বাংলাদেশ সেনাবাহিনীতে দ্বিতীয় নারী ছত্রীসেনা (প্যারাট্রুপার) হওয়ার
গৌরব অর্জন করলেন মেজর নুসরত নুর আল চৌধুরী। সিলেটের জালালাবাদ সেনানিবাসের
পানিছড়া প্রশিক্ষণ মাঠে আজ সোমবার তিনি সফলভাবে আকাশ থেকে অবতরণ করেন।
এর আগে দেশের প্রথম নারী ছত্রীসেনা ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস গত ১২ ফেব্রুয়ারি সফলভাবে এ প্রশিক্ষণ শেষ করেন।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, শারীরিক উত্কর্ষ যাচাই
ও ভূমি প্রশিক্ষণ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ৪ এপ্রিল নুসরত আকাশ থেকে
ভূমিতে নেমে আসেন। ওই দিন এএন ৩২ বিমান থেকে তিনি দুটি জাম্প করেন। এরপর আজ
সেসনা গ্র্যান্ড ক্যারাভান বিমান থেকে করেন তিনটি জাম্প। পাঁচটি জাম্পেই
তিনি চীনে তৈরি টাইপ-৯ প্যারাস্যুট ব্যবহার করে আড়াই হাজার ফুট ওপর থেকে
নেমে আসেন। নুসরতের স্বামী মেজর মঞ্জুরুল হকও একজন ছত্রীসেনা। নুসরতের বাবা
এন আই চৌধুরী ইনস্টিটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের
(আইসিএবি) সাবেক সচিব।