অলৌকিক কত ঘটনাই না ঘটছে দেশ-বিদেশে। চোখে পড়ছে কত না অলৌকিক দৃশ্য। এবার অলৌকিক একটি ঘটনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় চলছে হুলুস্থুল। মেহেদি গাছে মানুষের মাথার আকৃতি। যা দেখতে অনেকটা ফুলের মতো। আর এ গাছটি উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর গ্রামের হাজী নূরুল ইসলামের বাড়িতে। যা দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছে বহু মানুষ। এলাকাবাসী জানায়, ওই বাড়ির একটি মেহেদি গাছের ডালে আলাদা আলাদা জায়গায় ১০-১২টি মানুষের মাথার আকৃতি দেখা যাচ্ছে। গত তিন দিনে ওই গাছে মাথাগুলো ফুটে ওঠে। বাড়ির মালিক নূরুল ইসলাম বলেন, গত বুধবার সকালে মুজাহিদ (৮) নামে এক শিশু উঠানে খেলা করতে গিয়ে মেহেদি গাছের কাছে হোঁচট খেয়ে পড়ে যায়। তখন সে মেহেদি গাছের ডালে মানুষের মাথার আকৃতির ছোট আকারের কিছু ফুল দেখতে পায়। মুজাহিদ গাছের মাথাযুক্ত একটি পাতা ছিঁড়ে আমার কাছে আনে। আমি মানুষের মাথার আকৃতির ফুলটি দেখে চমকে যাই। তাৎক্ষণিক বিষয়টি আমি স্থানীয় মাদ্রাসার এক হুজুরকে জানাই। তিনি গাছের পাতা না ছিঁড়তে পরামর্শ দেন। এ ব্যাপারে চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, ঘটনাটি আমি শুনেছি। নিজে দেখিনি। সুযোগ পেলে দেখে আসব।অনুসন্ধিৎসু বিজ্ঞানচক্রের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'এটা খুবই সাধারণ ঘটনা'। 'জেনসিং' নামে এক ধরনের গাছ রয়েছে যা দেখতে হুবহু মানুষের মাথার আকৃতির। কখনো কখনো মুলাতেও মানুষের মাথার আকৃতি দেখা যায়। তিনি গ্রামবাসীকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
No comments:
Post a Comment