Wednesday, April 6, 2011

৮১ তে সুচিত্রা সেন

৮১তে পা দিলেন বাংলা ছায়াছবির কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন। আজ তার ৮০তম জন্মবার্ষিকী। আজ এ জন্মদিনেও অন্তরালেই থাকলেন তিনি। ১৯৫২ সালে 'শেষ কোথায়' চলচ্চিত্রের মধ্য দিয়ে রুপালি পর্দায় উপস্থিত হয়ে পরবর্তীতে নিজেকে প্রতিষ্ঠিত করেন জনপ্রিয় নায়িকা হিসেবে।

রূপালি পর্দা থেকে বিদায় নেওয়ার পর থেকেই লোকচক্ষুর অন্তরালে চলে যান তিনি। গৃহবন্দী জীবনই তার পছন্দ। তার এই গৃহবন্দীত্ব নিয়ে প্রচলিত রয়েছে নানা কথা। কেউ বলেন, উত্তম কুমারের বিরহ এবং সর্বশেষ মৃত্যুতে তিনি ব্যাথিত। তাই অন্তরালে থেকেই তার ভালোবাসার প্রমাণ দিচ্ছেন। কেউ আবার বলছেন, বার্ধক্যের জীর্ণতা ঢাকতেই তার এই স্বেচ্ছা বন্দীত্ব। আরেকটি মতানুসারে এক দুর্ঘটনায় তার মুখমণ্ডল ঝলসে গেছে সেই বিভৎসতা লুকাতে এমন অন্দরবাস। সুচিত্রা সেন তো প্রায় তিন দশক ধরে অন্তরালেই রয়েছেন। কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িটি তার একমাত্র ঠিকানা। তার বয়স বাড়ছে, সঙ্গে ঘিরে ধরছে নি:সঙ্গতা নামক এক অক্টোপাস। মেয়ে মুনমুন বা তার নাতনি রিয়া, রাইমা সবসময় নিজেদের ব্যস্ততার কারণে দেখা করতে পারেন না। তাই ক্রমেই সেই অক্টোপাস যেন গ্রাস করছে সুচিত্রা সেন নামক একটি প্রতিষ্ঠানকে। একসময় যার মৃদু হাসির ঝলক দেখতে হলগুলোতে ভিড় উপচে পড়তো, সেই সুচিত্রা কদিন পরপরই অসুস্থ হয়ে পড়ছেন। এখনো তিনি পুরোপুরি সুস্থ নন। নিজের ওপর পুরোপুরি ভরসা রাখতে পারছেন না সুচিত্রা। তাই বৃদ্ধ বয়সে একাকিত্ব সংক্রান্ত বিভিন্ন সমস্যায় সহায়তা পেতে কলকাতা পুলিশের প্রকল্পে লিখিত ভাবে আবেদন করেছেন। প্রবীণদের জন্য এই সহায়তা প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'প্রণাম'। প্রণামের সদস্য হলে বিনামূল্যে পাওয়া যাবে স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত সহায়তা।

সুচিত্রা সেনের জন্ম ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনার সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সেনডাঙ্গার জমিদার বাড়িতে। তার বাবা ছিলেন করুণাময় দাসগুপ্ত। বাবা-মায়ের পঞ্চম সন্তান ছিলেন সুচিত্রা। ১৯৪৭ সালে শিল্পপতি দিবানাথ সেন-এর সঙ্গে তার বিয়ে হয় । ১৯৫২ সালে 'শেষ কোথায়' ছবিতে তার প্রথম অভিনয় শুরু হলেও ওই ছবিটি মুক্তি পায়নি। ওই বছরেই উত্তম কুমারের সঙ্গে তার প্রথম মুক্তি প্রাপ্ত ছবি 'সাড়ে চুয়াত্তর'। সেই ছবিটিই বক্স অফিসে যথেষ্ট সাড়া ফেলেছিল। তারপর থেকে আর সুচিত্রাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপর শাপমোচন, সবার উপরে, মরণের পারে, প্রণয় পাশা, সপ্তপদী, দ্বীপ জেলে যাই, মেজো বউ, হারানো সুর, জীবন তৃষ্ণাসহ একাধিক ছবিতে অভিনয় করেন। ১৯৫৫ সালে তিনি হিন্দি ভাষায় 'দেবদাস' ছবিতে অভিনয় করেন।

'সাত পাকে বাঁধা' ছবিতে তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ১৯৬৩ সালে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। বাংলা চলচ্চিত্র জগতের মহানায়ক উত্তম কুমারের সঙ্গেই তিনি সবচেয়ে বেশি অভিনয় করেছিলেন। তার জন্মদিন উপলক্ষে আজ বুধবার বাংলার প্রত্যেকটি টেলিভিশন চ্যানেলে সুচিত্রা অভিনিত বিভিন্ন ছবি সমপ্রচার করবে।

অভিনয়ের জন্য নিজেই 'সুচিত্রা' নামটি বেছে নিয়েছিলেন। সুচিত্রা সেনের অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেয় দেবকীকুমার বসু পরিচালিত 'ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য' চলচ্চিত্রটি। পরবর্তী ছবি একই বছর, 'সাড়ে চুয়াত্তর'। পরিচালক নির্মল দে। কিন্তু সুচিত্রা-উত্তম জুটির সেই ম্যাজিক তখনো শুরু হয়নি। অগ্রদূত পরিচালিত 'অগি্নপরীক্ষা'য় (১৯৫৪) অভিনয় করে সুচিত্রা-উত্তম জুটি পাকাপাকি হয়ে যায়। হিন্দি-বাংলা মিলিয়ে মোট ৬০টি ছবিতে অভিনয় করেন কিংবদন্তি এই নায়িকা।

উত্তম-মধ্যম নাম পুরুষ

হেদায়েত একটা কলেজের বাংলার লেকচারার। নাজমা নামে এক মাঝবয়সী মেয়েকে বিয়ে করেছে কিছুদিন আগে। অন্যদিকে পল্টু এবং সাকিব হেদায়েতের এলাকার ছোট ভাই। পল্টু আর সাকিব ভালো বন্ধু। পল্টু পছন্দ করে নুসরাতকে, কিন্তু বলতে পারে না। এ ব্যাপারে সে সব সময় হেদায়েতের কাছ থেকে উপদেশ নেয় এবং সাকিব পল্টুর এই নারীঘটিত ব্যাপারকে অনেকটা মজার দৃষ্টিতে দেখে। হেদায়েত কি পারবে নাজমার সঙ্গে তার দোদুল্যমান সম্পর্ককে স্থির করতে? এমনি করে চলে নাটকের গল্পটি। 'উত্তম-মধ্যম নাম পুরুষ' শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন মৌনপ্রিয় খালেদ এবং চিত্রনাট্যে রূপ দিয়েছেন তানিন রহমান। নাটকে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু , আ. খ. ম হাসান, মুনমুন, রাশেদ মামুন অপু ও সুমা। নাটকটি শীঘ্রই একটি চ্যানেলে প্রচার হবে।

বিতর্কে সোনাক্ষী

ভারত বিশ্বকাপ জয়ের পর টুইটারে বিতর্কিত ছবি আপলোড করে চক্ষুশূলে পরিণত হয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী। সম্প্রতি সোনাক্ষী তার টুইটার অ্যাকাউন্টে এক ভারতীয় ব্যাটসম্যান ও পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক শহীদ আফ্রিদির একটি যৌথ ছবি আপলোড করেন। কম্পিউটারে সম্পাদিত ছবিটিতে দেখা গেছে, ভারতীয় ব্যাটসম্যান তার হাতের ব্যাট দিয়ে আফ্রিদির নিতম্বে বলের মতো পেটাচ্ছেন। সোনাক্ষী সেফ মজা করার উদ্দেশ্যেই ছবিটি আপলোড করলেও, এক পাকিস্তানি সমর্থক তাকে ধিক্কার জানান। পাকিস্তান থেকে একজন ভক্ত তার কাছে জানতে চান, তিনি ছবিটি তার অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেবেন কিনা। সোনাক্ষী এরপরই নিজের ভুল বুঝতে পেরে অ্যাকাউন্ট থেকে ছবিটি সরিয়ে নিয়েছেন এবং সেই পাক সমর্থকের কাছে ক্ষমাও চেয়েছেন। এ প্রসঙ্গে তিনি টুইটারে লিখেছেন, 'খেলার মাঠের লড়াই তো আর যুদ্ধের ময়দানের লড়াইয়ের মতো নয়। আমি প্রতিবেশীদের ভালোবাসি।

নিলামে টেইলরের প্রেমপত্র

নিলামে উঠেছে সদ্য প্রয়াত হলিউড কিংবদন্তি এলিজাবেথ টেইলরের লেখা ৬৬টি প্রেমপত্র। এগুলো তিনি লিখেছিলেন তার জীবনের প্রথম প্রেমিক এবং বাগদত্ত সাবেক এক মার্কিন রাষ্ট্রদূতের পুত্র উইলিয়াম পাওলিকে। টেইলর যখন তার এই প্রেমপত্রগুলো লিখেছিলেন, তখন তিনি ছিলেন ১৭ বছরের তরুণী। ১৯৪৯ সালের মার্চ এবং নভেম্বরের মধ্যে লেখা এই প্রেমপত্রগুলোয় বেশ ভালোভাবেই ফুটে উঠেছে তরুণী টেইলরের হলিউডে উঠে আসার কাহিনী। ১৯৪৯ সালের ২৮ মার্চ লেখা এক চিঠিতে টেইলর পাওলিকে লিখেছিলেন, 'আমি চাই, আমাদের হৃদয় একে অন্যের কাছেই থাকুক অনন্তকাল পর্যন্ত। আমাদের বিয়ের ৭৫ বছর পর যখন আমাদের অনেকগুলো নাতি-পুতি থাকবে, তখনো যেন আমরা আজকের মতোই প্রেমিক-প্রেমিকা থাকি।'

ঠোঁটের জন্য শীর্ষে

অনেক কারণেই শীর্ষে অবস্থান করছেন হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। আকর্ষণীয় ফিগার, স্টাইলসহ নানাদিক দিয়ে অন্য অনেক নায়িকার চেয়ে এগিয়ে তিনি। আবারও শীর্ষে উঠে এলেন তিনি। তবে এবার আগের ক্যাটাগরিগুলোর জন্য নয়। হলিউডের সবচেয়ে আবেদনময়ী ঠোঁটের জন্য তিনি নির্বাচিত হয়েছেন। লস্ এঞ্জেলেসের একটি ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন হলিডে ইনের সম্প্রতি চালানো একটি জরিপে শীর্ষস্থানীয় ঠোঁটের অধিকারী হন জোলি। আবেদনময়ী ঠোঁটের অধিকারী হিসেবে এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছেন স্কারলেট জেহানসন, তৃতীয় অবস্থানে ক্রিস্টেন স্টুয়ার্ট।

নিজেই তৈরি করুন ভাইরাস

কম্পিউটার আর ভাইরাস দুটি একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। তাই আমরা এভাবে বলতে পারি, যেখানে কম্পিউটার সেখানেই ভাইরাস। তবে আমরা এই ভাইরাসকে অনেকেই ভয় পাই, কারণ পৃথিবীতে অনেক ভাইরাস আছে যেগুলো অনেক সময় হয়ে ওঠে অনেক ভয়ঙ্কর। এমনকি অনেক ভাইরাসের কারণে আপনার কম্পিউটারটি হতে পারে ডেড। আমরা ভাইরাস নিধনের জন্য এন্টি-ভাইরাস ব্যবহার করি। কিন্তু আপনার এন্টি-ভাইরাসটি কতটুকু কার্যকর? এটি কি পরীক্ষা করা দরকার নেই। চলুন আমরা পরীক্ষা করি এন্টি-ভাইরাসের। বর্তমানে অনেক রকমের এন্টি-ভাইরাস আছে। ইন্টারনেটে সার্চ দিলে অনেক ফ্রিরিওয়ার অথবা প্রিমিয়াম এন্টি-ভাইরাস পাওয়া যায়। কেউ যদি ভালো এন্টি-ভাইরাস সম্পর্কে না জেনে কোনো এন্টি-ভাইরাস ডাউনলোড করতে চায় তাহলে দেখা যায় এগুলোর বেশিরভাগই এন্টি-ভাইরাস নয়, ভাইরাস। বর্তমানে এন্টি-ভাইরাস জগতের শীর্ষে রয়েছে ক্যাসপারস্কি। তারপর এ্যাভিরা, এভাস্ট, এভিজি, নড৩২ ইত্যাদি। তবে আজ যে বিষয় নিয়ে লেখা তা জানা থাকলে আপনি আপনার এন্টি-ভাইরাসকে সহজেই চেক করতে পারেন, তা কার্যকরী কিনা। যাই হোক, এটি একটি ছোট পরীক্ষা যা দিয়ে আপনি আপনার এন্টি-ভাইরাসকে পরীক্ষা করতে পারেন। একটি ফেক ভাইরাস তৈরি করতে হবে। এটি দিয়ে আপনি আপনার এন্টি-ভাইরাসকে চেক করতে পারেন_ িনোটপ্যাড ওপেন করুন। নিচের লাইনটি কপি করে পেস্ট অথবা টাইপ করুন।

Code : X5O!P%_ AP[4 PZX54(P_)7CC)7}

৳EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!৳H+H* Creating the EICAR test virus

ডেস্কটপে অথবা যে কোনো জায়গায় ব্যাচ ফাইলে সেভ করুন। আপনার কাজ শেষ। এবার দেখুন আপনার এন্টি-ভাইরাস এটিকে ভাইরাস হিসেবে ধরে কিনা। যদি ধরতে পারে তাহলে বুঝবেন আপনার এন্টি-ভাইরাসটি কাজ করছে, অর্থাৎ ঠিক আছে।

বলিউডে আবারও মুন্নিঝড়

দাবাং চলচ্চিত্রের 'মুনি্ন বাদনাম হুয়ি...' গানটির বদৌলতে আইটেম গার্ল হিসেবে জনপ্রিয়তার শীর্ষে পেঁৗছেছেন মালাইকা অরোরা। খুব শীঘ্রই আবারও তাকে ঝড় তুলতে দেখা যাবে বলিউডে। ইতোমধ্যে দাবাংয়ের পরবর্তী সিকিউয়েল তৈরির প্রাথমিক কাজ শুরু হয়েছে। এ প্রসঙ্গে ছবিটির প্রযোজক আরবাজ খান বলেছেন, দর্শকদের কথা চিন্তা করে আইটেম গার্ল চরিত্রে মালাইকাকেই নেওয়া হয়েছে। আরও একবার মুনি্নঝড় তুলতে চাই।

খেলবেন না মাশরাফি?

