Wednesday, April 6, 2011

উত্তম-মধ্যম নাম পুরুষ

হেদায়েত একটা কলেজের বাংলার লেকচারার। নাজমা নামে এক মাঝবয়সী মেয়েকে বিয়ে করেছে কিছুদিন আগে। অন্যদিকে পল্টু এবং সাকিব হেদায়েতের এলাকার ছোট ভাই। পল্টু আর সাকিব ভালো বন্ধু। পল্টু পছন্দ করে নুসরাতকে, কিন্তু বলতে পারে না। এ ব্যাপারে সে সব সময় হেদায়েতের কাছ থেকে উপদেশ নেয় এবং সাকিব পল্টুর এই নারীঘটিত ব্যাপারকে অনেকটা মজার দৃষ্টিতে দেখে। হেদায়েত কি পারবে নাজমার সঙ্গে তার দোদুল্যমান সম্পর্ককে স্থির করতে? এমনি করে চলে নাটকের গল্পটি। 'উত্তম-মধ্যম নাম পুরুষ' শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন মৌনপ্রিয় খালেদ এবং চিত্রনাট্যে রূপ দিয়েছেন তানিন রহমান। নাটকে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু , আ. খ. ম হাসান, মুনমুন, রাশেদ মামুন অপু ও সুমা। নাটকটি শীঘ্রই একটি চ্যানেলে প্রচার হবে।

No comments: