প্রেম-বিয়ে-সংসার নিয়ে স্ক্যান্ডাল আর মাদকাসক্তির সঙ্গে যুদ্ধ করে হাঁপিয়ে ওঠেন ব্রিটনি স্পেয়ার্স। ক্যারিয়ারও পড়তির দিকে। তাই জেগে উঠতে চাচ্ছেন এই গায়িকা। এরই মাঝে তিনি নতুন গান 'হোল্ড ইট অ্যাগনেস্ট মি' গানটি দিয়ে আলোচনায় এসেছেন। সংগীত জগতে ফিরে এসেছেন তিনি তার সপ্তম অ্যালবাম 'ফেমে ফ্যাটালে' নিয়ে। সপ্তম অ্যালবামটির প্রচারণা তিনি শুরু করেন একটি নাইটক্লাব থেকে। অ্যালবামটির মাধ্যমে প্রায় এক দশক পর বাজারে ফিরলেন ২৯ বছর বয়সী এই তারকা। 'ফেমে ফ্যাটালে' অ্যালবামটি তৈরির জন্য প্রায় দুই বছর সময় ব্যয় করেন তিনি। ব্রিটনি স্পেয়ার্স বলেছেন, এখন পর্যন্ত আমার সেরা অ্যালবাম এটিই। শ্রোতারাও শুনছেন গানগুলো। তাই আমি কৃতজ্ঞ। ব্রিটনির এই ফিরে আসায় ভক্তরা খুশি। তাদের প্রত্যাশা, ব্রিটনি আর কোনো ভুলে জড়াবেন না।
Monday, July 25, 2011
আনুশকার প্রস্তুতি
সম্প্রতি বলিউডের কোনো কোনো অভিনেত্রী খোলামেলা পোশাক না পরার বিষয়ে ধনুক ভাঙা পণ করেছেন। এক্ষেত্রে ব্যতিক্রম আনুশকা শর্মা। যশরাজ প্রোডাকশনের পরবর্তী ছবিতে অভিনয়ের জন্য তৈরি হচ্ছেন তিনি। সেখানে অনেকটা আবেদনময়ী হিসেবে তুলে ধরা হবে তাকে। এর প্রস্তুতি হিসেবে জিমেও যাচ্ছেন আনুশকা। শরীরী উত্তাপ ছড়িয়ে কতদূর যান সেটাই দেখার অপেক্ষা।
শর্তসাপেক্ষে 'হিরোইন'
ঐশ্বরিয়া রাই বচ্চনের ছেড়ে দেওয়া 'হিরোইন' ছবির হিরোইন হতে অবশেষে রাজি হয়েছেন কারিনা কাপুর। তবে তা শর্তসাপেক্ষে। হায়দ্রাবাদে 'ককটেল' ছবির শুটিং করছেন সাইফ এবং দীপিকা। সেখানে সাইফের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কারিনা। এটা জানার পর সেখানে উড়ে যান 'হিরোইন' ছবির কাহিনীকার নিরঞ্জন ইয়েনগার এবং প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুর। তারা কারিনাকে আনুষ্ঠানিকভাবে অভিনয়ের প্রস্তাব দেন। বেশ কিছুটা সময় ধরে ছবির প্রযোজক, কাহিনীকার এবং কারিনার মধ্যে আলোচনা চলে। তখন তিনি শর্ত দেন, অর্জুন রামপাল এবং অরুণোদয় সিংয়ের সঙ্গে অতি রোমান্টিক দৃশ্যে তিনি অভিনয় করবেন না। তবে মদ খাওয়ার দৃশ্যে তিনি অভিনয় করবেন। বেবোকে নিয়ে ছবিটি করতে চান বলে ছবির প্রযোজক এবং কাহিনীকারও নিরুপায় হয়ে শর্ত মেনে নিয়েছেন।
'কে হতে চায় কোটিপতি'র দ্বিতীয় পর্ব
'কে হতে চায় কোটিপতি'র অডিশন রাউন্ডের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে গতকাল থেকে। চট্টগ্রাম ও ঢাকায় এই অডিশন রাউন্ডের মাধ্যমে বাছাই করা হবে প্রতিযোগীকে।
চট্টগ্রাম ও সিলেটের প্রতিযোগী নিয়ে প্রথম অডিশন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে গতকাল এবং ২৫ জুলাই সোমবার ঢাকায় অনুষ্ঠিত হবে ঢাকাসহ অন্য বিভাগের প্রতিযোগীদের অডিশন।
১০ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হওয়ার পর একই দিন থেকে শুরু হয় প্রতিযোগিতায় নিবন্ধিত হওয়ার দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম। নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ব্যাপক সাড়া পড়েছিল।
চট্টগ্রাম ও সিলেটের প্রতিযোগী নিয়ে প্রথম অডিশন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে গতকাল এবং ২৫ জুলাই সোমবার ঢাকায় অনুষ্ঠিত হবে ঢাকাসহ অন্য বিভাগের প্রতিযোগীদের অডিশন।
১০ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হওয়ার পর একই দিন থেকে শুরু হয় প্রতিযোগিতায় নিবন্ধিত হওয়ার দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম। নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ব্যাপক সাড়া পড়েছিল।
তাহসান-মিথিলার প্রত্যাবর্তন
প্রত্যাবর্তন হচ্ছে তাহসান-মিথিলা জুটির। ঈদকে সামনে রেখে বাজারে আসছে তাহসানের ষষ্ঠ একক অ্যালবাম 'প্রত্যাবর্তন-২'। এ অ্যালবামে তাহসানের সঙ্গে দুটি গানে কণ্ঠ দিয়েছেন মিথিলা। গান দুটি মিথিলা নিজেই লিখেছেন। নতুন অ্যালবাম সম্পর্কে তাহসান বলেন, আমার পঞ্চম অ্যালবামটির নাম ছিল 'প্রত্যাবর্তন' এবং তার সঙ্গে মিল রেখে ষষ্ঠ একক অ্যালবামটির নাম রেখেছি 'প্রত্যাবর্তন-২'। আমি সময় নিয়ে কাজ করতে পছন্দ করি। তাই অনেক দিন পর অ্যালবামের কাজ শেষ করলাম। মিথিলা বলেন, 'তাহসানের সঙ্গে এর আগেও দু'একটি গানে আমি কণ্ঠ দিয়েছি। আমি আসলে গানটাকে পেশা হিসেবে নিতে চাই না। অনেকটা শখের বসেই গান করি। 'প্রত্যাবর্তন-২'র গানগুলো অনেক ভালো হয়েছে। তাহসান-মিথিলা সংগীতশিল্পী হিসেবে জনপ্রিয়। পাশাপাশি অভিনয়-মডেলিংয়েও তাদের সফলতা রয়েছে।
বক্স অফিসে ঝড়...
বেশ দাপট দেখিয়ে বক্স অফিসে ঝড় তুলেছে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'জিন্দেগি না মিলেগি দোবারা'। মুক্তির আগেই আলোচনায় ছিল এ ছবিটি। তাই মুক্তির পর দর্শক হুমড়ি খেয়ে পড়েছে সিনেমা হলে। কিন্তু কেউ নিরাশ হয়ে ফিরছেন না। সহজ-সাবলীল গল্প, চমৎকার নির্মাণ এবং দুর্দান্ত অভিনয় দেখে একরাশ মুগ্ধতা নিয়ে হল ছাড়ছেন সবাই। সবার মুখে মুখে হৃতি্বক রোশনের প্রশংসা। ক্যাটরিনা, অভয় আর ফারহানও বাদ যাচ্ছেন না প্রশংসা থেকে। আর নির্মাতা জয়া আখতারকে দিচ্ছেন সবাই বিশেষ ধন্যবাদ। অনেকের ধারণা 'জিন্দেগি না মিলেগি দোবারা' বক্স-অফিস থেকে সহজেই নামছে না। নাটকীয় গল্প ও রোমান্টিক স্বাদের এ ছবিটি এখন বলিউড টপচার্টের প্রথম স্থানে রয়েছে।
ডেলি বেলির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
বৃহস্পতিবার আমির খান প্রযোজিত ছবি 'ডেলি বেলি'র বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। শুধু 'ডেলি বেলি'র বিরুদ্ধেই নয়, বলিউড সেন্সর বোর্ডের বিরুদ্ধেও এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আর এই লিগ্যাল নোটিশের মূল উদ্দেশ্য হলো 'ডেলি বেলি'তে অশ্লীল দৃশ্য, এডাল্ট অশ্রাব্য ভাষা ব্যবহার করার জন্য। লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে 'এই ছবির মাধ্যমে ভারতীয় সংস্কৃতি নষ্ট হচ্ছে। ছবিটির অশ্লীল ও অশ্রাব্য ভাষা নিয়ে এখন তরুণ-তরুণীরা বেশ মেতে আছেন। এ ছবিতে যে ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে, তা কোনো ভদ্র সমাজের জন্য নয়। এটা শুধুমাত্র সমাজকে ধ্বংসের পথেই নিয়ে যাবে।'
বোরকা নিষিদ্ধ
ফ্রান্সের পর এবার বেলজিয়ামে বোরকা ও নেকাব নিষিদ্ধ করা হয়েছে। গত শনিবার থেকে দেশটিতে এই আইন কার্যকর হয়েছে বলে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনের খবরে জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, আইন লক্সঘন করলে ১৯৭ ডলার জরিমানা এবং সর্বাধিক সাত দিনের কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। আল-জাজিরা।
মাদাম তুসোয় 'চামেলি' রূপে কারিনা
বিখ্যাত মাদাম তুসো জাদুঘরে মোমের মূর্তি হয়ে ঢুকছেন বলিউডের কারিনা কাপুর_ এ খবর সবারই জানা। এ সম্পর্কিত নতুন খবর হচ্ছে, 'চামেলি' ছবিতে বেবোকে যে রূপে দর্শকরা দেখেছিলেন, মাদাম তুসোতেও সেই একই রূপে দেখা যাবে তাকে। লন্ডনের মাদাম তুসো জাদুঘরে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে তার বিখ্যাত ছবি 'চামেলি'র কেন্দ্রীয় চরিত্র চামেলী রূপেই তৈরি করবে জাদুঘর কর্তৃপক্ষ।
মোমের মূর্তিতে কারিনা কাপুরকে ঠিক কোন ভঙ্গিতে ফুটিয়ে তোলা হবে তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে শেষ পর্যন্ত ভোট পড়েছে 'চামেলি'র পক্ষেই।
'চামেলি' চরিত্রটি একজন যৌনকর্মীর, যাকে তার চাচা বিক্রি করে দেন দালালদের কাছে। এ চরিত্রটিতে দুর্দান্ত অভিনয় করেছিলেন কারিনা। ছবিটি মুক্তির পর কারিনাকে অনেক দিন কারিনা নামেই ডাকা হতো।
চরিত্রটিকে বেবোর টার্নিং পয়েন্ট মনে করা হয়। এ চরিত্রটি করে তিনি অসংখ্য পুরস্কারও বগলদাবা করেছেন। এদিকে জানা গেছে, 'চামেলি'র মোমের মূর্তি তৈরির কাজ ইতোমধ্যেই শুরু করেছে মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষ। এ বছরের অক্টোবরেই উন্মোচন করা হবে চামেলিরূপী কারিনা কাপুরের এই মোমের মূর্তি। এ প্রসঙ্গে কারিনা বলেছেন, 'মাদাম তুসোতে এর আগে অনেক ভারতীয় স্থান পেয়েছেন। সেই তালিকায় আমারও নাম উঠল। এতে আমি
দারুণ খুশি।'
মোমের মূর্তিতে কারিনা কাপুরকে ঠিক কোন ভঙ্গিতে ফুটিয়ে তোলা হবে তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে শেষ পর্যন্ত ভোট পড়েছে 'চামেলি'র পক্ষেই।
'চামেলি' চরিত্রটি একজন যৌনকর্মীর, যাকে তার চাচা বিক্রি করে দেন দালালদের কাছে। এ চরিত্রটিতে দুর্দান্ত অভিনয় করেছিলেন কারিনা। ছবিটি মুক্তির পর কারিনাকে অনেক দিন কারিনা নামেই ডাকা হতো।
চরিত্রটিকে বেবোর টার্নিং পয়েন্ট মনে করা হয়। এ চরিত্রটি করে তিনি অসংখ্য পুরস্কারও বগলদাবা করেছেন। এদিকে জানা গেছে, 'চামেলি'র মোমের মূর্তি তৈরির কাজ ইতোমধ্যেই শুরু করেছে মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষ। এ বছরের অক্টোবরেই উন্মোচন করা হবে চামেলিরূপী কারিনা কাপুরের এই মোমের মূর্তি। এ প্রসঙ্গে কারিনা বলেছেন, 'মাদাম তুসোতে এর আগে অনেক ভারতীয় স্থান পেয়েছেন। সেই তালিকায় আমারও নাম উঠল। এতে আমি
দারুণ খুশি।'
তৌকীরের বিপরীতে মিথিলা
প্রথমবারের মতো তৌকীর আহমেদের বিপরীতে অভিনয় করছেন মিথিলা। 'মধ্যরাত এবং ঝরাপাতার গল্প' শিরোনামের নাটকে তারা জুটি হয়েছেন। নাটকটি লিখেছেন বিপাশা হায়াত। আর পরিচালনা করেছেন তৌকীর আহমেদ নিজেই। একজন স্কুল মাস্টারের গল্প নিয়ে নাটকটি। যিনি শুধু ছাত্র-ছাত্রীদের পড়ালেখা নিয়েই নিজেকে ব্যস্ত রাখেন না, গ্রামের উন্নয়নের জন্যও ভাবেন। সবার জীবনের জন্য ভাবলেও একসময় তার জীবনেই নেমে আসে অন্ধকার। আর এই অন্ধকার থেকেই বেরিয়ে আসার প্রাণান্ত চেষ্টা করে স্কুল মাস্টার। স্কুল মাস্টার চরিত্রেই অভিনয় করেছেন মিথিলা। নাটকের শুটিং শেষ হয়েছে। তৌকীর আহমেদ বলেন, 'চরিত্রের প্রয়োজনেই মিথিলাকে নেওয়া হয়েছে।' মিথিলা বলেন, 'তৌকীর ভাই গুণী একজন অভিনেতা। নির্মাতাও। তার সঙ্গে কাজ করে আমি আনন্দিত।' নাটকটি বাংলাভিশনে প্রচার হবে।
Subscribe to:
Posts (Atom)