বছরের
প্রথম প্রান্তিকে বিশ্বে প্রায় পাঁচ কোটি ট্যাবলেট কম্পিউটার বিক্রি
হয়েছে। এ সংখ্যা গত বছরের প্রথম তিন মাসের তুলনায় প্রায় ১৪২.৪ শতাংশ বেশি।
বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির তথ্য মতে, ট্যাবলেট বাজারে শীর্ষস্থান ধরে
রেখেছে অ্যাপলের আইপ্যাড। বছরের প্রথম তিন মাসে আইপ্যাড বিক্রি হয়েছে
প্রায় এক কোটি ৯৫ লাখ। ৮৮ লাখ ট্যাবলেট বিক্রি করে দ্বিতীয় স্থানে আছে
স্যামসাং।
আইডিসির গবেষণা পরিচালক টম মেইনিলি জানান, আইপ্যাড মিনির অব্যাহত চাহিদার কারণেই বছরের প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য পেয়েছে অ্যাপল।
আগামী পাঁচ বছরের মধ্যেই ট্যাবলেট যুগের ইতি ঘটবে, সম্প্রতি এমন মন্তব্য করে প্রযুক্তি বাজারে শোরগোল ফেলে দেন ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্স। তবে আইডিসির এ প্রতিবেদন তাঁর এই অনুমানকে আপাতত নাকচই করে দিল।
আইডিসির গবেষণা পরিচালক টম মেইনিলি জানান, আইপ্যাড মিনির অব্যাহত চাহিদার কারণেই বছরের প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য পেয়েছে অ্যাপল।
আগামী পাঁচ বছরের মধ্যেই ট্যাবলেট যুগের ইতি ঘটবে, সম্প্রতি এমন মন্তব্য করে প্রযুক্তি বাজারে শোরগোল ফেলে দেন ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্স। তবে আইডিসির এ প্রতিবেদন তাঁর এই অনুমানকে আপাতত নাকচই করে দিল।

0 Comments