গ্রাম পুলিশের সদস্য দুলালকে (৪৫) পিটিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়েছে থানা পুলিশের হুমায়ুন কবির নামে একজন পিএসআই। পরে অবশ্য আটক চৌকিদারকে থানা হতে ছেড়ে দেওয়া হয়। গতকাল ফেরত দেওয়া হয়েছে গ্রাম পুলিশের সদস্য দুলালের মোবাইল ও ১ হাজার ৩০০ টাকাও। ঘটনাটি ঘটেছে বাংলা নববর্ষের দিন বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গলাকাটা বাজারের পশ্চিমে নাককাটারচর নামক স্থানে। নাককাটারচরে জুয়ার আসরে গ্রেফতারি পারওয়ানাভুক্ত আসামি রয়েছে বলে চরআলগী ইউনিয়নের গ্রাম পুলিশ দুলাল থানা পুলিশকে মোবাইলে খবর দেয়। পরে থানার পিএসআই হুমায়ুনের নেতৃত্বে একদল পুলিশ সাদা পোশাকে ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় কর্তব্যরত গ্রাম পুলিশের সদস্য দুলালকে পিএসআই হুমায়ুন কবির মারধর শুরু করলে জুয়ার আসরে থাকা পলাতক আসামি এ সুযোগে পালিয়ে যায়। চৌকিদার দুলাল জানান, দারোগা হুমায়ুন তাকে পিটিয়ে তার মোবাইল ও ১ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়। থানার পিএসআই হুমায়ুন কবির তার বিরুদ্ধে গ্রাম পুলিশের সদস্যের মোবাইল ও টাকা ছিনতাই করার অভিযোগ অস্বীকার করেন।
No comments:
Post a Comment