ঠানটি গানের ওপর কুইজভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান। মোট ৪৭ পর্ব হবে। এসএমএসের মাধ্যমে চূড়ান্ত করা হবে অনুষ্ঠানের প্রতিযোগীদের। প্রতি দলে থাকবে একজন ছেলে ও একজন মেয়ে। পর্যায়ক্রমে নির্বাচন করা হবে সেরা দল।
প্রতিটি পর্বে নিজেদের নতুনভাবে উপস্থাপন করবেন বালাম-জুলি। একেক পর্বে থাকবে একেক ধরনের গেটআপ। উপস্থাপনা প্রসঙ্গে বালাম বলেন, 'রাজি যেহেতু হয়েছি ভালোভাবেই কাজটি করতে চাই। আমি এখন পরিকল্পনা করছি, কিভাবে অনুষ্ঠানটি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়।'

অন্তহীন

ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের সুখ্যাতি রয়েছে জয়া আহসানের। সম্প্রতি তিনি আরও একটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করলেন। কৌশিক শংকর দাশের পরিচালনায় 'অন্তহীন' শিরোনামের একটি নাটকে মেডিক্যাল কলেজের স্টুডেন্ট হয়েছেন তিনি। একটি ছেলেকে তিনি ভালোবাসেন। যার সঙ্গে দেখা করতে বছরে দু'বার তিনি সিলেট থেকে ঢাকায় আসেন। কিন্তু শেষবার এসে আর ভালোবাসার মানুষটির দেখা পান না তিনি। কেন? জানা যাবে নাটকটি দেখলে। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালায় নাটকটি প্রচার হবে। তার বিপরীতে আছেন ইন্তেখাব দিনার।

আমিশার নগ্নতার বাসনা

'কহোনা পেয়ার হ্যায়'র মতো একটি জনপ্রিয় ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করার পরও হারিয়ে গেছেন আমিশা প্যাটেল। দীর্ঘ সময় ধরে বলিউডের কোনো ছবিতেই দেখা যাচ্ছে না তাকে। তাই বাধ্য হয়েই কয়েক দিন আগে ছবি প্রযোজনার ঘোষণা দিয়েছিলেন তিনি। কিন্তু তেমন কোনো পরিকল্পনা এখনো করেননি। আসলে তিনি খেই হারিয়ে ফেলেছেন। তাই নিজেকে আলোচনায় রাখতে নানা কাণ্ড করে বসেন। এই তো কিছুদিন আগে নিজের শারীরিক কাঠামোকে বলিউডের যে কোনো অভিনেত্রীর চেয়ে বেশি আকর্ষণীয় বলে মন্তব্য করেছেন। সে যাই হোক, আমিশা আবার নতুন করে শুরু করতে চাইছেন। নিজের হারানো জনপ্রিয়তা পুনরুদ্ধারের চেষ্টা করছেন। আর এ কারণে সম্প্রতি তিনি একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। আর তা হলো নগ্ন হওয়ার সিদ্ধান্ত। আইটেম গানেও তিনি নিজেকে নগ্নভাবে উপস্থাপন করতে চান। তার এ সিদ্ধান্তে হৈচৈ পড়ে গেছে বলিউডপাড়ায়। আমিশা বলেন, আমি কিন্তু শুরু থেকেই ছোট্ট কাপড়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। 'কহোনা পেয়ার হে' যারা দেখেছেন তারা বিষয়টি জানেন। প্রথম ছবি হিসেবে এমন পোশাকে আমি একদমই বিব্রত ছিলাম না। আর কাহিনীর প্রয়োজনে আসলে নগ্ন হতেও আমার আপত্তি নেই, যদি তা শৈল্পিকভাবে উপস্থাপন করা হয়। কারণ, এটা আধুনিক যুগ। হলিউডের বিখ্যাত অভিনেত্রীরা চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য কোনো কিছুতেই আপত্তি করেন না। এরকমটা আমাদেরও হওয়া উচিত। তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো।

বুদ্ধিমান লাল শিয়াল

কানাডার প্রিন্স আলবার্ট ন্যাশনাল পার্কে হালকা তুষার ঝরছে। এই মৃদু বরফ বৃষ্টির মধ্যে একটা লাল খেঁকশিয়াল ইতস্তত ঘুরে বেড়াচ্ছে, তার মুখে শক্তভাবে ধরা একটু আগে শিকার করা একটা খরগোশের পা। বন্যপ্রাণী বিশেষজ্ঞ ডেভিড হেনরি, যিনি বেশ কিছুক্ষণ ধরেই প্রাণীটিকে পর্যবেক্ষণ করছেন। একটুও অবাক হলেন না যখন দেখলেন খেঁকশিয়ালটা একটা গর্ত খুঁড়ে তার মধ্যে হাড়টা রেখে বরফ দিয়ে ঢেকে দিয়েছে। তিনি জানেন, খেঁকশিয়ালরা শীতের শুরুতে এভাবেই সতর্কতার সঙ্গে তাদের খাবার জমিয়ে রাখে। কিন্তু তারপরই খেঁকশিয়ালটিকে নিজের নাকটা ব্যবহার করতে দেখে হেনরি রীতিমতো চমকে উঠলেন। নাক দিয়ে বরফ ঘষতে ঘষতে যে পথে সে এখানে ফিরে এসেছে ঠিক সে পথ ধরে আস্তে আস্তে ফিরে চলল। হেনরি পরবর্তীতে ব্যাখ্যা করেন, 'তার ট্র্যাক মুছে ফেলার জন্য সে তার নাকটাকে যেন একটা রঙের ব্রাসের মতো ব্যবহার করছিল।' কার এমন সাধ্য ট্র্যাক ধরে অনুসরণ করে খেঁকশিয়ালের খাবার খুঁজে পায়।

লিকুইড পেনসিল!

শার্পি নামের একটি কোম্পানি 'লিকুইড পেনসিল' নামে এক ধরনের পেনসিল আবিষ্কার করেছে। এ পেনসিল দিয়ে কলমের মতো লেখা যাবে, পেনসিলের মতো আঁকাবুঁকি করা যাবে আবার চাইলে তা ইরেজারের মতো মুছেও ফেলা যাবে। আগামী সেপ্টেম্বর মাসে শার্পির পেনসিল বাজারে আসছে। সূত্রে জানা গেছে, শার্পি লিকুইড পেনসিল ব্যবহার করে লেখা হবে কলমে আর লেখার পর সেটা মুছে দেওয়া যাবে, আর লেখা শেষ হলে সেটা মার্কারের মতো স্থায়ী হবে। এ পেনসিলের কালি তরল গ্রাফাইট ব্যবহার করে তৈরি করা হয়েছে। উল্লেখ্য, সাধারণ পেনসিলে শক্ত গ্রাফাইট ব্যবহার করা হয়। শার্পি পেনসিলে একবার লেখা হলে তিন দিন পর কালি শুকিয়ে একেবারে কলমের কালির মতোই হয়ে যায়। তবে শুকিয়ে যাওয়ার আগেই সেটি মুছেও ফেলা যায় সাধারণ ইরেজারের মতোই। পেনসিলটি বাজারজাত করার পর এ দাম ধার্য করা হয়েছে প্যাকেট প্রতি ৫ ডলার।

আকর্ষণীয় সুন্দরী জেটা জোনস

'দ্য মাস্ক অব জরো'খ্যাত হলিউড অভিনেত্রী ক্যাথরিন জেটা জোনসের বয়স এখন ৪১ বছর। এ বয়সেও সে অসাধারণ সুন্দরী। সম্প্রতি একটি জরিপে রায় হয়েছে, জেটা জোনস সর্বকালের সুন্দরীদের মধ্যে চতুর্থ স্থানে আছেন। আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে এ জরিপ চালানো হয়। জরিপে প্রথম অবস্থানে আছেন অড্রে হেপবার্ন। 'ব্রেকফাস্ট অ্যাট টিফানি'খ্যাত এই তারকা মারা গেছেন ১৯৯৩ সালে। দ্বিতীয় অবস্থানে আছেন এলিজাবেথ টেলর। আর তৃতীয় অবস্থানে আছেন প্রিন্সেস ডায়ানা। এই দুই সুন্দরীও এখন জীবিত নেই। অর্থাৎ এই জরিপ অনুযায়ী জীবিতদের মধ্যে ক্যাথরিন জেটা জোনসই এখন একমাত্র সেরা সুন্দরী। এ প্রসঙ্গে জেটা জোনস বলেন, 'এই ফলাফল আমার প্রতি ভক্তদের ভালোবাসা। আমি তাদের ভালোবাসা গ্রহণ করছি। আমি ভবিষ্যতে ভক্তদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করব।'

অভিষেকের বিপরীতে জেনেলিয়া

প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন অভিষেক বচ্চন এবং জেনেলিয়া ডিসুজা। রোহিত শেঠীর নতুন ছবিতে তারা জুটিবদ্ধ হচ্ছেন। ছবির নাম 'বোল বচ্চন'। এটা ১৯৭৯ সালের 'গোলমাল' ছবির অনুকরণে নির্মিত হবে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন আমোল পালেকার। আরও ছিলেন বিন্দিয়া দোস্বামী দত্ত এবং উৎপল দত্ত।
অভিষেক বচ্চনের বিপরীতে অভিনয় প্রসঙ্গে জেনেলিয়া ডিসুজা বলেন, 'এটা আমার জন্য অনেক বড় একটি সুযোগ। আমি ব্যক্তিগতভাবে অভিষেকের ভক্ত। তাই তার বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়ে
দারুণ লাগছে।'
অভিষেক বলেন, 'জেনেলিয়া এখনো উঠতি তারকা। তবুও ওর বিপরীতে অভিনয় করছি। কারণ সে ভালো অভিনেত্রী। মনোযোগ দিয়ে অভিনয় করে। ভবিষ্যতে তার অনেক সম্ভাবনা আছে।'

কারিনাকে নিয়ে বিতর্ক!

 বলিউডের জিরো ফিগারখ্যাত অভিনেত্রী কারিনা কাপুরকে নিয়ে একটার পর একটা বিতর্ক লেগেই আছে। তবে তিনি সবচেয়ে বেশী বিতর্কীত হয়েছেন সাইফ আলী খানের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে। দু'দিন পরপরই সাইফের সঙ্গে কাদা ছোড়াছুড়ি করেন কারিনা। সম্পর্ক ভেঙে ফেলারও একাধিকবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু যখন মিডিয়ায় তাদের সম্পর্ক ভাঙন নিয়ে খবর প্রকাশ হয় তখন আবার ঘোষণা দেন সম্পর্ক টিকিয়ে রাখার। যেমন সম্প্রতি ঘোষণা দিয়েছেন তিনি সাইফকে আগামী বছরের ভ্যালেন্টাইন দিবসে বিয়ে করবেন। শুধু তাই নয়, ঘোষণা দিয়ে সাইফের সঙ্গে গোপন অবসরও কাটাচ্ছেন। কিন্তু দু'দিন হলো আবার খবর বেরিয়েছে, তাদের সম্পর্কে ফাটল ধরেছে। আসলে হচ্ছেটা কি?