Friday, August 26, 2011

সমকামী শিল্পা

অভিনয়ের স্বার্থে সব অভিনেতা-অভিনেত্রীকে নানা রূপে দর্শকদের সামনে আসতে হয়, তেমনি মুক্তি প্রতীক্ষায় থাকা 'দ্য ডিজায়ার এ জার্নি অব এ ওমেন' ছবিতে একজন সমকামীর চরিত্রে অভিনয় করেছেন বলিউড সুপারস্টার শিল্পা শেঠী। সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পা জানান, সিনেমার গল্পের স্বার্থেই আমাকে এরকম দৃশ্যে অভিনয় করতে হয়েছে। অভিনয়ের খাতিরে কিংবা চরিত্রের সঙ্গে পুরোপুরি মিশে যাওয়ার স্বার্থে যে কোনো চরিত্রে অভিনয় করতে তিনি কখনোই কুণ্ঠাবোধ করেননি এবং ভবিষ্যতেও করবেন না। দ্য ডিজায়ার সিনেমায় শিল্পার বিপরীতে অভিনয় করেছেন চীনা অভিনেতা জিয়া ইউ। ছবিতে শিল্পা অভিনয় করছেন 'গৌতমি' নামের ১৭ বছরের তরুণীর চরিত্রে।

বাংলা শিখছেন রনবীর

কিংবদন্তি গায়ক ও অভিনেতা কিশোর কুমারের আত্মজীবনীমূলক ছবিতে নামভূমিকায় অভিনয় করবেন রনবীর কাপুর। অভিনয়ের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যেই বাংলা শিখতে শুরু করেছেন। যদিও ছবিটি হিন্দি ভাষায়ই তৈরি হবে, কিন্তু কিশোর কুমার হিন্দি এবং বাংলা মিশিয়ে কথা বলতে অভ্যস্ত ছিলেন। পরিচালক অনুরাগ বাসু কিশোরের চরিত্রের এই দিকটিও তার ছবিতে ফুটিয়ে তুলতে চান। আর তাই রনবীরকে বাংলা শেখার পরামর্শ দিয়েছেন তিনি।
জানা গেছে, পরিচালকের পরামর্শে বাংলা শেখার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন রনবীর। সম্প্রতি কলকাতায় 'বরফি' ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। ছবির সেটে মাঝে মাঝেই তিনি বাংলা বলার চেষ্টা করেছেন। শুধু তা-ই নয়, বাংলা ভাষা ভালোভাবে রপ্ত করার জন্য একজন বাংলার শিক্ষক রাখারও সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Thursday, August 25, 2011

দেখলাম, কিছু মানুষ কাঁদছে!

খেলোয়াড় হিসেবে অনেকবারই জিম্বাবুয়েতে গেছেন। নির্বাচক হিসেবে দলের অভিভাবকদের একজন হয়ে গেলেন এই প্রথম। এবারের জিম্বাবুয়ে সফরের অন্য রকম অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন সাবেক অধিনায়ক ও বর্তমানে নির্বাচক হাবিবুল বাশার
 খেলোয়াড়ি জীবনে অনেকবারই জিম্বাবুয়ে সফর করেছেন। নির্বাচক হিসেবে দলের সঙ্গে গেলেন এই প্রথম। অভিজ্ঞতাটা কেমন?
হাবিবুল বাশার: সম্পূর্ণ অন্য রকম অভিজ্ঞতা, একদমই আলাদা। ফলাফল ভালো হলে আরেকটু উপভোগ করতাম। তবে আমার যে অংশটা ছিল, সেটা ঠিকভাবে করার চেষ্টা করেছি।
 আগের সফরগুলোর সঙ্গে এই সফরের মূল পার্থক্যটা কোথায় দেখলেন?
হাবিবুল: সত্যি বলতে কি, খেলোয়াড়দের আপনি যত ঘনিষ্ঠই হন, নির্বাচক হলে সম্পর্কটা একটু হলেও অন্য রকম হয়ে যায়। আগে খেলোয়াড়দের সঙ্গে যেভাবে সময় কাটিয়েছি, নির্বাচক হওয়ার পর তো আর সেভাবে কাটানো যায় না। নির্বাচক যখন হয়ে গেছি, ভূমিকা তো বদলাবেই।
 জিম্বাবুয়ের কাছে সিরিজ হারার মূল কারণ কী মনে হয়েছে?
হাবিবুল: জিম্বাবুয়ে খুব ভালো প্রস্তুতি নিয়ে নেমেছিল। খুব ভালো পরিকল্পনাও ছিল ওদের। আমাদের এই দলটার জিম্বাবুয়ের বিপক্ষে হারার অভিজ্ঞতা তেমন নেই। সম্ভবত একটু হলেও আমরা অতি আত্মবিশ্বাসী ছিলাম...জিম্বাবুয়ের বিপক্ষে যেটা হয় আরকি! কিছু বোঝার আগেই তাই ম্যাচ হেরে গেছি। যখন বুঝতে পেরেছি, তখন অনেক দেরি হয়ে গেছে।
 প্রস্তুতির ঘাটতির কথাও বলা হচ্ছে। কোনটাকে বড় কারণ বলবেন—স্বল্প প্রস্তুতি, নাকি আত্মতৃপ্তিতে ভোগা?
হাবিবুল: প্রস্তুতির একটা ব্যাপার তো ছিলই। তবে আমরা বোধ হয় চিন্তাই করিনি যে জিম্বাবুয়ে আমাদের এভাবে হারাতে পারে। একটু হলেও ওদের হালকাভাবে নিয়েছিলাম, যেন ওদের বিপক্ষে খেললেই জিতে যাব। প্র্যাকটিস ম্যাচে হারের পরও একই রকম মনোভাব ছিল। আসলে জিম্বাবুয়ের বিপক্ষে এই দলটা এ রকম অভিজ্ঞতার মধ্য দিয়েই এসেছে। এক আশরাফুল ছাড়া বোধ হয় কারোই জিম্বাবুয়ের বিপক্ষে এভাবে হারার অভিজ্ঞতা নেই।
 সিরিজ হারে তাহলে বাংলাদেশ দলের ব্যর্থতাই বড়, নাকি জিম্বাবুয়ে দল হিসেবে বেশি ভালো খেলেছে?
হাবিবুল: দুটোই। দল হিসেবে জিম্বাবুয়ে খুবই ভালো খেলেছে। ২০০৪ থেকে ২০১১—এই সাত বছরে ওদের এত গোছানো ক্রিকেট খেলতে দেখিনি আমি। জয়ের আকাঙ্ক্ষাও আমাদের চেয়ে ওদের অনেক বেশি ছিল। একই সঙ্গে আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনি।
 মাঠের বাইরে দলের মধ্যে কিছু সমস্যা ছিল বলে শোনা যাচ্ছে। আপনার পর্যবেক্ষণ কী?
হাবিবুল: হারলে এ রকম আলোচনা ওঠে। বিশেষ করে, যে সিরিজে জেতার প্রত্যাশা বেশি থাকে, সেটা হারলে এ রকম হবেই। শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, সব দলের ক্ষেত্রেই হয়। তবে যতটুকু দেখেছি, আমার চোখে এমন কিছু পড়েনি।
 ছয় বছর পর জিম্বাবুয়ে টেস্টে ফিরল। এ নিয়ে সেখানকার মানুষের মধ্যে কেমন উ ৎ সাহ দেখলেন?
হাবিবুল: এর আগেও বার চারেক জিম্বাবুয়েতে গিয়েছি। ক্রিকেট নিয়ে এত আকর্ষণ, মিডিয়াতে এত কাভারেজ কখনো দেখিনি। সিরিজ জেতার পর একটা পত্রিকার পুরো পাতাই ছিল জিম্বাবুয়ে সিরিজ নিয়ে। জিম্বাবুয়ের জন্য এটা অন্য রকম। প্রতিটা ম্যাচ খুব ভালো কাভারেজ পেয়েছে মিডিয়ায়। তৃতীয় ওয়ানডেটা আমি প্রেসিডেন্ট বক্সে বসে দেখছিলাম। জিম্বাবুয়ে জেতার পর দেখলাম, কিছু মানুষ কাঁদছে!
 পরশু রাতে দেশে ফিরে তো ঠিক উল্টো দৃশ্য দেখতে হলো! বিমানবন্দরে ঝাড়ু মিছিল করল একদল তরুণ...
হাবিবুল: বিমানবন্দর থেকে অন্য দিক দিয়ে বের হওয়ায় এটা আমার চোখে পড়েনি। পরে টেলিভিশনের খবরে দেখেছি। এ ব্যাপারে বলার কিছু নেই। এখানে কিছু বলাটাই শোভনীয় মনে হচ্ছে না। খারাপ খেললে আপনি অবশ্যই সমালোচনা করবেন। কিন্তু যেভাবে তারা এটা করেছে, এ ব্যাপারে আসলে কিছু বলার নেই।

ঝিনাইদহে অপহরণের পর এসআইকে হত্যা


মঙ্গলবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিরাজুল ইসলাম মোহনকে (৪৩) অপহরণের পর শ্বাসরোধে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে। একই রাতে মহেশপুর উপজেলার জিন্নাহনগর গ্রামের নিজবাড়ির পাশেই শিউলী খাতুন নামে এক প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষিকাকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ঈদকে সামনে রেখে চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়ে গেছে। এক সপ্তাহে চার খুনের ঘটনা ঘটেছে।

পুলিশ সুপার রেজাউল করিম পিপিএম (সেবা) জানান, এসআই মিরাজুল ইসলাম (ব্যাচ নম্বর-২৫) মঙ্গলবার সকালে ঝিনাইদহ থানার দুটি মামলার বাদী ও সাক্ষীদের ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করানোর জন্য বের হন। কাজ শেষে রাত সাড়ে ৯টার দিকে ডাকবাংলা ক্যাম্পের উদ্দেশে রওনা দেন। পথে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের কাছে পেঁৗছলে সেখানে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা মিরাজুল ইসলামকে অপহরণ করে। অপহরণস্থল থেকে রাতেই পুলিশ তার ব্যবহৃত মোটরসাইকেলটি শহরের ফায়ার সার্ভিসের সামনে থেকে উদ্ধার করে। এরপর মিরাজুল ইসলামকে খোঁজাখুঁজি করা হয়, কিন্তু পাওয়া যায়নি। সকাল ৯টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ভেটেরিনারি কলেজের পূর্বপাশে প্রতাপপুরে একটি ডোবার ধারে কলা গাছের রশি ও গামছা দিয়ে বাঁধা অবস্থায় তার লাশ এলাকাবাসী দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তবে তার কাছে থাকা ওয়াকিটকি, দুটি মোবাইল ফোনসেট, একটি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি নিয়ে গেছে সন্ত্রাসীরা। পুলিশ ধারণা করছে, মিরাজকে হাত-পা বেঁধে পানিতে ডুবিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়েছে।
নিহত মিরাজুল ইসলাম কুষ্টিয়ার খোকসা উপজেলার শেখপাড়া বিহারিয়া গ্রামের মৃত আজহার আলীর ছেলে। খবর পেয়ে জেলা প্রশাসক রমা রানী রায় ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ সরকারি কর্মকর্তারা হাসপাতাল মর্গে তাকে দেখতে ছুটে যান।
অন্যদিকে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে জিন্নাহনগর গ্রামের বিশারত আলীর মেয়ে ও জিন্নাহনগর প্রি-ক্যাডেটের সহকারী শিক্ষিকা শিউলী খাতুন বাড়ির পাশের একটি টিউবওয়েল থেকে পানি আতে যান। এ সময় সন্ত্রাসীরা তার পেছন দিক থেকে কুপিয় হত্যা করে ফেলে রেখে যায়। এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

বলিউডে পেনেলোপে!

যশরাজ ফিল্মসের সিনেমা 'ধুম থ্রি'তে অভিনয় করার জন্য পাগল হয়ে আছে বলিউডের অভিনেত্রীরা। কিন্তু সবাইকে হতাশ করে ছবিতে হলিউডের অভিনেত্রী নিতে চাচ্ছেন প্রযোজক-পরিচালক। আমিরের বিপরীতে অভিনয় করার জন্য প্রাথমিকভাবে 'সাহারা'খ্যাত হলিউড অভিনেত্রী পেনেলোপে ক্রুজ-এর কথা চিন্তা করছেন পরিচালক। তার সঙ্গে নিয়মিত কথাবার্তাও বলছেন নির্মাতা। পেনেলোপে ছাড়াও নাটালি পোর্টম্যান এবং ইভা লঙ্গোরিয়ার মতো নামকরা অভিনেত্রীরাও রয়েছেন নির্মাতাদের পছন্দের তালিকায়। অবস্থা দেখে মনে হচ্ছে, আন্তর্জাতিকভাবে বিখ্যাত করে তুলতে যে কোনো কিছু করতে প্রস্তুত যশরাজ ফিল্মস। এদিকে 'ধুম থ্রি' ছবির স্ক্রিপ্ট পড়ে যারপরনাই মুগ্ধ আমির খান। তিনি বলেছেন, গল্পটি খুবই আকর্ষণীয়। আন্তর্জাতিকভাবে খ্যাতি পাওয়ার সব যোগ্যতাই ছবিটির মধ্যে রয়েছে।


অল্পের জন্য বেঁচে গেলেন কেট


অল্পের জন্য বেঁচে গেলেন অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। দিন কয়েক আগে প্রেমিককে নিয়ে তিনি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ঘুরতে গিয়েছিলেন। সেখানে ব্রিটিশ শিল্পপতি রিচার্ড ব্র্যানসনের বাংলোয় ওঠেন এই জুটি। ভোর চারটার দিকের ঘটনা। সবাই তখন ঘুমে। নেকার দ্বীপের ওপর দিয়ে তখন ঘণ্টায় ৯০ মাইল বেগে ঝড় বয়ে যাচ্ছে। সঙ্গে বজ্রপাতও। হঠাৎ ওই বাড়িটির ওপরই বজ্রপাত হলো। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। অবশ্য বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই উইন্সলেট তার প্রেমিককে নিয়ে বাড়িটি থেকে বের হতে সক্ষম হন। তখন ওই বাড়িতে কম করে হলেও ২০ জন মানুষ ছিলেন। বজ্রপাতে বাড়িটির অধিকাংশই পুড়ে গেছে। নষ্ট হয়ে গেছে বহু আসবাবপত্র। তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। গত সোমবার রিচার্ড ব্র্যানসনের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।


বাংলাদেশিদের মাঝে রানী

মঙ্গলবার নিউইয়র্কের টাইমস স্কোয়ারে রানী মুখার্জির সঙ্গে সাক্ষাৎ ঘটে নতুন প্রজন্মের কয়েকজন বাংলাদেশির। মুহূর্তে সবাইকে আপন করে নেন বলিউডের এই অভিনেত্রী। তাদের সঙ্গে প্রাণ খুলে বাংলা ভাষায় কথা বলেন তিনি। তরুণ তরুণীদের মুখে তার অভিনয়ের প্রশংসা শুনে অভিভূত হন রানী। ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশের। রানী বলেন, নিউইয়র্কের মতো শহরে মাতৃভাষায় কথা বলার লোক পেয়ে খুব ভালো লাগলো।

Wednesday, August 24, 2011

প্রাইভেসি সেটিং এর পরিবর্তন সহ নতুন ফিচার নিয়ে আসছে ফেইসবুক

দীর্ঘদিন সোসাল নেটওয়ার্কিং জগতে রাজত্ব করার পর এই প্রথম বড়সড় ধাক্কা খেয়েছে ফেইসবুক কেননা এবার তাকে প্রতিদ্বন্দীতা করতে হচ্ছে ওয়েব জগতের জায়ান্ট গুগল ইন করপোরেশনের নতুন সামাজিক যোগাযোগ প্লাটফরম গুগল প্লাস এর সাথে। গুগল মাত্র ২ সপ্তাহেই ১০ মিলিয়ন ইউজার বাগিয়ে নিয়ে প্রমান করেছে তারা আলাদা। বিশেষ করে প্রাইভেসি সেটিং এর ব্যাপারে গুগল সার্কেল এগিয়ে আছে ফেইসবুকের সাধারন প্রাইভেসি সেটিং থেকে। এছাড়া ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া, স্ক্যাম, ছবি ট্যাগ করা এবং দূর্বোধ্য প্রাইভেসি সেটিং নিয়ে অনেকেই অসন্তুষ্ট ছিলেন। এবার তাই ফেসবুকে নতুন কিছু যোগ করার ঘোষনা দিয়েছেন মার্ক জুকারবার্গ।
কি কি আসছেঃ
# নতুন প্রাইভেসি সেটিং-
*এর আওতায় থাকবে বিশেষ একটি ড্রপ ডাউন মেনু। প্রতিটি পোস্ট (টেক্সট অথবা ছবি বা লিঙ্ক) এর সাথেই এই বাটন টি যুক্ত থাকবে যার মাধ্যমে নির্দিষ্ট করে দেয়া যাবে এই পোস্ট টি কারা কারা দেখতে পারবে আর কারা দেখবে না। এমনকি পোস্ট শেয়ার হয়ে যাবার পরেও এই সেটিং পরিবর্তন করা যাবে। বর্তমান “everyone” টার্মটির বদলে “public” টার্মটি প্রচলিত হবে।
* স্পেশাল বাটন যার মাধ্যমে আপনার প্রোফাইলটি অন্য কেউ কিভাবে দেখছে সেটি দেখতে পাবেন। যেমন আপনার গার্লফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড বা অফিসের বস কিংবা আত্নীয় আপনার প্রোফাইলে কোন কোন অংশ দেখতে পারছে সেটি নিজেই এই বাটনের সাহায্যে দেখে নিতে পারবেন।
*ডি-ট্যাগিং এবং রিমুভ রিকোয়েস্ট- আপনাকে কোন পোস্টে ট্যাগ করে হলে আপনি তা রিমুভ করতে পারবেন এছাড়াও কোন নির্দিষ্ট ছবি বা টেক্সট বা লিঙ্ক রিমুভ করে দেয়ার জন্য আপনি পোস্টদাতা কে রিকোয়েস্ট করতে পারবেন।
* পরিবর্তিত ট্যাগিং সিস্টেম- এখন যেমন শুধুমাত্র আপনার ফ্রেন্ডলিস্ট এ থাকা ফেইসবুক উইজার কে কোন ছবিতে ট্যাগ করতে পারেন, নতুন ফিচার আসার পর যেকোন ফেইসবুক ইউজারকেই আপনি ট্যাগ করতে পারবেন। তবে ট্যাগ করার পর যাকে ট্যাগ করেছেন তার কাছে একটি রিকোয়েস্ট যাবে, তিনি অ্যাপ্রুভ করলেই ট্যাগ সম্পূর্ন হবে। এছাড়াও আপনি নির্দিষ্ট করে দিতে পারবেন কারা আপনাকে ট্যাগ করতে পারবে আর কারা পারবে না।
*লোকেশন– ফেইসবুক ঘোষনা দিয়েছে ইউজার এর কাছ থেকে আর বেশী তথ্য সংগ্রহ করার। তার সূত্র ধরেই ফেইসবুক আপনার লোকেশন ট্যাক করবে। এবং কোন পোস্ট এর সাথে আপনি কোথা থেকে এই পোস্ট করেছেন সেটা শেয়ার করা যাবে। এছাড়া বিভিন্ন ছবিতে আপনি ছবির স্থানের নাম ফেইসবুক লোকেশন থেকে ট্যাগ করতে পারবেন।
এই ফিচারগুলো সম্ভবত আগামীকাল বৃহস্পতিবারেই উন্মুক্ত হবে। এমনটিই জানিয়েছেন ফেইসবুকের ভাইস প্রেসিডেন্ট অফ প্রোডাক্ট ক্রিস কক্স।
উল্লেখ্য এই ফিচারগুলো বেশির ভাগই গুগল প্লাসে আছে। ব্যাপারটি কপি পেস্ট হল কিনা না দেখে বলা যাচ্ছে না এখনো

Friday, August 19, 2011

ঈদ আড্ডা 'পাত্র চাই'

একে তো সুন্দরী, তার ওপর তারকা পাত্রী। ফলে তাদের বিয়ে করার জন্য রীতিমতো ওঁৎ পেতে রয়েছেন অনেকেই। কিন্তু ওঁৎ পেতে থাকলেই তো চলবে না। এমন সুন্দরী পাত্রী জীবনসঙ্গী হিসেবে পেতে আগে জানা চাই পাত্রীর মতামত। তাদের ভালোলাগা-মন্দলাগার ওপর নির্ভর করছে পাত্রের ভবিষ্যৎ। পাত্রদের সেই বার্তা পৌছে দিতে সমপ্রতি ব্যচেলর তারকাদের নিয়ে নির্মাণ হলো ঈদ অনুষ্ঠান 'পাত্র চাই'। নওশীন নাহরিন ও তামিম হাসানের যৌথ উপস্থাপনায় নিজেদের স্বপ্নপুরুষের বর্ণনা দিয়েছেন বিন্দু, মোনালিসা ও শখ। ইসরাফিল শাহীনের প্রযোজনায় তারকাদের এই ঈদ আড্ডাটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন একুশে টিভিতে।
'পাত্র চাই' তারকাদের পাত্র খোঁজার জন্য কোনো বিশেষ অনুষ্ঠান নয়। বরং এই অনুষ্ঠানের মাধ্যমে তারকারা তাদের স্বপ্নপুরুষের বর্ণনা দিয়েছেন। জানিয়েছেন ঠিক কেমন পাত্র তারা জীবনসঙ্গী হিসেবে পেতে চান। 'পাত্র চাই' সম্পর্কে জানাতে গিয়ে এমনটাই বললেন ইসরাফিল শাহীন।

বাংলায় 'স্লামডগ মিলিয়নিয়ার'

বাংলা ভাষায় ডাবিংকৃত ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে অস্কারজয়ী চলচ্চিত্র 'স্লামডগ মিলেনিয়ার'। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন চিত্রপরিচালক ডেনি বয়েল। এতে অভিনয় করেছেন দেব পায়েল, ফ্রিদা পিন্টু, অনিল কাপুর, ইরফান খান, সৌরভ শুক্লা প্রমুখ।
চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদুল ফিতরের দ্বিতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিটে। এ চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। যার জন্য তিনি অর্জন করেছেন বিশ্ব চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার। ২০০৮ সালে নির্মিত চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র, সেরা পরিচালকসহ মোট সাতটি ক্যাটাগরিতে অস্কার অর্জন করে। ছবির কাহিনীকার সিমন বিউফয়। বিকাশ স্বরূপ-এর উপন্যাস 'ও অ্যান্ড এ' অবলম্বনে ফিল্ম ফোর-এর ব্যানারে যুক্তরাজ্যের সিলাডর চলচ্চিত্র সংস্থার সহযোগিতায় নির্মিত হয় চলচ্চিত্রটি।