Friday, April 8, 2011

পুরনো টিভির সন্ধান

বিশ্বের সবচেয়ে পুরনো টেলিভিশন সেটের সন্ধান মিলেছে ব্রিটেনে। সম্প্রতি এটি নিলামে তোলা হয়েছে। দাম হাঁকা হয়েছে পাঁচ হাজার পাউন্ড। দাম শুনে আঁতকে উঠলেও এটা একেবারেই বিরল একটি ঘটনা যে, এর পেছনে আছে ৭৫ বছরের টিভি সম্প্রচারের ইতিহাস। খবর, টাইমস অব ইন্ডিয়ার।
সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো এটি এখনো যথেষ্ট সচল। মার্কনি টাইপ-৭০২ মডেলের এ টিভি সেটটি তৈরি হয়েছে ১৯৩৬ সালে। ব্রিটেনে প্রথম টিভি সম্প্রচার শুরুর মাত্র তিন সপ্তাহ পর ১০০ পাউন্ডে টিভিটি কেনা হয়। পুরনো ওই সেটটি টিভি সম্প্রচার ইতিহাসের প্রথম যুগ থেকেই নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। এত বছরের ব্যবহারে মাত্র ৩০ শতাংশ যন্ত্রপাতি বদল করতে হয়েছে এটার। ৭৫ বছরের পুরনো ১২ ইঞ্চি পর্দার টিভি সেটটি কাঠের বাক্সের মধ্যে বসানো। আধুনিক টিভির মতো পর্দায় এর ছবি তৈরি হয় না। ছবি আয়নায় প্রতিফলিত হয়ে দর্শকদের চোখে এসে পড়ে। টিভিটির বর্তমান মালিক ব্রিটেনের ডালউইচের বাসিন্দা জি বি ডেভিস। তার এলাকায় বৈদ্যুতিক বিভ্রাটের কারণে ১০ বছর সম্প্রচার বন্ধ থাকায় তিনি এটা নিলামে উঠিয়েছেন।

ইলিশে আগুন

পহেলা বৈশাখ সামনে রেখে রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে জাটকা ও মা-ইলিশ। আর ক'দিন পরই বাংলা বর্ষবরণে পান্তা-ইলিশের জন্য চলছে নানা আয়োজন। নববর্ষের ভোরে পান্তাভাতের সঙ্গে ইলিশভাজা পেতে ব্যাকুল রাজধানীর মানুষ। বাঙালির এই উৎসবকে উপলক্ষ করে হঠাৎ আগুন লেগেছে ইলিশের গায়ে। একশ্রেণীর ব্যবসায়ী বর্ষবরণের আগে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে ফায়দা লোটার পরিকল্পনা করছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল ঢাকার যাত্রাবাড়ী ও কারওয়ানবাজারে প্রতি মণ ইলিশ বিক্রি হয়েছে ২৪-২৫ হাজার টাকায়। অথচ এক সপ্তাহ আগে বিক্রি হয় ১৭-১৮ হাজার টাকায়। পাশাপাশি প্রচলিত আইন উপেক্ষা করে অসাধু জেলেরা পদ্মা ও মেঘনার ২০ স্পটে চালাচ্ছেন জাটকা ও মা-ইলিশ ধরার মহোৎসব। হাতেগোনা কয়েকজন আইনশৃক্সখলা বাহিনীর নাকের ডগায় এ কাজ করছেন বলে অভিযোগ রয়েছে।
যাত্রাবাড়ী ও কারওয়ানবাজার ঘুরে মাছ ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা যায়, নববর্ষের কারণে পাইকারি বাজারে সাত-আট শ টাকায় এক কেজি ওজনের ইলিশ বিক্রি হলেও খুচরা বাজারে তা বেড়ে এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতাদের আশঙ্কা পহেলা বৈশাখের আগে এক কেজি ইলিশের দাম দেড় থেকে দুই হাজার টাকা হতে পারে। কারওয়ানবাজারের ইলিশ বিক্রেতা জসিমউদ্দিন জানান, দুই দিনের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজিতে দাম ৪০০-৫০০ টাকা বেড়ে গেছে।

ধোনির আইপিএল বীমা

আজ শুরু হচ্ছে আইপিএল টুর্নামেন্টের চতুর্থ আসর। দলে যোগ দেওয়ার পাশাপাশি এ আসরের জন্য মোটা টাকার বীমার কাজটিও সেরে ফেলেছেন প্রত্যেক খেলোয়াড়। এদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ধোনি। টাকার অংকে যার পরিমাণ প্রায় ৫১ কোটি। টুর্নামেন্ট চলাকালীন ধোনির কোনো দুর্ঘটনার বিপরীতে এ অর্থ প্রদান করবে সে দেশের একটি বীমা কোম্পানি।

চলচ্চিত্রের গানে ন্যান্সি

আবারও চলচ্চিত্রের টাইটেল গানে কণ্ঠ দিলেন ন্যান্সি। মোহাম্মদ আরিফুর রহমান খান মিঠু ও সালেহ আহমেদ রুবেলের পরিচালনায় 'ওয়েটিং দ্য সিনেমা'র টাইটেল গাইলেন তিনি। সিনেমাটির অডিও অ্যালবাম বাজারে আসছে শীঘ্রই। জানা যায়, আগামী ঈদেই সিনেমাটি মুক্তি পাবে। ন্যান্সি ছাড়াও এতে আরও পাঁচটি গানে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই খুদে গানরাজের পড়শি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি ডিজাইনার সৌরভ, মুনিম ও পৃত্থী রাজ। 'ওয়েটিং দ্য সিনেমা'র টাইটেলসহ অন্য সব গানের কম্পোজিশন করেছেন পৃত্থী রাজ। এ সম্পর্কে ন্যান্সি বলেন, 'তারুণ্যনির্ভর এ সিনেমার গল্প শুনেই আমি কণ্ঠ দিতে রাজি হয়েছি।
পৃত্থী রাজের সঙ্গে এটি আমার প্রথম কাজ।' গানটিতে হাই মেটাল মিউজিকের সঙ্গে সফট কণ্ঠের কম্পোজিশন ভিন্নতা এনেছে।

দুই সুন্দরীর ভালোবাসায় ফেরা

প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন 'সুপার হিরো সুপার হিরোইন' বিজয়ী মিমো এবং লাক্স তারকা মৌসুমী। 'ভালোবাসায় ফেরা' নাটকে প্রথমবারের মতো দুজনই স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। সাগর জাহানের রচনায় নাটকটি পরিচালনা করছেন জিয়াউদ্দিন আলম। আগামী ২০ এপ্রিল নাটকটিতে অভিনয়ের জন্য তারা একসঙ্গে রাঙ্গামাটি যাবেন। নাটকটিতে মিমো ও মৌসুমীর বিপরীতে অভিনয় করছেন যথাক্রমে আদনান ও ইরেশ যাকের। নাটকের গল্পে দেখা যাবে ইরেশ যাকের ও মিমো স্বামী-স্ত্রী। রাঙ্গামাটিতে বেড়াতে যায় তারা। সেখানে মিমোর সাথে দেখা হয় আদনানের। একসময়ে ইরেশ জানতে পারে আদনান ও মিমোর পূর্ব সম্পর্ক রয়েছে। অন্যদিকে আদনানের সঙ্গে যায় তার স্ত্রী মৌসুমী। শুরু হয় দুই পরিবারের কলহ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মিমো বলেন, প্রথমবার একসঙ্গে আমি ও মৌসুমী অভিনয় করছি। নাটকে আমার এমনিতেই খুব কম অভিনয় করা হয়। তাই কাজটি ভালো হবে আশা করছি। মৌসুমী বলেন, ভালো কাজের সঙ্গে থাকার ইচ্ছাতেই আমার এই পথচলা। আশা করছি, ভালো কাজের তালিকায় এই নাটকটি উল্লেখযোগ্য একটি কাজ হবে।

তিন মিনিটে ছয় কোটি

ঘরোয়া অনুষ্ঠানে পারফর্ম করার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন হালের বলিউড ক্রেজ দীপিকা পাডুকোন। সম্প্রতি লন্ডনে শুটিং করতে গেলে সেখানকার এক ব্যবসায়ী পরিবার এ প্রস্তাবটি রাখেন। সেই অনুষ্ঠানে 'দম মারো দম' গানের তালে দীপিকাকে মাত্র তিন মিনিট নাচার জন্য অনুরোধ জানানো হয়। এর বিনিময়ে পারিশ্রমিক হিসেবে তাকে ছয় কোটি টাকা দিতে রাজি হন তারা। কিন্তু এ রকম কোনো অনুষ্ঠানে নাচবেন না বলে জানিয়ে দেন দীপিকা।

