Monday, May 2, 2011

সালমানের প্রতিদান

সালমান খান মানেই চমক। খেয়াল-খুশির রাজা কখন কী করবেন বোঝা মুশকিল। নতুন ছবি 'রেডি'-এর গান নিয়ে তো নিজেই নেমেছিলেন মাঠে। নিজের পছন্দমতো তৈরি করিয়েছিলেন প্রতিটি গান। ছবি মুক্তি পেতে দেরি আছে। তবে এর আগেই রেডি ছবির গানের অ্যালবাম বাজারে ছাড়ছেন সল্লুবাবা। এই অ্যালবামের প্রকাশনা উপলক্ষে একটু অন্য রকম কিছু করবেন বলে ভাবছিলেন। পাঁচতারকা হোটেলে অনুষ্ঠান কিংবা মুম্বাইয়ের ফিল্মসিটির ছোট্ট কর্মীদের বাইসাইকেল উপহার দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে শেষবেলায় এসে বরাবরের মতো এবারও পরিকল্পনা পাল্টেছেন সালমান। প্রকাশনা অনুষ্ঠান কাল অনুষ্ঠিত হয়েছে ফিল্মসিটিতেই। রেডি ছবির তারকা এবং কলাকুশলীদের পাশাপাশি এ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন মহারাষ্ট্র রান স্টুডিওর সব সরকারি কর্মচারী। কারণ? এই কর্মচারীদের শ্রম জড়িয়ে আছে প্রতিটি ছবির কাজে। কিন্তু তাঁদের কথাই মনে রাখে না কেউ। গত ২১ বছরে তাঁরা পাশে ছিলেন বলেই চলার পথটা অনেক মসৃণ হয়েছে বলে মনে করেন সালমান খান। এর প্রতিদান দিতেই সালমান তাঁদের এ সম্মান জানালেন। কেবল আমন্ত্রণই নয়, দেওয়া হয়েছে উপহারও। আর রাতে তো সবাই খাওয়াদাওয়া করেছেন সালমানের পাশে বসেই।

এবার ডাক্তার

প্রথম থেকেই চরিত্রের ভিন্নতা খুঁজছেন অভিনেত্রী রেসী। আগে কাজের মেয়ে, কলেজছাত্রী, ধনীর দুলালী, এমনকি উকিলের চরিত্রেও অভিনয় করেছিলেন। এবারই প্রথম ডাক্তারের চরিত্রে অভিনয় করবেন তিনি। কাজী হায়াৎ পরিচালিত 'মানিক রতন দুই ভাই' ছবিতে একজন পোশাদার ডাক্তার হিসেবে দেখা যাবে রেসীকে।
রেসী বলেন, 'আমি সব সময় নিজেকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চাই। দর্শকরা যেন একইভাবে আমাকে দেখতে দেখতে হাঁপিয়ে না ওঠেন।' 'মানিক রতন দুই ভাই'-এর মাধ্যমে কাজী হায়াতের ছবিতে প্রথম কাজ করতে যাচ্ছেন রেসী। তিনি বলেন, 'কাজী হায়াৎ আমার প্রিয় পরিচালকদের একজন। তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছা আগে থেকেই ছিল। চেষ্টা করব তাঁর প্রত্যাশা অনুযায়ী অভিনয় করতে।'

এক নাটকে ১০ লাক্স সুন্দরী

২০১০-এর সেরা ১০ লাক্স সুন্দরীকে দেখা যাবে নতুন একটি ধারাবাহিক নাটকে। এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় 'জেনারেশন নেঙ্ট ডট' ধারাবাহিকে অভিনয় করবেন তাঁরা। পরিচালক জানিয়েছেন, লাক্স সুন্দরী রাখি, নিশা, মৌসুমী, মাসিয়াত, দীপালি, টয়া আর অরিনের সঙ্গে এরই মধ্যে কথা হয়েছে। অন্যরাও এ নাটকে অভিনয় করবেন। এ ছাড়া এ নাটকে ২০০৯-এর লাক্স সুন্দরী ইশানা ও তাসিনও অভিনয় করবেন। অন্যান্য চরিত্রে রয়েছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, ওয়াসিম খান, রওনক হাসান, সাঈদ বাবু, টিনু করিম, আসাদ প্রমুখ। একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ-তরুণীদের জীবনের নানা ঘটনা ও অঘটন নিয়েই এ নাটকের গল্প। ঢাকার বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং হবে।
নাটকটি বাংলাভিশনে সপ্তাহে তিন দিন প্রচার করা হবে।

মনেপ্রাণে ভারতীয়

বলিউডে পা রাখার পর থেকেই বিভিন্ন ইস্যুতে নিজেকে বিতর্কিত করেছেন ইয়ানা গুপ্তা। সম্প্রতি নাগরিকত্ব নিয়ে প্রশ্নের সম্মুখীন হন ভারতীয় বংশোদ্ভূত চেক প্রজাতন্ত্রের আবেদনময়ী এই আইটেম গার্ল। এ প্রসঙ্গে ইয়ানা বলেছেন, জন্মসূত্রে না হলেও মনেপ্রাণে আমি ভারতীয়। এদেশের সংস্কৃতির সঙ্গে পুরোপুরি মিশে গেছি। তাছাড়া ক্যারিয়ারের স্বর্ণযুগটা পার করছি বলিউডেই।

আফ্রিদির জয়গান

নিজেদের মাটিতে খেলতে না পারা, অন্তর্কলহ এবং ম্যাচ ফিক্সিংয়ের মতো ঘটনায় সমালোচনার মুখে পড়ে পাকিস্তানের ক্রিকেট। তার পরও আফ্রিদির নেতৃত্বে বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত দুর্দান্ত লড়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচ ম্যাচের তিনটিতে জিতে ইতোমধ্যে সিরিজ জয়ও নিশ্চিত করেছে পাকিস্তান। এতে নতুন করে আশার আলো দেখছেন দেশটির ক্রিকেটবোদ্ধারা। পাশাপাশি মিডিয়ায় চলছে আফ্রিদির জয়গান।

রাজধানীতে দুই ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার

রাজধানীর কদমতলীতে ভ্রাম্যমাণ আদালতের নামে অভিযান চালানোর সময় দুই ভুয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের নাম কাজী শফিকুর রহমান (৩০) ও মোহাম্মদ স্বপন (৩২)। শফিকুর ইসলামিক টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক (সেলস) বলে জানা গেছে। গতকাল বিকালে দক্ষিণ দনিয়ার সওদাগরবাড়ি মোড়ে হলুদ-মরিচ ভাঙানোর একাধিক কারখানায় অভিযানের নামে টাকা নিতে গেলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে শফিকুরের কাছ থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তাতে তার নামসহ ইসলামিক টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক (সেলস) পদবি উল্লেখ আছে। তারা বেশ কিছুদিন ধরে এ এলাকায় সাধারণ ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা হাতিয়ে নিয়েছেন।

Sunday, May 1, 2011

NEW WAY TO EARN MONEY IN ONLINE

SIGN UP LINK : http://www.sitetalk.com/boundola100

www.sitetalk.com – it’s like face book, twitter. Also include site talk messenger.
www.sitetalkmail.com – it’s like yahoo, gmail.
www.sitetalkmall.com – it’s web shop / online shopping mall. Here 4000brand product
include worldwide.
www.sitetalktravel.com – it’s worldwide traveling way.
www.sitetalkcare.com – it’s link redcrient society.
www.oxfordprograme.co.uk – it’s online line based education way for worldwide.
Also searing sitetalk sim, sitetalk insurance and sitetalk real-estate.
www.presidentclub.biz – it’s our personal webenar here all information include
sitetalk and unaico.
www.unaico.com – it’s our main company website. When u sitetalk include in any link
then here open ur back office.
www.mysitecost.com – here uses every website value.
www.alexa.com – here u see every website ranking , so searching every website and
decision make. So that earn more money within 2 years million.
 
 BY BOUNDOLA


Sitetalk as like facebook. Online social network service, but these two sites have big difference. The difference is sitetalk give us online money earning support to build up our won career. 
Granted earn money for this site.

So friends lets start earning on http://www.Sitetalk.com/boundola100

Detail: http://www.mediafire.com/?ihqm1ucf3t930cx
             http://www.mediafire.com/?7pacyr48nanb4vj

any question or information in sitetalk. Call Bengali leaders
Hot Line no-  +8801922264747
            boundola@gmail.com

যৌন নির্যাতনের অভিযোগ...

বলিউডের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাটের বিরুদ্ধে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ এনেছেন পাকিস্তানের আলোচিত নায়িকা মীরা। সম্প্রতি এ অভিযোগ এনে মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনও করেছেন তিনি। এতে তিনি বলেন, 'মহেশ ভাট তার ছবিতে আমাকে অভিনয় করার জন্য প্রস্তাব দিয়ে পাকিস্তান থেকে ডেকে এনেছেন। লিখিত চুক্তি হওয়ার আগেই এখন তিনি আমাকে তার ছবি থেকে বাদ দিয়ে অন্য অভিনেত্রীকে নিতে চাইছেন। এর প্রতিবাদ করলে তিনি আমাকে মুম্বাইয়ের একটি হোটেলে আসতে বলেন। হোটেলে গেলে তিনি দরজা বন্ধ করে আমার ওপর ঝাঁপিয়ে পড়েন। জোরপূর্বক আমার ওপর যৌন নির্যাতন চালান। এছাড়া আমাকে শারীরিকভাবে নির্যাতন করেন। আমাকে ভারত থেকে পাকিস্তানে চলে যাওয়ার নির্দেশ দেন। আমাকে নিয়ে অনেকে অনেক কথাই বলে থাকেন। কিন্তু সত্যটা কেউ জানতে পারেন না। আজ আমি সত্য জানাতে এসেছি।' কথাগুলো বলতে বলতে মীরা কেঁদে ফেলেন। মহেশ ভাটের বিরুদ্ধে এর আগেও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। কিন্তু এসব বিষয়ে কখনোই মাথা ঘামান না তিনি।

মাত্র এক রাত

৭ বছরের প্রেম শেষে বিয়ে করতে যাচ্ছেন কায়রা নাইটলে। আর মাত্র একটি রাত। তারপরই কুমারিত্বকে বিদায় জানাবেন। তাই এই রাতটি তার কাছে বিশেষ গুরুত্ব পেল। গুরুত্বপূর্ণ রাতেই ঘটে গেল এক অঘটন। সেটা কি? জানা যাবে আগামী ৫ জুন। এদিন মুক্তি পাবে মেসি তাজেদিন পরিচালিত ছবি 'লাস্ট নাইট'। এই ছবির মাধ্যমে অনেকদিন পর পর্দায় আসছেন কায়রা। তাই কায়রা ভক্তদের জন্য বিরাট সুখবর এটি। ছবিতে কায়রার বিপরীতে অভিনয় করেছেন স্যাম ওর্থথিংটন। আরও আছেন এভা মেন্ডেস, গুলিয়ামু কানেট প্রমুখ। ছবিটি নাটকীয় গল্পের, তবে রোমান্টিক।

