Sunday, September 4, 2011

শাহরুখের 'ঈদ পার্টি'


কোনো উপলক্ষ পেলেই পার্টিতে মেতে ওঠেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তবে ঈদ উপলক্ষে এ পর্যন্ত কোনো পার্টিই দেননি তিনি। এবারই প্রথম 'ঈদ পার্টি' দিলেন।
শাহরুখ বলেন, 'এর আগে কখনোই বড় আয়োজনে ঈদ উদযাপন করা হয়নি আমার। তবে এবার ঘটা করেই উৎসবটি পালন করলাম।' তিনি আরও বলেছেন, 'এবার আমার সন্তানদের সঙ্গে ঈদের নামাজও পড়লাম। আমার ছেলে আরিয়ান এবং মেয়ে সুহানার বয়স এখন ১৪ এবং ১১। আমি যে ধর্মের অনুসারী সে সম্পর্কে বিস্তারিত জানার যথেষ্ট বয়স হয়েছে তাদের। ইসলাম ধর্ম সম্পর্কে তাদের জানানোর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করতে চাই। মূলত এই উদ্দেশ্যেই
ঈদ পার্টি করলাম।'৪৫ বছর বয়সী এই তারকার দুটি সন্তান, ছেলে আরিয়ান এবং মেয়ে সুহানা জন্মেছিল যথাক্রমে ১৯৯৭ এবং ২০০০ সালে।

বাঘ নিয়ে বিপাকে চেয়ারম্যান

বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের গোবর্ধন গ্রামে ধরা পড়েছে একটি অসুস্থ মেছো বাঘ। গত দু'দিন ধরে সেটি রয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত দে'র হেফাজতে। বাঘটি দেখার জন্য সেখানে ভিড় করছে বহু মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বালিয়ারপাড় গ্রামের পানচাষি সিরাজ হাওলাদার শুক্রবার সকালে গোবর্ধন এলাকায় তার পান বরজে গিয়ে প্রায় ৪ ফুট দৈর্ঘ্যের একটি অসুস্থ মেছো বাঘ দেখতে পান। খবর পেয়ে এলাকাবাসী সেটি দেখার জন্য পান বরজে ভিড় করে। কিন্তু কেউই বাঘটিকে ধরার সাহস করেনি। পরে চাঁদশী ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত দে ঘটনাস্থলে গিয়ে বাঘটিকে ধরে বস্তাবন্দি করে চিকিৎসার জন্য উপজেলা পশু হাসপাতালে নিয়ে যান। পশু চিকিৎসক মো. শাহ্ আলমের চিকিৎসা শেষে মেছো বাঘটি ইউপি চেয়ারম্যান তার বাড়িতে নিয়ে পোল্ট্রি ফার্মের ভেতর শিকল ও রশি দিয়ে বেঁধে রাখেন। ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত দে জানান, মেছো বাঘটি নিয়ে তিনি বিপাকে পড়েছেন। বাঘটি দেখার জন্য বহু মানুষ তার বাড়িতে ভিড় করছে।

মহাশূন্যে হীরার গ্রহ

হীরার আবার গ্রহ হয় নাকি? অবিশ্বাস্য শোনালেও মহাকাশের নানা রহস্য দিনদিন মানুষকে আরও বেশি অবাক করে তুলছে। সম্প্রতি বিজ্ঞানীরা এমন একটি নতুন গ্রহের সন্ধান পেয়েছেন, যাকে বলা হচ্ছে হীরার গ্রহ। পৃথিবী থেকে চার হাজার আলোকবর্ষ দূরে এ গ্রহের অবস্থান এ গ্রহে নাকি হীরা রয়েছে ঘনীভূত অবস্থায়।
অস্ট্রেলিয়া, ইতালি, জার্মানি, ব্রিটেন এবং আমেরিকার একদল মহাকাশ বিজ্ঞানী দাবি করেছেন, তারা এমন এক গ্রহের সন্ধান পেয়েছেন, যা সম্পূর্ণ হীরা দিয়ে তৈরি। যে গ্রহের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে মূল্যবান দামি রত্ন।
মাধ্যাকর্ষণের প্রভাবে নক্ষত্রদের চলার পথে ঘুরপাক খেতে খেতে একটি নক্ষত্র গ্রহে রূপান্তরিত হয়েছে। ছোট এ গ্রহটি চওড়ায় ৪০ হাজার মাইলের কম, পৃথিবীর ব্যাসের পাঁচগুণ। অর্থাৎ আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির চেয়ে ২০ গুণ বেশি ঘন। কিন্তু এ নক্ষত্রটি অবিরাম ঘুরতে থাকা তারকারাজির এত কাছাকাছি ছিল যে, যদি এর আকার আরেকটু বড় হত তা হলে মাধ্যাকর্ষণ প্রভাব থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। তারপরও কি প্রচণ্ড গতি তার। প্রতি মিনিটে এ গ্রহটি ঘোরে ১০ হাজার বার। অর্থাৎ মাত্র ২ ঘণ্টা ১০ মিনিটের মধ্যে এ গ্রহটি তার নক্ষত্রটিকে একবার করে পরিভ্রমণ করছে। বিজ্ঞানী দলের অন্যতম অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের ড. মিচেল কিথ বললেন, সন্ধান পাওয়া গ্রহটি ছোট, মূলত কার্বন এবং অক্সিজেন মিশ্রিত। গ্রহটির ভেতরের সব পদার্থই স্ফটিকে পরিণত হয়েছে। যা হীরার সঙ্গে তুলনা করা যেতে পারে। উল্লেখ্য, কার্বন ঘন হওয়ার মাধ্যমেই হীরা তৈরি হয়। তাই বিজ্ঞানীরা বলছেন, গ্রহটিতে কার্বনের ঘনত্ব অত্যন্ত বেশি হওয়ায় এর ভূপৃষ্ঠ সম্ভবত হীরায় পরিণত হয়েছে।
সন্ধান পাওয়া নক্ষত্রটির বৈজ্ঞানিক কোনো নাম এখনো দেওয়া হয়নি। অবশ্য এরই মধ্যে একে হীরক গ্রহ বলে ডাকছেন বিজ্ঞানীরা। কারণ অত্যন্ত উজ্জ্বল দেখতে গ্রহটিকে দূর থেকে দেখলে মনে হয়, যেন মহাকাশের অসীম শূন্যে একখণ্ড হীরার টুকরো জ্বলজ্বল করে জ্বলছে।
অস্ট্রেলিয়ায় অবস্থিত ৬৪ মিটার লম্বা, বিশাল আকারের পার্কস রেডিও টেলিস্কোপ দিয়ে মহাশূন্যে এ রকম একটি নক্ষত্রের ওপর নজর রাখা হচ্ছিল। এমন সময় বিজ্ঞানীদের চোখে পড়ে নতুন এ গ্রহটি। এখন প্রশ্ন হলো, এ হীরক গ্রহে কি কোনো দিন পেঁৗছানো সম্ভব হবে? আপাতত সেটি অসম্ভব বলেই মনে হচ্ছে। কারণ এটি পৃথিবী থেকে চার হাজার আলোকবর্ষ দূরে। আর এক আলোকবর্ষ মানে ১০ ট্রিলিয়ন কিলোমিটার। তাই টুইংকেল টুইংকেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর্থ শিশুদের মতো বিজ্ঞানীদের মনের এ প্রশ্নটিও ঘুরপাক খাবে আরও বহুদিন। রকমারি ডেস্ক

সৌভাগ্যে পূর্ণিমা-ইমন

্বআবারও পূর্ণিমার বিপরীতে অভিনয় করবেন ইমন। এফ আই মানিকের 'সৌভাগ্য' ছবিতে তৃতীয়বারের মতো একসঙ্গে অভিনয় করবেন তারা। জানা গেছে, ইমন ও পূর্ণিমাকে ভেবেই ছবির গল্প লেখা হয়েছে। গল্পে পারিবারিক নানা টানাপড়েন শুরু হবে তখন তা সামাল দিতে সামনে এসে দাঁড়াবে ওরা দুজন। ছবিতে আরও অভিনয় করবেন ডিপজল, মৌসুমী, রেসী ও আমিন খান। পূর্ণিমা বলেন, 'ইমন আমার অনেক পরে চলচ্চিত্রে এলেও ওর সঙ্গে বোঝাপড়াটা বেশ ভালো। আশা করি, আমাদের একসঙ্গে কাজ করাটা দর্শক বেশ উপভোগ করবেন।' শীঘ্রই ছবিটির কাজ শুরু হবে।

