এত
দিনে হ্যাকারদের পিছু নিয়েছে পুলিশ। এবার সাইবার ক্রাইম মোকাবিলায় ডাচ্
পুলিশ বিভিন্ন সন্দেহভাজন ব্যক্তির কম্পিউটার হ্যাক করবে। এ বিষয়ে অনুমতি
দিতে যাচ্ছে দেশটির সরকার। নতুন এ আইনে তদন্তকারী পুলিশরা কম্পিউটার হ্যাক
করার পাশাপাশি স্পাইওয়ার ইনস্টলও করতে পারবে। এমনকি ব্যবহারকারীদের
অজান্তেই তাদের ই-মেইল পড়া ছাড়াও বিভিন্ন ফাইল নষ্ট করতে পারবে। এ ছাড়া
দেশের বাইরে থাকা সার্ভারের সংযোগও ছিন্ন করা যাবে।
তবে শুরুতেই এ উদ্যোগ সমালোচনার মুখে পড়েছে। তাদের দাবি, অপ্রয়োজনীয় এ আইন মানুষের বিপদের কারণ হতে পারে। সাইবার ক্রাইম প্রতিরোধে সরকারের এ উদ্যোগ নাগরিকদের নতুন বিপদের মুখে ফেলবে। তবে বিষয়টি মানতে নারাজ ডাচ্ সরকার। শিশু পর্নোগ্রাফিসহ সন্ত্রাসবাদ ও তথ্য চুরির বিষয়ে আইনটি প্রয়োগ করা হতে পারে। ইতিমধ্যে এ বিষয়ে খসড়া আইনও তৈরি করেছে তারা। বছরের শেষ নাগাদ সংসদে আইনটি উপস্থাপন করা হবে বলে জানা গেছে।
তবে শুরুতেই এ উদ্যোগ সমালোচনার মুখে পড়েছে। তাদের দাবি, অপ্রয়োজনীয় এ আইন মানুষের বিপদের কারণ হতে পারে। সাইবার ক্রাইম প্রতিরোধে সরকারের এ উদ্যোগ নাগরিকদের নতুন বিপদের মুখে ফেলবে। তবে বিষয়টি মানতে নারাজ ডাচ্ সরকার। শিশু পর্নোগ্রাফিসহ সন্ত্রাসবাদ ও তথ্য চুরির বিষয়ে আইনটি প্রয়োগ করা হতে পারে। ইতিমধ্যে এ বিষয়ে খসড়া আইনও তৈরি করেছে তারা। বছরের শেষ নাগাদ সংসদে আইনটি উপস্থাপন করা হবে বলে জানা গেছে।
No comments:
Post a Comment