Saturday, September 18, 2010

ফেসবুকে চ্যাটে নতুন স্পাম

ফেসবুক চ্যাটে স্পাম ছড়াচ্ছে 'লল ইস দ্যাট ইউ?' নামে একটি লিংক। গত শুক্রবার বিকেলে ফেসবুক তদন্ত করে এই নতুন পরিকল্পিত স্পামটির ব্যাপারে নিশ্চিত হয়েছে। এই স্পামটি ফেসবুক চ্যাটের মাধ্যমে বন্ধুদের মধ্যে ছড়িয়ে পড়ছে। মেসেজটি বলছে 'লল ইস দ্যাট ইউ?' এটি এমনভাবে সম্পন্ন করা হয়েছে যে দেখলে মনে হবে এটি কোন ভিডিও-এর লিংক। আর এ ক্ষেত্রে, লিংকটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি '৪০৪-পেইজ নট ফাউন্ড' এরর মেসেজের একটি ওয়েব পেজ দেখায় এবং সঙ্গে সঙ্গে তার এ্যাকাউন্ট থেকে স্পামটি তার অনত্মত একজন বন্ধুর কাছে চলে যায়। স্পামটি টুইটারে ছড়ালেও সেখানে এর তেমন প্রকাশ দেখা যায়নি।

হবিগঞ্জ শহরে লাখপতি ভিখারি

হবিগঞ্জ শহরে এক লাখপতি ভিখারির সন্ধান পাওয়া গেছে। তার সারা জীবনের উপার্জিত অর্থ চুরি হওয়ার ঘটনায় এলাকাবাসী এই লাখপতি ভিখারির সন্ধান পান। এলাকাবাসী সূত্র জানায়, হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকার শৈলেন্দ্র বণিক (৭০) দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছেন। নিজের কোনো বাড়িঘর না থাকায় যেখানে সুযোগ পান, সেখানেই রাত যাপন করেন। এমনিভাবে গত বুধবার তিনি রাত যাপন করেন ঘাটিয়াপাড়ার বিশ্বম্ভর মন্দিরে। ভোরবেলা কয়েক কিশোর তার সঙ্গে থাকা ব্যাগ থেকে টাকা-পয়সা চুরি করে নিয়ে যায়। ঘটনাটি মন্দিরের পাশে থাকা কয়েকজন দেখে ফেলেন। সকালে শৈলেন্দ্র বণিক ঘুম থেকে ওঠে টাকা না পেয়ে কাঁদতে থাকেন। তিনি বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা বুঝতে পারেন ওই কিশোররা টাকাগুলো চুরি করেছে। পরে ঘাটিয়াপাড়া পূজা কমিটির সাধারণ সম্পাদক শান্ত দাশ অলক, নাতিরপুর গ্রামের মুরব্বী তাহির মিয়াসহ স্থানীয় লোকজন ওই কিশোরদের বাড়িতে গিয়ে টাকাগুলো উদ্ধার করেন এবং চুরির অভিযোগে দুই কিশোরকে আটক করে মন্দিরে আনা হয়। এ সময় গুনে দেখা যায় ১ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়েছিল। টাকাগুলো ভিখারি শৈলেন্দ্র বণিকের কাছে সমজে দেয়া হয়। এই বিপুল পরিমাণ টাকা ভিখারির কাছে থাকা নিরাপদ নয় মনে করে এলাকাবাসী তার টাকাগুলো ব্যাংকে জমা রাখার সিদ্ধান্ত নেন। শৈলেন্দ্র বণিক জানান, এগুলো তার সারা জীবনের সঞ্চয়। তিনি নিঃসন্তান। তার তেমন কোনো ব্যয় নেই।

ভাবুকদের মস্তিষ্কে কোষ বেশি


মানুষের চিন্তাশক্তি তার মস্তিষ্কের আকার-প্রকৃতির ওপর নির্ভরশীল। মানুষ প্রায়ই চিন্তা করে, সে সঠিক কাজ করছে না ভুল করছে। যারা বেশি ভাবে বা এক সঙ্গে অনেকগুলো সিদ্ধান্ত নিতে পারে, তাদের মস্তিষ্কের কোষের পরিমাণও বেশি। তবে মস্তিষ্কের নির্দিষ্ট একটি এলাকায় এর কার্যক্রম সীমাবদ্ধ। এলাকাটির নাম ফ্রন্টাল লোব। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, যাদের মস্তিষ্কের ফ্রন্টাল লোবের আকার বড় বা কোষের সংখ্যা বেশি তারা অনেক বেশি চিন্তাভাবনা করতে পারে। অর্থাত্ তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটাও জোরালো। তবে বেশি চিন্তাভাবনা করলে ক্ষতিও হতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছেন চিকিত্সাবিজ্ঞানীরা। যেমন অনেকে আছে আজেবাজে চিন্তাভাবনা করতে করতে কোনো সঠিক সিদ্ধান্তই নিতে পারে না। ফলে একসময় সে বিষণ্নতা বা অবসাদে আক্রান্ত হয়ে পড়ে। তাদের স্মৃতিশক্তিও ক্ষীণ হয়ে যায়। বিজ্ঞানীরা একদল স্বেচ্ছাসেবককে কালো এবং ধূসর রঙের ছবি দেখিয়ে ত্রুটি-বিচ্যুতি আছে কিনা পরীক্ষা করে উত্তর দিতে বলে। দেখা গেছে, যাদের চিন্তাশক্তি বেশি ক্ষুরধার এবং ব্যাপক তারা ছবির পার্থক্য নিখুঁতভাবে শনাক্ত করতে পেরেছে এবং তাদের সিদ্ধান্তের ব্যাপারে অটল থেকেছে। অনেকে উত্তর দেয়ার সিদ্ধান্তে দোদুল্যমান থেকেছে। গবেষকরা তাদের মস্তিষ্ক পরীক্ষা করে দেখেন, যাদের ফ্রন্টাল লোবে অনেক বেশি ব্রেন সেল রয়েছে, আকারেও যাদের মস্তিষ্কের সেই এলাকাটি অন্যদের চেয়ে কিছুটা বড়, তারাই সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে এবং তাদের সিদ্ধান্তে অটল থেকেছে। আর অটিজমসহ অনেক মানসিক ও মস্তিষ্কের রোগের সঙ্গে ফ্রন্টাল লোবের সম্পর্ক রয়েছে। তাই বিজ্ঞানীরা আশা করছেন, মস্তিষ্কের ফ্রন্টাল লোবের আকার-প্রকৃতি নিয়ে গবেষণার মধ্য দিয়ে অনেক রোগব্যাধির তত্ত্ব-তালাশ সম্ভব হবে।

ঈদের ছুটি শেষে আজ রাবি খুলছে

পবিত্র ঈদুল ফিতর, জুমাতুল বিদা, শবেকদর ও শুভ জন্মাষ্টমীর ছুটি শেষে আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলছে। এর আগে টানা ১৮ দিন ছুটি শেষে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়। গত ১ সেপ্টেম্বর ছুটি শুরু হয়। তবে দাফতরিক ছুটি শুরু হয় ৭ সেপ্টেম্বর থেকে এবং একই দিনে আবাসিক হলগুলোও বন্ধ করে দেয়া হয়। এদিকে ক্যাম্পাস খোলার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে প্রশাসন

Sunday, September 5, 2010

সাপ্তাহিক বাজারদর (০২.০৯.২০১০)

বাবুবাজারের চালের দাম (পাইকারি)

২ সেপ্টেম্বরের দাম (কেজিপ্রতি)

২৬ আগস্টের দাম (কেজিপ্রতি)

মিনিকেট

৩৭.৫০-৩৮ টাকা

৩৭.৫১-৩৮.৮৫ টাকা

নাজির শাইল

৪০-৪৩ টাকা

৪০.১৯-৪৪.২১ টাকা

লতা (বিআর ২৮)

৩৫-৩৫.৫০ টাকা

৩০.৮১-৩৪.৮৩ টাকা

পারিজা

৩২-৩২.৫০ টাকা

৩০.৮১-৩৪.৮৩ টাকা

গুটি স্বর্ণা

৩১.৬১-৩২.৬৯ টাকা

৩১.৬১-৩২.৬৯ টাকা

রহমতগঞ্জের বাজারদর (পাইকারি)

২ সেপ্টম্বরের দাম (কেজিপ্রতি)

২৬ আগস্টের দাম (কেজিপ্রতি)

মসুর ডাল

৯০-১০৩ টাকা

৮৫-৯২.৫০ টাকা

বোল্ডার (মোটা)

৬৭-৭৩ টাকা

৬৩-৬৮ টাকা

মুগ ডাল

৮৮-১১০ টাকা

৯০-১০০ টাকা

খেসারি

৩৪-৩৯ টাকা

৩৭-৩৮ টাকা

ডাবলি ডাল

২৪.৫০ টাকা

২৪.৫০ টাকা

অ্যাংকর ডাল

২৪.৫০ টাকা

২৪ টাকা

ছোলা

৩৬-৩৯ টাকা

৩৮ টাকা

মটর ডাল

৭৫-৭৮ টাকা

৭৫-৭৮ টাকা

মৌলভীবাজারের বাজারদর (পাইকারি)

২ সেপ্টম্বরের দাম (কেজিপ্রতি)

২৬ আগস্টের দাম (কেজিপ্রতি)

সয়াবিন তেল

৭৯ টাকা ৮৫ পয়সা

৭৬ টাকা ৯০ পয়সা

সুপার পাম

৭৬ টাকা ৯০ পয়সা

৭৩ টাকা ৯৫ পয়সা

পাম

৭৬ টাকা ৩৬ পয়সা

৭৩ টাকা ১৫ পয়সা

চিনি

৪২ টাকা ৬০ পয়সা

৪২ টাকা ৬০ পয়সা

আটা

২৭ টাকা

২৫ টাকা

ময়দা

৩১ টাকা

২৯ টাকা ৬০ পয়সা

শ্যামবাজারের বাজারদর (পাইকারি)

২ সেপ্টেম্বরের দাম (কেজিপ্রতি)

২৬ আগস্টের দাম (কেজিপ্রতি)

আলু

৯-৯.৫০ টাকা

৮-১০ টাকা

পেঁয়াজ (দেশি)

১৯-২১ টাকা

১৬-১৮ টাকা

পেঁয়াজ (ভারতীয়)

১৮-১৯ টাকা

১৭ টাকা

রসুন (দেশি)

১৩০-১৩৩ টাকা

১৩০-১৩২ টাকা

রসুন (চীন)

১৪০-১৪৫ টাকা

১৪০-১৪৫ টাকা

আদা (চীন)

৯৫-৯৭ টাকা

১০০ টাকা

খাতুনগঞ্জের বাজারদর (পাইকারি)

২ সেপ্টেম্বরের দাম (কেজিপ্রতি)

২৬ আগস্টের দাম (কেজিপ্রতি)

চিনি

৪৪ টাকা ৪৮ পয়সা

৪৬ টাকা ৩৫ পয়সা

সয়াবিন

৭৭ টাকা ৯৭ পয়সা

৭৫ টাকা ৭০ পয়সা

পাম

৭৩ টাকা ৬৮ পয়সা

৭১ টাকা ৫৪ পয়সা

মসুর ডাল (দেশি)

৮৮ টাকা

৮৮ টাকা

মসুর ডাল (নেপাল)

৯৫ টাকা

৯৫ টাকা

মুগ ডাল (ভালো মানের)

৯৭ টাকা

৯৭ টাকা

ছোলা

৩৮.৮৫-৪০.১৯ টাকা

৩৮.৮৫-৪০.১৯ টাকা

মটর ডাল

২২.৮০-২৩ টাকা

২২.৮০-২৩ টাকা

পাহাড়তলীর চালের বাজারদর (পাইকারি)

২ সেপ্টেম্বরের দাম (কেজিপ্রতি)

২৬ আগস্টের দাম (কেজিপ্রতি)

মিনিকেট (সিদ্ধ)

৩৪ টাকা ৪৩ পয়সা

৩৪ টাকা ৪৩ পয়সা

মিনিকেট (আতপ)

৩৩ টাকা ৪৯ পয়সা

৩৩ টাকা ৪৯ পয়সা

জিরাশাইল

৩৮ টাকা ১৮ পয়সা

৩৮ টাকা ১৮ পয়সা

পারিজা

৩২ টাকা ৯৫ পয়সা

৩২ টাকা ৯৫ পয়সা

স্বর্ণা (আতপ)

২৮ টাকা ১৩ পয়সা

২৮ টাকা ১৩ পয়সা

পাকিস্তানি আতপ

২৭ টাকা ৬০ পয়সা

২৭ টাকা ৬০ পয়সা

মোটা সিদ্ধ

২৯ টাকা

২৯ টাকা

১০৬ বছরেও কুমারী!

জীবনে কোনো দিন কোনো পুরুষ তাঁকে চুমুও খেতে পারেননি। ১০৫ বছর পেরিয়ে ব্রিটিশ এই নারী গতকাল শনিবার ১০৬ বছরে পা রেখেছেন। ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্য সান এ তথ্য জানিয়েছে।
ইসা ব্লাইদ নামের শতবর্ষী এই নারীর ভাইঝি শিনা ক্যাম্বেল গত শুক্রবার বলেছেন, ‘আমার জানা নেই ব্লাইদের মতো জীবনে কেউ এমনটি করেছেন। কোথাও এমন মানুষ খুঁজে পাওয়া যাবে বলেও মনে হয় না। তিনি কখনোই প্রেম অনুভব করেননি। কোনো পুরুষের সংস্পর্শে আসেননি। মাঝে মধ্যে শেরি মদ খান তিনি।’ ইসা ব্লাইদ মনে করেন, অবিবাহিত থাকাই তার এই বয়সেও শক্ত-সমর্থ থাকার পেছনের কারণ
নিয়মিত গির্জায় যেতেন ইসা ব্লাইদ। গির্জায় ধর্মসংগীতে অংশ নিতেন। গলফ খেলায় ছিলেন পারঙ্গম।
১৯০৪ সালে ব্লাইদের জন্ম। জন্মের পর থেকেই স্কটল্যান্ডের এডিনবরায় আছেন। হুইস্কি কোম্পানিতে ৩৫ বছর কাজ করেছেন। প্রতিষ্ঠানটির শীর্ষ পদে থাকায় চাকরিজীবনে খুবই ব্যস্ত থাকতে হয়েছে তাঁকে।
শিনা ক্যাম্বেল বলেন, ‘এত ব্যস্ততার মধ্যেও ব্লাইদ নিজেকে সবসময় গির্জার সঙ্গে সম্পৃক্ত রাখতেন। গির্জার ধর্মীয়সংগীত ছিল তাঁর খুবই প্রিয়। ফুলের ক্লাবের সঙ্গে তাঁর সম্পর্কটা ছিল বন্ধুর মতো।’ তিনি আরও বলেন, ‘জীবনে কখনো দুঃখ পেতে দেখিনি ব্লাইদকে। একজন চমৎকার মানুষ তিনি। তাঁকে দেখলে আপনার মনেই হবে না, তিনি একজন শতবর্ষী।’ টাইমস অব ইন্ডিয়া।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ ৫ সেপ্টেম্বর। দিবসটি উপলক্ষে নড়াইল সদর উপজেলার নূর মোহাম্মদনগরে (সাবেক মহিষখোলা) বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে যশোরের কাশিপুর গ্রামে বীরশ্রেষ্ঠর মাজারে গার্ড অব অনার প্রদান করা হবে। বীরশ্রেষ্ঠর স্ত্রী ফজিলাতুন্নেছাসহ পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়স্বজন নড়াইল থেকে কাশিপুর গ্রামে মাজার জিয়ারত করতে যাবেন। সেখানেও কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নূর মোহাম্মদ শেখ নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে (বর্তমান নূর মোহাম্মদ নগর) জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের আজকের দিনে তিনি যশোর জেলার গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিন সঙ্গীকে বাঁচাতে নিজের জীবন উত্সর্গ করেন।

প্রথমবারের মতো ভর্তি ফরম পাওয়া যাবে অনলাইনে

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের (সম্মান) ভর্তি ফরম অনলাইনে পাওয়া যাবে ও অনলাইনেই জমা দেওয়া যাবে। ভর্তি ফরমের এই টাকা ৮০৬টি ডাকঘরের মাধ্যমে জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে কোনো ফরম পাওয়া যাবে না ও জমাও নেওয়া হবে না।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আইনুল ইসলাম বলেন, বাংলাদেশে দ্বিতীয় পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এ বছরই প্রথমবারের মতো ভর্তির জন্য অনলাইনে ফরম পাওয়া যাবে ও অনলাইনেই তা জমা দেওয়া যাবে। শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা ডাকঘরের সঙ্গে চুক্তি করেছি, তারা ফরম বিক্রির টাকা আমাদের দিয়ে দেবে এবং শিক্ষার্থীদের একটি গোপন নম্বর দেবে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ছবিসহ ফরম পূরণ করবেন এবং নির্ধারিত স্থানে গোপন নম্বরটি বসাবেন। নির্ধারিত স্থানে গোপন নম্বর দিয়ে পূরণ করলেই প্রবেশপত্র পাওয়া যাবে। প্রবেশপত্রটি প্রিন্ট করে নিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
আগামী ১ অক্টোবর থেকে অনলাইনে ফরম পাওয়া যাবে। উপজেলা সদরের ডাকঘর ও শহরের ডাকঘরগুলোতে একটি বিষয়ের জন্য জমা দিতে হবে ৩০০ টাকা এবং একাধিক বিষয়ের জন্য দিতে হবে ৩৫০ টাকা। ডাকমাশুল দিতে হবে ২৭ টাকা। ক, খ, গ, ঘ ও ঙ ইউনিটে অভিন্নভাবে ফরম পূরণ করে জমা দিতে হবে। ভর্তি-সংক্রান্ত তথ্য ও নির্দেশিকা www.jkkniu.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

হাজারীবাগে বস্তিতে আগুন ৫০ ঘর পুড়েছে

রাজধানীর হাজারীবাগের চরগঘাটা লেনের বস্তিতে গতকাল শনিবার রাতে অগ্নিকাণ্ডে ৫০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত পৌনে ১০টার দিকে হাজারীবাগের চরগঘাটা লেনের বস্তির একটি ঘরে গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তের তা একের পর এক ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারাসিল আরাবিয়ার (বেফাক) ৩৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর বিভিন্ন শ্রেণীতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিন হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী। গড় পাসের হার ৬৫ শতাংশ। ফলাফলের সব তথ্য www.befaq-bd. com-এ ওয়েবসাইটে পাওয়া যাবে।
গতকাল শনিবার বেফাকের কার্যালয়ে বোর্ডের মহাসচিব মাওলানা আবদুল জব্বারের হাতে ফলাফলের বই তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ ইসমাইল।