Monday, April 18, 2011

আবারো ঝলসে উঠলেন সাকিব

বিশ্বকাপে নামের প্রতি সুবিচার করে পারফর্ম করতে পারেননি বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও নিজের ছায়া থেকে বের হয়ে আসতে পারেননি তিনি। তাই বিশ্ব সেরা অলরাউন্ডারের মুকুটটিও হারাতে হয়েছে তাকে। আর সেই ক্ষোভেই কিনা আইপিএলে বারবার ঝলসে উঠছেন সাকিব। নিজের প্রথম ম্যাচে জয়পুরে রাজস্থানের বিরুদ্ধে ৩১ রানে নিয়েছিলেন ২ উইকেট। গতকাল আবারো সেই রাজস্থানের বিরুদ্ধেই কোলকাতার ইডেন গার্ডেনে পেলেন ২ দুই উইকেট। তবে গতকাল সাকিবের সামনে সুযোগ এসেছিল হ্যাটট্রিকের। হ্যাটট্রিক করতে না পারলেও বাংলাদেশের অধিনায়কের পারফরম্যান্সে দারুণ খুশি কলকাতাবাসী। তাছাড়া সাকিব প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলের পরপর দুই ম্যাচে মাঠে নামলেন। এর আগে মাশরাফি ও আশরাফুল একটি করে ম্যাচ খেলেছিলেন। তবে সাকিবের যে পারফরম্যান্স তাতে পরের ম্যাচেগুলোতেও কোলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি যে মাঠে নামবেন _তা অনেকটা নিশ্চিতই বলা যায়।
গতকাল কলকাতার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮১ রানে অলআউট হয় রাজস্থান রয়্যালস। ৩ উইকেট নিয়েছেন কলকাতার বালাজি। ৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোলকাতা নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীরের ৩৫ ও মনোজ তিওয়ারির ৩০ রানে ৩৭ বল হাতে রেখেই সহজে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে। এ জয়ের ফলে কোলকাতা চার খেলায় ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এল।

No comments: