ঢাকায় নাইজেরিয়ার বিপক্ষে খেলার আগে কলকাতায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। গতকাল সকালে দমদম বিমানবন্দরে পা রাখেন আর্জেন্টাইন ফুটবলাররা। কিন্তু স্প্যানিশ লিগে ভিলারেলের বিপক্ষে ম্যাচ থাকায় দলের সঙ্গে আসেননি লিওনেল মেসি। বিমানবন্দরে তাকে দেখতে না পেয়ে আঁতকে ওঠেন আয়োজক সংস্থা সিএমজির কর্মকর্তারা। পরে মেসির আসা সম্পর্কে নিশ্চিত হলে হাঁফ ছেড়ে বাঁচেন তারা।
Tuesday, August 30, 2011
Monday, August 29, 2011
খেলা শুরু সন্ধ্যা ৬টায়
লিওনেল মেসিরা কোথায় অনুশীলন করবেন, তা নিয়ে এখনো চলছে জল্পনা-কল্পনা। আগামী ৬ সেপ্টেম্বর বহুল প্রতীক্ষার আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। ম্যাচ চলাকালীন যাতে বিদ্যুতের কোনো সমস্যা না থাকে, সেজন্য ৫ ঘণ্টা কোনো লোডশেডিং হবে না বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায়। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও 'আফ্রিকান সুপার ঈগল' নাইজেরিয়ার ফুটবলারদের অভ্যর্থনা জানানোর জন্য ২০ জন সুশিক্ষিত তরুণীকে বাছাই করেছে বাফুফে। এই তরুণীরা আসলে গাইড হিসেবে কাজ করবেন দুই দলের ফুটবলারদের। এছাড়া অনুশীলন ও প্রস্তুতির জন্য দুই দলকে ৩০টি করে মোট ৬০টি এডিডাস ফুটবল দেওয়া হচ্ছে। ত্রিশটি দেবে বাফুফে এবং বাকি ত্রিশটি ওয়ালিদ স্পোর্টস।
ঐশ্বরিয়ার আইনি নোটিশ!
আট দিন শুটিং করেছিলেন। চুক্তিতে সই করার সময় নিয়েছিলেন সাড়ে ২২ লাখ রুপি। বাধ সাধল একটি খবর, ঐশ্বরিয়া অন্তঃসত্ত্বা। মুখ ফিরিয়ে নিতে বেশি দিন সময় নেননি পরিচালক মধুর ভান্ডারকর ও প্রযোজনা সংস্থা ইউটিভি। এ নিয়ে গত জুন থেকে বলিউডে বহু কানাঘুষা চলছে। বিতর্কে বার বার টেনে আনা হয়েছে ঐশ্বরিয়াকে। ভান্ডারকর ও ইউটিভির সিদ্ধান্ত জানার পরপরই ঐশ্বরিয়া সাড়ে ২২ লাখ টাকার চেকটি ফেরত পাঠান। সম্প্রতি ভান্ডারকর ও প্রযোজনা সংস্থাকে আইনি নোটিশ পাঠিয়েছেন ঐশ্বরিয়া। চলতি বছরের শুরুর দিকে তিনি যে কদিন শুটিং করেছিলেন সেই দৃশ্যগুলো কোথাও যেন ব্যবহার না হয়—এ ব্যাপারে পরিচালক ও প্রযোজনা সংস্থাকে সতর্ক করে দেওয়া হয়। ছবিতে ঐশ্বরিয়ার বদলে কারিনা কাপুরের অভিনয়ের কথা রয়েছে। হিন্দুস্তান টাইমস।
আমি কি পুরনো হয়ে গেছি? (সাক্ষাৎকার : সনু নিগাম)
সংগীত জগতে অসময়ে নির্বাসিত আপনি, কেন?
নিজের ইচ্ছায় যে নয়, এটা হলফ করে বলতে পারি। তবে কারণ অনেক, বলিউডে এখন আর বড় মাপের কাজ হয় না। আমাকে কেউ ডাকলে কাজ করি। আমি নিজে তো কারও কাছে গিয়ে কাজ চাইব না।
সনু নিগামের মতো নাম্বার ওয়ান কণ্ঠশিল্পীকে সংগীত পরিচালকরা ডাকেন না_ এটা তো অবিশ্বাস্য।
সত্যি বলছি, শুধু আমাকে কেন? শান, কে কে. কিংবা উদিতের কথাই ভাবুন না। কেউই তো এখন আর ডাক পাচ্ছে না। আমরা সবাই কি পুরনো হয়ে গেছি? আমাদের অসময়ে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। এই ক্ষোভ নিয়েই বেঁচে আছি।
কেন এমন হচ্ছে?
এর প্রধান একটি কারণ হচ্ছে_ সংগীত পরিচালকরা এখন নিজেরাই গান গাইছেন। এ কারণে স্টেজ শোগুলোও পাচ্ছেন তারা। এক কথায় নিজেদের স্বার্থে সংগীত শিল্পীদের এখন তারা গুরুত্ব দিতে চান না।
এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব?
ধৈর্য ধারণ ছাড়া উপায় নেই। অপেক্ষা করতে হবে। আমার বিশ্বাস পরিস্থিতি একদিন পাল্টাবেই।
হলিউডে কাজ করার ইচ্ছা আছে?
তেমন ইচ্ছা নেই। কারণ বলিউডকে প্রচণ্ড ভালোবাসি। এ জগৎ আমাকে যশ, খ্যাতি, প্রতিষ্ঠা সবই দিয়েছে। এখন মুখ ফিরিয়ে নেই কী করে।
কিন্তু আপনি তো জারমেইন জ্যাকসন ও ব্রিটনি স্পেয়ার্সের সঙ্গে পারফর্ম ও অ্যালবাম করলেন?
লস অ্যাঞ্জেলেসে আমার কিছু বন্ধু আছে। তারাই আমাকে ব্রিটনি ও জারমেইনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। তারপর তাদের সঙ্গে কাজ করা।
সংগীত নিয়ে কতদূর যেতে চান?
সংগীত তো আমার ধ্যান-জ্ঞান। এছাড়া আর কিছুই ভাবতে পারি না। সংগীত নিয়ে আমি নয়, সংগীত আমাকে কতদূর নিয়ে যাবে সেই অপেক্ষায় আছি।
নিজের ইচ্ছায় যে নয়, এটা হলফ করে বলতে পারি। তবে কারণ অনেক, বলিউডে এখন আর বড় মাপের কাজ হয় না। আমাকে কেউ ডাকলে কাজ করি। আমি নিজে তো কারও কাছে গিয়ে কাজ চাইব না।
সনু নিগামের মতো নাম্বার ওয়ান কণ্ঠশিল্পীকে সংগীত পরিচালকরা ডাকেন না_ এটা তো অবিশ্বাস্য।
সত্যি বলছি, শুধু আমাকে কেন? শান, কে কে. কিংবা উদিতের কথাই ভাবুন না। কেউই তো এখন আর ডাক পাচ্ছে না। আমরা সবাই কি পুরনো হয়ে গেছি? আমাদের অসময়ে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। এই ক্ষোভ নিয়েই বেঁচে আছি।
কেন এমন হচ্ছে?
এর প্রধান একটি কারণ হচ্ছে_ সংগীত পরিচালকরা এখন নিজেরাই গান গাইছেন। এ কারণে স্টেজ শোগুলোও পাচ্ছেন তারা। এক কথায় নিজেদের স্বার্থে সংগীত শিল্পীদের এখন তারা গুরুত্ব দিতে চান না।
এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব?
ধৈর্য ধারণ ছাড়া উপায় নেই। অপেক্ষা করতে হবে। আমার বিশ্বাস পরিস্থিতি একদিন পাল্টাবেই।
হলিউডে কাজ করার ইচ্ছা আছে?
তেমন ইচ্ছা নেই। কারণ বলিউডকে প্রচণ্ড ভালোবাসি। এ জগৎ আমাকে যশ, খ্যাতি, প্রতিষ্ঠা সবই দিয়েছে। এখন মুখ ফিরিয়ে নেই কী করে।
কিন্তু আপনি তো জারমেইন জ্যাকসন ও ব্রিটনি স্পেয়ার্সের সঙ্গে পারফর্ম ও অ্যালবাম করলেন?
লস অ্যাঞ্জেলেসে আমার কিছু বন্ধু আছে। তারাই আমাকে ব্রিটনি ও জারমেইনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। তারপর তাদের সঙ্গে কাজ করা।
সংগীত নিয়ে কতদূর যেতে চান?
সংগীত তো আমার ধ্যান-জ্ঞান। এছাড়া আর কিছুই ভাবতে পারি না। সংগীত নিয়ে আমি নয়, সংগীত আমাকে কতদূর নিয়ে যাবে সেই অপেক্ষায় আছি।
আবারও চলচ্চিত্রে বারী
আবারও চলচ্চিত্রে অভিনয় করলেন কণ্ঠশিল্পী ও বাঁশিবাদক বারী সিদ্দিকী। 'মুসলিম ঠাকুর' শিরোনামের ছবিতে একটি বিশেষ গানের দৃশ্যে দেখা যাবে তাকে। ছবিটি পরিচালানা করছেন আগুন আহমেদ। বারী সিদ্দিকীর অভিনীত গানটি লিখেছেন পরিচালক নিজেই। সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন। আগুন আহমেদ বলেন, গানটি চিত্রায়িত হবে রাতের অন্ধকারে একটি চলমান যাত্রীবাহী লঞ্চের ছাদে। দৃশ্যটি দেখতে অসাধারণ লাগবে।
তিনি আরও বলেন, 'বারী সিদ্দিকী যে ধরনের গান গেয়ে থাকেন আমি চেষ্টা করেছি সে ধরনের কথা দিয়ে গান সাজাতে।'
বারী সিদ্দিকী বলেন, 'প্রস্তাবটি আমার পছন্দ হয়েছে। তাই রাজি হয়েছি। আমি আগেও অভিনয় করেছি। অনুভূতি নতুন নয়।'
ছবিতে আরও রয়েছে কুমার বিশ্বজিৎ ও ন্যান্সির গান।
তিনি আরও বলেন, 'বারী সিদ্দিকী যে ধরনের গান গেয়ে থাকেন আমি চেষ্টা করেছি সে ধরনের কথা দিয়ে গান সাজাতে।'
বারী সিদ্দিকী বলেন, 'প্রস্তাবটি আমার পছন্দ হয়েছে। তাই রাজি হয়েছি। আমি আগেও অভিনয় করেছি। অনুভূতি নতুন নয়।'
ছবিতে আরও রয়েছে কুমার বিশ্বজিৎ ও ন্যান্সির গান।
কারিনার যম...
ক্যাটরিনা কাইফ এখন কারিনা কাপুরের যম। ক্যাটরিনাকে ভয় পাচ্ছেন কারিনা। কারণ একই ছবিতে দু'জনের অংশগ্রহণ। সালমান খান অভিনীত 'বডিগার্ড'র প্রধান নায়িকা কারিনা কাপুর। আর সালমানের অনুরোধে ছবির একটি আইটেম গানে পারফর্ম করবেন ক্যাটরিনা। 'শীলা কি জওয়ানী' গানে আইটেম গার্ল হয়ে সুপারহিট তিনি। তাই ধারণা করা হচ্ছে 'বডিগার্ড' ছবির আইটেম সংটিও হিট হবে। আর এ কারণেই কারিনা ভীত। তার ভয় , ক্যাটরিনার জনপ্রিয়তার কাছে তিনি আবার না হেরে যান। প্রধান নায়িকা হয়ে আইটেম গার্লের কাছে পরাজিত হলে বিষয়টা তার জন্য লজ্জার। অবশ্য কারিনা বলছেন, 'আমি ভীত নই। আমিই হিট হবো।
উপস্থাপনায় সারিকা
এবারের ঈদে উপস্থাপক হিসেবে দর্শকের সামনে আসছেন মডেল-অভিনেত্রী সারিকা। নিরবের সঙ্গে বেশ কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। তবে তার একক উপস্থাপনাই এখন আলোচনায়। সারিকা উপস্থাপনা করেছেন বাংলাভিশনের একটি নাচের অনুষ্ঠান। রোমান্টিক পুরনো বাংলা সিনেমার গানের সঙ্গে বিভিন্ন তারকা নেচেছেন। আর অনুষ্ঠানটির সূত্রধর হিসেবে আলেন সারিকা। নৃত্যানুষ্ঠানটির শিরোনাম 'তুমি যেখানে আমি সেখানে'। এতে পুরনো গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন শখ ও নিলয়, আনিসুর রহমান মিলন ও মিমো, মুনমুন ও তার দল এবং নিসা ও তার দল। তারা যথাক্রমে 'তুমি যেখানে আমি সেখানে', ও 'আমি একদিন তোমায় না দেখলে', 'তুমি আজ কথা দিয়েছো', 'চুমকি চলেছে একা পথে' এবং 'গুনগুনাগুন গান গাহিয়া নীল ভোমরা যায়' শিরোনামে গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন। রেহেনা রাহার প্রযোজনায় নৃত্যানুষ্ঠান 'তুমি যেখানে আমি সেখানে' বাংলাভিশনে প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে।
উপস্থাপনা প্রসঙ্গে সারিকা বলেন, 'কোনকিছু উপস্থাপন করতে আমার খারাপ লাগে না। তাই বেশ কয়েকজন তারকার নাচের অনুষ্ঠানটি দর্শকের সামনে উপস্থাপন করতে আমার খারাপ লাগেনি। এদের মধ্যে কয়েকজন অনৃত্যশিল্পীও ছিল। আশা করি অনুষ্ঠানটি ভালো লাগবে।'
উপস্থাপনা প্রসঙ্গে সারিকা বলেন, 'কোনকিছু উপস্থাপন করতে আমার খারাপ লাগে না। তাই বেশ কয়েকজন তারকার নাচের অনুষ্ঠানটি দর্শকের সামনে উপস্থাপন করতে আমার খারাপ লাগেনি। এদের মধ্যে কয়েকজন অনৃত্যশিল্পীও ছিল। আশা করি অনুষ্ঠানটি ভালো লাগবে।'
আবারও টপলেস কেট
কিছুদিন আগে ব্রিটিশ একটি ম্যাগাজিনের কাভার পেজের জন্য টপলেস হয়েছিলেন ব্রিটিশ সুপারমডেল কেট মস। সম্প্রতি বিতর্কিত পাইরেলি ক্যালেন্ডারের জন্য সম্পূর্ণ বিবসনা হয়ে ছবি তুলেছেন নবপরিণীতা এই ব্রিটিশ সুপারমডেল। এ বছরের ১ জুলাই রকস্টার জেমি হিঞ্চকে বিয়ে করেছেন ৩৭ বছর বয়সী কেট। বিয়ের পিঁড়িতে বসার সপ্তাহখানেক আগেই পাইরেলি ক্যালেন্ডারের জন্য সম্পূর্ণ বিবসনা হয়ে ছবি তুলেছেন তিনি। সে সময় তার সঙ্গে ছিলেন তার সাবেক বয়ফ্রেন্ড আলোকচিত্রী মারিও সরেন্টি। কেটসহ আরও ১১ জন মডেল এই অ্যাসাইনমেন্ট নিয়ে ভূমধ্যসাগরীয় কর্সিকা আইল্যান্ডে এক সপ্তাহ অবস্থান করেছিলেন। সেখানকার নৈসর্গিক পরিবেশে ছবিগুলো তোলা হয়েছে। ছবির জন্য খুবই আবেদনময়ী ভঙ্গিতে পোজ দিয়েছেন কেট। ২০১১ সালের পাইরেলি ক্যালেন্ডারের থিম ছিল গ্রিক এবং রোমান মিথলোজি।
Sunday, August 28, 2011
মেসির সঙ্গে কথা হবে সৌরভের
ক্রিকেটীয় উচ্চতায় সৌরভ ভারতীয় আকশের এক উজ্জ্বল নক্ষত্র। ভারতের অধিনায়ক হিসেবে তিনিই জয় করেছেন সবচেয়ে বেশি টেস্ট। তারপরও লিওনেল মেসির উচ্চতা এভারেস্ট ছাড়িয়ে। উপমহাদেশে অবশ্য ক্রিকেটের আলাদা একটি কদর আছে। এখানে ফুটবলের চেয়ে ক্রিকেটেই বেশি স্বচ্ছন্দবোধ করে সবাই। সেই হিসেবে সৌরভই বা কম কিসে! লিওনেল মেসি কলকাতায় আসছেন। এ খবরে সৌরভ গাঙ্গুলি তো পুলকিত হতেই পারেন। এমনকি বর্তমান ক্রীড়া জগতের এমন কোনো তারকার নাম খুঁজে পাওয়া মুশকিল যিনি মেসির খেলা দেখতে ভালোবাসেন না। লিওনেল মেসির এ আগমণকে উপলক্ষ করে দুই ক্রীড়া জগতের দুই তারকার সাক্ষাৎ ঘটতে যাচ্ছে। কলকাতায় আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচ আয়োজক কমিটি মেসিদের সৌজন্যে দেওয়া গালা পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে সৌরভ গাঙ্গুলিকে। ভারতীয় এই সাবেক অধিনায়ক একাই থাকছেন না সেই পার্টিতে। সঙ্গী হচ্ছেন ভারতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং দেশসেরা স্ট্রাইকার ভাইচুং ভাটিয়া। কলকাতার পত্রিকাগুলো অবশ্য পার্টিতে অতিথিদের তালিকা দীর্ঘায়িত হওয়ার ঘোষণাই দিয়েছে। রাজনীতিবিদ থেকে শুরু করে শিল্পপতি কিংবা শহরের সুশীলসমাজও বাদ যাবে না। কলকাতার 'হায়াত রিজেন্সি'-তে উঠবেন মেসিরা। সেখানেই তাদের জন্য বিবিধ আয়োজন করা হচ্ছে। ঝাঁকঝমকপূর্ণ গালা পার্টি থাকছে আর্জেন্টিনা দলের জন্য। তবে কলকাতাতে সাজ সাজ রব একটু কমই। নিরাপত্তার অজুহাতে অনেক কিছুই করতে দিচ্ছে না প্রশাসন। 'হায়াত রিজেন্সি'র এক কর্মী আজকাল পত্রিকাকে জানিয়েছেন, 'ইচ্ছে ছিল অনেক কিছুই করব। কিন্তু সম্ভব নয়।' অনেক কিছুর মাঝে অনেক আয়োজন ছিল। কিন্তু নিরাপত্তার কারণে অনেক কিছুই সম্ভব হচ্ছে না।
কলতাকাতার পাট চুকিয়ে ঢাকায় আসছেন মেসিরা। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ খেলার জন্য ৪ সেপ্টেম্বর আসার কথা রয়েছে তাদের। এখনো নাকি হোটেলই ঠিক করা সম্ভব হয়নি। কেউ সঠিক করে বলতে পারছেন না, রেডিসন নাকি রূপসী বাংলা? হতে পারে সোনারগাঁও। কিন্তু এখনো ঠিক করা হলো না হোটেলই। অনুষ্ঠানের আর কি ঠিক থাকবে! যে বৃহৎ ঘটনাটি ঘটতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলে তার জন্য আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতই থাকা উচিত।
কলতাকাতার পাট চুকিয়ে ঢাকায় আসছেন মেসিরা। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ খেলার জন্য ৪ সেপ্টেম্বর আসার কথা রয়েছে তাদের। এখনো নাকি হোটেলই ঠিক করা সম্ভব হয়নি। কেউ সঠিক করে বলতে পারছেন না, রেডিসন নাকি রূপসী বাংলা? হতে পারে সোনারগাঁও। কিন্তু এখনো ঠিক করা হলো না হোটেলই। অনুষ্ঠানের আর কি ঠিক থাকবে! যে বৃহৎ ঘটনাটি ঘটতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলে তার জন্য আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতই থাকা উচিত।
ঘনিষ্ঠতা বাড়ছে শহিদ-বিপাশার
শহিদ কাপুর ও বিপাশা বসুর প্রেমের সম্পর্ক নিয়ে অনেক দিন ধরেই চলছিল জল্পনা-কল্পনা। তবে বিষয়টি বরাবরই অস্বীকার করেছেন এ জুটি। আবারও প্রমাণ মিললো শহিদ কাপুর-বিপাশা বসু জুটির ঘনিষ্ঠতার। সম্প্রতি এই জুটিকে বান্দ্রার একটি ক্যাফেতে একসঙ্গে নৈশভোজ সারতে দেখা গেছে। এটি আদৌ নৈশভোজ নাকি অভিসার_ তা নিয়ে ইতোমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গেছে টিনসেলে। সাধারণ নৈশভোজের আড়ালে এই অভিসার আয়োজনের পেছনে ছিলেন বলিউড চিত্রপরিচালক সিদ্ধার্থ আনন্দ এবং তার স্ত্রী মমতা। তারা বান্দ্রার ঐ ক্যাফেতে শহিদ এবং বিপাশাকে নিয়ে বসেছিলেন। সেখানেই শহিদ-বিপাশা রাতের খাবারের পাশাপাশি একসঙ্গে মজার সময় কাটিয়েছেন। তাদের রোমান্টিক সম্পর্কের বিষয়টির মতোই কোনো রোমান্টিক ছবিতে অভিনয় করার পরিকল্পনাও এঁটেছেন ওই ক্যাফেতে বসে
Subscribe to:
Posts (Atom)