Tuesday, April 5, 2011

টাকার পাহাড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা

টাকার সাগরে ভাসছে ভারতীয় ক্রিকেটাররা। এমনিতেই তাদের অর্থের শেষ ছিল না। তারপর আবার বিশ্বকাপ জয়ের পর ধোনিদের জন্য কত যে পুরস্কার ঘোষণা করা হচ্ছে তার কোনো হিসাব নেই। শনিবার শিরোপা নিশ্চিত করার পরই মাঠে প্রত্যেক ক্রিকেটারের জন্য ১ কোটি রুপির নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। ব্যবসায়ীরাও থেমে থাকছেন না তারাও ধোনিদের হাতে নগদ অর্থের পুরস্কার তুলে দিতে চাচ্ছেন।
বিখ্যাত টাটা কোম্পানি কিছুদিনের মধ্যে ক্রিকেটারদের সংবর্ধনার আয়োজন করবে। তাও আবার দেশ ছাড়িয়ে সুদূর লস এঞ্জেলসে। আগামী মাসেই ক্রিকেটারদের পরিবার-পরিজন নিয়ে লস এঞ্জেলসে উড়ে যাওয়ার চিন্তাভাবনা করছে টাটা গ্রুপ। ধোনিদের কত টাকার অর্থ তুলে দেওয়া হবে তা জানা না গেলেও ভারতীয় এক বার্তা সংস্থা ধারণা করছে টাটা গ্রুপ প্রত্যেক ক্রিকেটারের জন্য ৫ কোটি রুপি করে তুলে দিতে পারে। অন্য ব্যবসায়ীরাও অর্থ, গাড়ি, এমনকি তৈরি করা বাড়িও তুলে দেবেন বিশ্বজয়ীদের হাতে। এদিকে আবার বিজ্ঞাপন সংস্থাগুলো বসে নেই। তারাও বিভিন্ন প্রতিষ্ঠানের মডেল হওয়ার জন্য ক্রিকেটারদের অফার দিতে শুরু করেছে। মডেলে পারিশ্রমিকের দিক দিয়ে বলিউড তারকারা এগিয়ে ছিলেন। বিশ্ব জয়ের পর ধোনিরা তাদের অনেক পেছনে ফেলে দিয়েছে। কেননা দলে নিয়মিত না খেলার পরও ইউসুফ পাঠান ও শ্রীশান্তকে এক কোম্পানিই মডেলের জন্য ৫ কোটি রুপির অফার দিয়েছে। সেক্ষেত্রে শচীন, ধোনি, শেবাগ মানের খেলোয়াড়দের পারিশ্রমিক কতো হবে তা কি কেউ ভেবে দেখেছে!

No comments: