Tuesday, May 3, 2011

SITETALK

SIGN UP LINK : http://www.sitetalk.com/boundola100

www.sitetalk.com – it’s like face book, twitter. Also include site talk messenger.
www.sitetalkmail.com – it’s like yahoo, gmail.
www.sitetalkmall.com – it’s web shop / online shopping mall. Here 4000brand product
include worldwide.
www.sitetalktravel.com – it’s worldwide traveling way.
www.sitetalkcare.com – it’s link redcrient society.
www.oxfordprograme.co.uk – it’s online line based education way for worldwide.
Also searing sitetalk sim, sitetalk insurance and sitetalk real-estate.
www.presidentclub.biz – it’s our personal webenar here all information include
sitetalk and unaico.
www.unaico.com – it’s our main company website. When u sitetalk include in any link
then here open ur back office.
www.mysitecost.com – here uses every website value.
www.alexa.com – here u see every website ranking , so searching every website and
decision make. So that earn more money within 2 years million.
 
 BY BOUNDOLA


Sitetalk as like facebook. Online social network service, but these two sites have big difference. The difference is sitetalk give us online money earning support to build up our won career. 
Granted earn money for this site.

So friends lets start earning on http://www.Sitetalk.com/boundola100

Detail: http://www.mediafire.com/?ihqm1ucf3t930cx
             http://www.mediafire.com/?7pacyr48nanb4vj

any question or information in sitetalk. Call Bengali leaders
Hot Line no-  +8801922264747
            boundola@gmail.com

নতুন প্রেমে বিপাশা

আবারও প্রেমে মজেছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী বিপাশা বসু। প্রায় আট বছর জন আব্রাহামের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন তিনি। কিন্তু বেশ কিছু দিন ধরে হলিউড অভিনেতা জোস হ্যার্নেটের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছিল বিপাশাকে। এর ফলে আব্রাহামের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন খোদ বিপাশা। তিনি বলেছেন, অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চাই না। হ্যার্নেটের ব্যক্তিত্ব ও দায়িত্বজ্ঞান আমাকে মুগ্ধ করেছে

ন্যুড হতে আপত্তি...

ন্যুড হতে আপত্তি রয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। সম্প্র্রতি একটি ছবির বিশেষ দৃশ্যে অভিনয়ের জন্য প্রিয়াঙ্কাকে পুরো পোশাক খুলে উলঙ্গ হতে বলেছিলেন ছবিটির নির্মাতা। কিন্তু রাজি হননি প্রিয়াঙ্কা। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কার বক্তব্য, আমি 'দোস্তানা' ছবিতে বিকিনি পরা অবস্থায় অভিনয় করেছি। এরপর আরও অনেক ছবিতে বিকিনি পরে অভিনয় করতে সাহসী হয়েছি। তবুও সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় অভিনয় করব না। সম্প্রতি পুনম পান্ডেও বলেছিলেন জনসম্মুখে উলঙ্গ হবে, কিন্তু পারেননি। আসলে এটা সম্ভব নয়। আমি প্রয়োজনে কোনো মেয়ের সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনয় করব, তবুও উলঙ্গ হব না

এক পলক

ডাকাতি
আড়াইহাজার উপজেলার জালকান্দী গ্রামে রবিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় সুমি (২২), আক্কাছ আলী (১৯) ও আয়েশা (৬০) নামে তিনজন আহত হয়েছেন। গৃহকর্তা আনোয়ার হোসেন জানান, ঘটনার রাতে ১২-১৩ জনের মুখোশ পরিহিত ডাকাত ঘরের ভেতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

স্ত্রীর পিটুনিতে ...

টঙ্গীর পূর্বআরিচপুর এলাকায় রবিবার রাতে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূর পিটুনিতে স্বামী আহত হয়েছেন।

পুলিশ জানায়, রবিবার রাতে গৃহবধূ নূরনাহারের সেলফোনে কথা বলা নিয়ে স্বামী জাহাঙ্গীরের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এতে স্ত্রী ক্ষিপ্তহয়ে স্বামীকে পিটিয়ে আহত করে স্ত্রী। এ ব্যাপারে টঙ্গী থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী।
 
 অগি্নকাণ্ড

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগি্নকাণ্ডের ঘটনায় ১৬টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, রবিবার দুপুরে শ্রীনগর উপজেলার রাঁড়িখাল এলাকার খান মার্কেটে ওই অগি্নকাণ্ডের ঘটনায় প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগি্নকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে দাবি ফায়ার সার্ভিসের।

ফেনসিডিলসহ গ্রেফতার

রূপগঞ্জের এক আওয়ামী লীগ নেতার ছোট ভাইকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঞ্চন চরপাড়া এলাকার হেমায়েত হোসেনের নির্মাণাধীন বিল্ডিং থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ উজ্জ্বলকে (৩৪) গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।
 
 গ্যাস লাইনে বিস্ফোরণ

গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানার গ্যাস লাইনের চেক বাল্ব বিস্ফোরণে তিন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। আহত সাজু, আবদুর রউফ ও সাহেব আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। কারখানা সূত্রে জানা গেছে, গতকাল ভোরে কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকার সাদাত কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজের গ্যাস কন্ট্রোল রুমে (আর এস এস) বিকট শব্দে চেক বাল্ব বিস্ফোরণ ঘটে। এতে সৃষ্ট আগুন পার্শ্ববর্তী গার্ড রুমে ছড়িয়ে পড়লে রুমের কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়। এতে পাশে থাকা তিন নিরাপত্তাকর্মী আগুনে পুড়ে আহত হয়।

কৃমিনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ

চুয়াডাঙ্গার শংকরচন্দ্র বিদ্যালয়ের পর এবার জীবননগর উপজেলার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী কৃমি নাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের মধ্যে ২২ জন জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও ডা. রফিকুল ইসলাম বলেন, কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পর বমি বমি ভাব, পেট ব্যথ্যা ও মাথা ঘোরা উপসর্গ দেখা দিতে পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

৩৭ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় মাদকদ্রব্য বিক্রি, সেবন ও জুয়াখেলার অভিযোগে ৪ মহিলাসহ ৪৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৩৭ জনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা এবং ১১ জনের নামে মামলা হয়েছে। শনিবার বিকাল থেকে রবিবার রাত পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

বখাটের কারাদণ্ড

শিবচরে যৌন নিপীড়নের দায়ে এক বখাটেকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় শিবচর থানায় অভিযোগ করলে ঘটনার সত্যতা যাচাই করে বখাটে সাইদুরকে গ্রেফতার করে পুলিশ।

কাউন্সিলর গ্রেফতার

চোরাই গাড়িসহ কুমিল্লার পৌর কাউন্সিলর সেলিম খানকে গ্রেফতার করেছে ঢাকার ডিবি পুলিশ। গতকাল তাকে কুমিল্লার হাউজিং এস্টেটের বাসা থেকে গ্রেফতার করা হয়।

ডাক্তারের জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আমগ্রামে গতকাল শাল বিশাল সার্জিক্যাল ক্লিনিকে দুই চিকিৎসক পট্টনাম চাহলিল মো. সেলিম ও বিলকিস পারভিনকে ভুল চিকিৎসা প্রদানের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাবি্বর ইকবাল।

মানববন্ধন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেল স্টেশনে আন্তঃনগর ট্রেন যাত্রা বিরতির দাবিতে গতকাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন_ আবদুল মালেক, কামাল হোসেন, জামাল হোসেন, মফিজুর রহমান চেয়ারম্যান, কলিম উল্লাহ চেয়ারম্যান প্রমুখ।

গাঁজাসহ গ্রেফতার

নরসিংদীতে ৩০ লক্ষাধিক টাকা মূল্যের ৪০০ কেজি গাঁজাসহ ৮ আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের ব্যবহৃত তিনটি মাইক্রোবাস আটক করা হয়। গতকাল ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মামলা

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের চেষ্টাকালে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া স্কুল ছাত্রী (১৫) বাদী হয়ে অপহরণকারী দলের সদস্য ইকবাল, আল আমীন ও রনীসহ ৩ অপহরনকারীকে অভিযুক্ত করে মুরাদনগর থানায় মামলা করেন।

রহস্যজনক চুরি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ব্র্যাক আঞ্চলিক অফিসে রহস্যজনক চুরির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, হিসাবরক্ষণ কর্মকর্তা হিরু মিয়া রবিবার গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা টাকা তার অফিস কক্ষের স্টিল আলমারিতে রেখে বাসায় চলে যান। গতকাল অফিসে এসে তিনি আলমারিতে কোনো টাকা দেখতে না পেয়ে কর্তৃপক্ষকে ঘটনাটি অবহিত করেন। এ ব্যাপারে ব্যবস্থাপক ইজ্জত আলী ঘটনার সত্যতা স্বীকার করেন।

ধর্ষক আটক

বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামে খালু বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ৯ বছরের এক শিশু। শনিবার রাতে এ ঘটনা ঘটে। ধর্ষিত শিশুকে শেবাচিম হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

১০০ টাকার প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৬৩তম ড্র গতকাল ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবদুল জলিল মিঞা। ড্র-তে ৩৩ সিরিজের (কক, কখ, কগ,ক্স-,খঙ, খচ,খছ) জন্য ৪৬টি পুরস্কার হিসেবে এক হাজার ৫১৮টি পুরস্কার ঘোষণা করা হয়। জানা যায়, এ লটারিতে প্রথম পুরস্কার পেয়েছেন 'কক থেকে খছ' এই ৩৩টি সিরিজের একজন করে ০১৪২২৬৫ নম্বরের ৩৩ জন। প্রথম পুরস্কার হিসেবে তারা প্রত্যেকে ছয় লাখ টাকা করে পাবেন। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন প্রতি সিরিজের একজন করে ০১৫৯৩৮২ নম্বরের ৩৩ জন। তারা প্রত্যেকে তিন লাখ ২৫ হাজার টাকা করে পাবেন। তৃতীয় পুরস্কার পেয়েছেন প্রতি সিরিজের দুজন করে ০০৬৯২৫৪ এবং ০৮১২৩৯৫ নম্বরের ৬৬ জন। তারা প্রত্যেকে এক লাখ টাকা করে পাবেন। চতুর্থ পুরস্কার পেয়েছেন প্রতি সিরিজের দুজন করে ০৩৮৩৮৭৪ এবং ০৪০৯৩৫৭ নম্বরের ৬৬ জন। তারা প্রত্যেকে ৫০ হাজার টাকা করে পাবেন। এ ছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে প্রতিটি সিরিজের প্রতিটিতে ৪০ জন করে এক হাজার ৩২০ জনকে দেওয়া হবে ১০ হাজার টাকার পুরস্কার। পঞ্চম পুরস্কারের সিরিজের নম্বরগুলো হলো :- ০০১৫৩৫৯, ০০৫২১১৩, ০০৭৯৯৮৭, ০১৬০০৪৮, ০১৬৫১১৫, ০১৬৮২০৩, ০১৭০৬১৬, ০১৮৭০৬০, ০২১৫০৯৭, ০২১৯১৭৬, ০২৬৮৫৮৭, ০৩৪৪৯১৩, ০৩৯২৭২৫, ০৩৯৬৭৯৪, ০৪৮৬০৫২, ০৪৯৪১৯৯, ০৫০৫৫০৯, ০৫০৬৩২৭, ০৫১২৪৪৪, ০৫৪৩৬২২, ০৫৪৯১৪১, ০৫৫৬৪৫৩, ০৫৬০৯৬৬, ০৫৬৫৭২৩, ০৫৭২৬৬২, ০৫৭৮৬৪৬, ০৫৮৯৩৩১, ০৬৩৯৬৩৯, ০৬৫১৯৫০, ০৬৬৩৯৬৩, ০৬৮২১৫৩, ০৬৮৭৪৩০, ০৭১৯৫৮০, ০৭৫২৫৮৩, ০৭৬১৬২০, ০৮৩৫৯৫৪, ০৮৪৫১৮১, ০৯৩৪০৪১, ০৯৬০৩২০ এবং ০৯৭২৭১০।

নায়িকা নিশি ও তার কথিত স্বামী আটক

রাজধানীর উত্তরায় এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চিত্রনায়িকা নারগিস আক্তার নিশি ও তার কথিত স্বামী জাহেদ মান্নাকে আটক করেছে পুলিশ। নিহত গৃহকর্মীর নাম প্রিয়া আক্তার নাসিমা (২১)। গতকাল দুপুরে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৭৩ নম্বর বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় প্রিয়ার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা থানার উপ-পরিদর্শক (এস আই) আবুল মিয়া জানান, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে চিত্রনায়িকা নিশি ও জাহেদ মান্নাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশি জানিয়েছেন, রবিবার তার কক্ষ থেকে বেশকিছু জিনিস চুরি হয়। এ সন্দেহে তিনি প্রিয়াকে সামান্য মারধর করেন।
এসআই আবুল মিয়া আরও জানান, গতকাল ১২টার দিকে প্রিয়া ওই ঘটনার জের ধরে অভিমান করে হয়তো রান্নাঘরে ঢুকে দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রিয়ার গ্রামের বাড়ি রাজবাড়ী। কয়েক মাস ধরে তিনি নিশির বাসায় কাজ করছেন। উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান জানান, জাহেদ মান্নার সঙ্গে নিশির সম্পর্কের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে নিশির দাবি মান্না তার হবু স্বামী। নায়িকা নিশি ৭৩ নম্বরের ওই তিনতলা ভবনের দোতলার ফ্ল্যাটে একাকী থাকতেন। মান্না বিবাহিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মান্না নিজেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক বলে দাবি করেছেন। অপর একটি সূত্রে জানা যায়, লাশটি উদ্ধারের পর ওই দুজনকে আটক করে থানায় নিয়ে আসার সময় স্থানীয় বস্তির কিছু লোক পুলিশের ওপর চড়াও হয়। তারা আটক নিশি ও জাহেদ মান্নাকে ছেড়ে দিতে বলে। পুলিশ থানার উদ্দেশে রওনা হলে তারা একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। এতে এক দারোগাসহ দুই কনস্টেবল আহত হন।
প্রসঙ্গত, এর আগেও নায়িকা নিশির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছিল ২০০৫ সালে। ওই সময় একই থানায় নিশির বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা হয়েছিল। ওই মামলায় নিশি গ্রেফতারও হন।

অসুস্থ মায়ের পাশে সাকিব

মায়ের অসুস্থতার খবর শুনে গত রবিবার কলকাতা থেকে ঢাকায় উড়ে এসেছিলেন সাকিব আল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 'বলিউড বাদশাহ' শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের পক্ষে খেলছেন বাংলাদেশ অধিনায়ক। সাকিবের মা বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। এরপর অবস্থা গুরুতর হলে গত পরশু ভর্তি করা হয় এ্যাপোলো হাসপাতালে।
অসুস্থ মায়ের পাশে থাকার ইচ্ছা থাকলেও আইপিএল চলাতে গতকাল রাতেই তিনি ঢাকা ছেড়েছেন। ৪ লাখ ডলার পারিশ্রমিকে সাকিব এবারই প্রথম খেলছেন আইপিএলে। আইপিএল ছাড়াও বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে খেলেছেন সাকিব। গত বছর সাকিব ওরচেস্টারশায়ারের পক্ষে খেলেছিলেন এই বাঁ হাতি অলরাউন্ডার।
নাইট রাইডার্সের ৮ ম্যাচের প্রথম দুটি ও শেষ দুটি খেলেননি বাংলাদেশ অধিনায়ক। মাঝের চারটিতে নিজের প্রতিভার প্রমাণ রাখে ১৫.৫৭ গড়ে ৭ উইকেট নিয়ে। শেন ওয়ার্নের রাজস্থান রয়্যালসের বিপক্ষে অভিষেক ম্যাচেই ২ উইকেট নেন ২১ রানে এবং অভিষেক ওভারেই উইকেট নেন সাকিব। ৪৮ ঘণ্টা পর একই দলের বিপক্ষে প্রথম তিন ওভার ছিলেন উইকেটশূন্য। শেষ ওভারের চতুর্থ ও পঞ্চম বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন সাকিব। কিন্তু শেষ পর্যন্ত আর হ্যাটট্রিক করতে পারেননি। পরের ম্যাচে কোচি টাস্কারের বিপক্ষে অবশ্য হ্যাটট্রিক করতে না পারলেও ২৮ রানে নেন ৩ উইকেট। চতুর্থ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে এসে খেঁই হারিয়ে ফেলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। ক্যারিবীয় ওপেনার ক্রিস গেইলের ঝড়ো ব্যাটিংয়ে খড়কুঠোর মতো উড়ে গিয়েছিলেন। ওই ম্যাচে দুই-চার ও দুই ছয়ে সাকিব ২.১ ওভারে রান দিয়েছিলেন ২৯।
৪ ম্যাচে ১৪.১ ওভার বোলিং করে ৭ উইকেট নিয়েছেন ১০৯ রান খরচ করে। ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার ল্যাসিথ ম্যালিঙ্গা। এরপরই রয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান লিজেন্ড লেগ স্পিনার শেন ওয়ার্ন ৮ ম্যাচে ১১ উইকেট নিয়ে। ১০ উইকেট নিয়ে এর পরপরই অবস্থান করছেন চেন্নাই সুপার কিংসের ডগ বলিঞ্জার ও নাইট রাইডার্সের বাঁ হাতি স্পিনার ইকবাল আবদুল্লাহ।

হোয়াইট হাউসের সামনে আনন্দ উল্লাস

বিজয়ের ধ্বনিতে ফেটে পড়েছে হাজার হাজার মার্কিনি। হোয়াইট হাউসের সামনে গভীর রাতে সমবেত হাজার হাজার মানুষ 'ইউএসএ' 'ইউএসএ' বলে উল্লাস করছে। আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর খবর প্রচারের সঙ্গে সঙ্গে হর্ষধ্বনিতে ফেটে পড়ে সবাই। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই ঘোষণা দেন। এ সময় অনেককে মার্কিন পতাকা বহন করতে দেখা যায়। তারা আকাশের দিকে পতাকা মেলে ধরছে। খবর বিবিসি, সিএনএন ও আল-জাজিরার।
লাদেনের মৃত্যুর খবর টেলিভিশনে প্রচারের পর মার্কিন প্রেসিডেন্ট আকস্মিকভাবে তার ভাষণের ঘোষণাটি আসে। এরপর দু-একজন করে একে একে হাজার হাজর মানুষ হোয়াইট হাউসের সামনে জড়ো হতে থাকে। হোয়াইট হাউসের সামনে উপস্থিত নিউইয়র্কের দমকল বাহিনীর কর্মী কেনেথইস্পথ জানান, 'আজ রাতে আমি আমেরিকান বলে গর্ববোধ করছি।'
লাদেনের মৃত্যুর খবর জানেন কিনা প্রশ্ন করা হলে হোটেলের ক্লার্ক বেকি গ্রেন্ট বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর এমন খবর পেলাম।
পাকিস্তানে মার্কিন বাহিনীর হাতে নিহত হওয়ার পর ইন্টারনেট ও মার্কিনিদের উল্লাসের বহিঃপ্রকাশ ঘটেছে। টুইটার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মন্তব্যে আনন্দের প্রকাশ ঘটেছে।
ইয়াহু মেসেজে একজন লিখেছেন, 'অবশেষে আজ রাতে আমি ঘুমাতে যাচ্ছি। লাদেন দীর্ঘদিন লুকিয়ে ছিল। অবশেষে সে ধরা পড়েছে এবং মারা পড়েছে। আমি এ মুহূর্তে খুবই খুশি।'

