Thursday, June 30, 2011

এক ছাগলের সাত ছানা!

হতদরিদ্র দিনমজুর মোকছেদ মলি্লকের শখ পশু পালন। কিন্তু নিজের সমর্থ নেই। তাই প্রতিবেশী অত্মীয়র কাছ থেকে একটি স্ত্রী ছাগল বর্গা এনে লালন পালন শুরু করেন। ছাগিটি প্রথম দুই বছর ৩টি করে ছানা দিলেও গতকাল সকালে এক সঙ্গে সাতটি ছানা প্রসব করেছে। আনন্দে আত্মহারা মোকছেদের পরিবারে এখন ঈদের আনন্দ। পাড়া প্রতিবেশীসহ দূরের গ্রামগুলোয় এ খবর ছড়িয়ে পড়লে বাড়িতে শত মানুষের ভিড় পড়ে যায়। দেখতে আসা লোকজন বলছে একেই বলে কপাল। ছাগিটি ব্লাক বেঙ্গল জাতের বলে জানা গেছে। গতকাল দুপুরে সরেজমিন গিয়ে জানা যায়, সকাল ১০টার দিকে একে একে সাতটি ছাগল ছানা প্রসব করার এক ঘণ্টার মধ্যে একটি মরে যায়। বাকি ছয়টি ছানা সুস্থ ও সবল আছে। মায়ের দুধও পান করছে। কিন্তু এতগুলো বাচ্চার পেট ভরবে না তাই দরিদ্র দিন মজুর মোকছেদ টাকা ধার করে কৌটার দুধ কিনে ফিডার দিয়ে পান করাচ্ছেন। আলাপকালে মোকছেদ মলি্লক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'গরিবির দিকে আল্লাহ মুখ তুইলে চাইছে। তাই এক সঙ্গে সাতটা বাচ্চা দিছেন। এইডে আল্লার রহমত। কিন্তু ওগে দুধ কিনে খাওয়াবো কি এইরে সেই চিন্তা এরতিছি।' স্থানীয় পল্লী পশু চিকিৎসক আসলাম শেখ বলেন, ছাগিটি গাভিন হওয়ার পর থেকে চিকিৎসা দিয়ে আসছি। পেটটা অস্বাভাবিক মোটা দেখে ধারণা হয় ৩ থেকে ৪টি ছানা হতে পারে। তবে সাতটি ছানা অকল্পনীয় অবিশ্বাস্য। খুলনা মেট্রোপলিটন প্রানিসম্পদ কর্মকর্তা অরুণ কান্তি মণ্ডল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এক সঙ্গে চারটি ছাগল ছানা হতে দেখেছি। কিন্তু এক সঙ্গে সাতটি ছাগল ছানা হয়েছে এই প্রথম শুনলাম। এটা প্রকৃতির কৃপা, বিরল ঘটনা। খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়ো টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ও এনিম্যাল বায়োটেকনোলজি (পশুর প্রজনন ও কৌলিতত্ব) বিষয়ের গবেষক অধ্যাপক ড. খন্দকার মোয়াজ্জেম হোসেন বলেন, ব্লাক বেঙ্গল (কালো ছাগল) জাতের ছাগল থেকে তিন থেকে চারটি পর্যন্ত বাচ্চা হওয়ার রেকর্ড আছে। কিন্তু এক সঙ্গে সাতটি বাচ্চা হওয়ার ঘটনাটি বিরল। এ ধরনের ছাগল সংরক্ষণে নিয়ে গবেষণা হওয়া দরকার। তিনি বলেন, ৬টি বাচ্চা সুস্থ ও সবল রাখতে হলে গরুর দুধের সঙ্গে ৬০ ভাগ পানি মিশিয়ে ফিডারে করে খাওয়াতে হবে।

ক্যাটরিনার ক্যারিয়ারটাই মুখ্য

রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কটা অনেকদূর এগোলেও পিছু হটে যান ক্যাটরিনা কাইফ। সম্প্রতি দূরত্বটা আরও বৃদ্ধি পায়। চেষ্টা করেও তাদের একসঙ্গে চুক্তিবদ্ধ করাতে পারেননি বলিউডের নামি-দামি পরিচালকরা। এবার মনে হয় সেই বরফ কিছুটা গলেছে। তাই তো নিজে থেকেই রণবীরের সঙ্গে আবারও অভিনয়ের ইচ্ছা পোষণ করেছেন ক্যাটরিনা। তিনি বলেছেন, অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চাই না। আপাতত ক্যারিয়ারটাই মুখ্য।

Thursday, May 26, 2011

মনিকার বই থেকে ছবি

আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পৃক্ত ১৩ জন নারীকে নিয়ে 'মাফিয়া কুইন্স অফ মুম্বাই' শিরোনামে বই লিখেছিলেন ক্রাইম জার্নালিস্ট হুসেইন জায়িদী। ওই ১৩ জন নারীর মধ্যে আছেন বলিউড অভিনেত্রী মনিকা বেদির নামও। সম্প্রতি বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বলিউড চিত্রনির্মাতা বিশাল ভরদ্বাজ । এরই মধ্যে বইটির স্বত্ব কিনে নিয়েছেন বিশাল এবং শীঘ্রই এই কাহিনীতে ছবির কাজ শুরু করবেন তিনি। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশাল বলেন, মনিকা বেদি আমাদের দেশের একজন গুণী অভিনেত্রী। তাকে নিয়ে যদি এ ছবিটি বানাতে পারি তবে নিজের কাছে ভালো লাগবে।

মুখ খুললেন অসিন

সময়টা ভালোই পার করছেন গজনি চলচ্চিত্রখ্যাত বলিউড অভিনেত্রী অসিন। বৃহস্পতি এখন তার তুঙ্গে। সালমানকে জড়িয়ে তাকে নিয়ে নানা মুখরোচক গল্পও শোনা যাচ্ছে। সম্প্রতি শাহরুখের বিপরীতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে ওঠে। সবার ধারণা সালমানের কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন অসিন। কিন্তু বিষয়টিকে অস্বীকার করে তিনি বলেছেন, অন্য কোনো কারণ নয়, সিডিউল না মেলায় প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছি।

শুটিংয়ে বিশ্ব ঘুরবেন সালমান

সালমানের পরবর্তী ছবি 'এক থা টাইগার' বিশ্বের ৫টি দেশে শুটিং করবেন এর পরিচালক কবির খান। ছবিটির শুটিং শুরু হবে জুলাই থেকে। তার অর্থ দাঁড়াচ্ছে_ পরবর্তী ছবির শুটিংয়ে বিশ্ব ঘুরবেন সালমান। এ ছবিতে সালমান একজন 'র'-এর এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন। ছবির শুটিং হবে বিশ্বের পাঁচটি দেশে। এর মধ্যে তিনটি দেশের নাম চূড়ান্ত হয়েছে বলেই জানা গেছে। দেশ তিনটি হলো_ দক্ষিণ আমেরিকার চিলি, আয়ারল্যান্ডের ডাবলিন এবং ইস্তাম্বুল। এরই মধ্যে তিনি ছবির শুটিংস্পটগুলো দেখে এসেছেন এবং ৩টি দেশের লোকেশনও চূড়ান্ত করে ফেলেছেন। আগামী বছরের গ্রীষ্মের শুরুতে ছবিটি মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে এই জুলাইয়ে এর শুটিং শুরু হবে।

মালাইকার সংসারে ভাঙনের সুর

বলিউড আইটেম গার্ল মালাইকা অরোরা ও চলচ্চিত্রের প্রযোজক-অভিনেতা আরবাজ খানের দীর্ঘদিনের সুখময় দাম্পত্য জীবন। বলিউডের সফল জুটি হিসেবেও সুনাম রয়েছে তাদের। এক সন্তান নিয়ে ভালোই কাটছিল তাদের দিনকাল। তবে হঠাৎ করেই গুঞ্জন উঠেছে, ভেঙে গেছে মালাইকার সংসার। গুঞ্জনের কারণও রয়েছে। কিছুদিন ধরেই এই দম্পতি বিচ্ছিন্নভাবে বসবাস করছেন। নিজ সংসার ছেড়ে মালাইকা থাকছেন তার মায়ের সঙ্গে। কি কারণে তাদের এই মনোমালিন্য সেটাও সবার কাছে স্পষ্ট নয়। যদিও এই সাংসারিক ভাঙনের খবরকে ভিত্তিহীন গুজব বলেছেন আরবাজ খান। এ বিষয়ে তিনি বলেন, জানি না এ ধরনের আজগুবি খবর কারা ছড়ায়। মালাইকার সঙ্গে আমার সম্পর্ক নিয়ে তেমন কোনো ঝামেলা হয়নি। আসলে অতিউৎসুক ব্যক্তিরা ক্যারিয়ারের খবরের চেয়ে ব্যক্তিগত খবর নিয়েই বেশি মাথা ঘামায়।

নিজের গান নিয়ে ছবি নির্মাণ করেছেন অঞ্জন দত্ত

   পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেব/বলেছে পাড়ার
দাদারা/অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই/রঞ্জনা, আমি আর আসবো না_ এমনি বহু গানের জন্মদাতা অঞ্জন দত্ত। গায়কের পরিচয়ের বাইরেও তার আরেকটি পরিচয় হলো তিনি একজন চলচ্চিত্র পরিচালক। রং কানেকশন, ম্যাডলি বাঙালির মতো বেশকিছু সফল সিনেমার নির্মাতা তিনি। এবার অঞ্জন দত্ত নিজের গানের 'রঞ্জনা আমি আর আসবো না' শিরোনামেই একটি ছবি নির্মাণ করেছেন। কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে সিনেমাটি। পরিচালনার পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন অঞ্জন দত্ত। তার সঙ্গে ছবিতে রয়েছেন কবীর সুমন ও উষসী চক্রবর্তী। অন্য অভিনয় শিল্পীরা হলেন_ মমতা শংকর, পারনো মিত্র, অমিত দত্ত, লিউ হিল্ট, আবির চ্যাটার্জি, কৌশিক ঘোষ, সুমন দে, নন্দন বাগচি, কাঞ্চন মলি্লক প্রমুখ। ছবি পরিচালনা প্রসঙ্গে ভারতীয় এস সংবাদ মাধ্যমের কাছে অঞ্জন দত্ত বলেন, সংগীতনির্ভর এ ছবিটি অন্য ছবিগুলো থেকে একটু ভিন্নরকম হবে বলে আমি আশা করছি। অন্যদিকে এ ছবিটির সংগীত পরিচালনার কাজটি করেছেন অঞ্জনের ছেলে নীল দত্ত। ছবি সম্পর্কে নীল বলেন, বাবার অন্য ছবিগুলোর তুলনায় 'রঞ্জনা আমি আর আসব না'-এর সুর বাঁধা ছিল অনেক বেশি চ্যালেঞ্জিং। ছবিতে গানের ব্যবহারকে করতে হয়েছে সহজবোধ্য ও সাবলীল। আশা করছি, ছবিটি ভালো লাগবে।

বড় পর্দায় ফারাহ রুমা

   ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারাহ রুমার অভিষেক 
ঘটল বড় পর্দায়। নারগিস আক্তার পরিচালিত 'পুত্র এখন পয়সাওয়ালা' চলচ্চিত্রে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এ প্রসঙ্গে ফারাহ রুমা বলেন, 'অনেক দিন থেকেই বড় পর্দায় আসার চিন্তাভাবনা করছিলাম। কিন্তু ভালো চলচ্চিত্র ও চরিত্র না পাওয়ায় কাজ করতে পারছিলাম না। এ চলচ্চিত্রের চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গল্পটিও চমৎকার। তাই স্ক্রিপ্ট পড়ার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। বসুন্ধরা সিটিতে এরই মধ্যে শুটিং শুরু হয়েছে। আশা করছি, চলচ্চিত্রটি ভালো হবে।' সামাজিক অবক্ষয়ের নানা
দিক তুলে ধরা হয়েছে এ চলচ্চিত্রের গল্পে। সোমবার বসুন্ধরা সিটিতে এ ছবির মহরত অনুষ্ঠিত হয়। এতে আরও অভিনয় করেছেন_ চঞ্চল চৌধুরী, ইমন, সায়লা, আমিন, মৌনতা প্রমুখ। এটি প্রযোজনা করছে মাল্টিমিডিয়া প্রোডাকশন।

