রানী মুখার্জীকে মনে পড়ে অভিষেক বচ্চনের। এ পর্যন্ত অভিষেক ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে যতগুলো ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন সবক'টি ফ্লপ হয়েছে। আর তাই সবচেয়ে প্রিয় সহ-অভিনেত্রী হিসেবে সম্প্রতি রানীর নাম উল্লেখ করেছেন বলিউডের এ তারকা। এ প্রসঙ্গে অভিষেক বলেছেন, আমি এ পর্যন্ত যাদের সঙ্গে অভিনয় করেছি, তাদের মধ্যে রানীই সেরা। তিনিই আমার সবচেয়ে প্রিয় সহ-তারকা। রানী শুধু সুন্দরীই নন, অসাধারণ একজন অভিনেত্রীও বটে। তিনি আরও বলেছেন, 'যুবা', 'বান্টি অউর বাবলি', 'লাগা চুনরি মে দাগ' এবং 'কাভি আল বিদা না কহনা' ছবিতে রানীর সঙ্গে অভিনয় করেছি। আমার বিশ্বাস, এই ছবিগুলোতেই সেরা অনস্ক্রিন কেমিস্ট্রি দেখাতে পেরেছি আমি।
পর্দার বাইরে বাস্তব জীবনেও রানীর সঙ্গে অভিষেকের প্রেমের সম্পর্কের গুজব রটেছিল মিডিয়াতে।
পর্দার বাইরে বাস্তব জীবনেও রানীর সঙ্গে অভিষেকের প্রেমের সম্পর্কের গুজব রটেছিল মিডিয়াতে।