Tuesday, May 7, 2013

বিদায় 'হটমেইল'

এককালের জনপ্রিয় ইমেইল সেবা 'হটমেইল' বন্ধ করে দিল মাইক্রোসফট। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে এই সেবা বন্ধ করে দেওয়া হয়। এখন থেকে হটমেইল ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে আউটলুকের ইমেইল সেবা ব্যবহারের সুযোগ পাবে।
এ বিষয়ে মাইক্রোসফট কর্মকর্তা ডিক ক্র্যাডক জানান, ইতিমধ্যে হটমেইলের সব তথ্য আউটলুকে সফলভাবে স্থানান্তর করা হয়েছে। এ জন্য প্রায় ৩০ কোটি হটমেইল ব্যবহারকারীর ১৫ কোটি গিগাবাইট তথ্য সরাতে হয়েছে। এসব ব্যবহারকারী আগের তুলনায় আরো উন্নত ইমেইল সেবা ব্যবহারের সুযোগ পাবে।
ফেব্রুয়ারি মাস থেকেই পর্যায়ক্রমে হটমেইল ব্যবহারকারীদের তথ্য আউটলুকে সরানোর কাজ শুরু করে মাইক্রোসফট।

No comments: