Tuesday, March 5, 2013

প্রণবের হোটেলের বাইরে বিস্ফোরণ

সোমবার দুপুর দুটো৷হঠাত্‍ই বিস্ফোরণ ঢাকার সোনারগাঁও হোটেলের সামনে সার্ক ফোয়ারা মোড়ে৷ মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়৷ কারণ এই হোটেলেই উঠেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ বাংলাদেশ পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, দুপুর  দুটো নাগাদ সার্ক ফোয়ারা মোড়ে অটোয় চড়ে এসে দুই যুবক হাতবোমা ছুড়ে পালায়৷এর কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান শেষে হোটেলে ফেরেন রাষ্ট্রপতি৷ তারপরই এই বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়৷ যদিও, বোমটি অত্যন্ত কম শক্তিশালী ছিল বলে জানিয়েছে ঢাকা পুলিশ৷ তবে, বিস্ফোরণ সত্ত্বেও রাষ্ট্রপতির পূর্ব নির্ধারিত কর্মসূচির কোনও পরিবর্তন হচ্ছে না বলে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে৷< > রাজাকারদের ফাঁসির দাবি ও মৌলবাদীদের পাল্টা প্রতিবাদে  বাংলাদেশে এখন অগ্নিগর্ভ অবস্থা৷ এই অবস্থায় বাংলাদেশ সফরে গিয়ে, সেদেশের গণতন্ত্রের উপর আস্থা প্রকাশ করেন রাষ্ট্রপতি৷ একইসঙ্গে, নাম না করে মৌলবাদীদের হিংসাত্মক আন্দোলনকেও যে তিনি সমর্থন করেন না তা বুঝিয়ে দেন তিনি৷ এই পরিস্থিতিতে ভারতের রাষ্ট্রপতির হোটেলের সামনে এই বিস্ফোরণের ঘটনা রীতিমত চিন্তা বাড়িয়েছে বাংলাদেশ প্রশাসনের৷ মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন রাষ্ট্রপতি৷ এরপর যাবেন নরাইলে৷ রাষ্ট্রপতির সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে৷
 তিনদিনের বাংলাদেশ সফরে গিয়ে ঢাকায় রয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথা রয়েছে রাষ্ট্রপতির৷ এদিকে, হরতালের দোহাই দিয়ে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক এড়ালেন বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি সভানেত্রী খালেদা জিয়া৷ খালেদার আচরণে ক্ষুব্ধ ভারত৷ শাহবাগ আন্দোলন নিয়ে ভারতের অবস্থানে অসন্তুষ্ট হয়েই কি খালেদার এই আচরণ? কূটনৈতিক মহলে উঠছে প্রশ্ন৷