Saturday, November 2, 2024

অজয়ের পুলিশ বাহিনী বনাম কার্তিক


 ‘সংঘর্ষ’ এড়াতে চেয়েছিলেন কার্তিক আরিয়ান। কিন্তু রোহিত শেঠি অনড়। তাই ‘সিংহাম এগেইন’ ও ‘ভুল ভুলাইয়া ৩’—এই দুই বড় ছবির হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমজমাট দেওয়ালির ছবির বাজার। ভারতে দেওয়ালি মানেই বড় তারকার বড় ছবি। এর মধ্যে এবার ময়দানে একঝাঁক তারকা। গতকাল মুক্তি পেয়েছে রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’ আর আনিস বাজমির ‘ভুল ভুলাইয়া ৩’। এই দুই পরিচালক বক্স অফিস দখল করতে তাঁদের ‘অস্ত্রশস্ত্র’ শান দিয়ে পুরোপুরি প্রস্তুত।

রোহিত শেঠির সিংহাম ফ্র্যাঞ্চাইজি সব সময় দর্শকের ভালোবাসা পেয়ে এসেছে। এই ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে দর্শকের প্রত্যাশা একটু বেশি থাকে। আর ‘সিংহাম এগেইন’-এর বাজেটও ৪০০ কোটি। একসঙ্গে একঝাঁক সুপারস্টার নিয়ে বাজিমাত করতে চান রোহিত।

২০২৪ সালের দেওয়ালিতেই যে ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিকুয়েলটি মুক্তি পাবে, আগেই তা ঘোষণা করে রেখেছিলেন আনিস বাজমি। অন্যদিকে ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিকুয়েলটি আনা নিয়ে টালবাহানা করেছিলেন রোহিত। অবশেষে তিনি নিশ্চিত করলেন, দেওয়ালির উৎসবেই মুক্তি দেবেন ‘সিংহাম এগেইন’। তার পর থেকেই যন্ত্রণায় ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির নায়ক কার্তিক আরিয়ান। ১ নভেম্বরের বদলে ১৫ নভেম্বর ‘সিংহাম এগেইন’ মুক্তি দিতে নির্মাতা রোহিতকে অনুরোধ করেছিলেন কার্তিক।


দুটি ছবির আয়ের কথা ভেবে কার্তিক এ প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কার্তিকের অনুরোধ ফিরিয়ে দিয়েছেন রোহিত। এরপর নির্মাতা আনিস এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সংঘর্ষ কখনোই কাম্য নয়। আমরা ‘ভুল ভুলাইয়া ৩’ মুক্তির দিনক্ষণ এক বছর আগেই ঘোষণা করেছিলাম।’ অভিজ্ঞ এই পরিচালকের মতে, এক দিনে দুটি বড় ছবি মুক্তি মানে আখেরে ইন্ডাস্ট্রিরই ক্ষতি। আনিসের আশঙ্কা, বক্স অফিসে এর প্রভাব পড়বে। এ আশঙ্কা কতটা বাস্তব, তা হয়তো দু–এক দিনেই বোঝা যাবে।



দেশজুড়ে ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির জোর প্রচারণা চালিয়েছেন কার্তিক। সঙ্গে ছিলেন কখনো বিদ্যা বালান, কখনো মাধুরী দীক্ষিত, কখনো তৃপ্তি দিমরি। কার্তিক যে শহরেই গেছেন, তাঁকে ঘিরে তরুণ-তরুণীদের মধ্যে দেখা গেছে বেশ আগ্রহ। তাই ‘ভুল ভুলাইয়া ৩’-কে ঘিরে এখন কিছুটা আশাবাদী ও আত্মবিশ্বাসী তিনি। কিছুদিন আগেই এক অনুষ্ঠানে তাঁর কণ্ঠে আত্মবিশ্বাস, ‘দেওয়ালির ব্যাপ্তি অনেক। আমার মনে হয়, এই আবহে দুটি ছবিই একসঙ্গে ভালো আয় করতে পারবে। ওনাদের (রোহিত-অজয়) “সিংহাম এগেইন” অ্যাকশন ঘরানার ছবি আর আমাদেরটা কমেডি। আমাদের ছবির ঘরানা আলাদা। আমার মনে হয়, দর্শক এই দুই ছবির জন্য অধীর অপেক্ষায় আছেন। ব্যক্তিগতভাবে আমি ওনার (রোহিত) ছবি পছন্দ করি। আমি ওনার ছবি দেখতে যাব। আমার বিশ্বাস, আপনারাও আমার ছবি দেখতে আসবেন।’

রোহিত শেঠির সিংহাম ফ্র্যাঞ্চাইজি সব সময় দর্শকের ভালোবাসা পেয়ে এসেছে। এই ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে দর্শকের প্রত্যাশা একটু বেশি থাকে। আর ‘সিংহাম এগেইন’-এর বাজেটও ৪০০ কোটি। একসঙ্গে একঝাঁক সুপারস্টার নিয়ে বাজিমাত করতে চান রোহিত। তাঁর ছবির মূল নায়ক অজয় দেবগন। আর তাঁর বিশাল পুলিশ বাহিনীতে ‘ইন্সপেক্টর সিম্বা ভালেরাও’রূপে রণবীর সিং, ‘ইন্সপেক্টর বীর সূর্যবংশী’ হয়ে অক্ষয় কুমারকেও দেখা যাবে।



এ ছবির অন্য তারকারা হলেন জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ, অর্জুন কাপুর। সালমান খানও যে রোহিতের পুলিশ ইউনিভার্সে যোগ দিতে চলেছেন, কিছুদিন আগেই তা জানিয়েছেন নির্মাতারা। আইকনিক চরিত্র ‘ইন্সপেক্টর চুলবুল পান্ডে’রূপে এ ছবিতে চমক দেখাবেন ভাইজান। এখানেই শেষ নয়। রোহিতের পুলিশ ইউনিভার্সের প্রথম নারী পুলিশ, অর্থাৎ ‘লেডি সিংহাম’রূপে দুষ্টের দমন করতে আসছেন দীপিকা পাড়ুকোন। ‘সিংহাম এগেইন’-এ অজয়ের স্ত্রীর ভূমিকায় আছেন কারিনা কাপুর খান। এ ছবির ট্রেলারে স্পষ্ট যে পৌরাণিক মহাকাব্য রামায়ণের আধারে ছবিটি নির্মাণ করা হয়েছে।

‘সিংহাম এগেইন’ ছবির কমপক্ষে ১২টি দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের সেন্সর বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। বিতর্ক এড়াতে, বিশেষ করে রামায়ণের দৃশ্যগুলো কাটছাঁট করতে বলেছে সিবিএফসি। এই কাটছাঁটের চক্করে রোহিতের অ্যাকশন একটু ভোঁতা হয়ে গেছে। তারপরও তারকার বাড়াবাড়িতে সিংহাম এগেইন-এর বক্স অফিস হু হু করে বেড়ে যাবে, মনে করছেন বাণিজ্যিক বিশ্লেষকেরা।
কিন্তু অগ্রিম বুকিংয়ের দৌড়ে ‘সিংহাম এগেইন’-এর চেয়ে অনেকটাই এগিয়ে ‘ভুল ভুলাইয়া ৩’। 


সিংহাম ফ্র্যাঞ্চাইজির মতোই ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজি সব সময় দর্শককে বিনোদন দিয়ে এসেছে। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি। প্রিয়দর্শন পরিচালিত ছবিতে ছিলেন অক্ষয় কুমার ও বিদ্যা বালান। তবে ভুল ভুলাইয়া ২–এ নির্মাতারা অনেক বদল এনেছিলেন। এই ভৌতিক হাসির ছবি পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল আনিস বাজমির কাঁধে। আর অক্ষয়ের বদলে আনা হয় কার্তিক আরিয়ানকে। দ্বিতীয় সিকুয়েলে বিদ্যার বদলে যমজ বোনের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী টাবুকে। ছবিটি বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছিল।

‘রুহ বাবা’র ভূমিকায় দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন কার্তিক। ‘ ভুল ভুলাইয়া ৩’ ছবিতে আবার ‘রুহ বাবা’র ভূমিকায় দর্শকের মন জয় করতে এসেছেন কার্তিক। বলতে গেলে, অজয়ের বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে একাই লড়তে হবে কার্তিককে।

তবে আনিস ‘ভুল ভুলাইয়া ৩’-এ একজোড়া ‘মঞ্জুলিকা’ এনে বড়সড় চমক দিয়েছেন। ‘মঞ্জুলিকা’র ভূমিকায় আছেন দুই বিটাউন তারকা মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালান। এ ছবির আরেক আকর্ষণ কার্তিক-তৃপ্তি দিমরির জুটি। তাঁদের অনস্ক্রিন রসায়ন কতটা বাজিমাত করতে পারে, সময়ই তা বলবে।
‘সিংহাম এগেইন’-এর তুলনায় ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির বাজেট অনেকটাই কম। আনিসের এ ছবির বাজেট ১৫০ কোটির মতো। তাই এ ছবির মাধ্যমে তাড়াতাড়িই হয়তোবা লাভের মুখ দেখতে পাবেন আনিস। এমনিতেও এ বছর অ্যাকশনধর্মী ছবির চেয়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছে ভৌতিক হাসির ছবি। আর এর সবচেয়ে বড় উদাহরণ মুনজ্যা, স্ত্রী ২। তাই অনেকেই ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিকে এগিয়ে রেখেছেন।








No comments: