বাংলাদেশে প্রথম নারী ছত্রীসেনা (প্যারাট্রুপার) হিসেবে সফলভাবে অবতরণের
সম্মান অর্জন করেছেন সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। আজ মঙ্গলবার
বেলা ১১টা ২০মিনিটে সিলেটের জালালাবাদ সেনানিবাসের পানিছড়া এলাকায় তিনি
বিমানবাহিনীর একটি বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে সফলভাবে মাটিতে অবতরণ
করেন।
এক হাজার ফুট উঁচু থেকে এই অবতরণের মাধ্যমে জান্নাতুল ফেরদৌস শেষ করেন তাঁর
প্রশিক্ষণ। এই রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘খুব
মজা। বিস্ময়কর লাগছে। মনে হচ্ছে আরেকবার জাম্প দিই।’
জান্নাতুল ফেরদৌসের মতে, এ কাজে সামরিক বাহিনীর অন্য নারীদেরও এগিয়ে আসা
উচিত। তিনি বলেন, ‘এটি খুব সাহসিকতাপূর্ণ কাজ। প্রথমে ভয় করছিল। তবে
প্রশিক্ষণ শেষে বিষয়টাকে সাধারণ মনে হয়েছে।’ উপস্থিত সবাই তাঁর সফলতাকে
হাততালি দিয়ে স্বাগত জানান।
জান্নাতুল ফেরদৌসের বাড়ি ব্রাক্ষণবাড়িয়ায়। ব্যবসায়ী বাবা ও গৃহিণী
মায়ের চার ছেলে-মেয়ের মধ্যে জান্নাতুল তৃতীয়। বর্তমানে মিলিটারি
একাডেমির কম্পিউটার প্রশিক্ষক হিসেবে কর্মরত। ২০০৭ সালে বাংলাদেশ মিলিটারি
একাডেমির (বিএমএ) ৫৯তম ব্যাচের ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে তাঁর যাত্রা
শুরু করেন। তিনি স্বপ্ন দেখেন একটি সুখী বাংলাদেশের।
ছত্রীসেনা দলের প্রধান প্রশিক্ষক লে. কর্নেল এ কে এম সাইফুল ইসলাম বলেন,
ছত্রীসেনা হতে সামরিক বাহিনীতে নারীর অংশগ্রহণের পথ উন্মুক্ত রয়েছে। এ
ব্যাপারে এত দিন কোনো নারী সাহস দেখাননি।
Tuesday, February 12, 2013
Monday, February 11, 2013
শাহবাগে লাকির উপর ছাত্রলীগের হামলা (Exclusive video)
(Exclusive video)
শাহবাগে ছাত্রলীগের মারধরের শিকার হলেন অগ্নিকন্যা লাকি আক্তার। গতকাল রাত ১০টার দিকে রাজনৈতিক নেতাকে বক্তব্য না দিতে দেয়ার দাবি তোলায় ছাত্রলীগ তাকে মারধর করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ আন্দোলনকারীদের সাথে সংহতি প্রকাশ করতে শাহবাগ স্কয়ারে আসেন। এ সময় ছাত্রলীগ তোফায়েল আহমেদকে বক্তব্য দিতে দেয়ার জন্য মাইক্রোফোন দিতে বলেন, কিন্তু লাকি আক্তার এর প্রতিবাদ জানিয়ে বলেন, এখানে কোন রাজনৈতিক নেতার বক্তব্য শোনা হবে না। রাজনৈতিক নেতারা বক্তব্য দিতে পারবেন না। এ ঘটনার পরúরই উপস্থিত ছাত্রলীগ নেতারা লাকির দিকে তেড়ে যান এবং থাপ্পড় মারতে শুরু করেন। এরপর উপস্থিত অন্য নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাকে কেন্দ্র করে শাহবাগে উত্তেজনা বিরাজ করছে। লাকি আক্তারকে অসুস্থ অবস্থায় বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
READY FOR " DON 3 "
বলিউডের অন্যতম সিরিজ চলচ্চিত্র 'ডন' রিমেকের তৃতীয় সিক্যুয়ালের জন্য
এরইমধ্যে প্রস্তুতি গ্রহণের উদ্যোগ নিয়েছেন শাহরুখ। 'ডন'-এর দুর্দান্ত
সাফল্যের পর 'ডন-টু'তেও হতাশ করেননি শাহরুখ। বরং পেয়েছেন আগের চেয়ে বেশি
ব্যবসা এবং প্রশংসা। তাই এর সিক্যুয়ালের জন্য মোটেও দেরি করতে চান না
তিনি। আর এবারের সিক্যুয়ালটিও নির্মাণ করবেন ফারহান আখতারের সঙ্গে জুটি
বেঁধেই। এরইমধ্যে শাহরুখ ও ফারহান 'ডন থ্রি' নিয়ে প্রাথমিক আলোচনাও শেষ
করে ফেলেছেন। খুব শীঘ্রই তাদের প্রস্তুতি পর্বেরও সমাপ্তি ঘটবে।
এবার প্রিয়াঙ্কার বিয়ে!
ছক্কাবৃষ্টি
ইংল্যান্ডের ১৫ ছয়, নিউজিল্যান্ডের ৮। কাল অকল্যান্ডের ইডেন পার্ক দেখল ২৩
ছক্কার টি-টোয়েন্টি ম্যাচ। ছক্কাবৃষ্টির এই ম্যাচে অল্পের জন্য ফসকে গেছে
দু-দুটি বিশ্ব রেকর্ড। আর মাত্র দুটি ছয় বেশি মারতে পারলেই ইনিংসে সবচেয়ে
বেশি ছয়ের রেকর্ডটা ছুঁয়ে ফেলতেন ইংলিশরা। ২০০৯ সালে সেঞ্চুরিয়নে তাদের
বিপক্ষেই ১৭টি ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা। অকল্যান্ড ও
সেঞ্চুরিয়নের মাঝে আছে শুধু একটি ইনিংসই। ২০১০ সালে ব্রিজটাউনে ভারতের
বিপক্ষে ১৬টি ছক্কা ছিল অস্ট্রেলিয়ানদের। ভারতীয় ইনিংসেও ছিল ৮ ছক্কা। ২৪
ছয়, এক ম্যাচে সবচেয়ে বেশি ছয়ের তালিকায় সবার ওপরে ওই ম্যাচটিই। ২৪ ছয়
দেখেছে ২০০৯ সালে ক্রাইস্টচার্চে ভারত-নিউজিল্যান্ড ম্যাচটিও। ছয়ের হিসাবে
কালকের ম্যাচটির অবস্থান এরপরই
পরীক্ষার হলে শিক্ষকের থাপড়ে হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী
ঝিনাইদহে গত শুক্রবার এসএসসি পরীক্ষার হলে শিক্ষকের থাপড় খেয়ে হাসপাতালে
যেতে হয়েছে এক পরীক্ষার্থীকে। সাজ্জাদ হোসেন নামের ওই পরীক্ষার্থী ঝিনাইদহ
সদর হাসপাতালে চিকিৎসাধীন। সে আজ রোববার পরীক্ষা দিতে পারবে কি না, তা নিয়ে
উদ্বিগ্ন তার পরিবার।
ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের ছাত্র সাজ্জাদ গতকাল শনিবার দুপুরে জানায়, হরতালের কারণে বন্ধ থাকা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল শুক্রবার। তার আসন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৫ নম্বর কক্ষে। লিখিত পরীক্ষা শেষে নৈর্ব্যক্তিক পরীক্ষার সময় তার পেছনের পরীক্ষার্থীরা কথা বলছিল। এ সময় তাদের কক্ষে দায়িত্বে থাকা শিক্ষক মো. আক্তারুজ্জামান তাকে সজোরে থাপড় মেরে চুপ থাকতে বলেন।
সাজ্জাদ জানায়, থাপড়ের পর তার বমি হয়। সে চোখে কিছুই দেখতে পাচ্ছিল না। একপর্যায়ে অচেতন হয়ে পড়ে। শিক্ষকেরা মাথায় পানি দেওয়ায় কিছুটা সুস্থ হলে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে ফেরার পর আরও বেশি অসুস্থতা অনুভব করলে পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। গতকাল দুপুর পর্যন্ত সে ঠিকমতো উঠে বসতে পারছিল না।
ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের ছাত্র সাজ্জাদ গতকাল শনিবার দুপুরে জানায়, হরতালের কারণে বন্ধ থাকা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল শুক্রবার। তার আসন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৫ নম্বর কক্ষে। লিখিত পরীক্ষা শেষে নৈর্ব্যক্তিক পরীক্ষার সময় তার পেছনের পরীক্ষার্থীরা কথা বলছিল। এ সময় তাদের কক্ষে দায়িত্বে থাকা শিক্ষক মো. আক্তারুজ্জামান তাকে সজোরে থাপড় মেরে চুপ থাকতে বলেন।
সাজ্জাদ জানায়, থাপড়ের পর তার বমি হয়। সে চোখে কিছুই দেখতে পাচ্ছিল না। একপর্যায়ে অচেতন হয়ে পড়ে। শিক্ষকেরা মাথায় পানি দেওয়ায় কিছুটা সুস্থ হলে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে ফেরার পর আরও বেশি অসুস্থতা অনুভব করলে পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। গতকাল দুপুর পর্যন্ত সে ঠিকমতো উঠে বসতে পারছিল না।
বাংলাদেশ পাড়ি দেবে গুগলের স্ট্রিট ভিউ গাড়ি
রাজধানী ঢাকা, বন্দরনগর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় চলবে বিখ্যাত
সার্চ ইঞ্জিন ওয়েবসাইট গুগলের গাড়ি। গাড়িটি গুগল ম্যাপে বাংলাদেশের পথঘাটের
ছবি, আকর্ষণীয় পর্যটন স্থানগুলোর ছবি, বিভিন্ন মজাদার রেস্টুরেন্টের
অবস্থান—সবই তুলে দেবে।
