Saturday, April 30, 2011

শেবাগের সরল স্বীকারোক্তি

আইপিএলে নিজেদের নামের যথার্থতা মেলে ধরতে পারছে না দিলি্ল ডেয়ারডেভিলস। এ পর্যন্ত সাতটি ম্যাচের পাঁচটিতেই পরাজয়বরণ করেছে। এ প্রসঙ্গে অধিনায়ক শেবাগ বলেছেন, দলের এই করুণ অবস্থার জন্য আমার ব্যক্তিগত পারফরমেন্সও কিছুটা দায়ী। বিশ্বকাপের পর এখনো মেলে ধরতে পারিনি নিজেকে। আসরে এ পর্যন্ত একটি মাত্র হাফ সেঞ্চুরির মুখ দেখেছি। আশা করছি পরবর্র্তী ম্যাচগুলোতে ভালো খেলব।

রাজ্জাকের মেয়ে তমা মির্জা

নায়করাজ রাজ্জাকের মেয়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তমা মির্জা। অনন্ত হীরা পরিচালিত 'আমার দেশের মাটি' চলচ্চিত্রে এই দুই শিল্পী গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করছেন। তমা বলেন, 'আমার সৌভাগ্য রাজ্জাক আঙ্কেলের মতো একজন জীবন্ত কিংবদন্তির সঙ্গে কাজ করতে পারছি। তার মেয়ের ভূমিকায় অভিনয় করছি আমি। তিনি একজন ডাক্তার। আমরা হিন্দু পরিবার।' চলচ্চিত্রে নিজের চরিত্র প্রসঙ্গে তমা মির্জা বলেন, আমি ইন্টারমিডিয়েটের ছাত্রী। আমার বাবার বন্ধু সোহেল রানা। তারা দু'জন একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছেন। সোহেল রানা আঙ্কেলের ছেলে আমিন খানের সঙ্গে আমার প্রেম হয়। কিন্তু তারা মুসলিম। আমাদের প্রেমের মাঝে ধর্ম, পারিবারিক, সামাজিক সমস্যাগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। শুরু হয় দ্বন্দ্ব-সংঘাত। চরম নাটকীয়তার মধ্য দিয়ে এগুতে থাকে চলচ্চিত্রটির গল্প।' তমা মির্জা জানান, ২৪ এপ্রিল থেকে বিক্রমপুরে এ চলচ্চিত্রের দুটি গানের শুটিং চলছে। এতে তিনি ও আমিন খান অংশ নিচ্ছেন। রোমান্টিক ধারার এই গান দুটোর কথা হচ্ছে 'বড় সাধ জাগে কানে কানে বলি তুমি যে আমার' এবং 'আমার দুই নয়নের জন্ম শুধু তোমায় দেখব বলে'।

এবার সালমান-অসিনের রোমান্স!

বলিউডে সালমান বেশ ক্ষমতাশালী অভিনেতা। কোনো ছবিতে অভিনয় করতে গেলে তিনি নিজের বিপরীতে অভিনেত্রীও ঠিক করে দেন। বিনিময়ে সেই অভিনেত্রীর সঙ্গে কিছুদিনের জন্য প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ঐশ্বরিয়া রাই-ক্যাটরিনা কাইফের সঙ্গে তার সম্পর্ক এভাবেই। এবার তিনি অসিনকে নিজের নায়িকা বানিয়েছেন। আগামী ৩ জুন মুক্তি পাচ্ছে আনিস বাজমি পরিচালিত এই জুটির ছবি 'রেডি'। ছবি হিট-ফ্লপের হিসাবের থেকেও বড় আলোচনায় এখন, তাদের প্রেম নিয়ে। প্রেম কী হচ্ছে? দেখা যাক।

Friday, April 29, 2011

চ্যানেল আইতে সরাসরি প্রিন্স উইলিয়ামের বিয়ে

প্রয়াত প্রিন্সেস ডায়ানার জ্যেষ্ঠ পুত্র প্রিন্স উইলিয়ামের বিয়ে আজ। কনে কেট মিডলটন। উইলিয়ামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। তাদের সম্পর্কের বয়স প্রায় ১০ বছর। হাজার বছরের পুরোনো স্থাপত্য ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হবে তাদের বিয়ের অনুষ্ঠান। যেখানে ডায়ানার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছিলো। জমকালো এই বিয়ের অনুষ্ঠানটি বাংলাদেশ সময় বেলা ১টা থেকে টানা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। আর পুরো অনুষ্ঠানটি একটানা সরাসরি সমপ্রচার করবে চ্যানেল আই। ধারণা করা হচ্ছে টেলিভিশন ও ইন্টারনেটে বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি মানুষ বিয়ের অনুষ্ঠানটি উপভোগ করবেন।
এরই মাঝে উইলিয়ামের বিয়ে নিয়ে বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে। তাই চ্যানেল আইয়ের মতো অনেক বিদেশী চ্যানেল এই বিয়ের আসর সরাসরি সম্প্রচার করবে। আগ্রহী মানুষদের রাজকীয় বিয়ের স্বাদ দিতেই সরসারি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেলগুলো।

লারা ডুবছেন আর ভাসছেন


বলিউড অভিনেত্রী লারা দত্ত ডুবছেন আর ভাসছেন। তার এ দশা হয়েছে নিজের ক্যারিয়ারকে কেন্দ্র করে। কখনো তিনি জনপ্রিয়তা হাতের মুঠোয় বন্দী করে ভেসে বেড়াচ্ছেন, আবার কখনো সমালোচিত হয়ে সব খুইয়ে তলিয়ে যাচ্ছেন অতল গভীরে। তাই তিনি মানসিকভাবে শান্তি আর অশান্তির টানাটানিতে আছেন। সম্প্রতি তার নতুন ছবি 'চলো দিলি্ল' নিয়ে সমস্যা আরও প্রকট হয়েছে। শুরুতে নিজের অভিনীত-প্রযোজিত এই ছবির প্রচারণায় গিয়ে লারা মনে করেছিলেন, দর্শক হুমড়ি খেয়ে পড়বে। কিন্তু ছবিটির মুক্তির তারিখ যতই ঘনিয়ে আসছে লারা ততই ফ্লপের হাতছানি দেখতে পাচ্ছেন। ছবিটি যদি সত্যিই ফ্লপ হয় তাহলে বিবাহিতা লারার ক্যারিয়ার তো ডুববেই, সঙ্গে আর্থিকভাবেও ক্ষতির সম্মুখীন হবেন।

উইলিয়ামের বিয়েতে বিওন্সি-জেজি

প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ে নিয়ে মেতেছে পুরো লন্ডন শহর। আর এ আনন্দের সঙ্গে বাড়তি মাত্রা যোগ করতে অনুষ্ঠানে গান গাইতে আসছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী বিওন্সি নোলস এবং তার স্বামী মার্কিন র‌্যাপশিল্পী জেজি। ইতোমধ্যেই ২৯ বছর বয়স্কা এই শিল্পী ও তার স্বামীকে প্রিন্স ও কেট তাদের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে তাদের রিদম অ্যান্ড ব্লুজ লাভ সং গাওয়ার অনুরোধ জানিয়েছেন প্রিন্স ও কেট। প্রিন্স এবং কেট দুজনই বিওন্সি ও জে-জির ভীষণ ভক্ত। তারা মনে-প্রাণে চাইছেন, এই আনন্দযজ্ঞে এই দুই শিল্পী তাদের পারফর্মেন্সে পুরো অনুষ্ঠানটি মাতিয়ে দিন।

লোহা ঘষলে সোনা!

মুন্সীগঞ্জের শ্রীনগরে বুধবার রাতে প্রায় দুই কোটি টাকা মূল্যের একটি মূর্তি উদ্ধার করা হয়। এরপর খবর ছড়িয়ে পড়ে ওই মূর্তিতে লোহা ঘষলেই তা সোনা হয়ে যাচ্ছে। কেউ কেউ সোনা বানিয়ে নিয়েছেন বলেও কথা রটে। লোহার টুকরো নিয়ে শুরু হয় লোকজনের ছোটাছুটি। অনেকে দূর-দূরান্ত থেকেও আসতে থাকেন। তবে মূর্তিতে লোহা ঘষার পর তাদের ভুল ভাঙে। শ্রীনগর থানার ওসি সাখাওয়াত হোসেন বাংলাদেশ প্রতিদিনকে জানান,স বুধবার রাত ১০টার দিকে উপজেলার উত্তর কোলাপাড়া গ্রামের আকরাম মিয়ার বাড়ির পুকুর থেকে কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। লোহা ঘষলে সোনা হওয়ার খবরটি সম্পূর্ণ গুজব বলে তিনি জানান। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মোশাররফ-সারিকা জুটি

টিভি নাটকে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছেন মোশাররফ করিম ও সারিকা। জিয়া উদ্দিন আলমের রচনা ও পরিচালনায় নাটকটির নাম 'আমরা সিনেমা আর বানাবো না'। নাটকের গল্প প্রসঙ্গে জিয়া জানান, নাটকটি সাজানো হয়েছে, সিনেমা জগতের নানা অনিয়ম, পাইরেসি, অশ্লীলতাসহ নানা দিক কেন্দ্র করে। নাটকটি দর্শকের ভালো লাগবে বলে আশাবাদী জিয়া।
নাটকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, 'আমার অভিনীত অনেক নাটকে সারিকা অভিনয় করেছে। আর এই প্রথম আমি আর সারিকা জুটিবদ্ধ হয়ে অভিনয় করব। নাটকের গল্পটি আমার ভালো লেগেছে। কারণ, নাটকটি সাজানো হয়েছে সমসাময়িক সিনেমা জগতের নানা সমস্যাকে কেন্দ্র করে।' সারিকা বলেন, 'মোশাররফ ভাইয়ের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়ে খুশি আমি'। আগামী ৪ ও ৫ মে গুলশান ও ধানমণ্ডিতে নাটকটির শুটিং হবে।

ফিরছেন লৌহমানব

হলিউডে ফিরছেন আর্নল্ড শোয়াজনেগার, এটি পুরনো খবর। নতুন খবর হলো, তার বহুদিনের 'টার্মিনেটর' ছবিতেই কামব্যাক করছেন এই লৌহমানব।
গত জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে দ্বিতীয় মেয়াদ শেষ করেন ৬৩ বছর বয়সী এই রাজনীতিক কাম অভিনেতা। তারপর জানিয়েছিলেন, তার পুরনো জায়গা হলিউডে আবার ফিরছেন। তবে কিভাবে ফিরছেন সেটা এখন পর্যন্ত অজানা ছিল। সর্বশেষ গত বছরের 'দি এক্সপেন্ডেবল' ছবিতে এক ঝাঁক অ্যাকশন হিরোর সঙ্গে আর্নল্ড শোয়ার্জনেগারকেও দেখা গিয়েছিল। তবে সেটি মাত্র কয়েক মিনিটের জন্য। এবার 'টার্মিনেটর' ছবির পঞ্চম পর্বে তিনি ফিরছেন। তবে সেটিও 'দি এক্সপেন্ডেবল'র মতো ক্যামিও হাজিরা কিনা সেটি এখনও নিশ্চিত নয়। তবে ভক্তদের আশা, এবার স্বরূপেই ফিরবেন এই অভিনেতা।

ক্রোড়পতিতে বাবা-মেয়ে

'কৌন বনেগা ক্রোড়পতি'র ভোজপুরির সংস্করণের উপস্থাপনার দায়িত্ব পালন করছেন শত্রুঘ্ন সিনহা। আর ওই অনুষ্ঠানের হট সিটে বসছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সোনাক্ষী সিনহা সময় বের করতে পারলে আগামী মাসের শুরুর দিকেই অনুষ্ঠানটির রেকর্ডিং হবে। এ প্রসঙ্গে শত্রুঘ্ন সিনহা বলেছেন, 'হ্যাঁ, সোনাক্ষী এবার হটসিটে বসছেন। এতে শেষ পর্যন্ত দর্শকরা পর্দায় বাবা-মেয়েকে একসঙ্গে দেখার সুযোগ পাবেন।' শত্রুঘ্ন আরও বলেছেন, 'এ অনুষ্ঠানে অংশ নেওয়ার ব্যাপারে সোনাক্ষীই প্রথম আগ্রহ প্রকাশ করেছে। তখন আমি সানন্দেই রাজি হয়েছি। এমন নয় যে, আমার মেয়ে হওয়ার কারণে তাকে সহজ প্রশ্ন করা হবে। সে খুব মেধাবী। আমি নিশ্চিত, সে সহজেই তার জাত চেনাতে পারবে।' অন্যদিকে সোনাক্ষী জানিয়েছেন, 'এটা দারুণ একটা ব্যাপার! আমি এই শো'টি খুবই পছন্দ করি।'