পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী কে? একটু ভাবুন। উত্তর পেয়েছেন! যারা পাননি  তাদের জন্য উত্তর_ জেনিফার লোপেজ। মার্কিন মুল্লুকের একটি জনপ্রিয়  ম্যাগাজিনের জরিপে তিনি সেরা সুন্দরী নির্বাচিত হয়েছেন। তার বয়স ৪১। কিন্তু  এই বয়সে লোপেজ সৌন্দর্য দিয়ে অনেক তরুণীকে পেছনে ফেললেন। ম্যাগাজিনটি  পৃথিবীর সুন্দরীদের নিয়ে একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকায় শীর্ষ নামটি  লোপেজের। আর তাই ওই ম্যাগাজিনে এবারের প্রচ্ছদ কন্যাও হলেন এই  গায়িকা-অভিনেত্রী।    

 
No comments:
Post a Comment