Thursday, April 7, 2011

পুলিৎজার প্রাইজ

বিভিন্ন েেক্ষত্রে অবদানের জন্য বিশ্বের সেরা পুরস্কার হচ্ছে নোবেল প্রাইজ। কিন্তু নোবেল প্রাইজে সাংবাদিকতার কোনো ক্যাটাগরি নেই। তবে বিশ্বব্যাপী এই সেক্টরেও দেওয়া হয় বেশ কিছু পুরস্কার। এইসব পুরস্কারের মধ্যে পুলিৎজার প্রাইজকে সাংবাদিকতার নোবেল বলা হয়। মার্কিন যুুক্তরাষ্ট্রের খ্যাতিমান সাংবাদিক জোসেফ পুলিৎজারের (১৮৪৭-১৯১১) রেখে যাওয়া অর্থ থেকে তার নামানুসারে প্রতি বছর এ পুরস্কার দেওয়া হয়। সাধারণত পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতা, সাহিত্য ও সংগীতে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি উপদেষ্টা বোর্ড কর্তৃক মনোনীত ব্যক্তিদের এ পুরস্কার দেয়া হয়। পুলিৎজার বিজয়ী প্রত্যেককে ১০ হাজার ডলার, একটি সম্মাননাপত্র ও একটি স্বর্ণপদক দেওয়া হয়। পুলিৎজার পুরস্কার সাংবাদিকতা শাখায় বিশেষ প্রতিবেদন, মন্তব্য প্রতিবেদন, আন্তর্জাতিক রিপোর্ট, অর্থনৈতিক রিপোর্ট, অনুসন্ধানী রিপোর্ট ও সমালোচনামূলক প্রতিবেদনে দেয়া হয়। শিল্প-সাহিত্য শাখায় বায়োগ্রাফি, ননফিকশন, ফিকশন, কবিতা, নাটক ও সংগীত বিভাগে পুরস্কার দেওয়া হয়। বিশ্বজুড়ে সমাদৃত এই পুরস্কার প্রদানের ক্ষেত্রে কলম্বিয়া ইউনিভার্সিটি প্রশাসকের ভূমিকা পালন করে। পুলিৎজার নামের এই হাঙ্গেরীয়-মার্কিন সাংবাদিকই পুলিৎজার পুরস্কারের প্রচলন করেছিলেন। ১৯১১ সালে মৃত্যুর সময় পুলিৎজার কলম্বিয়া ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণ অর্থ রেখে গিয়েছিলেন। তাঁর অর্থের কিছু অংশ দিয়ে ১৯১২ সালে এই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা স্কুল গঠিত হয়েছিল। এই অর্থের মাধ্যমে ১৯১৭ সালের ৪ জুন প্রথম পুলিৎজার পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। বর্তমানে প্রতি বছরে এপ্রিল মাসে পুরস্কারটি ঘোষিত হয়।

রহস্যময় ট্যাটু

সমপ্রতি লিবিয়া থেকে আগত শরণার্থীদের দেখতে টিউনিসিয়া-লিবিয়া সীমান্ত এলাকা সফরে গিয়েছিলেন জোলি। আর এ সফরকালে সাংবাদিকদের ক্যামেরা বন্দি হলো জোলি এবং তার শরীরে আঁকা নতুন একটি ট্যাটু। নতুন ট্যাটু কেন_ এ নিয়ে হয়েছে নানা গবেষণা। গবেষকদের কাছ থেকে রহস্যের সামাধানও এসেছে। বলা হলো, হয়তো নতুন করে আরও একটি সন্তান দত্তক নিতে যাচ্ছেন জোলি। আর সেটাই প্রকাশ করেছেন তিনি ট্যাটুর মাধ্যমে। '৩৫ ডিগ্রি নর্থ'র সংকেত বলছে, নতুন সন্তানটি দত্তক নেয়া হচ্ছে আলজেরিয়া থেকে।

বিবসনা হবেনই পুনম

'ভারত জিতলে বিবসনা হয়ে দৌড়াব'_ নিজের এ কথার বরখেলাপ নাকি কিছুতেই হতে দেবেন না পুনম। খুব শীঘ্রই ভারতবাসী নাকি তার বিবসনা দৌড় দেখবে বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে সম্প্রতি এই কিংফিশার মডেল তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, 'স্টিভ ফোর্বস একদা বলেছিলেন, প্রতিজ্ঞা সেটাই যেটা পালন করা হয়। আমিও আমার করা প্রতিজ্ঞা খুব শীঘ্রই পূরণ করব। কেবল একটু অপেক্ষা করুন।'
মোহালিতে ভারত-পাকিস্তানের সেমিফাইনালের আগে এই প্রতিজ্ঞা করেছিলেন পুনম। কিন্তু পরবর্তীতে তিনি বলেন, কেবল ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই'র অনুমোদন পেলেই তিনি এ কাজ করবেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে পুনমের
বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগে এফআইআর দায়ের করা হলে একটু ভীতই হয়ে
পড়েন পুনম।

বলিউডের নতুন মাধুরী

গজিনি চলচ্চিত্রখ্যাত অভিনেত্রী অসিনকে মাধুরীর সঙ্গে তুলনা করেছেন সুপার স্টার সালমান খান। তার মতে, সমসাময়িক তারকাদের তুলনায় অসিন অনেকটাই এগিয়ে। সালমান বলেছেন, মাধুরীর প্রতিচ্ছবি পাওয়া যায় এই উঠতি অভিনেত্রীর মধ্যে। বিশেষ করে দুজনের অভিনয় শৈলীতে যথেষ্ট মিল রয়েছে। তাছাড়া যে কোনো কাজের প্রতি অসিনের একাগ্রতা চোখে পড়ার মতো। এককথায় অসিন হলেন বলিউডের নতুন মাধুরী।