Saturday, February 9, 2013

হানিফকে বোতল নিক্ষেপ সাহারাকে 'না'

শাহবাগের মঞ্চে বক্তব্য দিতে গিয়ে তোপের মুখে পড়লেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের মুখপাত্র মাহাবুব-উল আলম হানিফ এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন।

হানিফকে লক্ষ্য করে গতকাল বোতল ছুড়ে মারেন বিক্ষোভকারীরা। আর সাহারা খাতুন ভাষণ দিতে গেলে 'না' বলে তাকে প্রত্যাখ্যান করেন তারা। বুধবার সন্ধ্যায় সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটে।

কাদের মোল্লার ফাঁসির দাবিতে আন্দোলনরতরা বলছেন, 'সরকারের আপসের কারণেই এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই তাদের এখানে কোনো বক্তৃতা দেওয়ার অধিকার নেই।' তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী এবং বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশের সুযোগ পান। বিকালে শাহবাগ মোড়ে যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভের কেন্দ্রস্থল মঞ্চে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। মুহুর্মুহু স্লোগানে তিনি কোনো কথা বলার সুযোগ পাননি। একপর্যায়ে স্লোগানের মধ্যেই কিছু বলার চেষ্টা করলে হানিফকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারা হয়। সঙ্গে আসা সহকারীরা তাকে ঘিরে ধরলে তিনি রক্ষা পান। প্রতিকূল পরিস্থিতিতে তখনই ওই এলাকা ত্যাগ করতে বাধ্য হন মাহবুব-উল আলম হানিফ।

হানিফের আগে মঞ্চে উঠে সংহতি প্রকাশ করে বক্তব্য দিতে গিয়েও পারেননি সাহারা খাতুন। তিনি দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরে ই-কমার্স মেলার উদ্বোধন করতে যান। সেই সুযোগে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দিতে চেয়েছিলেন। কিন্তু উপস্থিত জনতার মুহুর্মুহু 'না' 'না' ধ্বনিতে সুযোগ পাননি সাহারা। পরে তিনি জাদুঘরে নির্দিষ্ট অনুষ্ঠানে অংশ নিয়ে ভিন্ন পথে ফিরে যান। তবে যাওয়ার আগে সবাইকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এর আগে বুধবার সন্ধ্যায় সংসদ উপনেতা সাজেদা চৌধুরী সংহতি প্রকাশ করতে গেলে প্রতিবাদকারীদের মধ্য থেকে কেউ একজন তাকে উদ্দেশ করে বোতল ছুড়ে মারেন। পরে তিনি দ্রুত সমাবেশস্থল ত্যাগ করেন। তখন স্লোগান ওঠে 'আপসনামার রায়, মানি না মানব না', 'রাজাকারের দালালেরা হুঁশিয়ার সাবধান, মিষ্টি কথায় ভুলি না' ইত্যাদি।

এ প্রতিবাদ সমাবেশে অবশ্য সকালে আরও সংহতি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন, সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ। বুধবার শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সংহতি প্রকাশ করেন।

Friday, February 8, 2013

দর্শকদের গান লেখার সুযোগ

'ক্লোজআপ ওয়ান-তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২'-এ শুরু হতে যাচ্ছে মৌলিক গানের রাউন্ড। এই রাউন্ডে প্রতিযোগিতার শীর্ষ ১০ প্রতিযোগী গাইবে মৌলিক গান। এ উপলক্ষে দর্শকদের গান লিখে পাঠানোর আহ্বান জানিয়েছেন আয়োজকরা। দর্শকদের গান থেকেই সেরা ১০ গান নেওয়া হবে। গান পাঠানো যাবে ১৫ ফেব্রুয়ারির মধ্যে। ঠিকানা- পিও বঙ্ নম্বর ৪০৩৪ অথবা প্রযোজক, ক্লোজআপ ওয়ান, এনটিভি, বিএসইসি ভবন [৮তলা], ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫।

'যৈবতী কন্যার মন'-এ তিশা

প্রয়াত নাট্যকার সেলিম আল দীনের আলোচিত মঞ্চনাটক 'যৈবতী কন্যার মন' নিয়ে নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক। এরই মাঝে নাটকটি নির্মাণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শিল্পী নির্বাচনও চূড়ান্ত হয়েছে। নাটকের মূল চরিত্র কালিন্ধীর ভূমিকায় অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করবেন করবেন শহীদুজ্জামান সেলিম, নাজনীন হাসান চুমকি, নাসিম প্রমুখ। পাশাপাশি বেশ কয়েকজন মঞ্চকর্মীকেও অভিনয়ে সুযোগ দেওয়া হবে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে নবাবগঞ্জে নাটকটির শুটিং শুরু বলে জানা গেছে। ইলোরা লিলিথের টিভি নাট্যরূপে নাটকটি নির্মাণ করছেন পারভেজ আমিন। পরিচালক জানান, এসএটিভির জন্য নাটকটি নির্মাণ করা হচ্ছে।
পারভেজ আমিন বলেন 'আমি অনেক দিন ধরেই এ কাজটি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। খুব কঠিন একটি কাজ করতে যাচ্ছি। সবার সহযোগিতা আর ভালোবাসা নিয়ে একটি ভালো কাজ উপহার দিতে চাই'।
সেলিম আল দীনের 'যৈবতী কন্যার মন' নাটকটি মঞ্চে এনেছিল ঢাকা থিয়েটার। দীর্ঘদিন এ নাটকের কোনো শো হচ্ছে না। নাটকটি নির্দেশনা দিয়েছিলেন নাসির উদ্দীন ইউসুফ। মূল চরিত্রে অভিনয় করেছিলেন শমী কায়সার। 'যৈবতী কন্যার মন' নিয়ে নির্মাতা নার্গিস আক্তারের চলচ্চিত্র নির্মাণের কথা রয়েছে।

গণজাগরণ মঞ্চে মহাসমাবেশ আজ

আবদুল কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে আজ শুক্রবার মহাসমাবেশ ডাকা হয়েছে। বেলা তিনটায় মহাসমাবেশ শুরু হবে।
গতকাল বৃহস্পতিবার অবস্থান গণজাগরণ মঞ্চ (প্রতিবাদের মূলমঞ্চ) থেকে এ মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়।
এতে জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে না বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে রাজনৈতিক নেতারা এ আন্দোলনে সংহতি জানাতে পারবেন। যেসব রাজনৈতিক দল ও সংগঠন অংশ নেবে, তাদের ব্যানার নিয়ে না আসতে অনুরোধ জানানো হয়েছে।
তরুণ প্রজন্মের এ আন্দোলনে যাতে কেউ রাজনৈতিক রং লাগাতে না পারে, সে জন্য গতকাল বিকেলে আয়োজকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়। বৈঠকে ক্যাম্পাসে সক্রিয় বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।
গতকাল সন্ধ্যায় সমাবেশ থেকে দেওয়া ঘোষণায় বলা হয়, শুক্রবারের মহাসমাবেশে বক্তৃতা করবেন ব্লগার, যুব সংগঠনের নেতা, সংস্কৃতিকর্মী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। তবে কোনো প্রধান অতিথি বা প্রধান বক্তা থাকছেন না। মহাসমাবেশে যোগ দিতে দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যান্য শ্রেণী-পেশার মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
একাত্তরে মানবতা-বিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত মঙ্গলবার রায় দেন। এ রায় প্রত্যাখ্যান করে কাদের মোল্লার ফাঁসির দাবিতে ওই দিন বিকেলেই শাহবাগ মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি শুরু করে ব্লগার ও ফেসবুক অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক।
এ আন্দোলনের অন্যতম সমন্বয়কারী ব্লগার অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান সরকার  বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান চলবে।

ধর্ষণ অপরাধ নয় সারপ্রাইজ সেক্স: সানি


বিতর্কিত কানাডিয়ান পর্ণো তারকা সানি লিওন আবার খবরের শিরোনাম হলেন। বলা যায় এবার তিনি সমালোচকদের দিকে আরো সুক্ষ্ম তীর ছুড়লেন। সম্প্রতি তার টুইটার বার্তায় লিখেছেন ধর্ষণ মোটেও অপরাধ নয়, বরঞ্চ এটা একটা সারপ্রাইজড সেক্স।খবর টাইমস অফ ইন্ডিয়া’র।কানাডা থেকে বলিউডে অভিনয়ে আসা এই অভিনেত্রীকে নিয়ে শুরু থেকেই সমালোচকরা অন্য দৃষ্টিতে দেখতে শুরু করেছিলেন। কেউ কেউ আবার তার অবস্থান সম্পর্কে দৃঢ় মনোভাবীও ছিলেন। কিন্তু তার এই টুইট বার্তা তাকে কোন অবস্থানে নিয়ে যায় সে ব্যাপারে বলিউডে আলচনার ঝড় উঠেছে। সানি লিওন টুইট করার পর তার ভুল বুঝতে পেরে কিছুক্ষনের মধ্যেই মুছে ফেলেন কিন্তু ততক্ষনে দেরি হয়ে গেছে, কারন ততক্ষনে সেটা বহুসংখক রিটুইট হয়ে গেছে।

ডেটিং প্রবণতায় কমছে তরুণদের বিয়ের প্রতি আগ্রহ

একসঙ্গে বাস না করে  সম্পর্ক উপভোগ করার সুযোগ পাওয়ায় তরুণদের মধ্যে বিয়ের প্রবণতা কমছে।
মিসৌরি-কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় পরিচালিত এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।
গবেষণায় দেখা গেছে, বিয়ের বিকল্প হিসেবে তারা পুরোপুরি দাম্পত্য জুটির মত সপ্তাহে তিন বা তারো বেশি রাত একসঙ্গে কাটায়।
স¤প্রতি পরিচালিত যুক্তরাষ্ট্রের এক জরিপে দেখা গেছে, লোকজন এখন দেরীতে বিয়ে করছে। এর কারণ সম্পর্কে পরিস্কার ধারণা মেলে কলাম্বিয়ার ওই গবেষণা থেকে।
'ডিপর্টিমেন্ট অব হিউম্যান ডেভেলপমেন্ট এন্ড ফ্যামিলি স্টাডিজ' এর গবেষক টাইলের জেমিসন বলেছেন, "সামাজিক মূল্যবোধের নীতি এড়িয়ে বিয়ের উদ্দেশ্যে প্রাক-বৈবাহিক প্রেমের বদলে নিজের মত করে তারা রোমান্টিক সম্পর্কে জড়াচ্ছে।"
সম্পর্কে প্রতিশ্র"তিবদ্ধ এমন কলেজ পাস প্রাপ্ত বয়স্কদের মধ্যে সাক্ষাৎকারের মাধ্যমে এ গবেষণার জন্য তথ্য সংগ্রহ করা হয়েছে। এ তথ্য প্রকাশিত হয়েছে 'সোস্যাল এন্ড পার্সোনাল রিলেশনশিপস' নামক জার্নালে।

Thursday, February 7, 2013

ঢাকার বাইরেও বাড়ছে ফ্রিল্যান্সারদের সংখ্যা

অনলাইনে আয়ের ক্ষেত্রটি এখন আর কেবল ঢাকাকেন্দ্রিক নয়, ঢাকার বাইরেও বাড়ছে ফ্রিল্যান্সারদের সংখ্যা। সম্প্রতি অনলাইন মার্কেটপ্লেস ইল্যান্স কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ইল্যান্সে ঢাকার বাইরে সবচেয়ে বেশি চট্টগ্রাম, খুলনা, সিলেট ও জামালপুরের ফ্রিল্যান্সাররা কাজ করছেন। ঢাকা থেকে প্রায় ২০ হাজার, চট্টগ্রাম ও খুলনা থেকে প্রায় দুই হাজার ফ্রিল্যান্সার নিয়মিত ইল্যান্সে কাজ করছেন।
ইল্যান্স থেকে আমাদের দেশের ফ্রিল্যান্সাররা গড়ে প্রায় আট ডলার করে ঘণ্টাপ্রতি আয় করছেন। সবচেয়ে বেশি দরের কাজ হচ্ছে ম্যানেজমেন্ট ও ফাইন্যান্স, আইটি অ্যান্ড প্রোগ্রামিং।
ঢাকা শহর ছাড়াও বাংলাদেশে অনলাইন মার্কেটপ্লেস ইল্যান্সের সঙ্গে ফ্রিল্যান্সারদের আরও অংশগ্রহণ বাড়াতে কাজ করছে প্রতিষ্ঠানটি। ১ ফেব্রুয়ারি ফ্রিল্যান্সারদের উন্নয়নে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে দুই দিনের ফ্রিল্যান্স ক্যারিয়ার-বিষয়ক সেমিনার এবং একটি ইল্যান্স কর্মশালা। ফ্রিল্যান্সিং এবং অন্যান্য মুক্ত পেশা সম্পর্কে সঠিক ধারণা ও গাইডলাইন দিতে চট্টগ্রামে প্রথমবারের মতো ‘ফ্রিল্যান্স ক্যারিয়ার’-বিষয়ক সেমিনার আয়োজন করে ডেভসটিম ইনস্টিটিউট এবং চট্টগ্রামের মাইসিস ইনস্টিটিউট অব আইটি। সেমিনারে উপস্থিত ছিলেন প্রায় ৩৫০ জন।
ইল্যান্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান জানিয়েছেন, বাংলাদেশ থেকে অনেকেই এখন ইল্যান্সে সফল হচ্ছেন। অন্যান্য মার্কেটপ্লেস, যেখানে বাংলাদেশিরা প্রতি ঘণ্টায় গড়ে তিন থেকে চার ডলার আয় করছেন, সেখানে ইল্যান্সে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা প্রতি ঘণ্টায় গড়ে আট ডলার করে উপার্জন করতে পারছেন।
ঢাকার পরে চট্টগ্রামকে ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনার ক্ষেত্র উল্লেখ করে ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার বলেন, চট্টগ্রাম থেকে সফল কিছু ফ্রিল্যান্সার উঠে আসছেন এবং এই মুহূর্তে ইল্যান্সে বাংলাদেশের সেরা পাঁচটি শহরের মধ্যে চট্টগ্রাম অন্যতম।
সাইদুরের ভাষ্য, কাজ বেছে নেয়ার ক্ষেত্রে কাউকে অনুসরণ না করে বরং নিজের যে কাজটি ভালো লাগে, সেই কাজে দক্ষতা গড়ে তুললে বেশি সফলতা পাওয়া যায়।

ফ্রিজ ও ওয়াশিং মেশিনে ইন্টারনেট!

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং তৈরি করছে ইন্টারনেট ব্রাউজ করার সুবিধাযুক্ত ফ্রিজ ও ওয়াশিং মেশিন। শিগগিরই ইউরোপের বাজারে স্যামসাংয়ের নতুন এ পণ্যগুলো পাওয়া যাবে। খবর ‘টেলিগ্রাফ অনলাইন’-এর।
স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, স্যামসাং ব্র্যান্ডের টি৯০০০ মডেলের ফ্রিজের সঙ্গে থাকবে বিল্ট-ইন অ্যান্ড্রয়েড ট্যাবলেট। অর্থাত্ ট্যাবলেট কম্পিউটারের সুবিধা পাওয়া যাবে ফ্রিজে। এ ফ্রিজ ব্যবহারকারী ইন্টারনেট থেকে রেসিপি দেখতে পারবেন, অনলাইনে কেনাকাটা করতে পারবেন এবং ফ্রিজের সঙ্গে থাকা ক্যামেরার মাধ্যমে চাইলে বাড়ির সদস্যদের ওপর নজর রাখতেও পারবেন।
স্যামসাংয়ের ১২ কেজি ওজনের ওয়াশিং মেশিনটিও স্মার্ট। স্মার্টফোনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে দূর থেকেই এ মেশিনকে নির্দেশ দেওয়া যাবে।
স্যামসাংয়ের ডিজিটাল অ্যাপ্লায়েন্সেস বিপণন বিভাগের প্রধান রাসেল ওয়েন্স স্যামসাংয়ের নতুন এ পণ্যগুলো চলতি বছরেই ইউরোপের বাজারে আনার ঘোষণা দিয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে লাসভেগাসে অনুষ্ঠিত সিইএস মেলায় টি৯০০০ মডেলের ফ্রিজ দেখিয়েছিল স্যামসাং। অ্যান্ড্রয়েড ট্যাবলেটযুক্ত ফ্রিজ ও ইন্টারনেট সুবিধার ওয়াশিং মেশিনের দাম-সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি স্যামসাং।

অ্যাপলঅ্যাপ চার হাজার কোটি ডাউনলোড

অ্যাপল কম্পিউটারের অনলাইন দোকান অ্যাপ স্টোর থেকে অ্যাপস নামানোর (ডাউনলোড) সংখ্যা চার হাজার কোটি ছাড়িয়েছে। ২০০৮ সালে অ্যাপলের অ্যাপ নামানোর এ স্টোর চালু হয়। গত বছরেই অ্যাপ নামানোর সংখ্যা দুই হাজার কোটি ছাড়িয়েছিল। এর মধ্যে শুধু ডিসেম্বর মাসেই ২০০ কোটির বেশি অ্যাপস নামানো হয়েছে। সম্প্রতি অ্যাপল এ তথ্য প্রকাশ করে। তথ্য অনুযায়ী, বর্তমানে অ্যাপস স্টোরে ৫০ কোটি সক্রিয় অ্যাকাউন্ট রয়েছে। এ ছাড়া অ্যাপ্লিকেশনের সংখ্যা প্রায় সাত লাখ ৭৫ হাজার।
অ্যাপস ডাউনলোড বাড়ার পাশাপাশি লাভবান হচ্ছেন অ্যাপস নির্মাতারা।গত চার বছরে শুধু অ্যাপস তৈরি করে ডেভেলপাররা আয় করেছেন ৭০০ কোটি ডলার।অ্যাপলের অপারেটিং সিস্টেমের পাশাপাশি বর্তমানে জনপ্রিয় আরেকটি অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড। গত বছরের মাঝামাঝি অ্যান্ড্রয়েডের প্লে স্টোর থেকে দুই হাজার ৫০০ কোটি অ্যাপস ডাউনলোড হয়েছে।
অ্যাপস ডাউনলোডের এমন সংখ্যায় আশাবাদী হয়ে উঠেছেন অ্যাপস নির্মাতারা। আর শুধু অ্যাপস বানানোর অনেস প্রতিষ্ঠান গড়ে উঠেছে বিশ্ব জুড়ে।এ অবস্থাকে অ্যাপস নির্মাতাদের জন্য দারুণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এর ফলে দারুণ সব অ্যাপস যেমন তৈরি হবে, তেমনি নির্মাতারাও লাভবান হবেন।

ব্যাটসম্যান ওয়াটসনই যথেষ্ট!

