Thursday, August 26, 2010

ওয়েবসাইটে ইন্টারনেটে আয়ের তথ্য

ওয়েবসাইটে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন তথ্য নিয়ে চালু হয়েছে একটি ওয়েবসাইট। এতে আউট সোর্সিং সম্পর্কিত তথ্যের পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন বিষয় জানা যাবে। ঠিকানা: http://freelancer.megabyet.net

এইচপি ঈদ প্রমোশন প্রোগ্রাম

হিউল্যাট-প্যাকার্ড (এইচপি) ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ কিছু সুবিধার কথা ঘোষণা করেছে। গত মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এইচপির ইমেজিং এবং প্রিন্টিং গ্রুপ বাংলাদেশের কান্ট্রি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সাব্বির শফিউল্লাহ, এইচপি বাংলাদেশের কর্মকর্তা সাইদুর রহমান এবং আসাদুজ্জামান এ ঘোষণা দেন। অনুষ্ঠানে জানানো হয়, এই বিশেষ কর্মসূচি ইনপেইস ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড, এইচপির পরিবেশক ফ্লোরা ডিস্ট্রিবিউশনস এবং মাল্টিলিংক ইন্টারন্যাশনাল যৌথভাবে পরিচালনা করবে। ঈদ উপলক্ষে এইচপির নির্ধারিত মডেলের প্রিন্টারের ইঙ্কজেট কার্ট্রিজ এবং টোনার কিনলে স্ক্র্যাচ কার্ড পাওয়া যাবে।কার্ডটি ঘষে ক্রেতারা পেতে পারেন ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন এবং ডিভিডি প্লেয়ার, শপিং ভাউচার, ফতুয়া ইত্যাদি।

বৃষ্টিতে বেসামাল ঢাকা

রাজধানীর সংসদ ভবন এলাকার উড়োজাহাজ মোড়ের চারদিকের সড়কে দীর্ঘ গাড়ির সারি। খালি পায়ে হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ। কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। উপায়ন্তর না পেয়ে পুলিশ সদস্যরা দীর্ঘক্ষণ বিজয় সরণি থেকে মিরপুর ও লেক রোডের (সংসদ ভবনের পেছনের সড়ক) দিকের রাস্তাটি খুলে রাখেন। আর অন্য সড়কের গাড়ির কানফাটা হর্ন বাজছিল।
গতকাল বুধবার বিকেলে রোকেয়া সরণির উড়োজাহাজ ক্রসিংয়ে এমনই দৃশ্য দেখা যায়। দিনভর বৃষ্টিতে রাজধানীর রাস্তাগুলোতে ছিল ব্যাপক যানজট। এমনকি ইফতারের সময়ও ছিল থেমে থাকা গাড়ির দীর্ঘ সারি। গাড়ির ভেতরে ইফতার সারতে হয় হাজার হাজার মানুষকে।
পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় অনেক গাড়ি রাস্তায় নষ্ট হয়ে যায়। অনেক সড়ক একেবারে পানিতে তলিয়ে গেছে। বেশি পানি হয়ে যাওয়ায় সড়কের অনেকটা জায়গা এড়িয়ে চলতে হয়েছে গাড়িগুলোকে। তাই রাস্তাগুলোয় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বেলা তিনটা। ধানমন্ডি ২৭ নম্বর সড়কে এ-মাথা থেকে ও-মাথা পর্যন্ত গাড়ির সারি। মিরপুর সড়কও যানবাহনে ঠাসা। দুপুরে মুষলধারে বৃষ্টিতে রাস্তায় পানি জমার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সরেজমিন ধানমন্ডি ২৭ নম্বর, লালমাটিয়ার অলিগলি, গভ. বয়েজ স্কুলের সামনের রাস্তা, আড়ংয়ের সামনে, মানিক মিয়া এভিনিউর পশ্চিম প্রান্তে হাঁটুপানি জমে যায়। এই এলাকায় ইফতারের আগেও পানি জমে থাকতে দেখা গেছে। মিরপুর সড়কে জমে থাকা পানিতে চলার সময় একটি লোকাল বাস বিকল হয়ে গেলে পুরো পথে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিজয় সরণির পশ্চিম প্রান্ত থেকে মোড় পর্যন্ত ছিল কেবল গাড়ি আর গাড়ি।
বিকেল চারটার দিকে আড়ংয়ের সামনে কথা হয় আজিমপুরের বাসিন্দা আতিকুর রহমানের সঙ্গে। তিনি বলেন, আজিমপুর থেকে আড়ং পর্যন্ত বাসে আসতে সময় লেগেছে দুই ঘণ্টা। স্বাভাবিক সময়ে এ পথ আসতে সর্বোচ্চ আধা ঘণ্টা লাগে বলে তিনি জানান।
বৃষ্টির পর যানজট ও পানি জমে যাওয়ায় যানবাহনের সংকট দেখা দেয়। ইফতারের আগে শত শত মানুষকে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। বিশেষ করে ফার্মগেট, আসাদগেট, কলাবাগান, শাহবাগ এলাকায় বাসে ওঠার জন্য অপেক্ষমাণ লোকজনকে রীতিমতো যুদ্ধ করতে দেখা গেছে।
বিকেলের দিকে মতিঝিলের অফিসপাড়ায় ছুটি হতে শুরু করলে জ্যাম বাড়তে থাকে। একপর্যায়ে জ্যাম গিয়ে ঠেকে মতিঝিলের শাপলা চত্বর থেকে প্রেসক্লাব, শাহবাগ পর্যন্ত। রাজধানীর পুরান ঢাকা, মহাখালী, পল্টন, প্রেসক্লাব, শাহবাগ, তেজগাঁও, মালিবাগ, গুলশান, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শ্যামলী, কলাবাগান, নিউমার্কেট, যাত্রাবাড়ী, সায়েদাবাদ প্রভৃতি এলাকায় যানজট ছিল তীব্র।

Wednesday, August 25, 2010

চট্টগ্রামে অটোরিকশা চালকদের আঙুলের ছাপ নিচ্ছে পুলিশ

চট্টগ্রাম নগরে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার চালকদের আঙুলের ছাপ নেওয়া হচ্ছে। আজ বুধবার থেকে চট্টগ্রাম নগর পুলিশ এই কাজ শুরু করছে। মহানগর পুলিশ নিজ উদ্যোগে এ জন্য একটি সফটওয়্যার তৈরি করেছে। নগরে ছিনতাই প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। অটোরিকশা চালকদের সহযোগিতায় ছিনতাইকারীরা এসব অঘটন ঘটাচ্ছে বলে পুলিশের কাছে অসংখ্য অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্র জানায়, নগরে প্রায় ৩০ হাজার অটোরিকশাচালক আছে। পুলিশের কম্পিউটারে আঙুলের ছাপের পাশাপাশি সংশ্লিষ্ট চালকের নাম, গাড়ির নম্বর, গাড়ির ধরন ও মন্তব্য—এই পাঁচটি তথ্য সংরক্ষিত থাকবে। নগরের টানা পার্টি, গামছা পার্টি, মলম পার্টি ও মরিচ পার্টি—এই চার শ্রেণীর ছিনতাইকারীদের বেপরোয়া গতিবিধি ও অপরাধ দমনে আঙুলের এ ছাপ কার্যকর ভূমিকা রাখবে।
জানা গেছে, একটি বিশেষ পেশার মানুষের আঙুলের ছাপ নেওয়ার ঘটনা বাংলাদেশে এই প্রথম। তবে অপরাধ দমনের জন্য যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় শহরে পুলিশ বিভাগের এই কার্যক্রম অনেক আগে থেকেই চালু আছে। সেখানে সন্দেহভাজন লোকদের আঙুলের ছাপ ও ব্যক্তিগত তথ্যাবলি কম্পিউটারে সংরক্ষণ করা হয়।
পুলিশ সূত্র জানায়, বদলি চালকেরা বিভিন্ন সময় অটোরিকশার মাধ্যমে ছিনতাইয়ে অংশ নেন, যা অনেক সময় গাড়ির মালিক জানেন না। সংশ্লিষ্ট ওই বদলি চালকের আঙুলের ছাপ একবার সংগ্রহ করা হলে পরে আবারও তাঁর আঙুলের ছাপ নিয়ে পরীক্ষা করা হবে। নগরের মোড়ে আকস্মিক এই পরীক্ষা হবে। কম্পিউটারে সংরক্ষিত আগের দেওয়া তথ্যের সঙ্গে দ্বিতীয়বারের তথ্যের, যেমন নাম ও গাড়ির নম্বরের অমিল পাওয়া গেলে তাঁকে আইনের আওতায় আনা হবে।
পুলিশ কর্মকর্তারা জানান, বদলি চালকেরা অপরাধ করার সময় নাম-ঠিকানা ঘন ঘন পাল্টান। তবে আঙুলের ছাপ পাল্টানোর কোনো সুযোগ নেই।
পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা ব্যবহার করে সন্ত্রাসীরা বেশির ভাগ ছিনতাই বা অপরাধ করে থাকে। আর সন্ত্রাসীদের সহযোগিতা করেন অটোরিকশার বদলি চালকেরা। এসব অপরাধীর হাতে নগরে আইনজীবী, ছাত্র, সরকারি কর্মকর্তাসহ অনেক মানুষ খুনও হয়। তাই আমরা প্রত্যেক চালকের আঙুলের ছাপ ও প্রয়োজনীয় তথ্যাবলি কম্পিউটারে সংরক্ষণের ব্যবস্থা করেছি।’
পুলিশ সূত্র জানায়, বুধবার সকাল থেকে একটি ল্যাপটপ নিয়ে একদল পুলিশ সিএনজিচালিত অটোরিকশা চালকদের আঙুলের ছাপ সংগ্রহ শুরু করবে। দ্রুত প্রত্যেক চালকের তথ্যাবলি কম্পিউটারে সংরক্ষণের লক্ষ্যে ঈদের আগেই ল্যাপটপের সংখ্যা বাড়িয়ে পাঁচ-ছয়টি করার চেষ্টা চলছে। নগরে ১৩ হাজার অটোরিকশা চলে বলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সূত্রে জানা গেছে।
নগর যানবাহন শাখার পুলিশের উপকমিশনার ফারুক আহমদ প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে ১৩ হাজার অটোরিকশার জন্য প্রায় ৩০ হাজার চালক আছেন। প্রকৃত চালকেরা লোভে পড়ে মালিকের অগোচরে বদলি চালকের কাছে কয়েক ঘণ্টার জন্য গাড়ি ভাড়া দেন। মাত্র তিন-চার ঘণ্টার জন্য প্রকৃত চালক বদলি চালক থেকে ৪০০-৫০০ টাকা ভাড়া পান। আর ওই সময় বদলি চালকের সহযোগিতায় সন্ত্রাসীরা নগরে অঘটন ঘটায়।’
পুলিশ সূত্র আরও জানায়, আগামী ১ সেপ্টেম্বর থেকে ঈদের আগ পর্যন্ত রমজানের কেনাবেচা চলবে। ওই সময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বেতন-বোনাস পাবেন। তখন বাজারে টাকার প্রবাহ বেড়ে গেলে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। তাই ঈদের আগেই এই কার্যক্রম শুরু করা হচ্ছে, যাতে চালকদের নজরদারিতে রাখা যায়।
সিএনজিচালিত অটোরিকশার মালিক আবুল হাশেম বলেন, ‘অনেক সময় বদলি চালকের কাছে গাড়ি ভাড়া দেওয়া হয়। প্রকৃত মালিকেরা সে সম্পর্কে কিছুই জানেন না। আর বদলি চালকেরা অপরাধ ঘটিয়ে ধরা পড়লে মালিকদেরও আসামি করা হয়। সব চালকের আঙুলের ছাপ নেওয়া হলে নগরে অটোরিকশা ব্যবহারের মাধ্যমে ছিনতাই কমে যাবে। এমনকি গাড়ি চুরিও বন্ধ হবে।’
পুলিশ কর্মকর্তারা জানান, ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশার মাধ্যমে নগরের অরক্ষিত জায়গায় তথা বিদ্যুতের আলো নেই ও জনচলাচল কম—এমন স্থানে ভাসমান ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে গেছে। এর আগে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ছিনতাইয়ের সময় গ্রেপ্তার হওয়া বেশির ভাগ অপরাধী ভোলা, হাতিয়া, বাগেরহাট ও পিরোজপুরের বাসিন্দা ছিল।

