কোচি তাস্কার্সের তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে পড়েছেন। আর এ কারণেই কোচির কর্তারা চাইছেন স্মিথের পরিবর্তে সৌরভ গাঙ্গুলিকে দলে নিতে। কিন্তু এবার বাঁধা হয়ে দাঁড়াল সৌরভের বেস প্রাইস। আইপিএলের নিয়মানুযায়ী, যদি কোনো ক্রিকেটারের পরিবর্তে কাউকে নিতে হয়, তাহলে উভয় ক্রিকেটারের বেস প্রাইস সমান হতে হবে। নিলামে দাদার বেস প্রাইস ছিল ১ কোটি ৮১ লাখ টাকা। আর স্মিথের ৯৩ লাখ। তাই বেস প্রাইসের পার্থক্যের কারণেই এ আসরে হয়তো বা আর খেলা হচ্ছে না গাঙ্গুলির। তবে কোচির কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোচির আবেদন অনুযায়ী সৌরভ খেলতে পারবেন কি না তা নিয়ে বোর্ডেও আলোচনা চলছে।
তাদের বিশ্বাস, শেষ পর্যন্ত হয়তো বা কোনো একটা পথ বেরোবে। চতুর্থ আইপিএলে হয়তো বা দেখাও যেতে পারে দাদাকে।
তাদের বিশ্বাস, শেষ পর্যন্ত হয়তো বা কোনো একটা পথ বেরোবে। চতুর্থ আইপিএলে হয়তো বা দেখাও যেতে পারে দাদাকে।
No comments:
Post a Comment