বিশেষ ক্যামেরা বসানো এই গাড়ির তোলা প্যানারোমিক ছবির মাধ্যমে এখন বিশ্বের এক প্রান্তের আগ্রহী ব্যবহারকারী খুব সহজে বাংলাদেশের প্রত্যন্ত এলাকার ছবি দেখতে পাবেন। বিদেশি পর্যটকেরা পাবেন বাংলাদেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রের দিকনির্দেশনা। একই সঙ্গে গুগলে দেওয়া বিজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীদের প্রচার বাড়বে। জনপ্রিয় এই গুগল স্ট্রিট ভিউ সেবা এখন বিশ্বের ৪০টি দেশে বিদ্যমান।
গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারের স্থানীয় একটি হোটেলে গুগলের স্ট্রিট ভিউ গাড়ি বাংলাদেশে চলার জন্য অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রযুক্তি অর্থনৈতিক উন্নয়নের বড় চালিকাশক্তি। ইন্টারনেট হচ্ছে প্রযুক্তির শক্তিশালী প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব। স্ট্রিট ভিউয়ের বিভিন্ন অ্যাপ্লিকেশন বাংলাদেশের মানুষের বিভিন্ন প্রয়োজন মেটাতে সাহায্য করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গুগল এশিয়া প্যাসিফিকের পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন বিভাগের পরিচালক অ্যান লেভিন এবং গুগলের এমারজিং মার্কেটিং অ্যাট গুগল এশিয়া প্যাসিফিকের প্রধান জেমস ম্যাকলার ক্যামেরা লাগানো গুগলের গাড়িটিকে বাংলাদেশে স্বাগত জানান।
অনুষ্ঠানে বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী বলেন, ‘বাংলাদেশে পর্যটকদের সংখ্যা বাড়ানোর জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আশা করছি, গুগল ম্যাপে স্ট্রিট ভিউয়ে তোলা ছবি ও দিকনির্দেশনা বাংলাদেশে পর্যটন খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।’
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান বলেন, তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশে ‘গুগল ম্যাপস স্ট্রিট ভিউ’ আনতে গুগলকে সহযোগিতা করছে। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়া ও অর্থনৈতিক উন্নয়নের জন্যে উদ্ভাবনী প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ উপাদান।
গুগল এশিয়া প্যাসিফিকের অ্যান লেভিন বলেন, ঢাকা এবং চট্টগ্রামে স্ট্রিট ভিউ ড্রাইভিং চালুর এই উদ্যোগে স্ট্রিট ভিউর ছবিগুলো বাংলাদেশের ব্যস্ত রাস্তাকে নতুন আঙ্গিকে দেখার সুযোগ করে দেবে। সেই সঙ্গে বৈদেশিক বিনিয়োগ ও পর্যটক—দুটোকেই বাংলাদেশের দিকে আকৃষ্ট করবে বলে আশা প্রকাশ করেন তিনি। গুগল ম্যাপে পরবর্তী সময়ে বাংলাদেশের ৩৬০ ডিগ্রি প্যানারোমিক ছবি শেয়ার করা হবে বলে জানান অ্যান।
গুগলের স্ট্রিট ভিউয়ের একটি তথ্যচিত্র উপস্থাপন করে জেমস ম্যাকলার বলেন, গুগল স্ট্রিট ভিউ ব্যবহারকারীর জন্য সব ধরনের সুবিধা বজায় রাখার পাশাপাশি মানুষের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে কঠোর নীতি অনুসরণ করে। তিনি আরও বলেন, গুগল মুখমণ্ডল এবং গাড়ির নম্বরপ্লেট ঝাপসা করার একটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেন সেগুলোকে শনাক্ত করা না যায়। এ ছাড়া ব্যবহারকারীদের কাছ থেকে তাদের কোনো ছবি ঝাপসা করার অনুরোধ পেলে গুগল তা গুরুত্ব সহকারে বিবেচনা করে।
বিশেষ ক্যামেরা বসানো এই গাড়ির তোলা প্যানারোমিক ছবির মাধ্যমে এখন বিশ্বের এক প্রান্তের আগ্রহী ব্যবহারকারী খুব সহজে বাংলাদেশের প্রত্যন্ত এলাকার ছবি দেখতে পাবেন। বিদেশি পর্যটকেরা পাবেন বাংলাদেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রের দিকনির্দেশনা। একই সঙ্গে গুগলে দেওয়া বিজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীদের প্রচার বাড়বে। জনপ্রিয় এই গুগল স্ট্রিট ভিউ সেবা এখন বিশ্বের ৪০টি দেশে বিদ্যমান।
গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারের স্থানীয় একটি হোটেলে গুগলের স্ট্রিট ভিউ গাড়ি বাংলাদেশে চলার জন্য অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রযুক্তি অর্থনৈতিক উন্নয়নের বড় চালিকাশক্তি। ইন্টারনেট হচ্ছে প্রযুক্তির শক্তিশালী প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব। স্ট্রিট ভিউয়ের বিভিন্ন অ্যাপ্লিকেশন বাংলাদেশের মানুষের বিভিন্ন প্রয়োজন মেটাতে সাহায্য করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গুগল এশিয়া প্যাসিফিকের পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন বিভাগের পরিচালক অ্যান লেভিন এবং গুগলের এমারজিং মার্কেটিং অ্যাট গুগল এশিয়া প্যাসিফিকের প্রধান জেমস ম্যাকলার ক্যামেরা লাগানো গুগলের গাড়িটিকে বাংলাদেশে স্বাগত জানান।
অনুষ্ঠানে বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী বলেন, ‘বাংলাদেশে পর্যটকদের সংখ্যা বাড়ানোর জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আশা করছি, গুগল ম্যাপে স্ট্রিট ভিউয়ে তোলা ছবি ও দিকনির্দেশনা বাংলাদেশে পর্যটন খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।’
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান বলেন, তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশে ‘গুগল ম্যাপস স্ট্রিট ভিউ’ আনতে গুগলকে সহযোগিতা করছে। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়া ও অর্থনৈতিক উন্নয়নের জন্যে উদ্ভাবনী প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ উপাদান।
গুগল এশিয়া প্যাসিফিকের অ্যান লেভিন বলেন, ঢাকা এবং চট্টগ্রামে স্ট্রিট ভিউ ড্রাইভিং চালুর এই উদ্যোগে স্ট্রিট ভিউর ছবিগুলো বাংলাদেশের ব্যস্ত রাস্তাকে নতুন আঙ্গিকে দেখার সুযোগ করে দেবে। সেই সঙ্গে বৈদেশিক বিনিয়োগ ও পর্যটক—দুটোকেই বাংলাদেশের দিকে আকৃষ্ট করবে বলে আশা প্রকাশ করেন তিনি। গুগল ম্যাপে পরবর্তী সময়ে বাংলাদেশের ৩৬০ ডিগ্রি প্যানারোমিক ছবি শেয়ার করা হবে বলে জানান অ্যান।
গুগলের স্ট্রিট ভিউয়ের একটি তথ্যচিত্র উপস্থাপন করে জেমস ম্যাকলার বলেন, গুগল স্ট্রিট ভিউ ব্যবহারকারীর জন্য সব ধরনের সুবিধা বজায় রাখার পাশাপাশি মানুষের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে কঠোর নীতি অনুসরণ করে। তিনি আরও বলেন, গুগল মুখমণ্ডল এবং গাড়ির নম্বরপ্লেট ঝাপসা করার একটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেন সেগুলোকে শনাক্ত করা না যায়। এ ছাড়া ব্যবহারকারীদের কাছ থেকে তাদের কোনো ছবি ঝাপসা করার অনুরোধ পেলে গুগল তা গুরুত্ব সহকারে বিবেচনা করে।
মন চায় শাহবাগে ছুটে যেতে: প্রধানমন্ত্রী
রাজধানীর
শাহবাগে কাদের মোল্লাসহ মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে চলা
প্রতিবাদ আর আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা। আন্দোলনরত তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর
কাছে মনে হয়েছে এ এক অভূতপূর্ব গণজাগরণ। তিনি বলেন, ‘আমার মনও শাহবাগের
আন্দোলনে ছুটে যেতে চায়।’
আজ রোববার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি তরুণ প্রজন্মকে বলতে চাই, আমরাও তোমাদের সঙ্গে একমত। তোমাদের শপথ বাস্তবায়নে যা যা করা দরকার, আমরা করব। তরুণ প্রজন্ম জাতীয় সংসদে যে স্মারকলিপি দিয়েছে, তার প্রতিটি কথা যুক্তিসংগত।’
ট্রাইব্যুনালের প্রতি অনুরোধ