মাদার তেরেসা স্মরণে চলচ্চিত্র উৎসব

নোবেলজয়ী মাদার তেরেসার জন্মশতবর্ষ উপলক্ষে ভারতের কলকাতায় আয়োজন করা হয়েছে চলচ্চিত্র উৎসব। কাল বৃহস্পতিবার নন্দনের চারটি প্রেক্ষাগৃহে শুরু হবে এই উৎসব। ভারতসহ সাতটি দেশে মাদার তেরেসাকে নিয়ে তৈরি ১৫টি চলচ্চিত্র দেখানো হবে উৎসবে। ১৯৬৯ সালে মাদারকে নিয়ে তৈরি হয় প্রথম চলচ্চিত্র সামথিং বিউটিফুল ফর গড। ধারণা করা হয়, এই ছবিই বিশ্বের কাছে মাদার তেরেসাকে পরিচয় করিয়ে দেয়। উৎসবে দেখানো হবে সেটিও।
উৎসবের অন্য ছবিগুলো হলো দ্য মিশনারিজ অব চ্যারিটি ও রেভল্যুশন ইন কলকাতা (ফ্রান্স), যুক্তরাষ্ট্রের মাদার তেরেসা ইন দ্য নেম অব গড’স পুওর, মাদার তেরেসা, প্রেশাস লাভ, সিয়িং দ্য ফেস অব জেসাস এবং দ্য লিগ্যাসি; মাদ্রে তেরেসা (ইতালি), মাদার তেরেসা অ্যান্ড হার ওয়ার্ল্ড (জাপান), দ্য ফিফথ ওয়ার্ল্ড (স্পেন) এবং দ্য মেকিং অব এ সেন্ট (কানাডা)। আর ভারতের ছবিগুলো হলো ফ্রম সেন্ট সেন্ট টু সেন্টহুড, মাদার তেরেসা: দ্য লিভিং লিজেন্ড ও মাই কর্মা।
২৬ আগস্ট মাদার তেরেসার শততম জন্মদিন।

তহরুন্নেসা পাখিকে বাঁচান

তহরুন্নেসা পাখির বয়স ২৬ বছর। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) পাস করার পর কর্মজীবনেও পা রেখেছিলেন তিনি। হঠাৎ করেই জানা যায়, তিনি দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত। পাখি বর্তমানে রাজধানীর গ্রিন রোডের গ্রিন ভিউ হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসক জানিয়েছেন, তাঁকে আরও দুই বছর চিকিৎসা নিতে হবে। পিতৃহীন পাখির চিকিৎসা করাতে গিয়ে বড় ভাই প্রায় নিঃস্ব। পরিবারের পক্ষে আর তাঁর চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ভাই তাঁর বোনকে বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: শেখ আবদুল কুদ্দুস, সঞ্চয়ী হিসাব নম্বর: ১১০২২২৩৮৩১০০১, সিটি ব্যাংক, সাতক্ষীরা শাখা, সাতক্ষীরা

২৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা ২ সেপ্টেম্বর

শুভ জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি ১ সেপ্টেম্বর ঘোষিত হওয়ায় ওই তারিখে নির্ধারিত ২৯তম বিসিএসের জেনারেল ক্যাডারের ১২৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ২ সেপ্টেম্বর পূর্বনির্ধারিত সময় এবং স্থানে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের নামে নতুন করে কোনো সাক্ষাৎকারপত্র ইস্যু করা হবে না। ইতিপূর্বে ইস্যুকৃত সাক্ষাৎকারপত্রসহ প্রার্থীদের সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত হতে হবে। সাক্ষাৎকারপত্রের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।

পরীক্ষা, নিবন্ধন ও ফরম পূরণের তারিখ নির্ধারণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার সময়সূচি কিছুটা পরিবর্তন করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর এই কোর্সের অনুষ্ঠেয় সব পরীক্ষা ৫ সেপ্টেম্বর রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। তবে অন্য সব পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।
অনলাইনে মাস্টার্স প্রথম পর্ব (প্রাইভেট) কোর্সের নিবন্ধন শুরু: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯ সালের মাস্টার্স প্রথম পর্ব (প্রাইভেট) কোর্সে নিবন্ধন অনলাইনে শুরু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu-bbs.info) নিবন্ধনের ফরম পূরণ করতে পারবেন।

ডাউনলোড শেষ, কম্পিউটার বন্ধ

রাতে ইন্টারনেটের গতি বেশি পাওয়ায় অনেকেই কম্পিউটারে বিভিন্ন ফাইল কিংবা অন্যান্য প্রয়োজনীয় জিনিস নামানো শুরু করে (ডাউনলোড) ঘুমিয়ে পড়েন। ফাইল নামানো শেষ হলে কম্পিউটার চলতেথাকে এবং তা আবার ঘুম থেকে ওঠে কম্পিউটার বন্ধ করতে হয়। না হলে সারা রাত কম্পিউটার চালু থাকে এবং এতে অনেক বিদ্যুৎ অপচয় হয়।
এ কাজটি স্বয়ংক্রিয়ভাবে করা যায়।খুব সহজেই কাজটি করা যাবে Free Download Manager সফটওয়্যার দিয়ে।এই সফটওয়্যারটি দিয়ে খুব দ্রুত নামানো যায় এবং এটি Resume সমর্থন করে। http://abcomputertips.blogspot.com/ 2010/08/blog-post.html ঠিকানা থেকে ৬ মেগাবাইটের এই সফটওয়্যারটি বিনা মূল্যে নামিয়ে (ডাউনলোড) নিন।এবার সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল করে নিন।
এখন সফটওয়্যারটি খুলে এর ওপরে Tools থেকে Shutdown computer when done-এ ক্লিক করুন। এখন থেকে এই সফটওয়্যারটি দিয়ে কোনো কিছু নামালে নামানোর কাজটি শেষ হলে নিজে থেকেই কম্পিউটার বন্ধ হয়ে যাবে।
এই অপশনটি বাদ দিতে চাইলে একইভাবে আবার Tools থেকে Shutdown computer when done-এ ক্লিক করুন।

ওয়েবসাইটে সামাজিক যোগাযোগ

বন্ধু তৈরিসহ মাইক্রোব্লগিং সুবিধা নিয়ে ইন্টারনেটে চালু হয়েছে ব্লগমেট (www.blogymate.com) নামের একটি ওয়েবসাইট।
এতে সামাজিক যোগাযোগের বিভিন্ন সুবিধাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের খবর পাওয়া যাবে।