ন্যাটো হামলায় গাদ্দাফির ছেলেসহ তিন নাতি নিহত

ন্যাটো বিমান বাহিনীর হামলায় লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে মুয়াম্মার গাদ্দাফির ছোট ছেলে সাইফ আল-আরব (২৯) এবং তিন নাতি নিহত হয়েছেন। সরকারি মুখপাত্র মুসা ইব্রাহিম রবিবার এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।
লিবিয়া সংকট সমাধানে গাদ্দাফির দেওয়া আলোচনার প্রস্তাব ন্যাটো ও বিদ্রোহী বাহিনী নাকচ করে দেওয়ার পরপরই এ হামলার ঘটনা ঘটল। এক সংবাদ সম্মেলনে মুসা ইব্রাহিম সাইফের নিহত হওয়ার খবর নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার বিকালে ন্যাটো বাহিনীর এক হামলায় আল-আরব নিহত হন। সাইফ জার্মানিতে পড়াশোনা করতেন। তিনি আরও জানান, হামলার সময় গাদ্দাফি ও তার স্ত্রী বাসভবনে ছিলেন। তবে তারা অক্ষত আছেন। মুখপাত্র আরও জানান, গাদ্দাফি কোথায় আছেন গোয়েন্দারা এই তথ্য ফাঁস করে দিয়েছেন। ন্যাটো বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করলেও সাইফ আল-আরবের নিহত হওয়ার ব্যাপারে কিছু জানায়নি। এর আগে রাজধানী ত্রিপোলিতে কমপক্ষে তিনটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ন্যাটোর এক বিবৃতিতে জানানো হয়, তারা গাদ্দাফির বাসভবন বাব-আল-আজিজিয়ার আশপাশের এলাকায় শনিবার বিকালে হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে গাদ্দাফির ছেলের মৃত্যুর খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্রোহীরা আধ ঘণ্টাব্যাপী তাদের নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে গুলি ছোড়ে, রকেট নিক্ষেপ করে উল্লাস করে।
লিবিয়ায় বিদ্রোহীদের সেনা মুখপাত্র কর্নেল আহমেদ ওমর বাণী জানান, আমরা খুবই খুশি যে বিমান হামলায় গাদ্দাফির ছেলে নিহত হয়েছেন। এ জন্য আমরা গুলি ছুড়ে এটা উদযাপন করছি। এর আগে মুসা সাংবাদিকদের গাদ্দাফির বিধ্বস্ত বাসভবনে নিয়ে যান। তবে এ ঘটনায়ই যে গাদ্দাফির ছেলে নিহত হয়েছেন তার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এর আগে শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে গাদ্দাফি ন্যাটো বাহিনীর উদ্দেশে বলেন, তিনি পদত্যাগ করছেন এ রকমটি আশা করা ভুল। তিনি বলেন, 'আমার পদত্যাগের কোনো ইচ্ছা নেই। আমি লিবিয়াতেই থাকব। মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যেতে চাই।'
জাতিসংঘ কর্মী প্রত্যাহার : লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে কর্মরত আন্তর্জাতিক সব কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ।
ন্যাটো বিমান হামলায় গাদ্দাফির ছেলে নিহত হওয়ার পর উত্তেজিত জনতা বিদেশি দূতাবাসসহ জাতিসংঘ অফিসে হামলা চালালে এ সিদ্ধান্ত নেওয়া হয়। খবর বিবিসির।
এদিকে লিবিয়ায় মিশন তছনছ করার পর ব্রিটেন সরকার সে দেশে নিয়োজিত লিবিয়ান রাষ্ট্রদূতকে সে দেশ ছেড়ে যেতে বলেছে।

সাগরে ফেলে দেওয়া হলো লাশ

আল কায়দার প্রতিষ্ঠাতা ও জঙ্গি নেতা ওসামা বিন লাদেনের মৃতদেহ সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান থেকে তার মরদেহ আফগানিস্তানে নিয়ে যাওয়ার পর তা সাগরে ভাসিয়ে দেওয়া হয়। মার্কিন পদস্থ কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল এ তথ্য জানিয়েছে বিবিসি। তবে অনেকেই সন্দেহ প্রকাশ করে বলেছেন, সাগরে ভাসিয়ে দেওয়া লাশটিই কি ওসামা বিন লাদেনের নাকি অন্য কারো?