নিয়তি, নাকি অদৃষ্টের অবিচার? ফিজিও ‘আনফিট’ বলে দেওয়ায় বিশ্বকাপের দলে ছিলেন না। মাঝখানে চলে গেছে প্রায় দুই মাস। এখন যখন অস্ট্রেলিয়া সিরিজের দলে সুযোগ পেলেন, এবার নিজেকে নিজেরই মনে হচ্ছে ‘আনফিট’! অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে তাই সরে দাঁড়ানোর চিন্তা করছেন মাশরাফি বিন মুর্তজা। শুধু এই সিরিজই নয়। শিগগিরই হাঁটুতে অস্ত্রোপচার করাবেন বলে ২০১১ সালটাই বোধহয় হারিয়ে যাচ্ছে তাঁর ক্যারিয়ার থেকে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়া সিরিজে না খেলার সিদ্ধান্ত একরকম নিয়েই ফেলেছেন মাশরাফি। অনুশীলনে দুর্বল বোধ করছেন। লাইন-লেংথে খুব একটা সমস্যা না হলেও বোলিংয়ে পাচ্ছেন না পূর্ণ গতি। এ অবস্থায় দলে থেকে যাওয়া এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে নামা উচিত হবে কি না, তা নিয়ে খোদ মাশরাফিই দ্বিধাদ্বন্দ্বে। স্ট্যান্ডবাই বোলার নাজমুল হোসেনকে তাই নিজ থেকেই বলেছেন খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে। কথা বলেছেন কোচ জেমি সিডন্সের সঙ্গেও। সব শুনে এবং অনুশীলনে মাশরাফির অবস্থা দেখে কোচ তাঁকে বলেছেন, সমস্যা মনে করলে দল থেকে সরে যাওয়াই ভালো। আর যদি মাশরাফি আত্মবিশ্বাসী থাকেন, এসব সমস্যা কাটিয়ে উঠে খেলা সম্ভব, তাহলে দলে থাকতে পারেন। তবে সিদ্ধান্ত যেটাই হোক, সেটা মাশরাফিকেই নিতে বলেছেন সিডন্স। খেলতে চাইলে দল তাঁকে স্বাগত জানাবে, খেলতে না চাইলে বিকল্প ভাববে। এর আগে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গেও এসব নিয়ে কথা হয়েছে মাশরাফির।
অস্ট্রেলিয়া সিরিজের দলে ডাক পাওয়ার পর মাশরাফি বোর্ডকে জানিয়েছিলেন, পুরোপুরি ফিট না হলে তিনি সিরিজটা খেলবেন না। গত ২৯ মার্চ থেকে দলের সঙ্গে অনুশীলন করে এবং দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ফিটনেসের সমস্যাটা ধরতে পারছেন নিজেই। প্রায় দেড় মাস ধরে ফিটনেস ট্রেনিংয়ের বাইরে, শারীরিক শক্তি তাই পুরোপুরি পাচ্ছেন না। বিশেষ করে বোলিংয়ের সময় ডান হাঁটুতে শক্তি পাচ্ছেন কম, এক ধরনের শব্দও হচ্ছে। এই হাঁটুর ইনজুরির কারণেই বিশ্বকাপে খেলা হয়নি মাশরাফির।
এ অবস্থায় অনুশীলন চালিয়ে গেলেও মাশরাফি আজ দলের সঙ্গে হোটেলে উঠবেন না। আগামীকাল অনুশীলনে নিজের অবস্থাটা শেষবারের মতো বুঝে অস্ট্রেলিয়া সিরিজে খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্তটা ‘না-বোধক’ হওয়ার আভাস মাশরাফির কথায়ও আছে, ‘১৩০-১৩৫ কিমি গতিতে বল করতে পারলে ভালো হতো। এখন সম্ভবত ১২৫-এর বেশি উঠছে না। একটু দুর্বলতাও অনুভব করছি। এ অবস্থায় অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে সিরিজ খেলা কঠিন। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’
ফিটনেস সমস্যার সঙ্গে স্ত্রী আর নবজাতক সন্তান নিয়েও কঠিন সময় পার করছেন মাশরাফি। শারীরিকভাবে কারও অবস্থাই এখনো পুরোপুরি ভালো নয়। এ অবস্থায় পরিবারকে সময় দেওয়াটাও জরুরি। কিন্তু সিরিজ খেললে থাকতে হবে দলের সঙ্গে হোটেলে। অসুস্থ স্ত্রী-সন্তান ফেলে সেটা মানসিকভাবে কতটা স্বস্তির হবে, ভেবে দেখতে হচ্ছে সেটিও। আর যদি থাকেনও, দলকে কি দিতে পারবেন শতভাগ? সবকিছু ভেবে মাশরাফি হয়তো কালকের মধ্যেই অস্ট্রেলিয়া সিরিজ খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন বোর্ডকে।
তবে একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন এর মধ্যেই। অস্ট্রেলিয়া সিরিজে খেলুন আর না-ই খেলুন, অস্ট্রেলিয়া গিয়ে এ মাসের মধ্যেই করে ফেলবেন হাঁটুর অস্ত্রোপচার। অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ হতে ছয় থেকে আট মাস সময় লাগবে। সে ক্ষেত্রে আগামী জুলাই-আগস্টে জিম্বাবুয়ে সফর এবং এরপর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজটাও কাটাতে হবে মাঠের বাইরে বসে। যদি নভেম্বরের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারেন, এ বছর তার জন্য অবশিষ্ট থাকবে কেবল ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ।
মাশরাফি অবশ্য সব হিসাব-নিকাশ করেই নিয়েছেন অস্ত্রোপচারের সিদ্ধান্ত, ‘অপারেশন করানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। দু-এক দিনের মধ্যে বোর্ডকে সেটা জানাব। এ বছর খেলা একটু কম আছে, সে জন্যই চাচ্ছি সময়টা কাজে লাগাতে। এ মাসের ২০-২২ তারিখেও যদি অপারেশন করতে পারি, আশা করি, পাকিস্তানের বিপক্ষে সিরিজটা খেলতে পারব।’
তাহলে আবার শুরু হচ্ছে মাশরাফির জন্য অপেক্ষা!