রুপকথার বিয়ে


পৃথিবীতে নাকি রূপকথার মৃত্যু হয়েছে। ধুলোয় মিশে গেছে

আবেগ, রোমান্স আর প্রণয়কথন। শেষবার পৃথিবী তা দেখেছিল চার্লস ও ডায়ানার বিয়ের দিন। আর প্রিন্সেস ডায়ানার মৃত্যুর সঙ্গে সঙ্গে প্যারিসে সেই রূপকথারও অকাল মৃত্যু হয়েছিল। কেউ কি ভেবেছিল ৩০ বছর পর আবার সেই রূপকথা ফিরে আসবে? তাও আবার ডায়ানারই ছেলে উইলিয়াম আর সাধারণ ঘরের মেয়ে কেটের বিয়েতে। ২৯ এপ্রিল গোটা পৃথিবী অবাক চোখে তাকিয়ে দেখল ভালোবাসার দুর্বার শক্তিতে অতি সাধারণ কেট কিভাবে হয়ে ওঠলো ব্রিটিশ রাজ পরিবারের উত্তরাধিকারী প্রিন্স

উইলিয়ামের ঘরণী। ব্রিটিশদের সঙ্গে সঙ্গে ঘোটা বিশ্ব

অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে ভালোবাসার বন্যায় ভেসেছে লন্ডন। এমন রূপকথার দেখা সচরাচর মেলে না। আর এ জন্যই তা এত দুর্লভ। চার্লস-ডায়ানার মতো আর একটি রূপকথার অমর চরিত্র হয়ে সবার সামনে ধরা দিলেন উইলিয়াম ও কেট।

তোমাকে অপূর্ব দেখাচ্ছে

প্রিন্স সবার আগেই চলে এসেছেন। একে একে আসেন অন্যরাও। তবুও তার দেখা নেই। উইলিয়ামকে বেশ কিছুসময় অপেক্ষা করিয়ে সব শেষে এলেন কনে কেট। বিয়ের পোশাক পরে ওয়েস্টসমিনিস্টার অ্যাবের সামনে গাড়ি থেকে নামলেন কেট। ততক্ষণে ফিস্ফাস গুঞ্জন শুরু হয়ে গেছে। ভাবিকে দেখে উচ্ছ্বসিত হ্যারি বড় ভাইকে বললেন, 'সে এসে গেছে।' উইলিয়ামের পাশে এসে দাঁড়ালেন কেট। তার দিকে এক ঝলক তাকিয়ে কেটের কানে কানে উইলিয়াম বললেন, 'তোমাকে অপূর্ব দেখাচ্ছে।'

বেয়াড়া ঘোড়া
রাজসিক ঘোড়ার গাড়িতে তখন প্রাসাদে যাচ্ছেন নবদম্পতি। সামনে-পেছনে সারিবদ্ধ অশ্বারোহী। রাস্তার দু'ধারে হাজার মানুষের আকাশ ফাটানো চিৎকারে এক কালো ঘোড়ার মেজাজ গেল বিগড়ে। লাফিয়ে উঠে পিঠ থেকে ফেলেই দিল আরোহীকে। তাকে ধরে বাগে আনার চেষ্টা করলেন ওই ভূপতিত রক্ষী। লাভ হলো না। নবদম্পতির গাড়িকে পেরিয়ে ঘোড়া দিল দৌড়। গোটা সময়টায় হতভম্ব কেটকে সামলালেন।

পথ দেখায়...
মাকে স্মরণ করেই নিজের নতুন জীবনের পথ চলা শুরু করলেন রাজপুত্র উইলিয়াম। ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে বিয়ের প্রথা শুরু হয় ডায়নাকে শ্রদ্ধা জানিয়ে। উইলিয়ামের নিজের পছন্দ করা রাগবি দলের 'অ্যানথেম'-এর কথা দিয়েই এদিন ডায়ানাকে স্মরণ করে ব্রিটেন। সজল চোখে উইলিয়াম গেয়ে ওঠেন 'আমার পথ দেখায় তোমারই কথা...'

মহাকাশ থেকে শুভেচ্ছা
উইলিয়াম আর কেটের বিয়েকে ঘিরে উৎসাহ শুধু পৃথিবীর গণ্ডিতেই আবদ্ধ নেই, শুভেচ্ছা বার্তা ভেসে এসেছে সুদূর মহাকাশ থেকেও। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে নবদম্পতিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন নভোচারীরা।

গুগলেও বিয়ে
উইলিয়াম এবং কেটের বিয়ে নিয়ে ঠিক কতটা উচ্ছ্বসিত বিশ্ববাসী তার আঁচ এদিন পাওয়া যায় গুগল দেখেই। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই তথ্য অনুসন্ধান ওয়েবসাইটটি এদিন বিয়ে উপলক্ষে বিশেষ চিত্র বা 'ডুডুল' দিয়ে সাজিয়েছিল নিজেদের সাইটটি। কোনো বিয়ে উপলক্ষে এই সাজ এবারই প্রথম।

গাড়ি কাহিনী
মোটরগাড়িতে যাওয়া, ঘোড়ার গাড়িতে ফেরা। রাজপরিবারের বিয়ের গাড়ি কাহিনীটি বেশ মজাদার। বিয়ের পর চার ঘোড়ায় টানা যে ল্যান্ডোগাড়িতে কেট-উইলিয়াম প্রাসাদের পথ ধরলেন, সেটি কিন্তু ১৯০২ সালের সৃষ্টি। বিয়ের পর এই গাড়িতেই প্রাসাদে ফিরেছিলেন উইলিয়ামের বাবা-মা।

এবং বিপত্তি
কেট-উইলিয়ামের বিয়ের দিন ৪৩ জনকে গ্রেফতার করে লন্ডন পুলিশ। শান্তি ভঙ্গ, মাতলামি, চুরি, নিগ্রহ এমন নানা অভিযোগে ধরা হয়েছে তাদের। এমনিতেই শহরে চূড়ান্ত সতর্কতা জারি ছিল। সব মসৃণভাবে যাতে হয়, সেটা তো দেখতে হবে! আবার রাজপরিবারের বিয়ের কিছু 'প্রতিবাদী'ও জড়ো হচ্ছিলেন লন্ডনে। পুলিশ অবস্থা সামলেছে। দু'জন প্রতিবাদীকে ধরে জিজ্ঞাসাবাদ করেছে তারা।

আনন্দের ফোয়ারা
গ্রামের মেয়ের বিয়ে। তাও আবার রাজবাড়িতে। এর চেয়ে আনন্দের কিছু হয় নাকি? তাই গোটা বাকলবারি গ্রামই যেন উত্তাল হয়ে গেল কেট মিডলটনের বিয়েতে। শত শত মানুষ কাজকর্ম ভুলে পড়ে রইল শহরতলি বাকলবারির এক বিশাল সবুজ মাঠে। সেই মাঠের এক প্রান্তে টাঙানো মস্ত টিভি পর্দায় তাদের চোখ তখন মুগ্ধ এবং অপলক। তাদের গ্রামের মেয়ে কেট যে সেখানে পর্দাজুড়ে নতুন জীবনের প্রবেশপথে। হ্যাঁ, এই বাকলবারি গ্রামেরই মেয়ে রাজকন্যা কেট। এ কারণেই গ্রামের মানুষের ঢল নামে এদিন বাকলবাড়িতে। কেটের গ্রামের মানুষজনের এ আনন্দ যদি দেখতেন কেট!

উইলিয়াম ও কেটের নয়া উপাধি
বিয়ের পর নতুন উপাধি পেলেন প্রিন্স উইলিয়াম ও ক্যাথরিন মিডলটন। ডিউক অব কেমব্রিজ এবং ডাচেস অব কেমব্রিজ। বাকিংহাম প্যালেস সূত্রে এ তথ্য জানা গেছে। তবে কেবল একটি উপাধিতেই আবদ্ধ থাকছেন না প্রিন্স উইলিয়াম। ডিউক অব কেমব্রিজ ছাড়াও তার মুকুটে যুক্ত হচ্ছে আরও দুটি
নতুন পালক। আর্ল অব স্ট্র্যাথিয়ার্ন
এবং ব্যারন ক্যারিকফার্গাস।