পেস বোলিং অলরাউন্ডার-খরার এই যুগে ছিলেন অমূল্য এক রত্ন। কিন্তু নিজের শরীরের সঙ্গে পেরে না ওঠায় নিজেই আপাতত বিসর্জন দিয়েছেন অলরাউন্ডার সত্তা। তবে রত্নের মূল্য তাতে খুব একটা কমছে না। ক্যারিয়ারের নতুন অধ্যায়ের প্রথম দিনেই শেন ওয়াটসন বুঝিয়ে দিলেন, শুধু ব্যাটসম্যান ওয়াটসনও অমূল্য এক সম্পদ। সাত মাস পর ওয়ানডে খেলতে নেমেই দুর্দান্ত এক সেঞ্চুরি। ৩৯ রানে জিতে অস্ট্রেলিয়া সিরিজ জিতে গেল দুই ম্যাচ বাকি থাকতেই।
এমনিতে ওয়াটসনের সেঞ্চুরি যেমন হয়, পেশিশক্তির সেই প্রদর্শনী ছিল না কাল। নিখুঁত টাইমিংয়ে ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে নেওয়া দারুণ সব বাউন্ডারি ছিল ইনিংসের অলংকার। মানুকা ওভালের ব্যাটিং-স্বর্গে ওয়াটসন-ফিঞ্চের উদ্বোধনী জুটি গড়ে দেয় বড় ইনিংসের ভিত্তি। ৯৩ বলে ৮৯ রানের জুটি, গত মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ওয়ার্নার-ওয়াটসনের ১১৮ রানের পর ওপেনিংয়ে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ। দ্বিতীয় উইকেটে ওয়াটসন ও হিউজের জুটিতে এসেছে ১১০ বলে ১১২। ওয়াটসনের পঞ্চাশে ছিল সাত চার, ১০২ বলে ছোঁয়া সেঞ্চুরিতে ১১টি চার। সেঞ্চুরির পর অবশ্য একটু শক্তির প্রদর্শনী ছিল, পরের ৮ বলে ২ ছক্কা, ১ চারে করেছেন ২২!
হিউজকে শুরুতে একটু অপ্রতিভ মনে হচ্ছিল। তবে উইকেটে একটু থিতু হওয়ার পর চাবুকের মতো খেলেছেন একের পর এক কাট শট। প্রথম ৩২ বলে করেছিলেন ১০, পরের ৬১ বলে ৭৬। সেঞ্চুরিটা প্রাপ্য ছিল, কিন্তু তা পাননি স্যামির স্লোয়ারে কট বিহাইন্ড হয়ে। কাইরন পোলার্ডের অসাধারণ তিনটি ক্যাচে শেষ দিকে উইকেট পড়েছে নিয়মিত। জর্জ বেইলির ২২ বলে ৪৪ রানে তবু শেষ ১০ ওভারে ৮৯ তুলেছে অস্ট্রেলিয়া। যেটির ফল রাজধানী শহরের মাঠে প্রথম তিন শ ছাড়ানো স্কোর।
চোট পেয়ে ফিল্ডিংয়ে শেষ দিকে মাঠে না থাকায় ওপেন করতে পারেননি ক্রিস গেইল। কাইরান পাওয়েল ও ডেভন টমাসের উদ্বোধনী জুটি অবশ্য ৫২ বলে ৫৪ রান তুলে ভালো একটা সূচনাই এনে দিয়েছিল। এরপর দুই ব্রাভোর দারুণ এক জুটি জয়ের স্বপ্ন দেখাচ্ছিল ক্যারিবিয়ানদের। ডোয়াইন ব্রাভোকে ফিরিয়ে ১১০ বলে ১১৪ রানের জুটি ভাঙেন স্টার্ক। এরপর বিস্ফোরক সব ব্যাটসম্যান থাকলেও সুবিধা করতে পারেননি কেউই। এক ওভারেই ড্যারেন ব্রাভো ও ক্রিস গেইলকে বোল্ড করেছেন ফকনার, পরে স্যামি-নারাইনকেও বোল্ড করে তৃতীয় ওয়ানডেতেই পেয়েছেন ৪ উইকেট। ২৪তম জন্মদিনে ছোটো ব্রাভো ছুঁয়েছেন ক্যারিয়ার-সেরা ইনিংস (৮৬)। আন্দ্রে রাসেলের ৩১ বলে ৪৩ শুধু ব্যবধানই কমাতে পেরেছে। সিরিজের চতুর্থ ম্যাচ হবে কাল সিডনিতে।