ক্যান্সার ছড়িয়ে পড়ছে আজম খানের শরীরে

'পপগুরু' খ্যাত কণ্ঠশিল্পী আজম খান অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, তার মুখগহ্বরের ক্যান্সার শরীরের অন্যান্য স্থানেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। এ প্রসঙ্গে আজম খানের মেয়ে ইমা খান জানিয়েছেন, হঠাৎ করেই বাবা হাতে ব্যথা অনুভব করায় তাকে আমরা দ্রুত স্কয়ার হাসপাতালে নেই এবং চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করি। বর্তমানে বাবার চিকিৎসা করছেন রেডিওলজিস্ট কামরুজ্জামান। তিনি এখন হাসপাতালটির ১৩০৭ নম্বর কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
ইমা খান আরও জানান, চিকিৎসকরা বলেছেন বাবার শরীরে ক্যান্সার এখন ফোর্থ স্টেজে আছে। এছাড়া বাবার ডান হাতের হাড়েও ক্যান্সার ছড়িয়ে পড়েছে, যা খুবই খারাপ লক্ষণ। এ অবস্থায় তার শরীর অসম্ভব দুর্বল হওয়ায় এখন সিঙ্গাপুর নেওয়াও সম্ভব নয়। সে জন্য ডাক্তাররা বলছেন যতটুকু সম্ভব দেশেই চিকিৎসা করানো হোক। এখন যে পরিস্থিতি তাতে বাবাও বাইরে যেতে রাজি নন। বাবার মতে, দেশে আত্মীয়স্বজন আছে, বিদেশে গেলে যদি আরও খারাপ কিছু হয় তাহলে সবার সঙ্গে শেষ দেখাও করতে পারব না।
উল্লেখ্য, মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্ত কণ্ঠশিল্পী আজম খানকে দ্বিতীয় দফা চিকিৎসা দিতে ২০১০ সালের ৭ নভেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাকে কেমোথেরাপি
দেওয়া হয়।
তাকে মোট ৩০টি টমোথেরাপি (রেডিওথেরাপি) ও ৫টি কেমোথেরাপি দেওয়ার কথা থাকলেও তিনি ২১টি টমোথেরাপি (রেডিওথেরাপি) ও ১টি কেমোথেরাপি নেওয়ার পর ২৭ ডিসেম্বর দেশে ফিরে আসেন।

পরকীয়া প্রেমে শিমু

পরকীয়া প্রেমে মজেছেন সুমাইয়া শিমু। মাসের বেশির ভাগ সময় বিদেশে থাকেন তার স্বামী। একা সংসারে আর মন টেকে না শিমুর। স্বামী যখন তার পাশে থাকে না তখন সে পাশের বাড়ির কল্যাণ নামের একটি ছেলের সঙ্গে পরকীয়া প্রেমে আবদ্ধ হয়। কল্যাণের বয়স তার থেকে অনেক কম। একদিন কল্যাণের হাত ধরে পালাতে চান শিমু। পালানোর দিনই ঘটে বিপত্তি। জানা যায়, এ পরকীয়াও স্বামীর চক্রান্তের অংশ। ফারিয়া হোসেনের রচনা ও মিজানুর রহমান লাবুর পরিচালনায় নাটকটির নাম 'চেয়েছি শুধু তোমাকে'। নাটক প্রসঙ্গে শিমু জানান, নাটকের গল্পটি আমার ভালো লেগেছে।' নাটকটি ২৯ মে এনটিভিতে প্রচার হবে।