Tuesday, May 17, 2011

অভিনয়ে গাগা

মিউজিক ভিডিওতে অনেকবার অভিনয় করেছেন লেডি গাগা। এবার প্রথমবারের মতো কোনো চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন তিনি। 'পাল্প ফিকশন'খ্যাত হলিউড চিত্রনির্মাতা কুয়েন্টিন টারান্টিনো তার পরবর্তী ছবির একটি চরিত্রে গাগাকে নেবেন বলে জানা যায়। গাগা এবং টারান্টিনো দুজনই এবারের কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন।
সেখানেই টারান্টিনো তার পরবর্তী ছবির জন্য গাগাকে প্রস্তাব দেন।
আর এক্ষেত্রে তিনি সহায়তা নিচ্ছেন ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি জুটির।
জানাগেছে, টারান্টিনো খুব ভালো করেই জানেন, ব্র্যাঞ্জেলিনা জুটির বিশাল ভক্ত হলেন গাগা। আর তাই গাগার সঙ্গে হৃদ্যতা গড়ে তোলার লক্ষ্যে সম্প্রতি কান ফিল্ম ফেস্টিভ্যালে গাগার একটি শো'তে ব্র্যাঞ্জেলিনা জুটিকে বিশেষভাবে অনুরোধ করেন টারান্টিনো।

কেরানীগঞ্জে গৃহবধূকে পুড়িয়ে হত্যা

দক্ষিণ কেরানীগঞ্জে হালিমা আফরোজ অমি

(১৯) নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তবে ভাঙ্গারী ব্যবসায়ী স্বামী মামুন আহমেদের পরিবারের দাবি, স্বামীর সঙ্গে অভিমান করে অমি শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে দোলেশ্বর পশ্চিমপাড়া এলাকায় অমির শ্বশুর বাড়িতে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী হালিমা আফরোজ অমি আড়াই বছর আগে ভালোবেসে পালিয়ে গিয়ে মামুনকে বিয়ে করে। বিয়ের পর মামুনের আচরণে পরিবর্তন আসে। সে গভীর রাতে বাসায় ফিরত। এ নিয়ে তাদের মাঝে দাম্পত্য কলহ দেখা দেয়। পুলিশ জানায়, বরিবার রাত ১২টার দিকে কথা কাটাকাটির জের ধরে মামুন অমিকে মারধর করে। এর কিছুক্ষণ পর ঘরের দরজা বন্ধ করে অমি শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। রাত ২টার দিকে গুরুতর আহত অবস্থায় শ্বশুরবাড়ির লোকজন অমিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
নিহতের খালু মো. বাচ্চু অভিযোগ করেন, শারীরিক নির্যাতনের কারণে অমি জ্ঞান হারিয়ে ফেলার পর মামুন তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে সে পুড়ে মারা গেছে। মামুনের বাবা মহিউদ্দিন দাবি করেন, স্বামীর সঙ্গে অভিমান করে সে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, গতকাল সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।

মা হলেন সিলভারস্টোন

লস অ্যাঞ্জেলেসে এক পুত্রসন্তানের জন্ম দিয়ে প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ নিলেন হলিউড অভিনেত্রী অ্যালিসিয়া সিলভারস্টোন। নিজের অফিসিয়াল ব্লগে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন তিনি। এ প্রসঙ্গে তিনি তার ব্লগে লিখেন, আমি ও আমার স্বামী আমাদের প্রথম ছেলে সন্তান বিয়ার ব্লু জারেকিকে ৫ মে সকাল ৭টা ৫০ মিনিটে পৃথিবীতে স্বাগত জানিয়েছি। আমাদের ভালোবাসার বলয়ে মানুষের সংখ্যা এখন তিন।

প্রস্তাবে 'না' বিদ্যার

আবেদনময়ী হিসেবে নিজেকে তুলে ধরতে বেশির ভাগ অভিনেত্রী জিরো ফ্যাট বা ওজন কমাতে ব্যস্ত থাকেন। এক্ষেত্রে ব্যতিক্রম বলিউডের বিদ্যা বালান। সম্প্রতি 'ডার্টি পিকচার' নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। কাহিনীর চরিত্র অনুযায়ী পরিচালক তাকে ওজন কমাতে বলেন। প্রস্তাবে রাজি হননি বিদ্যা। তিনি বলেছেন, আপাতত এ রকম কোনো ইচ্ছে নেই। কারণ শারীরিক আবেদন নয়, অভিনয় দিয়েই দর্শকহৃদয়ে জায়গা পেতে চাই।

