Wednesday, August 3, 2011

ঈদে ভিন্নরূপে বিন্দু

আসছে ঈদে অভিনেত্রী বিন্দুকে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে। 'সংখ্যা নয়, মান'_ এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিন্দু এবারের ঈদের নাটকে অভিনয় করছেন। সংখ্যায় কম হলেও ভালো গল্প এবং চরিত্রে অভিনয়ে ইচ্ছুক তিনি। যেমন এবারের ঈদে বিন্দুকে বই বিক্রেতা, ঝাড়ুদার, মেথর_ এমন সব ভিন্নধর্মী রূপে দেখা যাবে। পাশাপাশি দুটি ধারাবাহিকও প্রচার হবে। দেশটিভিতে প্রচার হবে সাত পর্বের ধারাবাহিক। এটি নির্মাণ করছেন আলভী আহমেদ। আর বৈশাখীতে প্রচার হবে আনিসুল হকের রচনায় হিমেল আশরাফের পাঁচ পর্বের ধারাবাহিক 'প্রেমের নাম বেদনা'।
ঈদে বিন্দুর উল্লেখযোগ্য নাটকের মধ্যে আরো থাকছে সুজন শাহরিয়ারের '১ হাজার টাকা', হাসান জাহাঙ্গীরের 'একটি সুন্দর স্বপ্ন', আশুতোষ সুজনের 'ঠগিনি' প্রভৃতি। বিন্দু বলেন, 'গত ঈদে প্রচুর প্রেশার নিয়ে কাজ করেছি। এটা আর সম্ভব না। তাই এবার সংখ্যা কম কাজ করছি, তবে ভালো মানের। শুধু শুধু নাটকের সংখ্যা বাড়িয়ে লাভ নেই। অল্প কিছু ভালো নাটকে দর্শক আমাকে দেখবে, এতেই আমি খুশি।'

ঘটক মোশাররফ করিম

প্রেমের ঘটকের চরিত্রে অভিনয় করলেন মোশারফ করিম। ঈদের জন্য নির্মিত একঘণ্টার একটি নাটকে এ রকম ব্যতিক্রম একটি চরিত্রে দেখা যাবে তাকে। নাটকটির নাম 'পিরিতের কাঙ্গাল'। নাটকের গল্পে নাজমা [নাসরিন আলম] সাত গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে। তাকে পেতে চায় গ্রামের সকল যুবক। নাজমার সাথে ভালো সমপর্ক মোশারফের। এজন্য তাকেই নিজেদের প্রেমের ঘটক বানায় নাজমার প্রেম প্রত্যাশী গ্রামের যুবকরা। সবাই মোশারফের কাছে নাজমার জন্য উপহার পাঠায়। আর মোশারফ সেটা নিজের নামে নাজমাকে দেয়। ঘটনা মোড় নেয় যখন মোশারফ নিজেই নাজমাকে বিয়ে করে গ্রামে ফেরে। তখন সকল যুবক এক হয়ে ঘেরাও করে প্রতারক মোশারফ করিমকে। এরকমই হাস্যরসাত্মক ঘটনা নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প। এরকম একটি চরিত্রে অভিনয় প্রসঙ্গে মোশারফ করিম বলেন, আমরা বিয়ের ঘটকের বিষয় জানি। কিন্তু প্রেমেরও যে ঘটক থাকে সে বিষয়টি অবগত নই। বিষয়টি খুবই মজার।'

মন্দাকিনির সেই ঝর্ণা দৃশ্যে

১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত রাজ কাপুরের 'রাম তেরি গঙ্গা মইলি' ছবিতে ভেজা সাদা শাড়ি পরিহিতা মন্দাকিনির ঝর্ণায় গোসলের দৃশ্যটি আজও হিন্দি ছবির ইতিহাসে মাইলফলক হয়ে আছে। জানা গেছে, ২৮ বছর পর এবার সেই ধরনের দৃশ্যে অভিনয় করবেন রাজ কাপুরের নাতনি কারিনা। একতা কাপুরের 'ওয়ানস আপন আ টাইম ইন মুম্বাই' ছবির সিকুয়েলে এ ধরনের একটি দৃশ্যে দেখা যাবে কারিনাকে। ছবিতে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার। আর তার ভালোবাসার মানুষের চরিত্রে দেখা যাবে বেবোকে। বেবোর এই চরিত্রটি মন্দাকিনির চরিত্র থেকেই অনুপ্রাণিত। আশির দশকে বাস্তবেও মন্দাকিনির সঙ্গে দাউদ ইব্রাহিমের বিশেষ সম্পর্ক নিয়ে মিডিয়ায় মুখরোচক খবর প্রকাশ হয়েছিলো।

অল্পের জন্য রক্ষা পেল লন্ডনগামী ১৬৭ যাত্রী

বিমানের ইঞ্জিনে পাখি
সিলেটে বিমান দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন লন্ডনগামী ১৬৭ যাত্রী। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল ভোর ৬টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-০০১ ফ্লাইটটি উড্ডয়নের সময় ইঞ্জিনে একটি পাখি ঢুকে পড়ে। এ সময় পাইলট নিয়ন্ত্রণ করতে গেলে এর বাম পাশের চাকা ভেঙে যায়। ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত বিমানটিকে নিয়ন্ত্রণে সক্ষম হন পাইলট।
অবশ্য ওই ফ্লাইটটি বাতিল করা হয়েছে। ওসমানী বিমানবন্দরের স্টেশন ম্যানেজার মোতাহার হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বিমানটি সকাল ১০টায় রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরে দুটি অভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রীদের সিলেট থেকে ঢাকায় নেওয়া হয়েছে। সেখান থেকে তাদের লন্ডনে পাঠানো হবে।
বিমানবন্দরের ম্যানেজার মো. হাফিজ আহমদ জানান, পাখির আঘাতে বিমানের ইঞ্জিন বিকল হয়ে গেছে। সেটি মেরামতের কাজ চলছে। তিনি বলেন, দ্রুত পাইলট বিমানটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

খোশ আমদেদ মাহে রমজান

রহমত, মাগফেরাত ও নাজাতের মাস রমজানের দ্বিতীয় দিন আজ। আমাদের সবার পরম সৌভাগ্য আমরা মহিমান্বিত এই মাসকে আমাদের সামনে হাজির পেয়েছি। পবিত্র মাহে রমজানে নাজিল হয়েছিল পবিত্র কোরআন। পবিত্র কোরআনের সূরা বাকারায় এ কথাটি বলে তাগিদ দেওয়া হয়েছে 'সুসংবাদ তোমাদের মধ্যে যাহারা এই মাস পাইবে তাহারা যেন এই মাসে সিয়াম পালন করে।'
আল্লাহর অসীম রহমতের এই মাসে সব বান্দারই লক্ষ্য থাকা উচিত মহান স ষ্টার নৈকট্য অর্জন করা। রোজার প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহর ওপর প্রগাঢ় বিশ্বাস স্থাপন। রোজাদার ব্যক্তির অন্তরে আল্লাহর প্রতি ঐকান্তিক বিশ্বাস জন্মে এবং আল্লাহর প্রেমে তার অন্তর উদ্ভাসিত হয়ে ওঠে। সে বিশ্বাস করে, আল্লাহপাক সর্বশক্তিমান, সর্বপরিজ্ঞাত এবং সর্বস্থানে বিরাজিত। তিনি বিচারের দিনের মালিক। এই বিশ্বাস নিয়ে রোজাদার একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজের সব ক্ষুধা-পিপাসা, কাম-ক্রোধ, লোভ-লালসা ইত্যাদি দমনপূর্বক রোজা রাখে। নিজেকে পরিশুদ্ধ করার শপথ নেয়।
চরিত্র সংশোধন রোজার একটি মুখ্য উদ্দেশ্য। রোজা মানুষের ভেতর ও বাহির উভয় দিকের ভুলত্রুটি সংশোধনে বিরাট ভূমিকা পালন করে। মানুষের বাতেন বা ভেতরের অবস্থাকে পরিবর্তন করা এবং তার স্বভাবকে সুন্দরভাবে গড়ে তোলা রোজার মাধ্যমেই সম্ভব। এ পরিপ্রেক্ষিতে রোজা মানুষকে দুনিয়ার লোভ-লালসা, অতিরিক্ত সম্পদ অর্জনের আকাক্সক্ষা ইত্যাদি থেকে দূরে সরিয়ে রাখে। আর কলবের বিশুদ্ধতার দ্বারাই তা সম্ভব হতে পারে। মহানবী (সা.) ইরশাদ করেন, 'মনোযোগের সহিত শোন! শরীরের মধ্যে একটি গোস্তপিণ্ড রহিয়াছে, যতক্ষণ উহা ভালো থাকিবে, সমস্ত দেহ ভালো থাকিবে, আর যখন উহা বিগড়াইয়া যাইবে, তখন সমস্ত দেহ বিগড়াইয়া যাইবে। শুনিয়া রাখ! উহা হইতেছে কলব। কলবকে সুস্থ রাখার পূর্ণ ব্যবস্থা রোজার মধ্যে রহিয়াছে। আর কলবের অবস্থাকে পবিত্র ও নির্মল করিবার জন্য নামাজের পরই রোজার স্থান।'
মাহে রমজান বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামীনের রহমতবিশেষ। এ মাসকে আল্লাহ বান্দাদের হেদায়েতের জন্য বারবার বেছে নিয়েছেন। এই মাসে যেমন পবিত্র কোরআন নাজিল হয়েছে তেমনি অতীতের নবীদের ওপর বিভিন্ন আসমানি কিতাব নাজিল হয়েছে। এই পবিত্র মাসে মানুষ নিজেদের পরিশুদ্ধ করার সুযোগ পায়। আল্লাহর নির্দেশিত পথে চলার মাধ্যমে আমরা পরিশুদ্ধ হওয়ার এ সুযোগকে কাজে লাগাতে পারি। মহান আল্লাহ আমাদের সে তওফিক দান করুন।

লেখক : খতিব, গুলশান সেন্ট্রাল জামে মসজিদ, ঢাকা।

Monday, August 1, 2011

মুখের লালায় বয়স নির্ণয়

কথিত আছে মেয়েরা নাকি সঠিক বয়স বলে না। নিজেকে যারা চিরতরুণ হিসেবে উপস্থাপন করতে চান তাদেরও অবশ্য এমন বাতিক আছে। তবে কারণে অকারণে যারা বয়স লুকাতে চান তাদের জন্য সাবধান বাণী শুনিয়েছেন বিজ্ঞানীরা। এখন থেকে যেখানে সেখানে থুথু ফেলতে সাবধান। কারণ সামান্য থুথুই বলে দিতে পারে সঠিক বয়স।
লস অ্যাঞ্জেলেসে ইউনিভার্সিটি অব ক্যালির্ফোনিয়ার জিন বিজ্ঞানীরা দাবি করেছেন, মানুষের মুখের লালা দিয়েই তারা বের করতে পারবেন সঠিক বয়স।
গবেষণার প্রধান মানব জিনবিজ্ঞানের অধ্যাপক ড. এরিক ভিলাইন বলেন, 'আমাদের গবেষণায় যতখানি অগ্রগতি হয়েছে তাতে বয়স নির্ধারণের ক্ষেত্রে একটা নির্ভরযোগ্য উত্তর আমরা পেয়েছি।'
তিনি বলেন, শুধু লালার একটি নমুনা নিয়েই আমরা বলতে পারব ওই ব্যক্তির বয়স কত। তার সম্পর্কে আর বেশি কিছু জানার প্রয়োজন হবে না।
বিজ্ঞানীরা এ প্রক্রিয়াকে 'মিথাইলেশন' নাম দিয়েছেন। এটা হলো মানুষের ডিএনএ'র চারটি গাঠনিক উপাদানের (অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়োমিন) এক প্রকার রাসায়নিক পরিবর্তন।
এর ব্যাখ্যায় ভিলাইন বলেন, যেহেতু আমাদের বয়স অনুযায়ী জিনের কিছু অংশে গাঠনিক পরিবর্তন আসে সেহেতু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পারিপাশ্বর্িকতারও প্রভাব পড়তে পারে আমাদের ডিএনএ তে।
তিনি জানান, মানুষের যত বয়স হয় এবং বয়স বৃদ্ধি জনিত বিভিন্ন রোগের কারণে মিথাইলেশনের নকশাতেও পরিবর্তন ঘটে। আর এ পরিবর্তন দেখেই বয়স নির্ধারণ করা যায়। অপরাধীর সঠিক বয়স নিরুপণেও এই গবেষণার ফলাফল একটি মোক্ষম হাতিয়ার হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

ইলেক্ট্রনিক পাদুকা ( Electronic Shoes)

মোবাইল কোম্পানির বদৌলতে শীঘ্রই বাজারে আসছে 'স্মার্ট স্লিপার্স' নামে তৃতীয় প্রজন্মের পাদুকা। এর সুকতলার মধ্যে বসানো থাকবে 'অ্যাক্সিলোমিটার' নামে বিশেষ ধরনের ইলেক্ট্রনিক চিপ। হাঁটতে গিয়ে হোঁচট খেলে কিংবা উল্টে পড়লে স্বয়ংক্রিয়ভাবে বিপদ সঙ্কেত পাঠাতে শুরু করবে স্বজন কিংবা বন্ধুর নম্বরে। সঙ্গে থাকবে দুর্ঘটনাস্থলের অবস্থান এবং টেক্সট বার্তা। বাজারে আসার আগেই অবশ্য বিভিন্ন মহলে বিপুল সাড়া ফেলেছে এই পাদুকা। এর বাণিজ্যিক উৎপাদনে বিনিয়োগ করতে সাগ্রহে এগিয়ে এসেছে ভেরিজন এবং এটিঅ্যান্ডটি নামে যুক্তরাষ্ট্রের বৃহত্তম দুই মোবাইল কোম্পানি। তৃতীয় প্রজন্মের এসব পাদুকা প্রতি জোড়ার উৎপাদনে ব্যয় হচ্ছে ৬৩ পাউন্ড। গ্রাহকদের জন্য প্রতি মাসে ১৬ পাউন্ডের বিনিময়ে এ সেবা প্রদানের চিন্তাভাবনা করছে কোম্পানিগুলো।

সিদ্দিক এবং আগুনের 'হ্যাটট্রিক ফেল'

পরপর ৩ বার ফেল করে হ্যাটট্রিক পূরণ করেছেন সিদ্দিক ও আগুন। বাস্তবে নয়, এ রকম চরিত্রেই তাদের দেখা যাবে আগামী ঈদের জন্য নির্মিত একটি একক নাটকে। নাটকটির নাম 'হ্যাটট্রিক ফেল'। এটি রচনা করেছেন হাশিম রনি এবং পরিচালনা করেছেন এসএএম সুমন। নাটকের কাহিনীতে সিদ্দিক, সাজু এবং নাফিসা ৩ বন্ধু। নাফিসা ডিগ্রিতে পড়ে আর দুইবার ফেল করে সিদ্দিক ও সাজু এখনও ইন্টারমিডিয়েটের বাধা ডিঙাতে পারেনি। সাজু এবং সিদ্দিক এবার অবশ্যই পাস করবে এ রকম কথা দিয়েছিল নাফিসাকে। আবার দুই বন্ধুর সঙ্গে পড়ার ইচ্ছাতেই ডিগ্রি পরীক্ষায় ফেল করে নাফিসা। ফলে মুরুবি্বদের বকাঝকা শুনতে হয় নাফিসাকে। যথারীতি রেজাল্টের দিন আসে। রেজাল্ট বের হয়। পাস করার মিস্টিও বিতরণ করে সাজু-সিদ্দিক। কিন্তু গোপন বিষয় ফাঁস হয়ে যায়। পাস নয় এবারও ফেল করেছে দুই বন্ধু। ফেলের বিষয় গোপন করতেই মিস্টি বিতরণের নাটক করে দুজন।

বেকহ্যামের ইচ্ছা

কয়েকদিন আগেই এক কন্যাসন্তানের গর্বিত পিতা হয়েছেন ডেভিড বেকহ্যাম। এই কন্যাসহ মোট চার সন্তানের জনক ইংল্যান্ড ফুটবলের এই সাবেক অধিনায়ক। অথচ আরও একটি সন্তান চান তিনি। এ রকমই একটি ইচ্ছা পোষণ করেছেন স্ত্রী ভিক্টোরিয়ার কাছে। বেকহ্যাম বলেছেন, সব সময় বলে এসেছি একটা বড় পরিবার চাই। কমপক্ষে পাঁচটি সন্তান চেয়েছিলাম। যদি ভাগ্যবান হই, তাহলে আরও একটি সন্তানের অভিভাবক হতে পারি।

জেরিনের ওজন সমস্যা ( Over weight Zerin Khan)

প্রথম ছবি বীর সাফল্যের মুখ না দেখলেও ব্লকব্লাস্টার ছবি রেডি'র একটি গানের মাধ্যমেই দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন জেরিন খান। ছবিটির ক্যারেক্টার ঢিলা গানটি এখন সবার মুখে মুখে। কিন্তু অভিনয় বা নাচের দক্ষতার চেয়ে বেশি আলোচনা চলছে তার ওজন নিয়ে। নিজের এই স্থূলতা প্রসঙ্গে জেরিন বলেছেন, বারবার সমালোচিত হচ্ছি এ কারণে। আমার ওজন এখন জাতীয় ইস্যু হয়ে গেছে। খুব শীঘ্রই তা নিয়ন্ত্রণে আনব।