পরনে ছিল তার কালো রঙের মিনি স্কার্ট। উদ্ধত ভঙ্গিতে নাচছিলেন তিনি। এসেছিলেন বাংলা নববর্ষের অনুষ্ঠানে গান পরিবেশন করতে। অথচ কণ্ঠে ছিল তার ইংরেজি গান : 'ইটস মাই লাইফ'! পাঠক কথা হচ্ছে শিল্পী তিশমাকে নিয়ে। বৃহস্পতিবার নন্দন পার্কে 'প্রাণ ফ্রুটো' (একটি সফট ড্রিয়ং কোম্পানি) আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে গান করতে এসেছিলেন এই শিল্পী। নন্দন পার্ক থেকে বিকালবেলা সরাসরি অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে শিল্পী তিশমার গাওয়া বিদেশি ভাষার গান ও পরিহিত পোশাকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পার্কে আগত দর্শক ও টিভি দর্শকরা। এদিন বৈশাখের উদযাপনে নন্দন পার্কে পরিবার-পরিজন নিয়ে হাজির হন হাজারো মানুষ। তাদের অনেকেই বৈশাখের দিন শিল্পী তিশমার পরিহিত পোশাক ও অন্য সংস্কৃতির গাওয়া গানে বিব্রত বোধ করেন। নন্দন পার্ক থেকে আগত দর্শক আসাদুর রহমান গতকাল বাংলাদেশ প্রতিদিন অফিসে ফোন করে এই প্রতিবেদককে বলেন, 'নববর্ষের দিন মা ও পরিবারকে নিয়ে গিয়েছিলাম নন্দন পার্কে । কিন্তু তিশমার উদ্ধত পরিবেশনায় বিব্রত হতে হয়। শিল্পীর গান পরিবেশনার একপর্যায়ে বাধ্য হয়েই পরিবারকে নিয়ে পার্ক থেকে বের হয়ে আসি।' আসাদুর বলেন, বছরের প্রথম দিনে অপসংস্কৃতি কোনোভাবেই কাম্য নয়। আমাদের নিজস্ব সংস্কৃতির গান পরিবেশন করা গেলেই দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করতেন।
No comments:
Post a Comment