Monday, July 25, 2011

বক্স অফিসে ঝড়...

বেশ দাপট দেখিয়ে বক্স অফিসে ঝড় তুলেছে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'জিন্দেগি না মিলেগি দোবারা'। মুক্তির আগেই আলোচনায় ছিল এ ছবিটি। তাই মুক্তির পর দর্শক হুমড়ি খেয়ে পড়েছে সিনেমা হলে। কিন্তু কেউ নিরাশ হয়ে ফিরছেন না। সহজ-সাবলীল গল্প, চমৎকার নির্মাণ এবং দুর্দান্ত অভিনয় দেখে একরাশ মুগ্ধতা নিয়ে হল ছাড়ছেন সবাই। সবার মুখে মুখে হৃতি্বক রোশনের প্রশংসা। ক্যাটরিনা, অভয় আর ফারহানও বাদ যাচ্ছেন না প্রশংসা থেকে। আর নির্মাতা জয়া আখতারকে দিচ্ছেন সবাই বিশেষ ধন্যবাদ। অনেকের ধারণা 'জিন্দেগি না মিলেগি দোবারা' বক্স-অফিস থেকে সহজেই নামছে না। নাটকীয় গল্প ও রোমান্টিক স্বাদের এ ছবিটি এখন বলিউড টপচার্টের প্রথম স্থানে রয়েছে।

ডেলি বেলির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

বৃহস্পতিবার আমির খান প্রযোজিত ছবি 'ডেলি বেলি'র বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। শুধু 'ডেলি বেলি'র বিরুদ্ধেই নয়, বলিউড সেন্সর বোর্ডের বিরুদ্ধেও এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আর এই লিগ্যাল নোটিশের মূল উদ্দেশ্য হলো 'ডেলি বেলি'তে অশ্লীল দৃশ্য, এডাল্ট অশ্রাব্য ভাষা ব্যবহার করার জন্য। লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে 'এই ছবির মাধ্যমে ভারতীয় সংস্কৃতি নষ্ট হচ্ছে। ছবিটির অশ্লীল ও অশ্রাব্য ভাষা নিয়ে এখন তরুণ-তরুণীরা বেশ মেতে আছেন। এ ছবিতে যে ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে, তা কোনো ভদ্র সমাজের জন্য নয়। এটা শুধুমাত্র সমাজকে ধ্বংসের পথেই নিয়ে যাবে।'

বোরকা নিষিদ্ধ

ফ্রান্সের পর এবার বেলজিয়ামে বোরকা ও নেকাব নিষিদ্ধ করা হয়েছে। গত শনিবার থেকে দেশটিতে এই আইন কার্যকর হয়েছে বলে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনের খবরে জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, আইন লক্সঘন করলে ১৯৭ ডলার জরিমানা এবং সর্বাধিক সাত দিনের কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। আল-জাজিরা।

মাদাম তুসোয় 'চামেলি' রূপে কারিনা

বিখ্যাত মাদাম তুসো জাদুঘরে মোমের মূর্তি হয়ে ঢুকছেন বলিউডের কারিনা কাপুর_ এ খবর সবারই জানা। এ সম্পর্কিত নতুন খবর হচ্ছে, 'চামেলি' ছবিতে বেবোকে যে রূপে দর্শকরা দেখেছিলেন, মাদাম তুসোতেও সেই একই রূপে দেখা যাবে তাকে। লন্ডনের মাদাম তুসো জাদুঘরে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে তার বিখ্যাত ছবি 'চামেলি'র কেন্দ্রীয় চরিত্র চামেলী রূপেই তৈরি করবে জাদুঘর কর্তৃপক্ষ।
মোমের মূর্তিতে কারিনা কাপুরকে ঠিক কোন ভঙ্গিতে ফুটিয়ে তোলা হবে তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে শেষ পর্যন্ত ভোট পড়েছে 'চামেলি'র পক্ষেই।
'চামেলি' চরিত্রটি একজন যৌনকর্মীর, যাকে তার চাচা বিক্রি করে দেন দালালদের কাছে। এ চরিত্রটিতে দুর্দান্ত অভিনয় করেছিলেন কারিনা। ছবিটি মুক্তির পর কারিনাকে অনেক দিন কারিনা নামেই ডাকা হতো।
চরিত্রটিকে বেবোর টার্নিং পয়েন্ট মনে করা হয়। এ চরিত্রটি করে তিনি অসংখ্য পুরস্কারও বগলদাবা করেছেন। এদিকে জানা গেছে, 'চামেলি'র মোমের মূর্তি তৈরির কাজ ইতোমধ্যেই শুরু করেছে মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষ। এ বছরের অক্টোবরেই উন্মোচন করা হবে চামেলিরূপী কারিনা কাপুরের এই মোমের মূর্তি। এ প্রসঙ্গে কারিনা বলেছেন, 'মাদাম তুসোতে এর আগে অনেক ভারতীয় স্থান পেয়েছেন। সেই তালিকায় আমারও নাম উঠল। এতে আমি
দারুণ খুশি।'

তৌকীরের বিপরীতে মিথিলা

প্রথমবারের মতো তৌকীর আহমেদের বিপরীতে অভিনয় করছেন মিথিলা। 'মধ্যরাত এবং ঝরাপাতার গল্প' শিরোনামের নাটকে তারা জুটি হয়েছেন। নাটকটি লিখেছেন বিপাশা হায়াত। আর পরিচালনা করেছেন তৌকীর আহমেদ নিজেই। একজন স্কুল মাস্টারের গল্প নিয়ে নাটকটি। যিনি শুধু ছাত্র-ছাত্রীদের পড়ালেখা নিয়েই নিজেকে ব্যস্ত রাখেন না, গ্রামের উন্নয়নের জন্যও ভাবেন। সবার জীবনের জন্য ভাবলেও একসময় তার জীবনেই নেমে আসে অন্ধকার। আর এই অন্ধকার থেকেই বেরিয়ে আসার প্রাণান্ত চেষ্টা করে স্কুল মাস্টার। স্কুল মাস্টার চরিত্রেই অভিনয় করেছেন মিথিলা। নাটকের শুটিং শেষ হয়েছে। তৌকীর আহমেদ বলেন, 'চরিত্রের প্রয়োজনেই মিথিলাকে নেওয়া হয়েছে।' মিথিলা বলেন, 'তৌকীর ভাই গুণী একজন অভিনেতা। নির্মাতাও। তার সঙ্গে কাজ করে আমি আনন্দিত।' নাটকটি বাংলাভিশনে প্রচার হবে।

এমির রহস্যজনক মৃত্যু

অসংখ্য ভক্তকে কাঁদিয়ে মাত্র ২৭ বছর বয়সে চলে গেলেন ব্রিটিশ গায়িকা এমি ওয়াইনহাউস। শনিবার গভীর রাতে লন্ডনের নিজ বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যুকে অনেকেই রহস্যজনক বলে মনে করছেন। ব্যক্তিগত জীবনে অনেকটা বেপরোয়া ছিলেন তিনি। তার ঘনিষ্ঠজনদের ধারণা, এমিকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। পুলিশ এই বিশ্বনন্দিত গায়িকার মৃত্যুর কারণ খুঁজে বের করার চেষ্টা করছে।

পপি তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন

অভিনেত্রী পপি তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার নেন তিনি। 'গঙ্গাযাত্রা' চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন!

আড়ি পাতা হয়েছিল কেটের ফোনে!

প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন এবং তার পরিবারের সদস্যদের ফোনেও আড়ি পাতা হয়েছিল বলে সম্প্রতি খবর বেরিয়েছে। বন্ধ হয়ে যাওয়া ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ডের ফোন হ্যাকিং কেলেঙ্কারির ঘটনায় এ তথ্য নতুন মাত্রা যোগ করল। টাইমস অব ইন্ডিয়া।

প্রেমে পড়েছেন লিন্ডসে!

ব্রিটিশ গায়িকা সামান্থা রনসনের সঙ্গে দীর্ঘদিন সমকামী সম্পর্ক ছিল হলিউড প্রবলেম সেলিব্রেটি লিন্ডসে লোহানের। সেই সম্পর্ক আর নেই। নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। লিন্ডসের জীবনে নাকি নতুন এক পুরুষের আগমন ঘটেছে। জানা গেছে, মডেল স্পেন্সার ফলসের সঙ্গে নাকি কয়েক দিন ধরে বেশ ঘনিষ্ঠভাবেই মেলামেশা করছেন ২৫ বছর বয়সী এই হলিউড অভিনেত্রী।
সম্প্রতি হলিউডের চ্যাটিউ মারমন্ট হোটেলে নৈশভোজে অংশ নিয়েছেন লিন্ডসে ও তার কথিত নতুন প্রেমিক স্পেন্সার। এ প্রসঙ্গে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, 'সেখানে লিন্ডসেকে দেখে মনে হয়েছে, তিনি স্পেন্সারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। তার চোখে-মুখে স্পষ্ট ফুটে উঠেছিল অনাবিল সুখের ছোঁয়া। সত্যিই তাকে খুব হাশিখুশি দেখাচ্ছিল। এবার তিনি সম্ভবত বুনো স্বভাবের খোলস ছেড়ে আবারও আগের সেই লক্ষ্মী লিন্ডসেই হতে চাইছেন।'

মারমুখো সালমান!

গণ্ডগোল পাকানোর জন্য সালমানের বেশ নাম আছে। প্রেমিকা ক্যাটরিনা কাইফের জন্মদিনে একবার হাতাহাতি করে বেশ আলোচনায় এসেছিলেন তিনি। সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। তবে এবার প্রেমিকার বাসায় না, বন্ধুর বাসায়। সঞ্জয় দত্তের বাড়িতে আয়োজিত এক পার্টিতে রাত-দুপুরে উপস্থিত হয়ে মারামারি করতে উদ্যত হয়েছিলেন সাল্লু। সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতার জন্মদিন উপলক্ষে আয়োজিত পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল সাল্লুকে। কিন্তু যথাসময়ে পার্টিতে আসেননি তিনি। রাত ২টার সময় উপস্থিত হয়ে পার্টিতে পরিচালক বান্টি ওয়ালিয়াকে দেখে খেপে যান তিনি। গোলযোগ তৈরি হলেও হাতাহাতি পর্যায়ে যাওয়ার আগেই তা থামিয়ে দেন সঞ্জয়ের ব্যবসায়িক অংশীদার ধরম ওবেরয়। তিনিই বান্টি ওয়ালিকে সালমানের সামনে থেকে সরিয়ে নিয়ে যান। এরপর দু'জন দু'জনকে দূর থেকে গালাগাল করেছেন।