কম্পিউটার আর ভাইরাস দুটি একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। তাই আমরা এভাবে বলতে পারি, যেখানে কম্পিউটার সেখানেই ভাইরাস। তবে আমরা এই ভাইরাসকে অনেকেই ভয় পাই, কারণ পৃথিবীতে অনেক ভাইরাস আছে যেগুলো অনেক সময় হয়ে ওঠে অনেক ভয়ঙ্কর। এমনকি অনেক ভাইরাসের কারণে আপনার কম্পিউটারটি হতে পারে ডেড। আমরা ভাইরাস নিধনের জন্য এন্টি-ভাইরাস ব্যবহার করি। কিন্তু আপনার এন্টি-ভাইরাসটি কতটুকু কার্যকর? এটি কি পরীক্ষা করা দরকার নেই। চলুন আমরা পরীক্ষা করি এন্টি-ভাইরাসের। বর্তমানে অনেক রকমের এন্টি-ভাইরাস আছে। ইন্টারনেটে সার্চ দিলে অনেক ফ্রিরিওয়ার অথবা প্রিমিয়াম এন্টি-ভাইরাস পাওয়া যায়। কেউ যদি ভালো এন্টি-ভাইরাস সম্পর্কে না জেনে কোনো এন্টি-ভাইরাস ডাউনলোড করতে চায় তাহলে দেখা যায় এগুলোর বেশিরভাগই এন্টি-ভাইরাস নয়, ভাইরাস। বর্তমানে এন্টি-ভাইরাস জগতের শীর্ষে রয়েছে ক্যাসপারস্কি। তারপর এ্যাভিরা, এভাস্ট, এভিজি, নড৩২ ইত্যাদি। তবে আজ যে বিষয় নিয়ে লেখা তা জানা থাকলে আপনি আপনার এন্টি-ভাইরাসকে সহজেই চেক করতে পারেন, তা কার্যকরী কিনা। যাই হোক, এটি একটি ছোট পরীক্ষা যা দিয়ে আপনি আপনার এন্টি-ভাইরাসকে পরীক্ষা করতে পারেন। একটি ফেক ভাইরাস তৈরি করতে হবে। এটি দিয়ে আপনি আপনার এন্টি-ভাইরাসকে চেক করতে পারেন_ িনোটপ্যাড ওপেন করুন। নিচের লাইনটি কপি করে পেস্ট অথবা টাইপ করুন।
Code : X5O!P%_ AP[4 PZX54(P_)7CC)7}
৳EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!৳H+H* Creating the EICAR test virus
ডেস্কটপে অথবা যে কোনো জায়গায় ব্যাচ ফাইলে সেভ করুন। আপনার কাজ শেষ। এবার দেখুন আপনার এন্টি-ভাইরাস এটিকে ভাইরাস হিসেবে ধরে কিনা। যদি ধরতে পারে তাহলে বুঝবেন আপনার এন্টি-ভাইরাসটি কাজ করছে, অর্থাৎ ঠিক আছে।
Code : X5O!P%_ AP[4 PZX54(P_)7CC)7}
৳EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!৳H+H* Creating the EICAR test virus
ডেস্কটপে অথবা যে কোনো জায়গায় ব্যাচ ফাইলে সেভ করুন। আপনার কাজ শেষ। এবার দেখুন আপনার এন্টি-ভাইরাস এটিকে ভাইরাস হিসেবে ধরে কিনা। যদি ধরতে পারে তাহলে বুঝবেন আপনার এন্টি-ভাইরাসটি কাজ করছে, অর্থাৎ ঠিক আছে।
No comments:
Post a Comment