Tuesday, April 19, 2011

পিন্টোর গোপন শুটিং (freida pinto)

'স্ল্যামডগ মিলিয়নিয়ার' খ্যাত অস্কারজয়ী অভিনয় শিল্পী ফ্রিদা পিন্টো এখন মুম্বাইয়ে তার পরবর্তী ছবি 'তৃষ্ণা'র শুটিং করছেন। তবে তিনি এ ছবির শুটিংয়ের খবরটা গোপন রাখতে চেয়েছিলেন। রাজস্থানের বিভিন্ন জায়গায় এবং মুম্বাইয়ে এক সপ্তাহ ধরে ছবিটির শুটিং চললেও, ব্যাপারটি গোপন রাখা হয়েছিল। এ প্রসঙ্গে ফ্রিদা বলেছেন, আসলে আমি খবরটি চাউর করতে চাইনি। জানা গেছে, টমাস হার্ডির বিখ্যাত উপন্যাস 'টেস অব দ্য আরবারভিলস' অবলম্বনে ছবিটি নির্মিত হচ্ছে।

গৃহ-নির্যাতনকারী নিকোলাস

গৃহ-নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন হলিউডের অস্কারজয়ী অভিনেতা নিকোলাস কেইজ। যুক্তরাষ্ট্র সময় ১৬ এপ্রিল শনিবার নিউ অরলিন্স অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে। গ্রেফতার হওয়ার পর ১১ হাজার ডলার মুচলেকায় জেলহাজত থেকে ছাড়া পান অভিনেতা।
শনিবার রাতে কেইজ দম্পতি তাদের ফরাসি কোয়ার্টারের বাড়ির সামনে এক তীব্র বাক-বিতণ্ডা শুরু করে। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। নিকোলাস কেইজ তার স্ত্রীকে টেনে বাড়ির ভেতর নিতে চাইলে স্ত্রী বাড়ির ভেতর প্রবেশ করতে অসম্মতি জানায়। এতে নিকোলাস কেইজ ক্ষিপ্ত হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ক্যাবকে জোরে আঘাত করে।

এফডিসিতে হাসান মাসুদ!

'মেড ইন বাংলাদেশ' চলচ্চিত্রে হাসান মাসুদ একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছিলেন। ছয় বছর পর সেই হাসান মাসুদই আর একটি ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। মনতাজুর রহমান আকবর পরিচালিত 'ছোট্ট সংসার' নামের এই ছবিটি 'এফডিসি ঘরানায় নির্মিত হাসান মাসুদের প্রথম ছবি। তিনি বলেন, 'আমি আগে কখনো এফডিসির নির্মাতাদের অধীনে কাজ করিনি। তাই এটি আমার জন্য একেবারেই নতুন এক অভিজ্ঞতা। গত শনিবারই 'ছোট্ট সংসার' ছবির শুটিংয়ের কাজ শেষ হয়েছে। এখন কেবল ডাবিংটাই বাকি।

অভিষেককে ছাড়াই ঐশ্বরিয়া

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিয়ের প্রায় চার বছর হতে চলল। এই চার বছরে বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে এই তারকা দম্পতি একসঙ্গে উপস্থিত থাকার চেষ্টা করেছেন। তাদের সর্বশেষ একসঙ্গে দেখা গেছে ৮৩তম একাডেমী অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে। এবার তাদের আবারও সুযোগ এসেছে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটার। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও সেখানে যাওয়া হচ্ছে না বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের। তাই অনেকটা বাধ্য হয়ে একাই কান চলচ্চিত্র উৎসবে যাবেন ঐশ্বরিয়া।
অভিষেক জানান, কান চলচ্চিত্র উৎসবে এবার আমার যাওয়া হচ্ছে না। কারণ শুটিংয়ের জন্য রাশিয়াতে থাকতে হবে। রাবণ ছবির প্রচারণার কাজে গতবারও আমরা একসঙ্গে সেখানে অংশ নিয়েছিলাম। জানা গেছে, কান চলচ্চিত্র উৎসবে এ নিয়ে দশমবারের মতো অংশ নিচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। আর এ নিয়ে বেশ গর্বিতও অভিষেক।
বলিউড অভিনেতা অভিষেক আরও জানান, আমি খুবই গর্বিত অ্যাশের এ ধরনের অর্জনে। আমি মনে করি, এটা শুধু অ্যাশের পক্ষেই সম্ভব।

ঘর বাঁধতে যাচ্ছেন কিম

পাঁচ মাস প্রেম করার পর প্রেমিক বাস্কেটবল খেলোয়াড় ক্রিসকেই বিয়ে করতে যাচ্ছেন
কিম কার্দাশিংয়ার। এর প্রস্তুতি হিসেবে ইতোমধ্যেই তিনি বিয়ের পোশাক তৈরি করতে দিয়েছেন। এমনকি বাগদান অনুষ্ঠানের জন্য তার বন্ধু লরেন শোয়ার্টজের নকশা করা ১০ ক্যারেট ওজনের ডায়মন্ডের আংটিও বানাতে দিয়েছেন। কিমের এসব প্রস্তুতি দেখে সবাই মন্তব্য করেছেন, শিগগিরই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন। এ প্রসঙ্গে কিম এক সংবাদ সম্মেলনে জানান, আমার আর ক্রিসের মধ্যে পাঁচ মাসের সম্পর্ক। আর আমি মনে করি এ পাঁচ মাসে আমাদের মধ্যে যে সম্পর্ক হয়েছে তা বিয়ের জন্য যথেষ্ট। আর এখন প্রতীক্ষায় আছি শুভ দিনটির।
কিমের এক বন্ধু জানিয়েছেন, নিজের বিয়েকে কেন্দ্র করে বিস্তর প্রস্তুতি নিয়েছেন পাত্রী। অন্যান্য বিয়ের থেকে নিজের বিয়েকে কিভাবে আলাদা করা যায় এ নিয়ে ভাবছেন কিম।

সালমান-রনবীরের দ্বন্দ্ব

বেশ জটিল আকার ধারণ করেছে বলিউড অভিনেতা সালমান খান আর রনবীর কাপুরের মধ্যকার সম্পর্কের। আর রনবীর-সালমানের সাম্প্রতিক এই দ্বন্দ্বের পেছনে রয়েছেন ক্যাটরিনা কাইফ। ক্যাট সম্পর্কে রনবীরের মন্তব্যের কারণে প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছেন সালমান। একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রনবীর বলেছেন, তিনি নাকি ক্যাটের সঙ্গে কখনোই ডেটিং করেননি। রনবীরের এহেন মিথ্যাচার হজম করতে পারেননি সালমান। কারণ প্রাক্তন প্রেমিকা ক্যাটের প্রতি তিনি সম্ভবত এখনো দুর্বল। আর তিনি চান না, ক্যাট কোনো কারণে কষ্টে থাকুক।
রনবীরের প্রতি সালমানের এই ক্ষোভ প্রকাশ পেয়েছে যখন তিনি তার বন্ধুস্থানীয় কয়েকজন প্রযোজককে অনুরোধ করেছেন রনবীরকে তাদের ছবিতে না নেওয়ার জন্য। প্রযোজকরা তখন সালমানকে আশ্বস্ত করেছেন।

ফের বারবারা মোরি

কাইটস ছবির মাধ্যমে বলিউডে পা রেখে ছিলেন ম্যাক্সিকান অভিনেত্রী বারবারা মোরি। ছবিটি ব্যবসাসফল না হলেও আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। নিজ দেশে ফিরে গেলেও ভুলতে পারেননি ভারতীয় সংস্কৃতি ও আতিথেয়তা। তাই তো প্রযোজক রাজীব খান্ডারওয়ালের ছবিতে অভিনয়ের প্রস্তাবটি সানন্দে গ্রহণ করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই বলিউডে প্রত্যাবর্তন করবেন বারবারা। এখন দেখার পালা এ ছবিতে দর্শকরা তাকে কীভাবে গ্রহণ করেন।

সৌরভের মুখে যুবরাজের প্রশংসা

বিশ্বকাপ থেকেই নিজেকে ফিরে পেয়েছেন যুবরাজ সিং। আর চলতি আইপিএলে যুবরাজের তাণ্ডব দেখ তো অবাক ক্রিকেটবিশ্বই। গত রবিবার তার দল পুনে ওয়ারিয়র্স শেবাগের দিলি্ল ডেয়ার ডেভিলসের কাছে হারলেও ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম দেখিয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন। তা দেখে অভিভূত সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, 'যুবরাজ তো টি-২০ ক্রিকেট সব সময় ভয়ের কারণ। এত বিপজ্জনক ক্রিকেট আমি খুব কমই দেখেছি। দিনে দিনে ও নিজেকে আরও ধারালো করে তুলছে। আইপিএল সবে তো শুরু হয়েছে, কিন্তু এখনই সে সবার কাছে সতর্ক বার্তা পাঠিয়ে দিয়েছে। আমি মনে করি যুবরাজ এই মুহূর্তে অন্য দলগুলোর কাছে বিশাল এক ফ্যাক্টর।'
বিশ্বকাপে যুবরাজের দুর্দান্ত পারফরম্যান্সই তো ভারতের শিরোপা জয় অনেকটা সহজ করে দিয়েছে। তাছাড়া তার পারফরম্যান্সের ধারাবাহিকতাও অসাধারণ। গাঙ্গুলী বলেন, 'ফর্ম ধরে রাখা যে কোনো ক্রিকেটারের কাছে বড় চ্যালেঞ্জ। কিন্তু যুবরাজ এই কাজটি কত অনায়াসেই না করছে।' দাদা আরও বলেন, 'মাঝের সময়টা খুব বাজে গেছে ঠিকই, তবে সেটা ব্যাপার না। উত্থান-পতন তো থাকবেই। টেস্টে হয়তো তেমন ভালো কিছু করতে পারেনি ও। তবে টি-২০ সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে যুবরাজ। বিশ্বকাপই ওকে আবার আগের চেহেরায় নিয়ে গেছে।'

‘সৌরভই ভারতের সেরা অধিনায়ক’

আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে বেশ কিছুদিন আগেই বিদায় নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এবারের আইপিএলের আসরেও তাঁর প্রতি আগ্রহ দেখায়নি কোনো দলই। এমনকি কলকাতা নাইট রাইডার্সও গঠিত হয়েছে ‘প্রিন্স অব কলকাতা’কে ছাড়া। অন্যদিকে ভারতের বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আছেন ক্যারিয়ারের সর্বোচ্চ উচ্চতায়। কয়েক দিন আগেই ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে তুলে ধরেছেন বিশ্বকাপ শিরোপা। ব্যাট হাতেও মোটামুটি ধারাবাহিক ভালো পারফরমেন্স দেখিয়ে দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। কপিল দেবের পর ভারতের সফল অধিনায়কের কথা বলতে গেলে ধোনির কথাই হয়তো বলবেন অনেকে। কিন্তু ভারতের আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন কিন্তু ভারতের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে সৌরভ গাঙ্গুলির কথাই বলেছেন।
ভারতীয় ক্রিকেটের কিছুটা টলমল অবস্থার মধ্যে সৌরভ বেশ শক্ত হাতে হাল ধরেছিলেন বলে মনে করেন আজহারউদ্দিন। ধোনি যে এবার বিশ্বকাপ শিরোপা জয়ের স্বাদ নিতে পারল, তার পাটাতনটা ‘দাদা’ই তৈরি করে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন আজহার। তিনি বলেছেন, ‘ভারতীয় ক্রিকেটের খারাপ সময়ে সৌরভ অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে একটা উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিল। বর্তমান অধিনায়ক ধোনির হাত ধরে সেটার আরও উন্নতি হয়েছে।’

ওয়াসিমের বন্দনায় বালাজি

অনেকদিন ধরেই ফর্ম ভালো যাচ্ছিল না বালাজির। ফলে ভারতের বিশ্বকাপ দলেও তার ঠাঁই হয়নি। আইপিএলে তার দল চেন্নাই সুপার কিংসও তাই তাকে ধরে রাখেনি। শেষ পর্যন্ত জায়গা হয়েছে শাহরুখ খানের দল কোলকাতা নাইট রাইডার্সে। আর এখানেই এসে বদলে গেলেন ভারতের এক সময়ের জাতীয় দলের সেরা ফাস্ট বোলার লক্ষীপতি বালাজি। গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে চার ওভার বল করে ১৫ রানে তুলে নিলেন ৩টি উইকেট। কি সেই পরশ পাথর যা তাকে হঠাৎ এমন করে বদলে দিল? বালাজি নিজের মুখের সেই পরশপাথরের নাম উল্লেখ করলেন_ ওয়াসিম আকরাম।
আকরামের কাছ থেকে শিখেই ভালো বল করছেন বলে জানান বালাজি। তাই আকরামের বন্দনায় মত্ত হতে ভুল করলেন না তিনি। বালাজি বলেন, 'আমরা সকলেই অবগত আছি আকরামের সামর্থ্য সম্পর্কে। দলের প্রত্যেকের জন্য আদর্শ তিনি। তার থেকে আমরা প্রতিনিয়ত শিখছি। যেমন ধরুন প্রতিপক্ষের বিপক্ষে কিভাবে আক্রমণ করতে হবে, কি পরিস্থিতিতে কিভাবে বল করতে হবে। একজন বোলার হিসেবে প্রতিটি বিষয় জানা খুবই জরুরী। আর আকরাম আমাদের সবকিছুই শিখান। পরবর্তী প্রজন্মও তার কাছ থেকে অনেক কিছু শিখবে।'
বালাজির দল কোলকাতা নাইট রাইডার্স এ মুহুর্তে টেবিলের শীর্ষে অবস্থান করছে। তবে তাতে গা ভাসিয়ে দিতে ইচ্ছুক নন বালাজি। তিনি বলেন, 'এখনো অনেক খেলা বাকি। পরবর্তী দশটি ম্যাচে যে কোন কিছু ঘটতে পারে। ভালো খেলেই পরবর্তী পর্বে যেতে চাই আমরা।'