ঐশ্বরিয়ার লিগ্যাল নোটিশ


চুক্তি সই করার সময় নিয়েছিলেন সাড়ে ২২ লাখ রুপি। আট দিন শুটিংও করেছিলেন 'হিরোইন' ছবিতে। কিন্তু বাদ সাধল একটি খবর, ঐশ্বরিয়া অন্তঃসত্ত্বা! এতে মুখ ফিরিয়ে নেন পরিচালক মধুর ভান্ডারকর। এ নিয়ে গত জুন থেকে বলিউডে নানা বিতর্কে বার বার টেনে আনা হয়েছে ঐশ্বরিয়াকে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত জানার পরই ঐশ্বরিয়া সাইনিং মানির চেকটি ফেরত পাঠান। সম্প্রতি পরিচালক ও প্রযোজনা সংস্থাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ঐশ্বরিয়া রাই। নোটিশে তিনি যে কদিন শুটিং করেছিলেন সেসব দৃশ্য কোথাও ব্যবহার না করতে বলা হয়েছে।

মা হচ্ছেন বিওন্সি


মা হতে যাচ্ছেন ডেসটিনি'স চাইল্ডখ্যাত মার্কিন রিদম অ্যান্ড ব্লুজ গায়িকা বিওন্সি নোলস। তবে খবরটি একটু অন্যভাবেই প্রকাশ করলেন এ গায়িকা। কিছুদিন আগে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে হঠাৎ করেই উপস্থিত সবার সামনে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দিয়েছেন বিওন্সি নোলস। তখন তার এ সাহসের তারিফ করেছেন অনেকেই। সম্প্রতি এ বছরের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিওন্সি। সেখানে ব্ল্যাক কার্পেটে দাঁড়িয়ে হাটে হাঁড়ি ভেঙেছেন তিনি। তিনি বলেছেন, আমাদের প্রথম সন্তান প্রত্যাশা করছি আমি এবং আমার স্বামী জে-জেড। আমরা প্রচণ্ডভাবে সন্তানের মুখ দেখতে চাচ্ছি। ২০০৮ সালের এপ্রিলে বিওন্সিকে বিয়ে করেছিলেন মার্কিন র‌্যাপশিল্পী শ্যন কোরি কার্টার, যিনি জে-জেড নামেই বেশি পরিচিত।

Saturday, September 3, 2011

এবার ভারতের ওয়ানডে পরীক্ষা

হেরেই চলেছে ভারত। টেস্ট সিরিজে ধোনিদের ৪-০ তে হোয়াইটওয়াশের পর এবার একমাত্র টি-২০তেও জয় পেল ইংল্যান্ড।
জয়ের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত ৬ উইকেটে হারের জ্বালা নিয়েই মাঠ ছাড়তে হয় বিশ্ব চ্যাম্পিয়নদের। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ওপেনার পার্থিব প্যাটেল দ্রুত ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়ে ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন অভিষেক হওয়া রাহানে এবং রাহুল দ্রাবিড়। স্টুয়ার্ট ব্রডের শিকারে পরিণত হওয়ার আগে রাহানে ৩৯ বলে ৬১ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। দ্রাবিড় করেন ৩১ রান। এরপর শেষের দিকে সুরেশ রায়না চালিয়ে খেলে ১৯ বলে ৩৩ রান করেন। নির্ধারিত ওভার ব্যাট করে ইংল্যান্ডকে ১৬৬ রানের লক্ষ্যমাত্রা দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ছয় উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করেন ইংলিশরা। টেস্ট ও টি-২০র পর ভারতের সামনে এখন ওয়ানডে পরীক্ষা। রিভার্সাইড মাঠে আজ থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। তবে এই প্রথম সিরিজ শুরুর আগেই ক্রিকেট ভক্তরা বিশ্বচ্যাম্পিয়ন একটি দলের হোয়াইটওয়াশ হওয়ার আশঙ্কা করছেন। তাই আজকের প্রথম ম্যাচটি ধোনিদের জন্য কঠিন পরীক্ষাই বটে

বিয়ের প্রস্তুতি নিচ্ছি (মলি্লকা শেরাওয়াত)

বলিউডের পরিবর্তে হলিউডপ্রীতি, কেন?
বলিউডকে 'খিচুড়ির ডেকচি' বলা যায়। কারণ এখানে মেয়েরা কি ধরনের চরিত্র পাবে, দুর্ভাগ্যজনকভাবে সেটা আগেই জানিয়ে দেওয়া হয়। তবে হলিউডে তার ব্যতিক্রম। তাই এখানে অভিনয়ের সুযোগও বেশি।
বর্তমানে হলিউড প্রজেক্ট কি?
২৬ আগস্ট মুক্তি পেল প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচন পূর্ববর্তী প্রচারণা নিয়ে নির্মিত একটি রোমান্টিক কমেডি মুভি 'পলেটিকস অব লাভ'।
এতে কি ধরনের চরিত্র রূপায়ণ করলেন?
মুভিটিতে আমি ওবামার পক্ষে প্রচারণার কাজ করি এবং বিপক্ষ প্রচারণা দলের একজনের প্রেমে পড়ি। আমার চরিত্রটিই এখানে মুখ্য।
বেশিরভাগ সময় কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে, বলিউড থেকে সরে যাচ্ছেন?
যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলস এবং এর পরিবেশ আমার খুব পছন্দ। তাছাড়া এই শহরকে আন্তর্জাতিক চলচ্চিত্রের কেন্দ্রবিন্দুও বলা যায়। তাই ক্যারিয়ার গড়তে এখানেই স্থায়ী হতে চাই।
বলিউডে আপনার হলিউড কার্যকলাপ নিয়ে সমালোচনা হচ্ছে, কেন?
বলিউড মিডিয়া আমার মৃত ক্যারিয়ার নিয়ে অসংখ্যবার প্রতিবেদন করেছে। সব ধরনের মিথ্যাচার, অসহযোগিতা ও অপঘাতের পরও কিন্তু এখনো আমি সদর্পে দাঁড়িয়ে আছি।
সম্প্রতি বলিউডে বলা হচ্ছে আপনার চেয়ে জ্যাকুলিন হট...
এটা তাদের নিজস্ব মন্তব্য। কিন্তু কে বেশি হট সেটা তো নির্ধারণ করবে দর্শক।
বিয়ের পরিকল্পনা আছে?
হ্যাঁ, বিয়ের প্রস্তুতি নিয়েই এখন এগুচ্ছি। লোকেশন, বিয়ের পোশাক, খাবার-দাবার সবই মোটামুটি ঠিক করা হয়ে গেছে। বর নির্বাচনই এখন শুধু বাকি।
কান এবং অন্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আপনার পোশাক ও ফ্যাশন নিয়ে সমালোচনা হয়েছে...
এসব সমালোচনার ধার ধারি না। এমন চিন্তা ধারার মূল্য বর্তমান বিশ্বে অচল, আমি প্রগতির পথে এগুচ্ছি।

নাটক 'যদি ভালোবাসা পাই'

অরুন চৌধুরীর রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় আজ রাত ৭:৪৫ মিনিটে দেশটিভিতে প্রচার হবে নাটক 'যদি ভালোবাসা পাই'। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, শর্মিলী আহমেদ, ওয়াহিদা মলি্লক জলি, সারিকা, অর্ষা, নিলয় প্রমুখ

নাটক 'ভালবাসার প্লাবনকাল'

চ্যানেল আইতে আজ দুপুর ১২টা ০৫ মিনিটে প্রচার হবে নাটক 'ভালবাসার প্লাবনকাল'। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, কুসুম শিকদার, এস এম মোহসীন, রাহুল আনন্দ প্রমুখ।