Tuesday, April 5, 2011

যুবরাজের দ্বিতীয় ইনিংস

বিশ্বকাপ জয় করে এবার নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন যুবরাজ সিং। সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই তাকে বিয়ের পিঁড়িতে দেখা যাবে। ছেলের বিয়ের জন্য উতলা মা শবনম। ইতোমধ্যে পাত্রী খোঁজা শুরু করেছেন তিনি। তবে পাত্রী চূড়ান্তের বিষয়টি ছেড়ে দিয়েছেন যুবরাজের ওপর। মা বলেছেন, জীবন সঙ্গিনী হিসেবে তাকেই প্রাধান্য দেওয়া হবে যে আমার ছেলের ক্যারিয়ার ও ক্রিকেটকে প্রাধান্য দেবে।

প্রেমের তিন বছরে নির্ঝর-তানজিকার বিয়ে

চুটিয়ে প্রেম করার পর তিন বছর পূর্তিতে বিয়ের পিঁড়িতে বসলেন চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী তানজিকা। রবিবার রাতে গুলশানে ঘরোয়াভাবে তাদের কাবিন হয়। এ সময় উভয় পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। এনামুল করিম নির্ঝরের এটি দ্বিতীয় বিয়ে। তিন বছর আগে তানজিকার সঙ্গে মন দেওয়া-নেওয়া শুরু হলে নির্ঝর তার স্ত্রীকে তালাক দেন। রুদ্র নামে নির্ঝরের একটি সন্তানও রয়েছে। কোনো কোনো সূত্রে জানা যায়, তানজিকারও এটি দ্বিতীয় বিয়ে। দুই মাস পরে বিবাহত্তোর অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে নবদম্পতি জানান। বিয়ে প্রসঙ্গে তানজিকা বলেন, শুরুতেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রেমের তিন বছর পূর্তিতে বিয়ে করব। বিয়ের মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়ন করলাম। অবশ্য নির্ঝর কিছু বলতে রাজি হননি। তানজিকা বলেন, ও আসলে একটু লাজুক স্বভাবের, বিয়ে করায় বেশি লজ্জা পাচ্ছে। তাই আপাতত কিছু বলতে পারছে না।