Saturday, August 27, 2011
নাটকে শাহনূর
চোয়ালের ব্যথায় কাবু সালমান
চোয়ালের ব্যথায় কাবু হয়ে পড়েছেন বলিউড অভিনেতা সালমান খান। দুই-তিন মাস ধরে ব্যাথাটা তাকে রেহাই দিচ্ছে না। ব্যথার কারণে কিছু খেতেও পারছেন না ঠিকমতো। চিকিৎসা করাতে আজ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সালমান। সপ্তাহখানেক আগেই শোনা গিয়েছিল, তিনি অসুস্থ। হাসপাতালে ভর্তি হয়েছেন। গণমাধ্যমে এমন খবর প্রচারের পর তার পরিবারের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়। সালমানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, চোয়ালের এই ব্যথা তার সাত বছরের পুরনো। কয়েক বছর ব্যথাটা ছিল না। তিন মাস ধরে এটা জ্বালাচ্ছে খুব। ব্যথা নিয়েই গত সপ্তাহে সালমান প্রথমে লীলাবতি হাসপাতালে ভর্তি হন। পরে সেখান থেকে সাইফি হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু পরিবারের সবাই বিষয়টি গোপন রাখেন।
ক্ষমতাধর লেডি গাগা
ক্ষমতাধর নারীদের তালিকায় উপরের দিকে উঠে এসেছেন বিতর্কিত শিল্পী লেডি গাগা। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের এক জরিপে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় গাগার নাম রয়েছে একাদশ স্থানে। তার নিচে অবস্থান করছেন অপরাহ উইনফ্রে। গত বছর বিশ্বের তৃতীয় স্থান থেকে তিনি এবার চর্তুদশ স্থানে এসে দাঁড়িয়েছেন। বিনোদন জগতের কোনো তারকা নারীই এ বছর শীর্ষ দশে ঠাঁই পাননি। ১০০ জনের এই তালিকায় শীর্ষ স্থানগুলো অ্যাঙ্গেলা মার্কেল, হিলারি ক্লিনটনের মতো রাজনীতিবিদ
নারীদের দখলে।
বছরে শুধু ৯ কোটি ডলার আয় করেই গাগা ক্ষমতাধর নারীর উপাধি পাননি। বরং তার রয়েছে সামাজিক সম্পর্কের নেটওয়ার্ক ফেসবুক ও মাইক্রোব্লগিং সাইট টুইটারে চার কোটিরও বেশি ভক্ত ও অনুসারী। সব মিলিয়ে তিনি এ খ্যাতি পেয়েছেন।
নারীদের দখলে।
বছরে শুধু ৯ কোটি ডলার আয় করেই গাগা ক্ষমতাধর নারীর উপাধি পাননি। বরং তার রয়েছে সামাজিক সম্পর্কের নেটওয়ার্ক ফেসবুক ও মাইক্রোব্লগিং সাইট টুইটারে চার কোটিরও বেশি ভক্ত ও অনুসারী। সব মিলিয়ে তিনি এ খ্যাতি পেয়েছেন।
'ভালোবাসি তাই, ভালোবেসে যাই'
ঈদে আসছে এক বহুমুখী ভালোবাসার গল্প, 'ভালোবাসি তাই, ভালোবেসে যাই'। নাটকে রয়েছে তিনটি ভালোবাসার গল্প। টেলিফিল্মটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। ৯০ মিনিটের টেলিফিল্মে অভিনয় করেছেন জয়া আহসান, ইরেশ যাকের, শুভ, প্রীতি, তিশা এবং অনি। বিগ বাজেটেরে এই টেলিফিল্মটির গল্প, চরিত্র বিন্যাস, সংগীত এবং অ্যানিমেশনে রয়েছে বৈচিত্র্য। টেলিফিল্মটিতে থাকছে বেশ কিছু নতুন গান। এয়ারটেল নিবেদিত এ টেলিফিল্মটি প্রচার হবে ঈদের চতুর্থ দিনে রাত ১১টা ৩০ মিনিটে এনটিভির পর্দায়।
আজ পবিত্র লাইলাতুল কদর
পবিত্র রিস্তা'য়
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর টিভি সিরিয়ালে অভিনয় করবেন_ এটা ভুল করেও অনেকে ভাবেননি। কিন্তু সবাইকে অবাক করে তিনি টিভি সিরিয়ালে অভিনয় করতে রাজি হয়েছেন। একতা কাপুরের 'পবিত্র রিস্তা' সিরিয়ালে অভিনয় করবেন কারিনা। মাত্র একটি পর্বে দেখা যাবে তাকে। কারিনার সিরিয়ালে অভিনয় করতে রাজি হওয়ার পেছনে একটি কারণও আছে। 'পবিত্র রিস্তা'র একটি পর্ব হবে কারিনা অভিনীত মুক্তিপ্রতীক্ষিত ছবি 'বডিগার্ড' নিয়ে। তাই তিনি রাজি হয়েছেন। তাকে দেখা যাবে, ভারতের জনপ্রিয় টেলিভিশন জুটি মানব ও অর্চনার সঙ্গে দেশমুখ হাউসের গণপতি উৎসবে হাজির হতে। এতে কারিনাকে উল্লেখ করা হবে, 'বডিগার্ড' ছবির নায়িকা হিসেবে। আগামী ৩১ আগস্ট বলিউডে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত 'বডিগার্ড' ছবিটি। এই ছবিতে কারিনা জুটি বেঁধে অভিনয় করেছেন সালমান খানের সঙ্গে। ছবিটির প্রমোশনাল কার্যক্রমের অংশ হিসেবেই কারিনা প্রতিদিনের ধারাবাহিক নাটক 'পবিত্র রিস্তা'-তে অল্প সময়ের জন্য উপস্থিত হচ্ছেন।
Friday, August 26, 2011
বিমা প্রতিনিধি মোশাররফ ও চঞ্চল
কত না বিচিত্র চরিত্রে অভিনয় করতে হয় অভিনয়শিল্পীদের! মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী এবার যেমন বিমা প্রতিনিধির চরিত্রে অভিনয় করছেন। গত বুধবার তাঁরা দুজনই ওই নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন। নাটকের নাম সাবলেট। ১০৪ পর্বের এই ধারাবাহিক নাটকটি নির্মাণ করছেন মাইনুল হাসান। পরিচালক জানিয়েছেন, এই নাটকে চঞ্চল ও মোশাররফ একটি ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন। একজন আরেকজনের বাসায় সাবলেট থাকেন। দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বে জড়িয়ে যায় তাঁদের স্ত্রীরাও। একপর্যায়ে বাড়িওয়ালা থেকে শুরু করে এলাকার মাস্তানেরা পর্যন্ত জড়িয়ে যায় এই দ্বন্দ্বে। এই নাটকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ বলেন, ‘বিভিন্ন নাটকে অনেক চরিত্রেই কাজ করেছি। একেকটির মজা একেক রকম। তবে বিমা প্রতিনিধির চরিত্রে কাজ করতে গিয়ে বুঝতে পারলাম একটি বিমা করাতে কত পরিশ্রম করতে হয় সত্যিকারের বিমা প্রতিনিধিদের! আর চঞ্চলের সঙ্গে সাবলেটে থাকতে গিয়ে যে দ্বন্দ্বটা হচ্ছে, সেটাও বেশ মজার।’
চঞ্চল বললেন, ‘বিমা প্রতিনিধি হয়ে কাজ করার অভিজ্ঞতা যেমন হচ্ছে, তেমনি সাবলেটে থাকতে গিয়ে কী কী সমস্যা হয়, তা-ও বুঝতে পারছি এই নাটকে কাজ করে। নাটকটি দেখে দর্শক বেশ আনন্দ পাবে।’
চঞ্চল বললেন, ‘বিমা প্রতিনিধি হয়ে কাজ করার অভিজ্ঞতা যেমন হচ্ছে, তেমনি সাবলেটে থাকতে গিয়ে কী কী সমস্যা হয়, তা-ও বুঝতে পারছি এই নাটকে কাজ করে। নাটকটি দেখে দর্শক বেশ আনন্দ পাবে।’
ছবির প্রচারে ৩৬ শহরে শাহরুখ
শাহরুখ খান তাঁর ছবির প্রচারে এবার দেশ ও বিদেশের ৩৬টি শহরে যাবেন। এ মাসের শেষ দিকে তিনি শুরু করছেন তার রা ডট ওয়ান ছবির প্রচারাভিযান। সায়েন্স ফিকশন ধাঁচের এই ছবিতে অভিনয়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোটি রুপি দামের পোশাক এনেছেন শাহরুখ। ছবিতে স্পেশাল ইফেক্টের ব্যবহার থাকছে সবচেয়ে বেশি। এই প্রচারাভিযানে শাহরুখের সঙ্গী হচ্ছেন একই ছবির অভিনয়শিল্পী কারিনা কাপুর ও অর্জুন রামপাল। আগামী অক্টোবরে মুক্তি পাচ্ছে ছবিটি।
মেসিদের বরণে সাজ-সাজ রব
বাফুফের ভবনে এখন পা রাখলে বিয়েবাড়ির একটা আবহ পাওয়া যায়। গোটা ভবনটা নতুন সাজে সাজছে। কর্মকর্তাদের কক্ষে দিনভর কোলাহল। সব মিলিয়ে মেসিদের বরণের পরিকল্পনা নিয়ে চলছে সাজ-সাজ রব।
এর মধ্যে কিছু সমস্যা আছে, আছে কিছু ভালো খবরও। ভালো খবরটাই আগে দেওয়া যাক। টিকিট বিক্রি নিয়ে হতাশাটা একটু একটু করে কমছে। কাল বিকেলে তো ম্যাচ আয়োজক কমিটির চেয়ারম্যান আনোয়ারুল হকের মুখে বেশ হাসিই ছিল, ‘টিকিটের চাহিদা বাড়ছে। আশা করছি, আগামী কয়েক দিনে আরও বাড়বে।’
এটা তিনি বলেছেন সাবেক ক্রিকেটার ইমরান হামিদ সাবেক ক্রিকেটারদের পক্ষে আটটি টিকিটের চাহিদাপত্র দিয়ে যাওয়ায়। সেখানেই শোনা গেল আতহার আলী, ফারুক আহমেদ, নাঈমুর রহমানসহ আরও কয়েকজন তাঁদের পক্ষে ইমরানকে পাঠিয়েছেন বাফুফের অফিসে। আজও নাকি আরও কিছু চাহিদাপত্র আসবে ক্রিকেটারদের। তাঁদের সবাইকে ক্লাবগুলোর জন্য বিশেষ মূল্যছাড়ের টিকিট দেওয়া হচ্ছে।
কাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাফুফে জানিয়েছে, ঈদের ছুটি বলে টিকিট কিনতে সমস্যা হবে না আগ্রহীদের। ২৭, ২৮ ও ২৯ আগস্ট এবং ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর আইএফআইসি ব্যাংকের মতিঝিল, গুলশান, মিরপুর, ইসলামপুর, ধানমন্ডি, কারওয়ান বাজার, উত্তরা ও বসুন্ধরা শাখা খোলা থাকবে। এ ছাড়া ‘হ্যালভেসিয়া ফাস্ট ফুডের’ পাঁচটি শাখায় (রাইফেল স্কয়ার, ধানমন্ডি, বনানী, উত্তরা ও বেইলি রোড) গতকাল থেকে টিকিট পাওয়া যাচ্ছে।
সমস্যা আছে দুটি। একটি হলো টিভি সম্প্রচার। বাংলাদেশের দর্শক কোন টিভিতে আর্জেন্টিনা-নাইজেরিয়া ঐতিহাসিক ম্যাচটি দেখতে পারবে, সেটি নিয়ে হঠাৎ করে জটিলতা দেখা যাচ্ছে। ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামের ম্যাচটার সম্প্রচার প্রযোজনা স্বত্ব ইএসপিএনের। এর জন্য ইএসপিএনকে দিতে হবে ৯৩ হাজার ডলার। কিন্তু প্রোডাকশনের পর ম্যাচটা কি বাংলাদেশে শুধু ইনডিপেনডেন্ট টিভি দেখাবে, নাকি ইএসপিএনও দেখাবে, সেটি নিয়েই যত সমস্যা।
মেসিদের গোটা সফরের পৃষ্ঠপোষক বেক্সিমকোর দাবি, বাংলাদেশে শুধু তারাই ম্যাচটা দেখাবে। ইএসপিএন যদি দেখাতে চায়, তাহলে তা হতে পারে শুধু বাংলাদেশের বাইরের দর্শকদের জন্য। বাফুফে চায়, ইএসপিএন খেলা দেখাক, যাতে সারা বিশ্বের মানুষ বাংলাদেশ সম্পর্কে জানতে পারে।
কাল সারা দিনই ব্যস্ত ছিলেন বাফুফের কর্মকর্তারা। কিন্তু সিদ্ধান্ত কিছুই হয়নি। বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বিদেশে আছেন, দেশে ফিরে তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটাই চূড়ান্ত হবে বলে জানালেন আনোয়ারুল হক।
দ্বিতীয় সমস্যাটা হলো, মেসিদের থাকার হোটেল কাল পর্যন্ত চূড়ান্ত হয়নি। সোনারগাঁও হোটেলে বুকিং আছে গোটা আর্জেন্টিনা দলের এবং হোটেল কর্তৃপক্ষও চেষ্টা করছে মেসিদের রাখার জন্য। ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং ৬ সেপ্টেম্বর ঢাকায় এসে ওই হোটেলে উঠবেন বলে মেসিদের হোটেল বদলের আলোচনা হচ্ছে।
বাফুফের আবাসন কমিটির প্রধান শওকত আলী খান জানালেন, তাঁরা রূপসী বাংলায় আর্জেন্টিনাকে স্থানান্তর করে অন্য একটি হোটেল নাইজেরিয়াকে দিতে পারেন। কিন্তু অন্য দুটি বড় হোটেল থেকে টাকা আবার বেশি চাওয়া হয়েছে, এসব নিয়েই একটা ঘোরপ্যাঁচে পড়ে গেছে বাফুফে।
আর্জেন্টিনার কোচ আলেজান্দ্রো সাবেলা ২ সেপ্টেম্বর কলকাতায় আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচের প্রস্তুতি দেখতে আগামী শনিবার কলকাতায় আসছেন। বাংলাদেশে এই সুযোগে আসবেন কি না, সেটি গতকাল পর্যন্ত আর্জেন্টিনা থেকে নিশ্চিত করা হয়নি।
অনুশীলনের মাঠ হিসেবে ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামের অনুমোদন ঝুলে আছে। জানা গেছে, কলকাতা মোহনবাগান মাঠের ব্যাপারটাও একইভাবে নিষ্পত্তি হয়নি। মেসিদের অনুশীলনের জন্য ওই মাঠটাই দেখিয়েছেন সেখানকার আয়োজকেরা। অনুমোদন হবে কি না, সেটি তো পরের কথা। প্রস্তুতির জোর হাওয়া এখন মেসি-জ্বর ছড়াতে শুরু করেছে চারদিকে!
এর মধ্যে কিছু সমস্যা আছে, আছে কিছু ভালো খবরও। ভালো খবরটাই আগে দেওয়া যাক। টিকিট বিক্রি নিয়ে হতাশাটা একটু একটু করে কমছে। কাল বিকেলে তো ম্যাচ আয়োজক কমিটির চেয়ারম্যান আনোয়ারুল হকের মুখে বেশ হাসিই ছিল, ‘টিকিটের চাহিদা বাড়ছে। আশা করছি, আগামী কয়েক দিনে আরও বাড়বে।’
এটা তিনি বলেছেন সাবেক ক্রিকেটার ইমরান হামিদ সাবেক ক্রিকেটারদের পক্ষে আটটি টিকিটের চাহিদাপত্র দিয়ে যাওয়ায়। সেখানেই শোনা গেল আতহার আলী, ফারুক আহমেদ, নাঈমুর রহমানসহ আরও কয়েকজন তাঁদের পক্ষে ইমরানকে পাঠিয়েছেন বাফুফের অফিসে। আজও নাকি আরও কিছু চাহিদাপত্র আসবে ক্রিকেটারদের। তাঁদের সবাইকে ক্লাবগুলোর জন্য বিশেষ মূল্যছাড়ের টিকিট দেওয়া হচ্ছে।
কাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাফুফে জানিয়েছে, ঈদের ছুটি বলে টিকিট কিনতে সমস্যা হবে না আগ্রহীদের। ২৭, ২৮ ও ২৯ আগস্ট এবং ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর আইএফআইসি ব্যাংকের মতিঝিল, গুলশান, মিরপুর, ইসলামপুর, ধানমন্ডি, কারওয়ান বাজার, উত্তরা ও বসুন্ধরা শাখা খোলা থাকবে। এ ছাড়া ‘হ্যালভেসিয়া ফাস্ট ফুডের’ পাঁচটি শাখায় (রাইফেল স্কয়ার, ধানমন্ডি, বনানী, উত্তরা ও বেইলি রোড) গতকাল থেকে টিকিট পাওয়া যাচ্ছে।
সমস্যা আছে দুটি। একটি হলো টিভি সম্প্রচার। বাংলাদেশের দর্শক কোন টিভিতে আর্জেন্টিনা-নাইজেরিয়া ঐতিহাসিক ম্যাচটি দেখতে পারবে, সেটি নিয়ে হঠাৎ করে জটিলতা দেখা যাচ্ছে। ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামের ম্যাচটার সম্প্রচার প্রযোজনা স্বত্ব ইএসপিএনের। এর জন্য ইএসপিএনকে দিতে হবে ৯৩ হাজার ডলার। কিন্তু প্রোডাকশনের পর ম্যাচটা কি বাংলাদেশে শুধু ইনডিপেনডেন্ট টিভি দেখাবে, নাকি ইএসপিএনও দেখাবে, সেটি নিয়েই যত সমস্যা।
মেসিদের গোটা সফরের পৃষ্ঠপোষক বেক্সিমকোর দাবি, বাংলাদেশে শুধু তারাই ম্যাচটা দেখাবে। ইএসপিএন যদি দেখাতে চায়, তাহলে তা হতে পারে শুধু বাংলাদেশের বাইরের দর্শকদের জন্য। বাফুফে চায়, ইএসপিএন খেলা দেখাক, যাতে সারা বিশ্বের মানুষ বাংলাদেশ সম্পর্কে জানতে পারে।
কাল সারা দিনই ব্যস্ত ছিলেন বাফুফের কর্মকর্তারা। কিন্তু সিদ্ধান্ত কিছুই হয়নি। বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বিদেশে আছেন, দেশে ফিরে তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটাই চূড়ান্ত হবে বলে জানালেন আনোয়ারুল হক।
দ্বিতীয় সমস্যাটা হলো, মেসিদের থাকার হোটেল কাল পর্যন্ত চূড়ান্ত হয়নি। সোনারগাঁও হোটেলে বুকিং আছে গোটা আর্জেন্টিনা দলের এবং হোটেল কর্তৃপক্ষও চেষ্টা করছে মেসিদের রাখার জন্য। ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং ৬ সেপ্টেম্বর ঢাকায় এসে ওই হোটেলে উঠবেন বলে মেসিদের হোটেল বদলের আলোচনা হচ্ছে।
বাফুফের আবাসন কমিটির প্রধান শওকত আলী খান জানালেন, তাঁরা রূপসী বাংলায় আর্জেন্টিনাকে স্থানান্তর করে অন্য একটি হোটেল নাইজেরিয়াকে দিতে পারেন। কিন্তু অন্য দুটি বড় হোটেল থেকে টাকা আবার বেশি চাওয়া হয়েছে, এসব নিয়েই একটা ঘোরপ্যাঁচে পড়ে গেছে বাফুফে।
আর্জেন্টিনার কোচ আলেজান্দ্রো সাবেলা ২ সেপ্টেম্বর কলকাতায় আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচের প্রস্তুতি দেখতে আগামী শনিবার কলকাতায় আসছেন। বাংলাদেশে এই সুযোগে আসবেন কি না, সেটি গতকাল পর্যন্ত আর্জেন্টিনা থেকে নিশ্চিত করা হয়নি।
অনুশীলনের মাঠ হিসেবে ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামের অনুমোদন ঝুলে আছে। জানা গেছে, কলকাতা মোহনবাগান মাঠের ব্যাপারটাও একইভাবে নিষ্পত্তি হয়নি। মেসিদের অনুশীলনের জন্য ওই মাঠটাই দেখিয়েছেন সেখানকার আয়োজকেরা। অনুমোদন হবে কি না, সেটি তো পরের কথা। প্রস্তুতির জোর হাওয়া এখন মেসি-জ্বর ছড়াতে শুরু করেছে চারদিকে!
কবরীর রোষানলে ইত্যাদি
এবার এমপি সারাহ বেগম কবরীর রোষানলে পড়ল বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান 'ইত্যাদি'। প্রভাব খাটিয়ে ইত্যাদির দীর্ঘদিন ধরে সম্প্রচারিত সময়ে নিজের প্রডাকশনের নাটক চালাচ্ছেন তথ্য মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির এ সদস্য। ফলে দর্শকরা এবার নির্দিষ্ট সময়ে ইত্যাদি দেখার সুযোগ থেকে বঞ্চিত হবেন। প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরকে সামনে রেখে তৈরি করা হয়েছে ইত্যাদির বিশেষ পর্ব। দীর্ঘদিনের রীতি অনুযায়ী এবারও অনুষ্ঠানটি ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর সম্প্রচার হওয়ার কথা। কিন্তু কবরীর প্রডাকশনের নাটকের চাং বরাদ্দের কারণে পিছিয়ে গেছে ইত্যাদির সময়। ইত্যাদির জন্য নির্ধারিত সময়ে প্রচার হবে আনিসুল হকের রচনায় এবং আবুল হায়াতের পরিচালনায় কবরীর 'কে প্রডাকশনের' একটি নাটক। জানা গেছে, ২৪ বছরের ঐতিহ্যমণ্ডিত জনপ্রিয় এ অনুষ্ঠানটি এবার প্রচার হবে রাত ১০টার ইংরেজি সংবাদের পর। অর্থাৎ হানিফ সংকেত নির্মিত ইত্যাদি পিক টাইম থেকে অফ পিকে চলে গেল। উল্লেখ্য, কয়েক বছর ধরেই কে প্রডাকশন থেকে বিটিভিতে নিয়মিত নাটক প্রচার হচ্ছে। এবার ক্ষমতার প্রভাবের বিষয়টি স্পষ্ট হলো ইত্যাদির সময় পেছানোর মধ্যদিয়ে।
সূত্রমতে, কবরীর কারণে ঈদের ইত্যাদি প্রচারই এখন অনিশ্চিত। এ ঘটনা মিডিয়াপাড়ায় চাউর হওয়ার পর থেকেই সমালোচনার ঝড় উঠেছে। কিন্তু কবরী আছেন বিটিভির প্রিভিউ কমিটির মার্কিং নিয়ে। মার্ক বেশি পাওয়ায় এই সময়ে তার নাটক যাচ্ছে। কী এমন নাটক নির্মিত হলো কে প্রডাকশন থেকে, যা কি না বিটিভির মতো তুমুল জনপ্রিয় অনুষ্ঠানের প্রচারকেই হুমকির মুখে ফেলে দিল? কবরীর এ রকম প্রভাব খাটান ও নগ্ন হস্তক্ষেপে বিটিভি ও সরকারের অনেক ঘনিষ্ঠভাজনই বিব্রত হচ্ছেন বলে জানা গেছে।
ইত্যাদির ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি না রেখে সময় নির্ধারণ প্রসঙ্গে বিটিভির ডিজি আবু জাফর সিদ্দিকী বলেন, 'কোন অনুষ্ঠান কোন সময়ে প্রচার হবে তা নির্ধারণ করে প্রিভিও কমিটি। আর এ কমিটির সিদ্ধান্ত অনুসারেই এবারের ইত্যাদির প্রচার সময় ধরা হয়েছে রাত ১০টা ৩০ মিনিটে। আর একটা অনুষ্ঠান যে সব সময় একই সময়ে প্রচার হতে হবে এমন কোনো কথা নেই। আমাদের বিটিভির কোনো অনুষ্ঠানের সময় ৫০ মিনিটের বেশি নয়। ইত্যাদি জনপ্রিয় বলে এর সময় প্রায় ৭০মিনিট।' এ প্রসঙ্গে কে প্রডাকশনের কর্ণধার, সংসদ সদস্য সারাহ বেগম কবরী বলেন, 'ঈদে যেসব অনুষ্ঠান বিটিভিতে জমা পড়ে কর্তৃপক্ষ সেগুলোর মান নির্ণয় করে। সেখানে আমার নাটক সবচেয়ে বেশি মার্ক পেয়েছে। আর তাই ওই সময়ে নাটকটি প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' তবে এ নিয়ে ভিন্নমত পোষণ করেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। এ প্রসঙ্গে তিনি বলেন, 'ইত্যাদি বিটিভির একটি জনপ্রিয় অনুষ্ঠান। রাত সাড়ে ৮টায় ইত্যাদির প্রচার একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। গ্রামবংলার মানুষ রাত ৮টা ৩০ মিনিটে ইত্যাদি দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন। আর ঠিক সেই সময়টিতে একটি নাটকের প্রচার মোটেও কাম্য নয়। যদি আমাকে ইত্যাদির ঐতিহ্যমণ্ডি আগের সময় না দেওয়া হয় তাহলে আমি এ অনুষ্ঠান প্রচার করব না।'
সূত্রমতে, কবরীর কারণে ঈদের ইত্যাদি প্রচারই এখন অনিশ্চিত। এ ঘটনা মিডিয়াপাড়ায় চাউর হওয়ার পর থেকেই সমালোচনার ঝড় উঠেছে। কিন্তু কবরী আছেন বিটিভির প্রিভিউ কমিটির মার্কিং নিয়ে। মার্ক বেশি পাওয়ায় এই সময়ে তার নাটক যাচ্ছে। কী এমন নাটক নির্মিত হলো কে প্রডাকশন থেকে, যা কি না বিটিভির মতো তুমুল জনপ্রিয় অনুষ্ঠানের প্রচারকেই হুমকির মুখে ফেলে দিল? কবরীর এ রকম প্রভাব খাটান ও নগ্ন হস্তক্ষেপে বিটিভি ও সরকারের অনেক ঘনিষ্ঠভাজনই বিব্রত হচ্ছেন বলে জানা গেছে।
ইত্যাদির ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি না রেখে সময় নির্ধারণ প্রসঙ্গে বিটিভির ডিজি আবু জাফর সিদ্দিকী বলেন, 'কোন অনুষ্ঠান কোন সময়ে প্রচার হবে তা নির্ধারণ করে প্রিভিও কমিটি। আর এ কমিটির সিদ্ধান্ত অনুসারেই এবারের ইত্যাদির প্রচার সময় ধরা হয়েছে রাত ১০টা ৩০ মিনিটে। আর একটা অনুষ্ঠান যে সব সময় একই সময়ে প্রচার হতে হবে এমন কোনো কথা নেই। আমাদের বিটিভির কোনো অনুষ্ঠানের সময় ৫০ মিনিটের বেশি নয়। ইত্যাদি জনপ্রিয় বলে এর সময় প্রায় ৭০মিনিট।' এ প্রসঙ্গে কে প্রডাকশনের কর্ণধার, সংসদ সদস্য সারাহ বেগম কবরী বলেন, 'ঈদে যেসব অনুষ্ঠান বিটিভিতে জমা পড়ে কর্তৃপক্ষ সেগুলোর মান নির্ণয় করে। সেখানে আমার নাটক সবচেয়ে বেশি মার্ক পেয়েছে। আর তাই ওই সময়ে নাটকটি প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' তবে এ নিয়ে ভিন্নমত পোষণ করেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। এ প্রসঙ্গে তিনি বলেন, 'ইত্যাদি বিটিভির একটি জনপ্রিয় অনুষ্ঠান। রাত সাড়ে ৮টায় ইত্যাদির প্রচার একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। গ্রামবংলার মানুষ রাত ৮টা ৩০ মিনিটে ইত্যাদি দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন। আর ঠিক সেই সময়টিতে একটি নাটকের প্রচার মোটেও কাম্য নয়। যদি আমাকে ইত্যাদির ঐতিহ্যমণ্ডি আগের সময় না দেওয়া হয় তাহলে আমি এ অনুষ্ঠান প্রচার করব না।'
Subscribe to:
Posts (Atom)