Friday, August 5, 2011

১ গিগাহার্জ প্রসেসরের ফোন

সম্প্রতি মোবাইল জায়ান্ট নকিয়া নতুন একটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। সিমবিয়ান অপারেটিং সিস্টেমচালিত নতুন এ স্মার্টফোনটিতে রয়েছে ১ গিগাহার্জ প্রসেসর। এ স্মার্টফোনটির নাম দেয়া হয়েছে নকিয়া-৫০০। এটি সিমবিয়ান অপারেটিং সিস্টেমের সাম্প্রতিক সংস্করণ 'অ্যানা'নির্ভর স্মার্টফোন। নকিয়া-৫০০ স্মার্টফোনটিই নকিয়ার প্রথম ১ গিগাহার্জ প্রসেসরের ফোন। এ ফোনটিতে রয়েছে ৩.২ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে এবং ৫ মেগাপিস্কেল ক্যামেরাসহ অন্যান্য সুবিধা।

ছবি দেখে তথ্য দেবে সফটওয়্যার

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিকশিত হচ্ছে প্রযুক্তি। এর ধারাবাহিকতায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা এমন একটি সফটওয়্যার তৈরি করেছেন যা দিয়ে কোনো ব্যক্তির মুখের ছবি দেখেই তার পুরো তথ্য জানিয়ে দিতে পারে। আর এ সফটওয়্যারটি তৈরি হওয়ার পরই তা কিনে নিয়েছে সার্চ জায়ান্ট গুগল কর্তৃপক্ষ। এ সফটওয়্যারটি তৈরি করেছেন কার্নেগি মেলন ইউনিভার্সিটির গবেষকরা। গবেষক আলেহান্দ্রো অ্যাকুয়িস্টি জানিয়েছেন, কোনো ব্যক্তির বিষয়ে তথ্য পেতে তার ছবিটি কম্পিউটারের ক্যামেরার সামনে ধরলেই তার বিষয়ে অনলাইনে সব তথ্যই পাওয়া যাবে। সে তথ্য ঘেঁটে যে কোনো কিছু হ্যাকও করে ফেলা সম্ভব। তাই অনলাইনে ব্যক্তিগত তথ্য কঠোর নিরাপত্তার মধ্যে রাখা খুবই কঠিন। গবেষণার ফল প্রকাশিত হয়েছে 'নিউ সায়েন্টিস্ট' সাময়িকীতে। লাস ভেগাসে অনুষ্ঠিতব্য ব্ল্যাক হ্যাট সিকিউরিটি কনফারেন্সে এ সফটওয়্যারটির বিষয়ে জানানো হবে।

শিক্ষক-শিক্ষার্থীর ফেসবুক বন্ধুত্ব বেআইনি!

যুক্তরাষ্ট্রের মিসৌরীতে নতুন একটি আইন চালু হয়েছে। এ আইন মোতাবেক শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে ফেসবুকে বন্ধুত্ব বেআইনি। কেবল ফেসবুকই নয়, কোনো ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেই তারা যোগাযোগ রাখতে পারবেন না। শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে স্পষ্ট ব্যবধান থাকার বিষয়টিকে গুরুত্ব দিতেই এ আইনটি জারি করা হয়েছে। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, শিক্ষক বা কোনো শিক্ষার্থী সরাসরি বা গোপনে কোনো সম্পর্কে জড়িয়ে পড়ছে কিনা সেটি দেখবে পুলিশ। পুলিশের কড়া নজরদারির মধ্যে থাকবে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক। শিক্ষক-শিক্ষার্থীর যোগাযোগ যদিও শিক্ষা ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারে, তারপরও কোনো অপ্রীতিকর ঘটনার ঝুঁকি নিতে কর্তৃপক্ষ রাজি নন। নতুন এ আইন অনুসারে, শিক্ষক কিংবা ছাত্র একে অন্যের ফেসবুক বন্ধু হতে পারবে না। শিক্ষক বিশেষ অনুমতি ছাড়া তার পেশার সঙ্গে সম্পর্কিত ওয়েবসাইট বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তৈরি করতে পারবে না এবং এর মাধ্যমে বর্তমান বা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সঙ্গে যোগাযোগও করতে পারবে না। শিক্ষকদের হাতে শিক্ষার্থীদের যৌন হয়রানি থেকে রক্ষা করার জন্যই এ আইনটি প্রণয়ন করা হয়েছে।

বন্ধ হচ্ছে টুইটারের পুরনো সাইট

মাইক্রোব্লগিং জায়ান্ট টুইটার কর্তৃপক্ষ সম্প্রতি সাইটটির পুরনো সংস্করণ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। যারা টুইটারের পুরনো হোমপেজ ব্যবহার করেন তাদের গুলো নতুন হোমপেজে স্থানান্তর করবে তারা। গত বছর টুইটারের হোমপেজ নতুন করে ডিজাইন করা হয়। তখন থেকেই ব্যবহারকারী ইচ্ছা করলে নতুন ডিজাইন ব্যবহার করতে পারতেন অথবা পুরনো ডিজাইন রেখে দিতে পারতেন। কিন্তু আগামী সপ্তাহ থেকে এ দ্বৈত অপশন ব্যবহার বন্ধ করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

Wednesday, August 3, 2011

কেবিসি'তে সাইফ-দীপিকা

আবার শুরু হচ্ছে 'হু ওয়ান্ট টু বি এ মিলিয়নিয়ার'র ভারতীয় সংস্করণ কেবিসি [কৌন বনেগা ক্রোড়পতি]। ১৫ আগস্ট শুরু হচ্ছে শোটির পঞ্চম আসর। উপস্থাপক হিসেবে এবারও থাকছেন অমিতাভ বচ্চন। আর অতিথি হিসেবে আসছেন 'লাভ আজকাল' জুটি সাইফ আলী খান ও দীপিকা পাড়ুকোন। এ প্রসঙ্গে অমিতাভ নিজের ব্লগে লিখেছেন, 'শোয়ের কাজ ঘিরে উত্তেজনা। সব মিলিয়ে পুরনো দিনে ফিরে যাচ্ছি। আজকের দিনটি আজই শেষ, আগামীকাল নতুন আরেকটি দিন শুরু। সবাই আমাদের জন্য শুভ কামনা করুন। আজ সন্ধ্যায় দ্বিতীয় পর্বে সাইফ ও দীপিকা আসছেন অতিথি হয়ে। তারা আসছেন তাদের এবং আমার নতুন ছবি আরাকষাণ-এর প্রচারণা করতেও।'
এর আগে কৌন বানেগা ক্রোড়পতির দ্বিতীয় পর্বে সাইফ অতিথি হয়েছিলেন প্রীতি জিনতার সঙ্গে। আর দীপিকা এসেছিলেন গত বছর।

এমির মৃত্যু নিয়েও বাণিজ্য

গত ২৩ জুলাই এমির মৃত্যুর পরপরই তাকে নিয়ে একটি টুইট করে টেকজায়ান্ট মাইক্রোসফট। এমির মৃত্যুর পর মাইক্রোসফটের এক্সবক্স ৩৬০পিআর টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে এমি ভক্তদের 'ব্যাক টু ব্যাক' অ্যালবামটি জুন স্টোর থেকে কিনতে বলা হয়। টুইটে বলা হয়, এ অ্যালবামটি কিনলে এমির প্রতি শ্রদ্ধা জানানো হবে। কিন্তু পরে, মাইক্রোসফটের পক্ষ থেকে এ টুইটটি উদ্দেশ্য প্রণোদিত বলেই স্বীকার করে নেওয়া হয়েছে এবং ভক্তদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে।

সিআইডি ঈশানা

প্রখ্যাত আবৃত্তিকার ও অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে 'রেড লাইন' শিরোনামের একটি ধারাবাহিক নাটকে সিআইডি অফিসারের ভূমিকায় দেখা যাবে লাক্স তারকা মৌমিতা খান ঈশানাকে। নাটকটি পরিচালনা করবেন অসীম গোমেজ।
শীঘ্রই ঢাকা ও এর আশপাশের এলাকায় নাটকটির শুটিং শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে ঈশানা জানান, প্রথমবারের মতো সিআইডি অফিসারের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি। এরকম একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি ভীষণ খুশি। এই নাটকে আমার চরিত্রটির নাম আদিবা।
গোয়েন্দা ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে আমাকে বেশ প্রস্তুতিও নিতে হচ্ছে। চরিত্রের প্রয়োজনে আমাকে মোটরসাইকেলও চালাতে হবে। তাই এখন থেকেই মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ নিচ্ছি।

হৃদয় খানের নতুন মিশন

হৃদয় খান এর আগে বেশ কয়েকজন নতুন শিল্পীকে দিতে গান করিয়েছিলেন। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান জনপ্রিয় এই শিল্পী। শীঘ্রই 'হৃদয় মিক্স- ৩' নিয়ে শ্রোতাদের সামনে আসছেন হৃদয়। আর এই অ্যালবামটি সাজানো হচ্ছে সম্ভাবনাময় নতুন কিছু শিল্পী নিয়ে। তাই নতুন প্রতিভাবান কিছু শিল্পীর খোঁজ করছেন হৃদয়। আনুষ্ঠানিকতার মাধ্যমেই এবার শিল্পী বাছাই প্রক্রিয়ায় নামছেন তিনি। বেসরকারি রেডিও স্টেশন রেডিও টুডেতে আরজে প্রত্যয়ের সঙ্গে হৃদয় 'এইচ কে' শো নামের একটি অনু্ষ্ঠান করছেন হৃদয় প্রতি বৃহস্পতিবার রাতে। রেডিও টুডেতে এই শোর মাধ্যমেই রমজানের প্রথম সপ্তাহ থেকে চলবে এই অ্যালবামের শিল্পী বাছাই প্রক্রিয়া। ইতোমধ্যে এই শোতে মৌখিকভাবে এমন ঘোষণা দিয়েও ফেলেছেন হৃদয়। খুব শীঘ্রই একটি প্রতিযোগিতার মাধ্যমে 'হৃদয় মিক্স-৩'র জন্য শিল্পী বাছাই করা হবে। হৃদয় বলেন, 'অ্যালবামের কাজে হাত দিয়েছি। আমি এই অ্যালবামের জন্য ডিফরেন্ট কিছু কণ্ঠ খুঁজছি।'

গ্রেফতার হলেন পাচিনো কন্যা

সম্প্রতি গ্রেফতার করা হয়েছে প্রখ্যাত হলিউড অভিনেতা আল পাচিনোর কন্যা জুলি পাচিনোকে। জানা গেছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন ২১ বছর বয়সী জুলি। সমপ্রতি ম্যানহাটনের একটি চেকপয়েন্টে আটক করা হয় জুলিকে। পরে তার রক্ত পরীক্ষার পর জানা যায়, অনুমিত মাত্রার চেয়ে বেশি পরিমাণ অ্যালকোহল রয়েছে তার রক্তে।
এদিকে জানা গেছে, কন্যার গ্রেফতারের খবর পেয়ে ম্যানহাটন ডিটেনশন কমপ্লেক্সে ছুটে গেছেন আল পাচিনো।

ঈদে ভিন্নরূপে বিন্দু

আসছে ঈদে অভিনেত্রী বিন্দুকে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে। 'সংখ্যা নয়, মান'_ এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিন্দু এবারের ঈদের নাটকে অভিনয় করছেন। সংখ্যায় কম হলেও ভালো গল্প এবং চরিত্রে অভিনয়ে ইচ্ছুক তিনি। যেমন এবারের ঈদে বিন্দুকে বই বিক্রেতা, ঝাড়ুদার, মেথর_ এমন সব ভিন্নধর্মী রূপে দেখা যাবে। পাশাপাশি দুটি ধারাবাহিকও প্রচার হবে। দেশটিভিতে প্রচার হবে সাত পর্বের ধারাবাহিক। এটি নির্মাণ করছেন আলভী আহমেদ। আর বৈশাখীতে প্রচার হবে আনিসুল হকের রচনায় হিমেল আশরাফের পাঁচ পর্বের ধারাবাহিক 'প্রেমের নাম বেদনা'।
ঈদে বিন্দুর উল্লেখযোগ্য নাটকের মধ্যে আরো থাকছে সুজন শাহরিয়ারের '১ হাজার টাকা', হাসান জাহাঙ্গীরের 'একটি সুন্দর স্বপ্ন', আশুতোষ সুজনের 'ঠগিনি' প্রভৃতি। বিন্দু বলেন, 'গত ঈদে প্রচুর প্রেশার নিয়ে কাজ করেছি। এটা আর সম্ভব না। তাই এবার সংখ্যা কম কাজ করছি, তবে ভালো মানের। শুধু শুধু নাটকের সংখ্যা বাড়িয়ে লাভ নেই। অল্প কিছু ভালো নাটকে দর্শক আমাকে দেখবে, এতেই আমি খুশি।'