Thursday, May 16, 2013

স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার শ্রীশান্থ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতীয় জাতীয় দলের সাবেক পেসার ও রাজস্থান রয়্যালসের ক্রিকেটার শ্রীশান্থকে।

ভারতে চলছে আইপিএল ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসর। টুর্নামেন্ট চলা অবস্থায় রাজস্থান রয়্যালসের পেসার শ্রীশান্থ ছাড়াও দলের অঙ্কিত চৌহান ও অজিত চাণ্ডিলিয়া নামে আরও দু’জন গ্রেফতার হয়েছেন।

সংবাদ সংস্থা পিটিআই সূত্র জানিয়েছে, তিনজনকেই দিল্লি পুলিশের স্পেশাল টিম গ্রেফতার করেছে। স্থানীয় পুলিশের সহায়তায় বুধবার গভীর রাতে মুম্বইয়ের ট্রাইডেন্ট হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার সকালে তাদের নিয়ে যাওয়া হয়েছে দিল্লি। অভিযুক্তদের বিরুদ্ধে ৪২০ ও ১২০ বি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। দিল্লি থেকে গ্রেফতার হয়েছেন সাত জুয়াড়িও। আরও দুই জুয়াড়ির খোঁজে চলছে তল্লাশি।

চলতি আইপিএলে দুরন্ত ছন্দে থাকা রাজস্থান রয়্যালসের খেলায় ছন্দপতনের শঙ্কায় এখন অনেকে।

এক সময় ভারতের জাতীয় ক্রিকেট দলের সদস্য শ্রীশান্থের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও এ ধরনের অভিযোগ তার বিরুদ্ধে এবারই প্রথম। মুম্বাই ও মোহালিতে দু’টি ম্যাচে স্পট ফিক্সিং চালানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। জুয়াড়িদের ফোন আড়ি পেতেই পুলিশ এ ব্যাপারে নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে পিটিআই।

অন্যদিকে, রাজস্থান রয়্যালসের পক্ষে দলটির মালিকদের একজন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী জানান, তারা কখনই এ ধরনের ঘটনা বরদাস্ত করবে না।

শিল্পা বলেন, “আমরা আশ্চর্য হয়েছি। ঘটনার তদন্তের বিষয়ে আমরা কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করতে চাই।”

দলের নৈপুণ্য ধরে রাখতে এ ধরনের ঘটনাকে মোটেও গ্রাহ্য করা হবে না বলেও জানান শিল্পা।

ভারতীয় জাতীয় দলের হয়ে ৫৩টি একদিনের ও ২৭টি টেস্ট ম্যাচ খেলেছেন পেসার শ্রীশান্থ।

ফেন্সিডিল সহ পুলিশ কনস্টেবল আটক

৫০ বোতল ফেন্সিডিলসহ জাহিদুল ইসলাম (৩২) নামে এক পুলিশ কনস্টেবল আটক হয়েছেন খুলনার ডুমুরিয়া থানা পুলিশের হাতে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

জাহিদুল খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আজাদের গাড়ি চালক বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, গুটুদিয়া সড়কের টহল পুলিশ মোটর সাইকেলে (বাগেরহাট ল ১১-০৩৯৫) ৫০ বোতল ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় জাহিদুলকে আটক করে। তিনি ডুমুরিয়া থেকে খুলনার দিকে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলা নং-১৬।

জাহিদুল সদর থানা পুলিশের গাড়ি চালক, তবে ওসির কিনা তা নিশ্চিত করতে পারেননি ওসি মশিউর।

আটক পুলিশ সদস্য জাহিদুল বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সাউথখালী গ্রামের আলী আজগরের পুত্র।

এদিকে ফেন্সিডিল আটকের খবর যেন গণমাধ্যমে প্রচার না হয় সেজন্য পুলিশ প্রশাসনের একটি পক্ষ তৎপর থাকায় সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকদের ভোগান্তিতে পড়তে হয়।

৫ ঘণ্টার মধ্যে নোয়াখালী অতিক্রম করবে মহাসেন

উত্তর বঙ্গপোসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় মহাসেন দ্রুত উপকূল ঘেঁষে ‌উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে পরবর্তী তিন থেকে পাঁচ ঘণ্টার মধ্যে মেঘনা মোহনার কাছ দিয়ে চট্টগ্রাম-নোয়াখালী উপকূল অতিক্রম করতে পারে।

বেলা সাড়ে ১১টায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের ৩৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৩৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মহাসেন বেলা ১১টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৫০ কিমি দক্ষিণ-পশ্চিম দিকে, কক্সবাজার ১৪০ কিমি পশ্চিম এবং মংলা সমুদ্রবন্দর ১৪০ দক্ষিণ-পূর্বে অবস্থান করেছিল (২১.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০.৬ ডিগ্রি পূর্ব দ্রাঘমাংশ)।

উত্তর বঙ্গপোসাগরে অবস্থানরত ঝড় দ্রুত উপকূল ঘেঁষে ‌উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে পরবর্তী তিন থেকে পাঁচ ঘণ্টার মধ্যে মেঘনা মোহনার কাছ দিয়ে চট্টগ্রাম-নোয়াখালী উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড় অতিক্রমকালে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, বরগুনা পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চর সমূহে ভারি বর্ষণসহ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিমি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পাশাপাশি উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর লক্ষ্মীপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চর সমূহের নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলাগুলোতে ভারি থেকে অতি ভারি বর্ষণ এবং ৮০ থেকে ৯০ কিমি গতিবেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ‌

এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমি ধসের সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়টি অতিক্রমকালে ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে ৭ নম্বর বিপদ সংকেত এবং মংলায় ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বঙ্গপোসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা-ট্রলার এবং সমুদ্রগামী জাহাজ গুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

পটুয়াখালীর নিম্নাঞ্চল ৫ ফুট পানির নিচে

ঘূর্ণিঝড় ‘মহাসেন’র তাণ্ডবে পটুয়াখালী জেলার নিম্নাঞ্চল চার থেকে পাঁচ ফুট পানির নিচে তলিয়ে গেছে।

এছাড়া বৃহস্পতিবার সকালে ঝড়ের কবলে পড়ে মো. সিরাজ আকন্দ (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার আওলিয়াপুর ইউনিয়নের বলাইকাঠি গ্রামে।

ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম শরীফ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সাইক্লোন শেল্টার সেন্টারে যাওয়ার পথে ঝড়ের তাণ্ডবে রাস্তার পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, পটুয়াখালীতে বুধবার বিকেল থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টি বৃহস্পতিবার সকাল ১১টার দিকে থেমে গেছে। দুপুর সাড়ে ১২টা থেকে আকাশ পরিষ্কার রয়েছে।

কিন্তু, বুধবার রাত থেকে পুরো জেলায় বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মোবাইল ফোন ও ইন্টারনেট নেটওয়ার্ক এখনও স্বাভাবিক হয়নি।

জানা গেছে, এ সময়ের মধ্যে জেলার রাঙ্গাবালি উপজেলার চরবাংলা, চরআন্ডার ও চরমোন্তাজ, বাউফল উপজেলার চরবেরেট, চরমিনজান, দশমিনা, চরবাঁশবাড়িয়া ও সোনারচর, কলাপাড়া উপজেলার নিশান বাড়িয়া ও লালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম চার থেকে পাঁচ ফুট পানির নিচে ডুবে গেছে।

এতে বাদাম, মরিচ,  ডালসহ বিভিন্ন রবি শস্য পানির নিচে তলিয়ে গেছে।

রাঙ্গাবালি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত হোসেন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রচণ্ড ঝড়ে উপকূলবর্তী উপজেলা রাঙ্গাবালিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আধাঘণ্টার ঝড়ে তিন থেকে সাড়ে তিন হাজার বিভিন্ন ছোট-বড় গাছ উপড়ে গেছে। ভেঙে গেছে ৩০/৩৫টি কাঁচা ঘরবাড়ি।

কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, ঝড়ের আঘাতে কয়েক হাজার কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে। তবে হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।

তিনি জানান, কলাপাড়ার আলিপুরা বাজারের ২০/২২টি দোকান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

কুয়াকাটার লতাচাপলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা জানান, বৃষ্টিতে ঘরের মেঝে পর্যন্ত পানি জমেছে। তবে সাগরে জলোচ্ছ্বাসের কোনো সম্ভাবনা নেই বলে জানান তিনি।

‘কক্সবাজার বিপদমুক্ত’