সুরার জন্মবৃত্তান্ত

সুবিখ্যাত কবি ওমর খৈয়ামের একটি অনবদ্য রচনা_ 'এইখানে এই তরুতলে, তুমি আমি কুতুহলে আর কটা দিন কাটিয়ে যাব প্রিয়ে, সঙ্গে রবে সুরার পাত্র, অল্প কিছু আহার মাত্র, আর একখানি কাব্য হাতে নিয়ে'। সুরসিক খৈয়াম যার এত গুণগান করেছেন তার সম্পর্কে কিছু জানার চেষ্টা করা যাক। সুরা নিয়ে পৃথিবীর দেশে দেশে রয়েছে নানা রকম নিয়ম-কানুন, রীতিনীতি, বিধি-নিষেধ। কোথাও সুরাপান কঠোরভাবে নিষিদ্ধ করা হলেও পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে আপ্যায়ন থেকে শুরু করে পানীয় হিসেবে এর ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। ইসলামের বিধানমতে আমাদের দেশে মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ এবং তা রাখা ও বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। তবে কিছু বৈধ নিয়ন্ত্রিত বার রয়েছে রাজধানী ঢাকা শহরে এবং দেশের অন্য বড় শহরগুলোতে। যা হোক, সুরার ইতিহাস কত দিনের? কবে, কি জন্য মদ তৈরি করা হয়েছিল এবং কি কারণে তৈরি করেছিল? আর নেশা হিসেবে কবে থেকে মদ পান শুরু হয়_ এ নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। তবে সম্প্রতি আবিষ্কৃত তথ্য থেকে ধারণা পাওয়া যায়, ছয় হাজার বছর আগ থেকে পৃথিবীতে সুরা তৈরি এবং পান করার প্রচলন ছিল। পশ্চিম পারস্যের জাগরাউস পর্বতরাজি অঞ্চলে সাম্প্রতিক এক খননকাজের সময় দুই হাতলবিশিষ্ট একটি পানীয়ের ভাঙা আধার পাওয়া যায়। একদল গবেষক ভাঙা টুকরোগুলো জোড়া দিয়ে পানীয় আধারটি পুনর্গঠন করেন। দেখা গেল, ব্রোঞ্জ-পূর্ব যুগের সুমেরীয় সভ্যতার আমলে তৈরি করা হয়েছিল এই পানীয় আধার। তখন সবেমাত্র লিপির আবিষ্কার হয়েছে এবং পানি সেচের মাধ্যমে চাষাবাদের কাজও প্রথম প্রথম করা হচ্ছে। উদ্ধার করা পাত্রের তলায় লাল দাগ দেখে এবং পরীক্ষা করে জানা যায়, এতে তরল পদার্থ রাখা হতো। বাটলার ও তার সহযোগীরা দাগটির ইনফ্লারেড বিশ্লেষণ করে দেখেছেন, এতে ফেনোলিক এসিড ও টারটারিক এসিড রয়েছে। দাগের ঠিক উল্টো দিকে রয়েছে একটি ছিদ্র। পাত্র যেন ফেটে না যায় সে জন্যই এ ব্যবস্থা। সুরার এ ইতিহাস থেকে এটা বেশ ভালোভাবেই বোঝা যায়, আমাদের পূর্বপুরুষও বেশ রসিক ছিলেন, তা না হলে এমন সৃষ্টিকর্ম কি তারা আমাদের জন্য রেখে যেতেন?

Monday, May 16, 2011

পালিয়ে বিয়েবার্ষিকী পালন

আগামী জুনের প্রথম সপ্তাহে নিজেদের ৩৮তম বিয়েবার্ষিকী পালন করার উদ্দেশ্যে ফ্রান্সে পাড়ি জমাবেন অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। কিন্তু সঙ্গে নিচ্ছেন না বচ্চন পরিবারের কাউকেই। জানা গেছে, বন্ধু-বান্ধব আর আত্মীয়-স্বজনের কাছ থেকে লুকিয়ে দু'জনে ফ্রান্সে যাওয়ার পরিকল্পনা করেছেন। কিছুদিন আগে প্যারিসে গিয়েছিলেন বিগ বি। তারপরই রোমান্টিক এ শহরটির প্রেমে পড়ে যান তিনি। ফিরে এসেই জয়াকে কথা দেন, এই গরমে বিয়েবার্ষিকীর আগে কিংবা পরে প্যারিসে ঘুরতে যাবেন তারা। শহরের বাইরেও ঘোরার তালিকা থেকে বাদ যাবে না। এ সময় ছেলে অভিষেক আর পুত্রবধূ ঐশ্বরিয়া ব্যস্ত থাকবেন কাজে। জুনিয়র বচ্চন থাকবেন ছবির শুটিংয়ে রাশিয়ায়। অ্যাশ থাকবেন কান ফিল্ম ফেস্টিভালের অনুষ্ঠানে। আর তাই হাজারো কর্ম ব্যস্ততার মাঝে দু'জন দু'জনকে আরও কাছে পেতে পালাচ্ছেন।

বয়োসন্ধিকালীন সমস্যা

আমরা প্রত্যেক অভিভাবকই উদ্বিগ্ন থাকি কোনোমতে যেন সন্তানের টিনএজ বয়সটা ভালোভাবে পার করা যায়। আসলে উদ্বিগ্ন হওয়ার কি কোনো কারণ আছে, তা নিচের আলোচনা থেকে কিছুটা ধারণা পাওয়া যেতে পারে।

এই সময়ে পরিবর্তন_ হঠাৎ শরীরের গঠনের কারণে, হরমোনের কারণে, আবেগের কারণে, চাওয়া-পাওয়ার কারণে ইত্যাদি।

সাইকোলজিস্টদের মতে, বয়োসন্ধিকালে অনেকেই নিজের মতো করে পৃথিবীকে দেখতে চায় ব্যাখ্যা করতে, ভাবতে চায়, নিজেকে মনে করে অথরিটি, অন্যের সমালোচনা গ্রহণ করতে চায় না, অন্যের ভুল ধরতে চায়, তাদের মধ্যে ভাবনা আসে সবাই যেন তাদের দিকে মনোযোগ দেবে, তারা হলো সেন্টার অব অ্যাটেনশন।

ভেতরে এক ধরনের সামুদ্রিক ঝড়ের মতো উদ্ভব হয়, যাকে Inner turmoil বলে। নিজেকে উপস্থাপন করা, প্রতিযোগিতায় ছেড়ে দেওয়া, অজানাকে জানার আগ্রহ-কৌতূহল জাগে। এই কৌতূহলের কারণে অনেকে নেশায় আসক্ত হতে পারে। দেখি না একটু খেয়ে কেমন লাগে এ রকম কৌতূহল জাগে। Rebellious Bahaviour করা। মোটর কার চালানো, অস্বাভাবিকভাবে যত্রতত্র দ্রুতগতিতে গাড়ি চালানো। কি করছে, কি পরিণত হতে পারে_ এরকম কোনো হিতাহিত জ্ঞান থাকে না। অনেক ছেলে-মেয়ে প্রেমে পড়ে যায়, কিন্তু এই Romantic Love বেশিদিন থাকে না। বাবার সঙ্গে কনফ্লিক্ট-এর কারণে হঠাৎ আচার-ব্যবহারের পরিবর্তন লক্ষ করা যায়। এতে অনেকে রাগ করে স্কুলে যাওয়াই বন্ধ করে দেয়। তারপর একসময় লেখাপড়াই বন্ধ হয়ে যায়। আবার অনেককে দেখা যায়, অশোভনীয় আচরণ করতেও দ্বিধাবোধ করে না। নিজেকে বিভিন্ন পরিবেশ-পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে না।

সন্তানদের নিয়ে বাবা-মা চিন্তিত হন যেসব কারণে_

সন্তান বেশ কিছুদিন স্কুলে অনুপস্থিত থাকলে, স্কুল থেকে পালালে, রেজাল্ট খারাপ হলে এবং খারাপ ছেলে-মেয়েদের সঙ্গে মিশতে শুরু করলে। বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন, বাবা-মা সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে নিলে। ছেলে-মেয়েরা খাবার না খেলে। অথবা বেশি বেশি খাবার খেলে। বারবার দুর্ঘটনায় পড়লে, খারাপ আচরণ করলে। যেমন নিজের ভুলের কারণে বারবার দুর্ঘটনায় পতিত হলে। বিষণ্নতায় ভুগলে। ছেলে-মেয়েরা যখন বলে কিছুই ভালো লাগছে এবং চরম অস্বস্তিতে ভোগে। একদম চুপচাপ হয়ে যায়, কারও সঙ্গে কথাবার্তা তেমন বলে না।

মেসির ঢাকা আসা অনিশ্চিত!

আর্জেন্টিনা ও নাইজেরিয়া ফুটবল দল সেপ্টেম্বরে ঢাকায় আসছে। দুই দলকে ঢাকায় আনতে যে অর্থ ব্যয় হবে তা জোগাড় করে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বেক্সিমকো পুরো ট্যুরের পৃষ্ঠপোষকতা করছে। কিছুদিন আগে বাফুফের সঙ্গে এ কোম্পানির চুক্তি হয়। কিন্তু স্পন্সরের টাকার পরিমাণ সম্পর্কে ফেডারেশন কোনো তথ্য দিতে পারেনি। ধারণা করা হচ্ছে, ৩০ বা ৩৫ কোটি টাকা এক্ষেত্রে ব্যয় হবে। পৃষ্ঠপোষকতা করলেও বেক্সিমকো এখান থেকে কোনো লাভ নেবে না। টিকিট বিক্রি থেকে যে অর্থ উঠে আসবে তা পুরোটা চলে যাবে বাফুফের ফান্ডে। আসলে লাভ না লোকসান এ নিয়ে সাধারণ ফুটবলপ্রেমীদের কোনো মাথাব্যথা নেই। স্বপ্নের আর্জেন্টিনার খেলা স্বচক্ষে দেখবে এটা তাদের বড় পাওয়া।
কিন্তু যে তারকা দেখতে ফুটবলপ্রেমীদের মূল আগ্রহ সেই লিওনেল মেসি ঢাকায় আসবেন কি না, তা নিয়ে সংশয় দেখা গেছে। বাফুফে থেকে গতকাল বলা হয়েছে, মেসি আসছেন তা শতভাগ নিশ্চিত। কিন্তু ভারতীয় মিডিয়ায় যে খবর প্রকাশ হচ্ছে তাতে মেসি কলকাতাতেই আসবেন কি না তা নিশ্চিত নয়। ঢাকা আসার আগে আর্জেন্টিনা কলকাতায় আসবে, কলকাতায় যে প্রতিষ্ঠান সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের নিয়ে আসছে তাদের মাধ্যমে মেসিদের ঢাকা আনা হচ্ছে। এ ব্যাপারে বাফুফে আর্জেন্টিনা বা নাইজেরিয়ার সঙ্গে সরাসরি আলাপ করেনি। আসলে আলাপ করবে সে পথও নেই। কারণ এ ধরনের বিশ্ববিখ্যাত দলকে আনতে হলে এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে হয়। সেই এজেন্টই দলগুলোর সঙ্গে টাকা-পয়সার আলাপের মাধ্যমে ট্যুর নিশ্চিত করে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নিজেই বলেছেন চুক্তির প্রধান শর্ত হচ্ছে মেসিকে আনতে হবে। কেননা মেসিকে দেখার জন্যই বাংলাদেশের যত আগ্রহ। বাস্তবে কিন্তু এ দেশের মানুষ আর্জেন্টিনাকে চেনে ও জানে ম্যারাডোনার কারণে। একসময় বিশ্ব ফুটবল বলতে এ দেশের ক্রীড়ামোদীরা শুধু ব্রাজিলকে চিনত। কিন্তু ১৯৮৬ সালে বিশ্বকাপে ম্যারাডোনার জাদুকরী নৈপুণ্য দেখার পর দৃশ্য পুরোপুরি পাল্টে যায়। আর্জেন্টিনার নাম নিতে পুরো বাংলাদেশই যেন পাগল। বাংলাদেশের দর্শকদের কাছে ম্যারাডোনা এখনো তুলনাহীন। তার পরও তার কিছুটা ছায়া মেসির ভেতরে খুঁজে পেয়েছে তারা। এখন সেই স্বপ্নের তারকা মেসি যদি সত্যিই ঢাকায় না আসেন তাহলে আর্জেন্টিনার আগমনকে কেন্দ্র করে ততটা উৎসাহ-উদ্দীপনা দেখা যাবে কি? হয়তো যারা বিশাল অর্থ দিয়ে গ্যালারিতে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারাও মুখ ফিরিয়ে নেবেন। শুধু মেসি নন, আরেক তারকা হিগুয়েনও আর্জেন্টিনার সফরসঙ্গী না-ও হতে পারেন। কেননা ২০১০ সালে বিশ্বকাপের পর এ দুই তারকা খুব একটা বিশ্রাম পাননি। বিশেষ করে মেসির দম ফেলার সময় নেই বললেই চলে। স্পেনের লা লিগা শেষ হলে তিনি লম্বা এক বিশ্রাম নিতে চাচ্ছেন। সে কারণেই মেসির কলকাতায় না আসার সম্ভাবনা বেশি। যতই চুক্তিতে লেখা থাকুক না কেন কলকাতায় না এলে তো মেসির ঢাকা আসার প্রশ্নই ওঠে না।
এদিকে কলকাতায় আর্জেন্টিনার ট্যুর নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। কিছুদিন আগে কলকাতার এক স্যাটেলাইট চ্যানেলে অলইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা বলেছেন, আর্জেন্টিনার ট্যুর সম্পর্কে তারা কিছু জানেন না। তিনি স্পষ্ট করে বলেছেন, তাদের অনুমতি ছাড়া আর্জেন্টিনাকে কীভাবে কলকাতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে তা তারা তদন্ত করে দেখবেন। অবশ্য পশ্চিমবঙ্গের এক ফুটবল কর্মকর্তা বলেছেন, এতে নিশ্চয়ই অলইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমতি রয়েছে। তা না হলে ট্যুর এতদূর কোনোভাবেই এগিয়ে আসত না। যাক, মেসির কলকাতা না আসার গুঞ্জন বা আর্জেন্টিনার ট্যুর নিয়ে ভারতে যে বিতর্ক তৈরি হয়েছে তাতে যেন সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের ঢাকা সফর বাতিল না হয়ে যায় তা দেখবার বিষয় রয়েছে। বাফুফের সঙ্গে যে চুক্তি হয়েছে তাতে নাকি উল্লেখ আছে, কোনো কারণে ট্যুর বাতিল হলে পুরো অর্থই ফিরিয়ে দেওয়া হবে। অর্থ না হয় ফিরে পাবে কিন্তু মেসিকে সামনে থেকে দেখার তো সুযোগ পাবে না।

অ্যাশ নয় মাধুরী

অমিতাভ ও হেমামালিনী অভিনীত 'সাত্যে পে সাত্যা' ছবিটি নতুন করে তৈরি হতে যাচ্ছে বলিউডে। সত্তর দশকের জনপ্রিয় সেই ছবিটি রিমেক করবেন প্রযোজক আস্থাভিনায়েক। প্রাথমিক পর্যায়ে হেমা চরিত্রে ঐশ্বরিয়াকে নিতে চাইলেও পরবর্তীতে মাধুরী দীক্ষিতকে চুক্তিবদ্ধ করান প্রযোজক। এ প্রসঙ্গে আস্থাভিনায়েক বলেছেন, দর্শকদের কাছে মাধুরীর গ্রহণযোগ্যতা এখনো বিদ্যমান। তিনিই পারবেন হেমার চরিত্রকে পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলতে।

আবারও মার্ডার করার ইচ্ছা...

শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ কতটা আবেদনময়ী তা বোঝা গিয়েছিল 'মার্ডার টু' ছবিতে। নিজের সুঠাম দেহের নানা কৌশল দেখিয়ে দর্শককেও মার্ডার করেছিলেন তিনি। সেই স্মৃতি থেকে এখনো মনে মনে সুখ পান জ্যাকুলিন। তাই আবারও দর্শককে মার্ডার করতে চান তিনি। এবার বিবসনা হওয়ার ইচ্ছা তার। ছবিতে খোলামেলা অভিনয়ের আকাক্সক্ষার কথা সম্প্রতি প্রকাশ করেছেন তিনি। বলেছেন, 'এখন পর্যন্ত যে ক'টি বলিউড ছবিতে অভিনয় করেছি, তার মধ্যে 'মার্ডার টু' ছবিতেই সবচেয়ে আবেদনময়ী ভঙ্গিতে দেখা গেছে আমাকে। শরীরকে আকর্ষণীয় অবয়ব দিতে কঠোর পরিশ্রম করেছি আমি। রুপালি পর্দায় আবারও শরীর প্রদর্শনে আমার কোনো আপত্তি নেই। অপেক্ষায় আছি প্রস্তাবের।'