ট্রাইব্যুনাল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল মানবতাবিরোধী অপরাধীদের বিচারের ব্যবস্থা করা হবে। এবার ক্ষমতায় এসে সেই অঙ্গীকারই বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। শেখ হাসিনা বলেন, বিচারের রায় দেবেন ট্রাইব্যুনাল। কিন্তু আইন মেনেই তাঁরা চলবেন। তার পরও ট্রাইব্যুনালের কাছে প্রধানমন্ত্রী অনুরোধ করেন, মানুষের আকাঙ্ক্ষা ও গণদাবি যেন তাঁরা বিবেচনায় নেন। মহান সংসদের মাধ্যমে ট্রাইব্যুনালের কাছে মানুষের আকাঙ্ক্ষা বিবেচনা করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে আইনি কোনো দুর্বলতা থাকলে সেটি অবশ্যই সংশোধন করা হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বিচার যাতে সুষ্ঠুভাবে চলে, সবাইকে সেই পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানান তিনি।
জীবন দিয়ে হলেও বিচার করব
প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে আশ্বস্ত করে বলেন, সব যুদ্ধাপরাধীর বিচার হবে। যত বাধাবিপত্তিই আসুক, জীবন দিয়ে হলেও তিনি যুদ্ধাপরাধীদের বিচার করবেন বলে জানান। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের ঠাঁই বাংলাদেশে হবে না। এইটুকু তরুণ প্রজন্মকে বলতে চাই।’
উপস্থিত সব সাংসদ একাত্ম
সংসদে তরুণ প্রজন্মের দেওয়া স্মারকলিপিকে যুক্তিসংগত অভিহিত করেন শেখ হাসিনা। তিনি তরুণ প্রজন্মের আন্দোলনের সঙ্গে একমত পোষণ করেন। শুধু প্রধানমন্ত্রী একা নন। জাতীয় সংসদে উপস্থিত সব সাংসদ তরুণ প্রজন্মের দাবির সঙ্গে একাত্ম বলে ঘোষণা দেন শেখ হাসিনা।
আন্দোলনকারীদের অভিনন্দন
মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লার রায়ে এ দেশের তরুণসমাজ জেগে ওঠায় তাঁদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারা যদি জেগে না উঠত, তাহলে সারা দেশের মানুষও সোচ্চার হতো না।
অভূতপূর্ব জাগরণ
শাহবাগের আন্দোলনকে অভূতপূর্ব জাগরণ হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারা অদ্ভুত ঘটনা ঘটিয়েছে। অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করেছে। জাগরণ সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। প্রতিটি জেলা, প্রতিটি উপজেলায় সব জায়গায় মানুষ সোচ্চার হয়ে উঠেছে। আন্দোলনে সোচ্চার শিশু, নারী, বৃদ্ধ, তরুণ-তরুণী সবাইকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
শাহবাগ নয়, স্বাধীনতার তরুণ প্রজন্ম স্কোয়ার
আন্দোলনের কারণে শাহবাগের নাম আর শাহবাগ না থেকে স্বাধীনতার তরুণ প্রজন্ম স্কয়ার হতে পারে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্বাধীনতার আগে ওই এলাকায় শাহবাগ নামে একটি হোটেল ছিল। তাই সেখানকার নাম শাহবাগ রাখা হয়। এই নামে একধরনের পাকিস্তানি গন্ধ আছে বলে মন্তব্য করেন তিনি।
হাল ছাড়িনি
বক্তব্যের শুরুতে পাকিস্তানের হানাদার বাহিনীর অত্যাচার ও নির্যাতনের বর্ণনা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সব হারানোর শোক ও ব্যথা বুকে নিয়েও বাংলার জনগণের পাশে দাঁড়িয়েছিলাম। স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখার জন্য বার বার বাধার মুখে পড়েছি। কখনও গুলি, কখনো গ্রেনেড হামলা হয়েছে। কিন্তু কখনো হাল ছাড়িনি।’ তিনি বলেন, ‘তরুণ প্রজন্ম এখন স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ। তাদের চেতনায় উদ্বুদ্ধ পুরো জাতি। চেতনার স্ফুলিঙ্গ যেভাবে ছড়িয়ে গেছে, সেখান থেকে মনে হয় এত দিনের সংগ্রাম সব সার্থক হয়েছে।’
শান্তিতে মরতে পারব
আন্দোলনকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা যে প্রতিভা দেখিয়েছ, তাতে মনে হয় এখন খুব স্বস্তিতে মরতে পারব। শান্তিতে মরতে পারব।’ প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, তরুণ প্রজন্মের আজকের আন্দোলন দেখে তারাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে বিশ্বাস করেন তিনি। তারুণ্যের আজকের আন্দোলন দেখে আর কোনো দিন এ দেশে রাজাকার, আলবদরের ঠাঁই হবে না—এ বিশ্বাস তৈরি হয়েছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।
ছাত্রসমাজ যেন লেখাপড়া চালিয়ে যায়
প্রধানমন্ত্রী আন্দোলনরত ছাত্রসমাজের উদ্দেশে বলেন, তারা যেন লেখাপড়া চালিয়ে যায়। দৈনন্দিন কাজকর্ম ঠিকভাবে করে। তার পাশাপাশি আন্দোলন চলতে পারে। সে জন্য একটি নির্দিষ্ট সময় ঠিক করে নেওয়া যেতে পারে।
আজ রোববার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি তরুণ প্রজন্মকে বলতে চাই, আমরাও তোমাদের সঙ্গে একমত। তোমাদের শপথ বাস্তবায়নে যা যা করা দরকার, আমরা করব। তরুণ প্রজন্ম জাতীয় সংসদে যে স্মারকলিপি দিয়েছে, তার প্রতিটি কথা যুক্তিসংগত।’
ট্রাইব্যুনালের প্রতি অনুরোধ
ট্রাইব্যুনাল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল মানবতাবিরোধী অপরাধীদের বিচারের ব্যবস্থা করা হবে। এবার ক্ষমতায় এসে সেই অঙ্গীকারই বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। শেখ হাসিনা বলেন, বিচারের রায় দেবেন ট্রাইব্যুনাল। কিন্তু আইন মেনেই তাঁরা চলবেন। তার পরও ট্রাইব্যুনালের কাছে প্রধানমন্ত্রী অনুরোধ করেন, মানুষের আকাঙ্ক্ষা ও গণদাবি যেন তাঁরা বিবেচনায় নেন। মহান সংসদের মাধ্যমে ট্রাইব্যুনালের কাছে মানুষের আকাঙ্ক্ষা বিবেচনা করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে আইনি কোনো দুর্বলতা থাকলে সেটি অবশ্যই সংশোধন করা হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বিচার যাতে সুষ্ঠুভাবে চলে, সবাইকে সেই পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানান তিনি।
জীবন দিয়ে হলেও বিচার করব
প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে আশ্বস্ত করে বলেন, সব যুদ্ধাপরাধীর বিচার হবে। যত বাধাবিপত্তিই আসুক, জীবন দিয়ে হলেও তিনি যুদ্ধাপরাধীদের বিচার করবেন বলে জানান। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের ঠাঁই বাংলাদেশে হবে না। এইটুকু তরুণ প্রজন্মকে বলতে চাই।’
উপস্থিত সব সাংসদ একাত্ম
সংসদে তরুণ প্রজন্মের দেওয়া স্মারকলিপিকে যুক্তিসংগত অভিহিত করেন শেখ হাসিনা। তিনি তরুণ প্রজন্মের আন্দোলনের সঙ্গে একমত পোষণ করেন। শুধু প্রধানমন্ত্রী একা নন। জাতীয় সংসদে উপস্থিত সব সাংসদ তরুণ প্রজন্মের দাবির সঙ্গে একাত্ম বলে ঘোষণা দেন শেখ হাসিনা।
আন্দোলনকারীদের অভিনন্দন
মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লার রায়ে এ দেশের তরুণসমাজ জেগে ওঠায় তাঁদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারা যদি জেগে না উঠত, তাহলে সারা দেশের মানুষও সোচ্চার হতো না।
অভূতপূর্ব জাগরণ
শাহবাগের আন্দোলনকে অভূতপূর্ব জাগরণ হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারা অদ্ভুত ঘটনা ঘটিয়েছে। অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করেছে। জাগরণ সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। প্রতিটি জেলা, প্রতিটি উপজেলায় সব জায়গায় মানুষ সোচ্চার হয়ে উঠেছে। আন্দোলনে সোচ্চার শিশু, নারী, বৃদ্ধ, তরুণ-তরুণী সবাইকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
শাহবাগ নয়, স্বাধীনতার তরুণ প্রজন্ম স্কোয়ার
আন্দোলনের কারণে শাহবাগের নাম আর শাহবাগ না থেকে স্বাধীনতার তরুণ প্রজন্ম স্কয়ার হতে পারে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্বাধীনতার আগে ওই এলাকায় শাহবাগ নামে একটি হোটেল ছিল। তাই সেখানকার নাম শাহবাগ রাখা হয়। এই নামে একধরনের পাকিস্তানি গন্ধ আছে বলে মন্তব্য করেন তিনি।
হাল ছাড়িনি
বক্তব্যের শুরুতে পাকিস্তানের হানাদার বাহিনীর অত্যাচার ও নির্যাতনের বর্ণনা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সব হারানোর শোক ও ব্যথা বুকে নিয়েও বাংলার জনগণের পাশে দাঁড়িয়েছিলাম। স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখার জন্য বার বার বাধার মুখে পড়েছি। কখনও গুলি, কখনো গ্রেনেড হামলা হয়েছে। কিন্তু কখনো হাল ছাড়িনি।’ তিনি বলেন, ‘তরুণ প্রজন্ম এখন স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ। তাদের চেতনায় উদ্বুদ্ধ পুরো জাতি। চেতনার স্ফুলিঙ্গ যেভাবে ছড়িয়ে গেছে, সেখান থেকে মনে হয় এত দিনের সংগ্রাম সব সার্থক হয়েছে।’
শান্তিতে মরতে পারব
আন্দোলনকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা যে প্রতিভা দেখিয়েছ, তাতে মনে হয় এখন খুব স্বস্তিতে মরতে পারব। শান্তিতে মরতে পারব।’ প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, তরুণ প্রজন্মের আজকের আন্দোলন দেখে তারাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে বিশ্বাস করেন তিনি। তারুণ্যের আজকের আন্দোলন দেখে আর কোনো দিন এ দেশে রাজাকার, আলবদরের ঠাঁই হবে না—এ বিশ্বাস তৈরি হয়েছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।
ছাত্রসমাজ যেন লেখাপড়া চালিয়ে যায়
প্রধানমন্ত্রী আন্দোলনরত ছাত্রসমাজের উদ্দেশে বলেন, তারা যেন লেখাপড়া চালিয়ে যায়। দৈনন্দিন কাজকর্ম ঠিকভাবে করে। তার পাশাপাশি আন্দোলন চলতে পারে। সে জন্য একটি নির্দিষ্ট সময় ঠিক করে নেওয়া যেতে পারে।
Saturday, February 9, 2013
সুপার সিক্সে জয় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কিউইদের
মহিলা বিশ্বকাপ ক্রিকেটের সুপার সিক্সে শুক্রবার জয় পেয়েছে অস্ট্রেলিয়ার
নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। মুম্বাইয়ে অনুষ্ঠিত তীব্র
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়া ২ রানে পরাজিত করে বর্তমান
চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৪৪.৪ ওভারে মাত্র
১৪৭ রানে অলআউট হয়ে যায়। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন সারা
কোটে। এছাড়া লিসা স্তালেকার করেন ৪১ রান। ইংল্যান্ডের পক্ষে স্রাবসোল ২৪
রানে ৩টি এবং ক্যামেরিন ব্রান্ট, এ্যারন ব্রিন্ডল ও হলি কলভেন ২টি করে
উইকেট লাভ করেন। জবাবে ব্যাট করতে নেমে লিডিয়া গ্রিনওয়ের ৪৯ এবং লরা
মার্শের ২২ রানে ভর করে ৪৭.৩ ওভারে ১৪৫ রানেই থেমে যায় ইংলিশদের ইনিংস।
অস্ট্রেলিয়ার হলি ফার্লিং ৩৫ রানের বিনিময়ে ৩টি এবং জুলি হান্টার ও মেগান
স্কুট ২টি করে উইকেট নেন। মুম্বাইয়ে অনুষ্ঠিত অপর ম্যাচে নিউজিল্যান্ড ৮
উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে শ্রীলঙ্কাকে। লো স্কোরিং ম্যাচে প্রথমে
ব্যাট করে ৪২ ওভারে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। দিলানি
মান্ডোরা দলের সর্বোচ্চ ৩৪ রান করেন। এছাড়া দীপিকা রসাঙ্গিকা করেন ২০ রান।
কিউই দলের হয়ে লিয়া তাহুহু ২৭ রানে ৪টি, সিয়ান রুক ১৬ রানে ৩টি এবং
ফ্রান্সেস ম্যাককে ১৮ রানে ২ উইকেট নেন।
জবাবে খেলতে নেমে মাত্র ২৩ ওভারে ২ উইকেট হারিয়েই ১০৮ রান করে নিউজিল্যান্ড। ফ্রান্সেস ম্যাককে ৩৯ এবং সোফি ডিভাইন ২৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া সুজি বেটস করেন ৩৭ রান। শ্রীলঙ্কার পক্ষে ২৭ রানে একাই ২ উইকেট নেন ইনোকা রানা বীরা। কটকে অনুষ্ঠিত একমাত্র ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩০ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৫.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৪ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন ত্রিশা চেটি। এছাড়া ক্রি-জেলডা ব্রিটস ৪৪, মিগনন ডু প্রিজ ৩১ এবং ডেন ভ্যান নিয়েকার্ক ৩৩ রানে অপরাজিত থাকেন। কিউইদের হয়ে ৪৩ রানে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন ত্রেমানে স্মার্ট। ক্যারিবীয় ইনিংসে সর্বোচ্চ ৭৫ রান আসে স্টেফানে টেইলরের ব্যাট থেকে। এছাড়া কিচিয়া নাইট ৪৬, শেনানি ক্যাম্পবেল ৩৩ এবং দিন্দ্রা ডাটন করেন ২৪ রান। প্রোটিয়াসদের পক্ষে ৪৭ রানে ৩ উইকেট নেন ভ্যান নিয়েকার্ক।
জবাবে খেলতে নেমে মাত্র ২৩ ওভারে ২ উইকেট হারিয়েই ১০৮ রান করে নিউজিল্যান্ড। ফ্রান্সেস ম্যাককে ৩৯ এবং সোফি ডিভাইন ২৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া সুজি বেটস করেন ৩৭ রান। শ্রীলঙ্কার পক্ষে ২৭ রানে একাই ২ উইকেট নেন ইনোকা রানা বীরা। কটকে অনুষ্ঠিত একমাত্র ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩০ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৫.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৪ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন ত্রিশা চেটি। এছাড়া ক্রি-জেলডা ব্রিটস ৪৪, মিগনন ডু প্রিজ ৩১ এবং ডেন ভ্যান নিয়েকার্ক ৩৩ রানে অপরাজিত থাকেন। কিউইদের হয়ে ৪৩ রানে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন ত্রেমানে স্মার্ট। ক্যারিবীয় ইনিংসে সর্বোচ্চ ৭৫ রান আসে স্টেফানে টেইলরের ব্যাট থেকে। এছাড়া কিচিয়া নাইট ৪৬, শেনানি ক্যাম্পবেল ৩৩ এবং দিন্দ্রা ডাটন করেন ২৪ রান। প্রোটিয়াসদের পক্ষে ৪৭ রানে ৩ উইকেট নেন ভ্যান নিয়েকার্ক।
কাল সমাবেশে যাবেন ক্রিকেটাররা
রবিবার
খেলা নেই বিপিএলে। সে কারণে শাহবাগের প্রজন্ম চত্বরে যুদ্ধাপরাধীদের
ফাঁসির দাবিতে আন্দোলনরত জনতার ঢলে যোগ দিতে পারেন মুশফিকুর রহিমরা। তবে
সেটা জাতীয় দলের ব্যানারে নয়, ইচ্ছা করলে ক্রিকেটারদের যে কেউ উত্তাল
শাহবাগে যেতে পারেন। বোর্ড থেকে এমন অনুমতি দেওয়া হয়েছে বলে গতকাল
জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য আই এইচ মল্লিক।
'খেলোয়াড়দের পক্ষ থেকে অনেকেই বোর্ডের সঙ্গে যোগাযোগ করে অনুমতি চেয়েছে। কেউ যদি যেতে চায়, যেতে পারে', সাম্প্রতিক আন্দোলনে ক্রিকেটারদের যোগ দেওয়ার ব্যাপারে বোর্ডের অবস্থান পরিষ্কার করেছেন আই এইচ মল্লিক। ৪ তারিখ থেকে বিপিএলে টানা ম্যাচ থাকায় এখনো শাহবাগের জনস্রোতে যোগ দেওয়ার সুযোগ হয়নি ক্রিকেটারদের। আজও খেলা আছে। তাই মল্লিকের ধারণা, 'কাল যেহেতু খেলা নেই তাই হয়তো অনেকেই যাবে।' এদিকে বৃহস্পতিবার রাতেই শাহবাগে ছড়িয়ে পড়ে চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করতে আসছে জাতীয় ক্রিকেট দল। কিন্তু এর সত্যতা মেলেনি ক্রিকেট সংশ্লিষ্ট কোনো পর্যায়েই। তবে ক্রিকেটাররাও চান যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি হোক। নইলে শাহবাগে যাওয়ার জন্য বিসিবির অনুমতি চাইবেন কেন তাঁরা?
'খেলোয়াড়দের পক্ষ থেকে অনেকেই বোর্ডের সঙ্গে যোগাযোগ করে অনুমতি চেয়েছে। কেউ যদি যেতে চায়, যেতে পারে', সাম্প্রতিক আন্দোলনে ক্রিকেটারদের যোগ দেওয়ার ব্যাপারে বোর্ডের অবস্থান পরিষ্কার করেছেন আই এইচ মল্লিক। ৪ তারিখ থেকে বিপিএলে টানা ম্যাচ থাকায় এখনো শাহবাগের জনস্রোতে যোগ দেওয়ার সুযোগ হয়নি ক্রিকেটারদের। আজও খেলা আছে। তাই মল্লিকের ধারণা, 'কাল যেহেতু খেলা নেই তাই হয়তো অনেকেই যাবে।' এদিকে বৃহস্পতিবার রাতেই শাহবাগে ছড়িয়ে পড়ে চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করতে আসছে জাতীয় ক্রিকেট দল। কিন্তু এর সত্যতা মেলেনি ক্রিকেট সংশ্লিষ্ট কোনো পর্যায়েই। তবে ক্রিকেটাররাও চান যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি হোক। নইলে শাহবাগে যাওয়ার জন্য বিসিবির অনুমতি চাইবেন কেন তাঁরা?
Subscribe to:
Posts (Atom)