ঘূর্ণিঝড় ‘মহাসেন’ নোয়াখালী চট্টগ্রাম উপকূলীয় এলাকা পেরিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে। তবে এ ঘুর্ণিঝড়টি উপকূলীয় এলাকা পার হওয়ার সময় ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। ফলে উপকূলীয় জেলা কক্সবাজারে এ ঘূণিঝড়েরর প্রভাব তেমন পড়েনি। তবে সকালের দিকে ঘূর্ণিঝড় বর্ধিতাংশের প্রভাবে জেলার বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বাংলানিউজকে বলেন,‘ঘূর্ণিঝড় ‘মহাসেন’ নোয়াখালী চট্টগ্রাম উপকূলীয় এলাকা পেরিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে। জেলায় ঘূর্ণিঝড় ‘মহাসেন’র যে প্রভাব পড়ার কথা থাকলেও খানিকটা দুর্বল হয়ে যাওয়ায় সেটা পড়েনি।তাই এ এলাকায় বড় আকারের আঘাত হানার আশঙ্কা কেটে গেছে।’
তিনি বলেন,‘মহাসেনের প্রভাব থেকে কক্সবাজার এখন বিপদমুক্ত।’
তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে পরবর্তীতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বলে তিনি জানান।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বাংলানিউজকে বলেন,‘ঘূর্ণিঝড় দুর্বল হয়ে ত্রিপুরার দিকে চলে যাওয়ার কোন তথ্য আমরা এখনও পাইনি। আবহাওয়া অধিদপ্তরের জারি করা ৭ নম্বর সংকেত পরবর্তী ঘোষণা না পর্যন্ত বহাল থাকবে।
ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজারের মহেশখালী ও টেকনাফের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এসব এলাকা জোয়ারের পানিতে তলিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার সকালে মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের সাতটি গ্রাম ও টেকনাফের নিম্নাঞ্চল প্লাবিত হয়।
কক্সবাজার জেলা প্রশাসক মো. রুহুল আমিন বাংলানিউজের কাছে জেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মহাসেনে’র বর্ধিতাংশের প্রভাবে কক্সবাজার শহরসহ আশপাশের এলাকায় ধমকা হাওয়া বইতে শুরু করেছে। একই সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টিপাতও চলছে।
এদিকে বুধবার রাতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া লোকজনদের মধ্যে কিছু লোক বাড়িতে চলে গেছে। তারা বলেছেন, তাদের বাড়িতে নজরদারি না থাকায় চুরির ঘটনা ঘটছে। এছাড়া আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা নেই। তাই তারা আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি চলে যাচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, এসব আশ্রয়কেন্দ্রে প্রশাসনের নজরদারী নেই। এ সুযোগে লোকজন রাতেই বাড়ি চলে যান।
তবে জেলা প্রশাসক জানান, জেলা সদরের আশ্রয়কেন্দ্রগুলোতে বৃহস্পতিবার সকালেই শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া উপজেলাগুলোতে দুপুরের খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে।
জেলার ৪১২টি আশ্রয়কেন্দ্রে প্রায় দুই লাখ লোক আশ্রয় নিয়েছেন।

Wednesday, May 15, 2013

Akshay Kumar, Shilpa Shetty's 'Dhadkan' to return

The makers of Akshay Kumar-Shilpa Shetty starrer Dhadkan are planning a sequel to the romantic blockbuster.

The 2000 romantic drama, directed by Dharmesh Darshan dealt with the love triangle between Akshay, Shilpa and Sunil Shetty. The film was produced by Ratan Jain of Venus.

"A lot of people have been constantly asking me about our plans of making 'Dhadkan 2'. I am happy to announce that we plan to go on-floors this year. The essence of the film will remain same however, the new age sensibilities will be kept in mind," Ratan Jain said in a statement.

The makers are looking to release the film sometime next year.

"I feel humbled and honoured. To follow-up what is considered a classic is challenging," Darshan said.


Priyanka Chopra has not thrown any tantrums: Arjun Kapoor

For the last few weeks gone by, there have been rumours floating around Priyanka Chopra throwing her weight around on the sets of Gunday. It was also being said that she was making her co-stars (Arjun Kapoor and Ranveer Kapoor) hear it loud and clear that she is the one who was the experienced lot around.

Well, as it always happens in instances like these, the ones who were said to be the disgruntled ones have a different story to tell.

"This is all coming out of thin air and nothing like that actually took place on location and in such sinister manner during the shoot of Gunday," says a source, "Whenever there is a much hyped film in the making with good stakes involved, rumours of all kinds start floating around. This is just one of them. Priyanka is too dignified an actor to be actually throwing tantrums or have starry airs around her."

While one waits to hear what Ranveer has to say about the alleged incidents (or the lack of them), Arjun comes out in open. "I am glad someone has asked me to at least clarify this, otherwise such loose talk is simply weird," says Arjun, "Nothing like that ever happened with Priyanka. Honestly, I don't even know what I should say for such matters. She has been a star for so many years and no tantrums have ever come into picture. She is too big to be indulging in such behaviour."

He in fact turns nostalgic when quizzed further around the so-called episodes. "I actually know her from even before the time when I had started off as an actor. I was an assistant on Salaam-e-Ishq and used to call her by saying - Madam, shot ready hai. Till date I tell her that Madam aap aaiye naa. The only difference is that earlier only she was in front of the camera and today both of us are. I am very fond of her and love her as an actor. She has not changed at all and that is the hallmark of a true star and an actor."


Arjun Rampal, Shruti Haasan get intimate in 'D-Day'

Nikhil Advani's upcoming action drama D-Day is all set to release this July. The film's teaser promo was recently released, followed by Rishi Kapoor's look in the film.

In the film, Shruti Haasan will be seen playing the role of a prostitute from Karachi, Pakistan, while Arjun Rampal will be seen playing Rudra Pratap Singh.

Interestingly, Arjun's character infiltrates Karachi where he manages to hole up inside a brothel while his mission preparations are in process. There he meets Shruti's character, post which they fall in love as they realise that their physical scars are matched by the emotional baggage they carry.

Speaking about the character, Nikhil says, "I was thrilled when Shruti agreed to play the role. I had seen her powerhouse performance in the Tamil film 3 and only wanted her. The role is very edgy and shocking in terms of the sacrifices that her character has to make for the man she has fallen in love with..."

D-Day which also features Rishi Kapoor, Irrfan Khan and Huma Qureshi is produced by DAR Motion Pictures and Emmay Entertainment Private Limited and is slated for release on July 19, 2013.


মহাসেন: বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা পেছালো

ঘূর্ণিঝড় মহাসেনের কারণে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে।

বুধবার বিকালে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম জানান, আগামী ২৫ মে (শনিবার) এই পরীক্ষা হবে।

জিপিএ’র ভিত্তিতে একাদশে ভর্তি ১৮ মে থেকে

গতবারের মতো এবারও দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে একাদশ শ্রেণিতে জিপিএ’র ভিত্তিতে ভর্তি করা হবে। ২০১৩-১৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আগামী ১৮ মে থেকে আবেদন পত্র গ্রহণ করা হবে। চলবে ৬ জুন পর্যন্ত। শিক্ষার্থী ভর্তি শেষে ক্লাশ শুরু হবে ১ জুলাই। টেলিটক মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে। তবে সনাতন পদ্ধতিতেও আবেদন জমা দেওয়া যাবে। এবার ভর্তি ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা।
মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়।
সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত থেকে এ সব তথ্য জানান।
সভায় শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ফল পুনঃনিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে তারা ১০ জুন পযর্ন্ত আবেদন করতে পারবেন। ১৬ জুন ভর্তির জন্য মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। বিলম্ব ফি ছাড়া ভর্তি ও টাকা জমা দেওয়া যাবে ৩০ জুন পযর্ন্ত। ১৫ জুলাই বিলম্ব ফি ছাড়া ভর্তি হওয়া শিক্ষার্থীদের তালিকা ও নিবন্ধন ফি বোর্ডে জমা দিতে হবে। তবে বিলম্ব ফিসহ ভর্তি ও টাকা জমা দেওয়া যাবে ১১ জুলাই পযর্ন্ত।
বিলম্ব ফিসহ ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা ও নিবন্ধন ফি আগামী ২২ জুলাই পর্যন্ত বোর্ডে জমা দেওয়া যাবে। ব্যবহারিক ক্লাস শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে। ১২ সেপ্টেম্বরের মধ্যে শাখা/বিষয় পরিবর্তনকারী শিক্ষার্থীর ডিডিসহ তালিকা বোর্ডে পাঠানো যাবে।
ভর্তির নীতিমালা
কোনো শিক্ষার্থী ভর্তি বাতিল করে বিলম্ব ফিসহ অন্য কলেজে ভর্তি হতে চাইলে তাকে অভিভাবকের সম্মতিসহ সংশ্লিষ্ট কলেজে আবেদন করতে হবে। এক্ষেত্রে ভর্তির সময় নেওয়া অর্থের ৫০ শতাংশ ফেরত দেবে কলেজ কর্তৃপক্ষ।

আটটি সাধারণ বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি এবং বোর্ডের পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১-২০১৩ সালে এসএসসি পাসকৃত শিক্ষার্থীরা এবার একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে।
বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণরা যে কোনো বিভাগে ভর্তি হতে পারবে। মানবিক শাখা থেকে উত্তীর্ণরা মানবিকের পাশাপাশি ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হতে পারবে। আর ব্যবসায় শিক্ষায় শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ভর্তি হতে পারবে।
আসন সংরক্ষণ
সাতটি বিভাগীয় সদরের কলেজে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজের ৯০ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। অবশিষ্ট ১০ শতাংশ আসনের মধ্যে ৩ শতাংশ সংশ্লিষ্ট বিভাগীয় সদরের বাইরের এলাকার শিক্ষার্থীদের জন্য, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় এবং এর অধীনস্ত দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং স্ব স্ব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সদস্যদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে।
বিভাগীয় শহর ছাড়া অন্য জেলা শহরের কলেজের ৯০ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। বাকী ৩ শতাংশ সংশ্লিষ্ট বিভাগীয় সদরের বাইরের এলাকার শিক্ষার্থীদের জন্য, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় এবং এর অধীনস্ত দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং স্ব স্ব প্রতিষ্ঠানের পরিচালনা পর্দের সদস্যদের সন্তানদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
জিপিএ-৫, ৪৩ গ্রেড
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে সব বিষয়ের উপর সর্বোচ্চ ৪৩ গ্রেড পয়েন্ট ধরে জিপিএর ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করতে হবে।
বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে সমান জিপিএ প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে সাধারণ গণিত, উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞানে প্রাপ্ত জিপিএ বিবেচনায় আনা হবে।
আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে সমান জিপিএ প্রাপ্তদের ভর্তির ক্ষেত্রে পর্ায়েক্রমে ইংরেজি, গণিত ও বাংলায় অর্জিত গ্রেড পয়েন্ট বিবেচনা করা হবে।
অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি
স্কুল ও কলেজ সংযুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অগ্রাধিকারভিত্তিতে নিজ প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে। তিনশ’র বেশি শিক্ষার্থী ভর্তি করানোর অনুমতি আছে এমন প্রতিষ্ঠানে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। তবে পাঁচশ’র বেশি শিক্ষার্থী হলে অবশ্যই অনলাইনে ভর্তি করাতে হবে।
অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
কোনো শিক্ষার্থীর কাছ থেকে অনুমোদিত ফির বেশি নেওয়া যাবে না উল্লেখ করে নীতিমালায় বলা হয়েছে, অতিরিক্ত ফি নিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী বলেন, আশা করি প্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে সজাগ থাকবে।

নটরডেমে ভর্তি পরীক্ষা
সকল কলেজে মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী করা হলেও গত বছর রাজধানীর নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা নিয়ে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয়।
এবারো প্রতিষ্ঠানটি ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে আবেদন করেছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা বিষয়টি বিবেচনায় নিতে পারি।

অন্য শিক্ষা প্রতিষ্ঠানও ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে আবেদন করলে কি করবেন- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠানতো আর এক না। নটরডেম কলেজে অল্প টাকায় দরিদ্র মেধাবীদের শিক্ষা দিচ্ছে। তাদের বিষয়টি তো বিবেচনা করা যেতেই পারে।

সভায় শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম উপস্থিত ছিলেন।
গত ৯ মে দশ বোর্ডের (আটটি সাধারণ বোর্ড, কারিগরি ও মাদ্রাসা) অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ৮৯ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে ৯১ হাজার ২২৬ জন জিপিএ-৫ পেয়েছে। পাস ও জিপিএ- প্রাপ্তির দিক থেকে রেকর্ড সৃষ্টি করে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা।

গত ৩ ফ্রেবুয়ারি থেকে অনুষ্ঠিত এই পরীক্ষায় ১২ লাখ ৯৭ হাজার ৩৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করে ১১ লাখ ৫৪ হাজার ৭৭৮ জন।

উচ্চ মাধ্যমিক ও সমমানের শ্রেণিতে ভর্তির পরও এ বছর এক লাখের ওপরে আসন খালি থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী।