Monday, August 1, 2011

আবিদ, আমরা আর কখনো সমুদ্রে যাব না

শুক্রবার দুপুরে ফেসবুকে আবিদের একটি স্টাটাস দেখলাম। আবিদ লিখেছে, 'পাসিং অ্যা ওয়ান্ডারফুল টাইম উইথ মাত্রা অ্যাট কক্সবাজার'। চারশ উনিশটি কমেন্ট পড়েছে। কিন্তু একটার উত্তরও তুমি দিলে না আবিদ। এই তোমার ওয়ান্ডারফুল টাইম পাস, তাই না? সমুদ্রের কাছ থেকে যতটুকু আনন্দ তুমি পেয়েছিলে, তার পুরোটাই ছিল ছল। বঙ্গোপসাগর তোমাকে ভুলিয়ে-ভালিয়ে পানিতে নামিয়ে নিস্তেজ করে দিল। তুমি বুঝনি আবিদ, তুমি বুঝনি। তোমার ওই মিষ্টি হাসি, আর ভালো মানুষিও সমুদ্রের হিংস্রতা থেকে তোমাকে বাঁচাতে পারেনি।
কক্সবাজার যাওয়ার আগে তোমার সঙ্গে শেষ কথা হয়েছিল। তুমি বলেছিলে, 'ভাই সমুদ্রে যাচ্ছি। ঢাকায় ফিরে কথা হবে।' তুমি তোমার একটা ইন্টারভিউ চেয়েছিলে। এই তো ঢাকায় ফিরে তোমার ইন্টারভিউ দেওয়ার কথা। কিন্তু যখন তুমি এলে, নিশ্চুপ হয়ে। কই ইন্টারভিউটা তো দিলে না আবিদ। যে কথা রাখতে পারবে না সে কথা দিলে কেন! তোমার জন্য আমার পাতায় রাখা পাঁচ কলাম ছয় ইঞ্চি জায়গা কিছু একটা দিয়ে ভরা যাবে। কিন্তু তোমার চিরতরে চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হলো তা কি দিয়ে ভরব?
আবিদ তুমি তোমার নতুন একক অ্যালবামের কাজ শেষ করে গেছ। অ্যালবামের নাম রেখেছ 'নব আনন্দে জাগো'। কত গল্প করতে, ফাহমিদা আপা গান গেয়েছে, এলিটা আপা গেয়েছে। শ্রোতাদের ভালো লাগবে। এই তো ক'দিন পরই অ্যালবামটি প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু পারলে না। কতটা ভালোবাসা নিয়ে গানগুলো তুমি করেছিলে, তা তোমার কাছের মানুষরা জানে। গানগুলো হয়তো প্রকাশ পাবে, কিন্তু তুমি থাকবে না। তোমার কণ্ঠ বাজবে, তুমি বাঁশ আর মাটির ঘরে শুয়ে শুয়ে শুনবে। কিন্তু জিজ্ঞেস করতে পারবে না, 'ভাই কেমন হয়েছে গানগুলো?'
আবিদ, তোমার একটা গোপন শখ ছিল। অনেকেই হয়তো জানে না। নাটকে অভিনয় করার ইচ্ছা তোমার ছিল। কিন্তু লজ্জায় খুব একটা বলতে না কাউকে। আমি জানি, কিছুদিনের মধ্যেই তুমি অভিনেতা হয়েও যেতে। কিন্তু তোমার এই ইচ্ছাটা আর পূরণ হবে না। দু'তিন জন বন্ধু মিলে তোমরা নাটক প্রযোজনাও করতে চেয়েছিলে ; কিন্তু পারলে না। সব ইচ্ছা যখন পূরণ হওয়ার পথে তখন তুমি চলে গেলে।
মাত্র ২৫ বছর বয়স। চিরতরে চলে যাওয়ার জন্য এটা কোনো বয়সই না। ভালো মানুষেরা কি ক্ষণজন্মা হয়? আবিদ তোমাকে যারা ভালোবাসে, পছন্দ করে, তারা এখন সমুদ্রকে ঘৃণা করে। সমুদ্রের সৌন্দর্যে আমরা আর ভুলব না। আবিদ, আমরা আর কখনো সমুদ্রে যাব না। কারণ আমরা তোমার চেয়ে সমুদ্রকে বেশি ভালোবাসি না কখনো।

Sunday, July 31, 2011

'সুনীড়' এখন শোকের নীড়

ক্লোজআপ ওয়ান তারকা আবিদের খুলনা মহানগরীর মিয়াপাড়ার ১৮/১ 'সুনীড়' বাড়িটিতে শুক্রবার সন্ধ্যা থেকেই অসংখ্য মানুষের ভীড়। সবার মুখ মলিন। বুকে জমাটবাধা দীর্ঘশ্বাসে গুমোট ভারি পরিবেশ। থেকে থেকে মুর্ছা যাচ্ছেন আবিদের মা রমা রহমান। তার আহাজারিতে আগতদের চোখে জল আসে। সুনীড় এখন পরিণত হয়েছে শোকের নীড়ে। মা আহাজারি ক'রে বলতে থাকেন, 'আমার বাপি অনেক স্বপ্ন দেখাতো। স্টুডিও করবে। নতুন এ্যালবাম বের হবে, আরো কতো কি। সব শেষ। এমন কেন হলো? আমিতো ওকে ঢাকায় রেখে ওর গন্ধ নিয়েই বেঁচে ছিলাম। এমন কেন হলো? এখন বাঁচবো কি নিয়ে?' উপস্থিত লোকজন এসব প্রশ্নের উত্তর দিতে পারেন না। সবাই কেঁদে বুক ভাসান। আত্মিয়রা জানান, শুক্রবার বিকেলে আবিদ মা'কে মোবাইল ফোনে বলেছিলেন 'মা কক্সবাজারের বৌদ্ধ মন্দির দেখেছি। কিছুক্ষণ পরে সাগর সৈকতে যাবো। তুমি চিন্তা করো না। তখন মা বলেছিলেন, সাবধানে থাকিস বাবা। সেই সাবধান বানী আর কাজে এলো না। আবিদের পুরো নাম মীনা আবিদ শাহরিয়ার বাপি (২৫)। মা আদর করে বাপি বলেই ডাকতেন। দুই ভাইয়ের মধ্যে আবিদ বড়। ছোট ভাই মীনা বাঁধন শাহরিয়ার অষ্টম শ্রেনীর ছাত্র। বাবা মীনা মিজানুর রহমান খুলনার বিশিষ্ট আইনজীবী ও সাংস্কৃতিক সংগঠক। আবিদের ছোট বেলা থেকেই গানের প্রতি ছিলো প্রবল আসক্তি। শেষমেশ ২০০৫ সালের প্রথম ক্লোজআপ প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের মানুষের মন জয় করেন। তার অসাধারন ভরাট কণ্ঠে গাওয়া 'পাগলা হাওয়ার বাদল দিনে......., কিংবা 'এই খানে এক নদী ছিল....' হাজারও বাঙালীর মনে জায়গা করে নেয়। গতকাল শনিবার সকালে তার লাশ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন তাকে দেখতে আসেন ও তার মরদেহে পুস্পস্তবক অর্পন করেন। পরে বিকেলে বেসরকারি টেলিভিশন এনটিভি কার্যালয়ে তার জানাযা হয়, সন্ধ্যায় আবিদের লাশ খুলনায় পৌছায়। রাতেই জানাযা শেষে গ্রামের বাড়ি মহেশ্বরপাশার পারিবারিক কবর স্থানে তাকে দাফন করার কথা। ঢাকা থেকে আবিদের লাশের সঙ্গে ক্লোজআপ তারকা মুহিন, সাবি্বর, কিশোর, পুলক, মেহরাবও খুলনায় যান। আমাদের কক্সবাজার প্রতিনিধি জানান, অনেক খোঁজাখুজির পর আবিদের অপর বন্ধু নিখোঁজ আশিকের লাশ গতকাল সকালে উদ্ধার করা হয়েছে।

হতাশ ক্যাটরিনা

সালমান নয় এবার চকোলেট বয় আমির খানের জন্য হতাশ হলেন ক্যাটরিনা কাইফ। সম্প্রতি ধুম-থ্রি ছবিতে আমিরের বিপরীতে অভিনয়ের কথা ছিল হালের এই বলিউড সেনশেসনের। কিন্তু দুর্ভাগ্যবশত করণ জোহরের একটি ছবিতে আগে থেকেই সিডিউল থাকায় ধুম-থ্রি'র জন্য সময় বের করতে পারেননি ক্যাটরিনা। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকটা হতাশ হয়েই এ ছবির প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

Friday, July 29, 2011

ভিসা জটিলতায় সাকিবদের ফ্লাইট বিলম্বিত

৪০ ঘণ্টার ওপর ভ্রমণ করে বাংলাদেশ ক্রিকেট দল এখন জিম্বাবুয়েতে। এর আগে জিম্বাবুয়েতে ক্রিকেট খেলেছেন ক্রিকেটাররা। কিন্তু এত লম্বা ভ্রমণ কখনো করেননি সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলরা। দেড় দিনের দীর্ঘ ভ্রমণে ক্লান্ত হলেও আজ অনুশীলন করবেন ক্রিকেটাররা, জানিয়েছে বিসিবি। অবশ্য দোহা থেকে জিম্বাবুয়ে যাওয়ার আগে ভিসা জটিলতায় পড়তে হয়েছিল জাতীয় দলকে। দক্ষিণ আফ্রিকার ভিসা না থাকায় দোহা ইমিগ্র্যান্ট জাতীয় দলকে বিমানে উঠতে দিচ্ছিল না। ৪৫ মিনিট অপেক্ষার পর ওঠার অনুমতি পাওয়া যায় বিশেষ সুবিধায়।

এক টেস্ট ও পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে সাকিব, তামিম, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, আশরাফুলরা বুধবার সকাল ৯টায় কাতার এয়ারওয়েজে ঢাকা ছাড়েন। দোহায় ১৩ ঘণ্টার ট্রানজিট শেষে সেখান থেকে তারা উড়ে যান জোহানেসবার্গ। জোহানেসবার্গে চার ঘণ্টার ট্রানজিট শেষে গতকাল মধ্যরাত দেড়টায় ক্রিকেটাররা পেঁৗছেন হারারেতে। সেখান থেকে ওঠেন হোটেল রেইবো টাওয়ারে। জিম্বাবুয়ে সফরে এই হোটেলেই সব সময় অবস্থান করেন ক্রিকেটাররা। দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক নিজেদের ফেবারিট দাবি করলেও সাফল্য পেতে পুরো দলকে একটি ইউনিট হিসেবে খেলতে হবে বলে জানান। তিনি বলেন, 'দীর্ঘদিন পর টেস্ট খেলব। তার পরও আমরাই ফেবারিট। অবশ্য সেখানে সাফল্য পেতে হলে পুরো দলকেই একটি ইউনিট হিসেবে খেলতে হবে।' বিশেষ করে বোলারদের কথা বলেন তিনি। 'টেস্ট জিততে হলে দুই ইনিংসে বোলারদের ২০ উইকেট নিতে হবে। সেটা করতে পুরো বোলিং বিভাগকে একটি ইউনিট হিসেবে খেলতে হবে।' যদিও দলের বোলিং বিভাগের মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই কারোরই। পুরো স্কোয়াডে আফ্রিকান প্রতিনিধিদের বিপক্ষে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে একমাত্র আশরাফুলের। দেশ এবং জিম্বাবুয়ের মাটিতে আফ্রিকান প্রতিনিধিদের বিপক্ষে টেস্ট খেলেছেন আশরাফুল। জিম্বাবুয়ের মাটিতে সাকিব নিজে এবং আবদুর রাজ্জাক রাজ ছাড়া দলের চার পেসারের তিনজন শফিউল ইসলাম সুহাশ, রবিওল ইসলাম ও রুবেল হোসেনের খেলার কোনো অভিজ্ঞতা নেই।

৪-৮ আগস্ট প্রথম টেস্ট খেলতে নামার আগে ৩০ জুলাই-১ আগস্ট একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন সাকিবরা। নাসির হোসেন, শফিউল, রবিওল, রুবেলদের মতো অনেকেই যেমন প্রথমবার ভ্রমণ করছেন জিম্বাবুয়ে; তেমনি নতুন কোচ স্টুয়ার্ট লয়েরও বাংলাদেশের কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট। তাই স্বাভাবিকভাবেই একটু উত্তেজনা চুয়ে গেছে সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে। তিনি বলেন, 'প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে জিম্বাবুয়ের চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। ক্রিকেট খেলার জন্য জিম্বাবুয়ে আদর্শ জায়গা।'

কোচের প্রথম অ্যাসাইনমেন্ট কিংবা ক্রিকেটারদের অনেকেরই প্রথম সফর। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গেছে ১৪ মাস পর বাংলাদেশের টেস্ট খেলা এবং ছয় বছর স্বেচ্ছানির্বাসনে থাকার পর জিম্বাবুয়ের আবার টেস্ট আঙিনায় ফেরা। তাই দুই দলের ক্রিকেটাররাই ওয়ানডে সিরিজের চেয়ে একটু বেশিই চাপে থাকবেন টেস্ট ম্যাচ নিয়ে।



ফিকশ্চার

জুলাই ৩০ _ ১ আগস্ট : তিন দিনের ম্যাচ

আগস্ট ৪ _ ৮ : একমাত্র টেস্ট

আগস্ট ১২ : প্রথম ওয়ানডে

আগস্ট ১৪ : দ্বিতীয় ওয়ানডে

আগস্ট ১৬ : তৃতীয় ওয়ানডে

আগস্ট ১৯ : চতুর্থ ওয়ানডে

আগস্ট ২১ : পঞ্চম ওয়ানডে

রাখীর বায়না

আবারও শিরোনামে রাখী সাওয়ান্ত। সম্প্রতি রাহুল গান্ধীকে বিয়ের ইচ্ছা জানিয়েছিলেন বলিউডের এই আইটেম গার্ল। এবার বর হিসেবে চাইলেন ভারতের আলোচিত যোগগুরু রামদেবকে। সাংবাদিকদের রাখী বলেন, রামদেবকে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে তার ব্যতিক্রমী যোগব্যায়াম। তাকে নিয়ে ঘর বেঁধে তার অর্ধাঙ্গিনী হতে চাই।

বাস্তবে উড়বে না টাইম মেশিন!

গবেষকরা মন খারাপ করা একটি তথ্য নিয়ে হাজির হয়েছেন। সম্প্রতি হংকংয়ের গবেষকরা বলেছেন, সিনেমায় যতই দেখানো হোক না কেন, সময় পরিভ্রমণ বাস্তবে কখনো সম্ভব নয়। আলোর গতির চেয়ে দ্রুত ছুটতে পারলে হয়তো টাইম মেশিন তৈরি করা যাবে এবং তাতে চড়ে ভবিষ্যৎ বা অতীতের যে কোনো সময় যাওয়া যাবে_ বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক এইচজি ওয়েলসের সে ধারণাটি বাস্তবে আদৌ সম্ভব নয়। হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকরা তাদের তথ্য প্রমাণ করতে দেখিয়েছেন, যে ফোটন কণার সাহায্যে টাইম মেশিনের কল্পনা করা হয়, সেটি মোটেও আলোর চেয়ে দ্রুত ছুটতে পারে না। আর তাদের এ পরীক্ষায়ই আশার বেলুন চুপসে গেছে। উৎসাহী অনেকের মনেই ধারণা ছিল বৈজ্ঞানিকরা হয়তো একদিন টাইম মেশিন তৈরিতে সফল হবেন। কিন্তু গবেষকদের নতুন এ উদ্ভাবনটি সময় পরিভ্রমণের সে স্বপ্নের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল।

নতুন বন্ড গার্ল

জেমস বন্ড সিরিজের অভিনয় করা এখনো যে কোনো অভিনয়শিল্পীর জন্যই স্বপ্নের ব্যাপার। রাশিয়ান অভিনেত্রী মার্গারিটা লেভিয়েভেরও স্বপ্ন ছিল জেমস বন্ড সিরিজে অভিনয় করবেন, বন্ড গার্ল হবেন। স্বপ্ন পূরণের জন্য তিনি অনেক চেষ্টা চালিয়েছেন। নিয়মিত যোগাযোগ করেছেন এই সিরিজের কর্তৃপক্ষের সঙ্গে। যোগাযোগের ফল তিনি এবার পেতে যাচ্ছেন। তার স্বপ্ন পূরণ হচ্ছে। লেভিয়েভই নতুন বন্ড গার্ল নির্বাচিত হয়েছেন। বন্ড তারকা ড্যানিয়েল ক্রেইগের বিপরীতে অভিনয় করবেন তিনি।
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 'স্প্রেড' ছবিতে অ্যাস্টন কুচারের বিপরীতে অভিনয় করেছিলেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী। এবার জেমস বন্ড সিরিজের ২৩তম ছবিতে ক্রেইগের বিপরীতে কেন্দ্রীয় নারী চরিত্রে তাকে নেওয়ার পরিকল্পনা করেছেন ছবিটির প্রযোজক প্যানেল।
এ প্রসঙ্গে ছবি সংশ্লিষ্ট একজন বলেছেন, বন্ড গার্ল হওয়ার জন্য সুন্দরী, আত্মবিশ্বাসী এবং রহস্যময়ী হতে হয়। এর সব গুণই রয়েছে মার্গারিটার ভেতর। আসছে অক্টোবরে ছবিটির কাজ শুরু হবে

লৌহ মানব

জার্মানির বন শহরের কয়েক মাইল পশ্চিম আছে একটি আশ্চর্য লৌহস্তম্ভ। সেখানকার লোকেরা বলে লৌহমানব। স্তম্বটি মাটির উপর জেগে আছে চার ফুট দশ ইঞ্চি। মাটির গভীরে আছে নব্বই ফুট। এই লৌহস্তম্বটিতে এখনো কোনো মরচে পড়েনি। এই স্তম্বের প্রথমে উল্লেখ পাওয়ার যায় চর্তুদশ শতাব্দীর একটি দলিলে। তাতে লেখা আছে, স্তম্বটি ছিল একটি গ্রামের সীমানাচিহ্ন। এই স্তম্ভের কাছেই রয়েছে বাঁধানো একটি পাথরের রাস্তা। চারকোণা এই স্তম্ভটি যে কি প্রয়োজনে আসত তা এখনো রহস্যের আঁধারে ঢাকা।

এয়ারটেল চালু করল ব্ল্যাকবেরি সার্ভিস

অন্যতম মোবাইল অপারেটর এয়ারটেল গ্রাহকদের জন্য চালু করল ব্ল্যাকবেরি সার্ভিস। চারটি আকর্ষণীয় ব্ল্যাকবেরি স্মার্টফোনে এই সার্ভিস দেওয়া হবে। এর মাধ্যমে গ্রাহকরা ই-মেইল পাঠাতে এবং গ্রহণসহ ওয়েব ব্রাউজিং, ডাউনলোড ও চ্যাট করতে পারবেন। এছাড়া করপোরেট গ্রাহকরা ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সার্ভিস পাবেন। এর মাধ্যমে তারা পাবেন করপোরেট মেইল ইন্টিগ্রেশন, সিকিউরড অ্যাডমিনিস্ট্রেশন, সর্বোৎকৃষ্ট ওয়্যারলেস ডিভাইস, ডেস্কটপ টুলসসহ অনেক কিছু। এছাড়া এয়ারটেলের গ্রাহকরা ব্ল্যাকবেরি সার্ভিসটি তাদের আগের আনলক করা ব্ল্যাকবেরি ফোনেও চালু করতে পারবেন।

গতকাল রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে এ সার্ভিসের উদ্বোধন করেন এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের সিইও এবং এমডি ক্রিস টবিট। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মডেল তারকা নোবেল।

অনুষ্ঠানে বলা হয়, এয়ারটেল ব্ল্যাকবেরি সার্ভিস নূ্যনতম ৮৯৯ টাকায় ব্যবহার করা যাবে এবং এক গিগাবাইট ইন্টারনেট ব্যবহার করা যাবে বিনামূল্যে। চারটি ব্ল্যাকবেরি স্মার্টফোন পাওয়া যাবে। দাম পড়বে ২২ হাজার ২৭২ থেকে ৪৫ হাজার ৭৮২ টাকার মধ্যে। মোবাইল সেটগুলোর এক বছরের ওয়ারেন্টি দেওয়া হবে। এর মধ্যে ব্ল্যাকবেরি কার্ভ-৮৫২০ মডেলের ২২ হাজার ২৭২, ব্ল্যাকবেরি কার্ভ-৯৩২০ মডেলের ৩২ হাজার ৩২১, ব্ল্যাকবেরি পার্ল মডেলের ৩৬ হাজার ১৪৬ এবং ব্ল্যাকবেরি বোল্ড মডেলের সেটের দাম পড়বে ৪৫ হাজার ৭৮২ টাকা।

ক্রিস টবিট বলেন, মোবাইল প্রজন্মের অত্যাধুনিক সব সুবিধার প্রতিশ্রুতি নিয়ে এয়ারটেলের বাংলাদেশে যাত্রা। এর মধ্যে প্রক্রিয়াধীন রয়েছে অত্যাধুনিক তৃতীয় প্রজন্মের তথ্য আদান-প্রদানকারী ব্যবস্থা থ্রিজি টেকনোলজি এবং ওয়াইফাই। তিনি বলেন, আমরা বাংলাদেশের বৃহৎ মোবাইল ফোন ব্যবহারকারী জনগোষ্ঠীকে সারা বিশ্বে পরিচিত সব মোবাইল প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছি। ব্ল্যাকবেরি ইন্টারনেট ও এন্টারপ্রাইজ সার্ভিস এ দেশের করপোরেট জগতে সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে এ সার্ভিসের প্রথম করপোরেট গ্রাহক হিসেবে পারটেক্স গ্রুপের সঙ্গেও একটি চুক্তি স্বাক্ষর করা হয়

শনি গ্রহের পানির উৎস এঙ্কেলেডাস

শনি গ্রহের ঊর্ধ্ব-বায়ুমণ্ডলে পানির উৎসবিষয়ক রহস্যের অবসান ঘটিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা। হার্শেল মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র তাদের সাম্প্রতিক এক আবিষ্কারে জানায়, শনি গ্রহের ষষ্ঠ বৃহত্তম উপগ্রহ এঙ্কেলেডাস গ্রহটিকে ঘিরে বিশালাকার এক জলীয়বাষ্পের বলয় রয়েছে। এ থেকেই শনি তার পানির চাহিদা পূরণ করে। পর্যবেক্ষণ কেন্দ্রটির পাওয়া সর্বশেষ ফলাফল অনুযায়ী সৌরজগতে এঙ্কেলেডাসই একমাত্র উপগ্রহ যা তার নিজ গ্রহের রাসায়নিক গঠনকে প্রভাবিত করে থাকে। তথ্যানুযায়ী এঙ্কেলেডাসের দক্ষিণ গোলার্ধের মেরু অঞ্চল 'টাইগার স্ট্রাইপস' থেকে প্রতি সেকেন্ডে ২৫০ কেজি পানি জলীয়বাষ্প আকারে নির্গত হয়। এগুলো শনির চারপাশে ক্ষুদ্র ক্ষুদ্র পানির ফোঁটার বলয় সৃষ্টি করে। এঙ্কেলেডাসের দক্ষিণ গোলার্ধের মেরু পৃষ্ঠ বিভিন্ন প্রকারের দাগযুক্ত বলে একে 'টাইগার স্ট্রাইপস' বলে। শনিকে ঘিরে পানির ফোঁটার এ বলয়ের প্রশস্ততা গ্রহটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের ১০ গুণ বেশি বলে জানায় হার্শেল মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র। তবে বলয়টির পুরুত্ব প্রায় শনির ব্যাসার্ধের সমান। এঙ্কেলেডাস শনির ব্যাসার্ধের চারগুণ দূরত্বে থেকে গ্রহটিকে ঘিরে আবর্তন করে। আবর্তনকালে শূন্য বলয়কে পুনরায় জলীয়বাষ্প দিয়ে পূর্ণ করে। বলয়টি বৃহদাকারের হলেও আগে কখনো তার অস্তিত্ব ধরা পড়েনি। কারণ, দৃশ্যমান আলোতে জলীয়বাষ্প সব সময় স্বচ্ছ আচরণ করে। ফলে তার অবস্থান বা অস্তিত্ব বোঝা যায় না।