বাংলাদেশ সদ্যসমাপ্ত সিরিজে অস্ট্রেলিয়ার কাছে 'হোয়াইটওয়াটশ' হওয়ার পর সবার ধারণা ছিল সাকিবকে কলকাতা নাইট রাইডার্সের অতিরিক্ত তালিকাতেই থাকতে হবে। তাছাড়া রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামানোর তো প্রশ্নই ওঠে না। কেননা রাজস্থানের তারকা ক্রিকেটার শেন ওয়াটসন কয়েকদিন আগেই যেভাবে বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন, তাই সাকিবকে না নেওয়াটা স্বাভাবিকই ছিল। তবে সে াতের বিপরীতে দাঁড়িয়েও যে সাকিব অস্ট্রেলিয়ার সিরিজে ভালো করেছেন, তাই 'কিনা পাছে লোকে কিছু বলে' তা চিন্তা না করে বাংলাদেশের অধিনায়ককে একাদশে রেখেছিলেন কলকাতার কোচ ডেভ হোয়াটমোর। সাকিবও তার সাবেক গুরুর সম্মান রেখেছেন দুই উইকেট নিয়ে। তাছাড়া ফর্মের তুঙ্গে থাকা শেন ওয়াটসনের উইকেটটি নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। ঠিক সময়মতো ওয়াটসনকে আউট করতে না পারলে রাজস্থানের রান যে আরও অনেক বেশি হতো তা আর বলার অপেক্ষা রাখে না। তাই প্রথম ম্যাচেই দুই উইকেট পাওয়ায় সাকিবের পারফরম্যান্সে সন্তুষ্ট কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড বাদশা শাহরুখ খান। সাকিবের ওপর দারুণ খুশি কলকাতার দর্শকও। আর এ কারণেই আজকের ম্যাচেও মাঠে দেখা যেতে পারে বাংলাদেশের অধিনায়ককে। ইডেন গার্ডেনে ফিরতি ম্যাচে আজ রাজস্থান রয়েলসের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স।
তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শাহরুখের দল ইতোমধ্যেই পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে চলে এসেছে ।
No comments:
Post a Comment