Thursday, April 21, 2011

কৈ কোরাল

মাছটির নাম 'কৈ কোরাল'। দিনকয়েক আগে ৩২০ কেজি ওজনের এ মাছটি ধরা পড়ে উপকূলের জেলেদের জালে। চট্টগ্রামের কাজির দেউরি বাজারে মাছটি নিলামে কেনেন ব্যবসায়ী আলী মিন্টু। আজ মাছটি কেটে বিক্রির ঘোষণা দেন তিনি। দাম নির্ধারণ করেন প্রতি কেজি ৬০০ টাকা। তিনি জানান, মাছ কাটার আগেই অর্ধেক বিক্রি হয়ে গেছে

গেইলের সিদ্ধান্তে অবাক বোর্ড

ক্রিস গেইল খেলছেন না পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে। আইপিএল খেলতে তিনি ভারতে পাড়ি জমাচ্ছেন। রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলতে আসছেন তিনি। এ খবরে কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন আফ্রিদি। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কোনোভাবেই মেনে নিতে পারছে না ক্রিস গেইলের সিদ্ধান্ত। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ক্রিস গেইলকে তাদের খুব প্রয়োজন ছিল। কিন্তু ক্রিস গেইল রয়াল চ্যালেঞ্জার্সের ডার্ক ন্যানসের পরিবর্তে খেলতে আসছেন। দেশের ওপর আইপিএলকে গুরুত্ব দেওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড অবাক হয়েছে। তবে তার পথে বোর্ড বাধা হয়ে দাঁড়াবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, 'গেইল যে কারণ দেখিয়ে নিজেকে বর্তমান সিরিজের জন্য অনুপস্থিত বলে ঘোষণা করেছেন বোর্ড কখনোই তা গ্রহণ করবে না। কিন্তু তিনি যদি তার পছন্দ ইতোমধ্যেই নির্ধারণ করে থাকেন তবে বোর্ড তার পথে বাধা হয়েও দাঁড়াবে না।' কিন্তু ক্রিকেট বোর্ড মনে করছে, একটি গুরুত্বপূর্ণ সময়ে ক্রিস গেইলের উচিত ছিল দেশের পাশে থাকা। বিশেষ করে ডোয়াইন ব্রাভো এবং কিরন পোলার্ড যখন নিজেদের সিরিজ থেকে সরিয়ে নিয়েছেন তখন গেইলের আঘাতটা খুব বড় হয়েই দেখা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে। ক্রিস গেইল কি তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন দেশের স্বার্থে? বোর্ড অবশ্য কোনো কিছু পরিবর্তনের কথা বলছে না। কিন্তু দেশের কথা চিন্তা করে গেইল তার সিদ্ধান্ত পরিবর্তন করতেও পারেন। এখন দেখা যাক, গেইলের কাছে অর্থই বড় হয়ে দেখা দেয় নাকি দেশ!

চিফ সিলেক্টরের তালিকায় বাদশা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন মুখের সন্ধানে নেমেছে। জেমি সিডন্সের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন কোচ খুঁজে বেড়াচ্ছে বোর্ড। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সাবেক কোনো ক্রিকেটার নতুন কোচের দায়িত্ব পেতে পারেন। তবে এ মুহূর্তে বিদেশি কাউকে না পেলে আপাতত দেশি কাউকে কোচের দায়িত্ব দেওয়া হতে পারে। এক্ষেত্রে খালেদ মাহমুদ সুজন ও মিনহাজুল আবেদীন নান্নুর নামই জোরেশোরে উচ্চারিত হচ্ছে। বেসরকারি এক চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সুজন বলেছেন, কোচ হতে তার কোনো আপত্তি নেই। তবে বোর্ড তাকে দায়িত্ব দিতে চাইলে কিছু শর্ত জুড়ে দেবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছে, চুক্তির মেয়াদ দীর্ঘমেয়াদি না হলে সুজন কোচের অফার পেলে তা প্রত্যাখ্যান করবেন।
এ তো গেল কোচের কথা। জাতীয় দলের সিলেকশন কমিটির মেয়াদও শেষ হয়ে গেছে। পুরোপুরিভাবে এ কমিটি ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগের কমিটির চিফ সিলেক্টর রফিকুল আলম ও তার সহযোগী জাহিদ রাজ্জাক মাসুমের সঙ্গে চুক্তির মেয়াদ যে বাড়ানো হচ্ছে না তা নিশ্চিত। অবশ্য অন্য সদস্য আকরাম খানের সঙ্গে নতুন করে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। রফিকুল আলমের পরিবর্তে আকরামকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়ার কথা শোনা যাচ্ছে। বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও এ ধরনের আভাস দিয়েছেন। আকরামের সহযোগী হিসেবে সাবেক তিন অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট ও হাবিবুল বাশারের নামও শোনা যাচ্ছিল। কিন্তু বোর্ডের বেশ ক'জন পরিচালকের আপত্তির কারণে আকরাম খানকে প্রধান নির্বাচক পদে না রাখার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। কথা হচ্ছে, আকরাম যদি চিফ সিলেক্টরের দায়িত্ব না পান তাহলে কি তিনি তার জুনিয়র কারও নেতৃত্ব মেনে নেবেন? এ ব্যাপারে আকরাম সাংবাদিকদের কাছে মন্তব্য না করলেও তার এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, চিফ না হলে আকরামের সিলেকশন কমিটিতে থাকার প্রশ্নই ওঠে না। এদিকে বিসিবির দায়িত্বশীল এক সূত্র জানিয়েছে, তারা চিফ সিলেক্টর পদে আরও সিনিয়র কাউকে খুঁজছেন। ইতোমধ্যে আশির দশকে জাতীয় দলের ক্রিকেটার জাহাঙ্গীর শাহ বাদশার সঙ্গে বোর্ড সভাপতি আলাপও করেছেন। বাদশাকে নিয়ে বোর্ড পরিচালকদের মাঝে মতানৈক্য রয়েছে। কেননা দীর্ঘদিন ধরেই তিনি ক্রিকেটের একেবারে বাইরে। অন্য সাবেকরা নিয়মিত খেলা দেখতে মাঠে হাজির হলেও তাকে মাঠে দেখা যায় না। বিশেষ করে জাতীয় দলের বর্তমান অনেক ক্রিকেটারই বাদশা যে ক্রিকেটার ছিলেন তা জানেনই না। এ ধরনের ক্রিকেট-বিচ্ছিন্ন এক লোককে দায়িত্ব দেওয়া ঠিক হবে না বলে বেশ ক'জন পরিচালকই বোর্ড সভাপতির কাছে সুপারিশ করেছেন। আর কমিটিতে সহযোগী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে এক পাইলট ছাড়া বোর্ড নাকি কারও সঙ্গে আলাপই করেনি। অর্থাৎ নতুন কমিটিতে পাইলট যে থাকছেন তা অনেকটা নিশ্চিতই বলা যায়।

এবার রানী মুখার্জি

বর্তমানে জনপ্রিয়তার দিক দিয়ে অভিনেত্রীদের তুলনায় কোনো অংশে কম যান না বলিউডের আইটেম গার্লরা। ইতোমধ্যে এ রকম চরিত্রে অভিনয় করে খ্যাতির শীর্ষে পেঁৗছে গেছেন ইয়ানা গুপ্তা, মালাইকা অরোরা এমনকি ক্যাটরিনা কাইফও। এবার এ দলে যোগ দিতে যাচ্ছেন রানী মুখার্জি। হাউজফুল ছবির পরবর্তী সিকুয়েলে আইটেম গার্ল হিসেবে দেখা যাবে রানীকে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, এ রকম চরিত্রে কখনই অভিনয় করিনি। চেষ্টা করব নিজের সেরাটা উপহার দিতে।

হাজার টাকার নোট নিয়ে...

এক হাজার টাকার নোট নিয়ে ব্যাংকপাড়ায় চলছে উদ্বেগ-উৎকণ্ঠা। গত ডিসেম্বর থেকেই এই নোটের সংকট শুরু। শেয়ার কেলেঙ্কারির ঘটনার পরপরই ব্যাংকে ও মুদ্রাবাজারে এক হাজার টাকার নোটের স্বল্পতাও লক্ষ্য করা গেছে। ফলে খোদ কেন্দ্রীয় ব্যাংকও বিষয়টি নিয়ে ভাবনায়। এ পরিপ্রেক্ষিতে গতকাল সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে জরুরি বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মুরশিদ কুলী খান।
বৈঠকের একাধিক সূত্র জানিয়েছে, বাজারে এক হাজার টাকার নোটের স্বল্পতা সংশ্লিষ্ট সবাইকে ভাবিয়ে তুলেছে। হঠাৎ করে এই সংকটে উদ্বেগও প্রকাশ করেন অনেকে। তবে বৈঠকে উপস্থিত প্রায় সবাইই মনে করছেন, শেয়ারবাজারের সঙ্গে এর একটি যোগসূত্র আছে। নোটগুলো ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানের পরিবর্তে ব্যক্তির হাতে সঞ্চিত থাকতে পারে বলেও বৈঠকে অভিমত ব্যক্ত করা হয়। সে কারণে এই নোটগুলো আর্থিক প্রতিষ্ঠানে ফিরিয়ে আনার উপায় বের করা অথবা একেবারে বাজার থেকে তুলে নেওয়া যায় কি না, তা ভাবা হচ্ছে। এই নোটটি বাজার থেকে তুলে নেওয়ার পক্ষেই বৈঠকে উপস্থিত অনেকে মত দেন। এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে সূত্র জানায়।

জুলাইতে ১২ হাজার টাকায় দেশি ল্যাপটপ, উৎপাদন আগামী মাসে

জুলাইতেই কম দামে ল্যাপটপ ছাড়তে যাচ্ছে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা (টেশিস)। এ লক্ষ্যে আগামী মাসে উৎপাদন শুরু করতে যাচ্ছে সংস্থাটি। টেশিস প্রতিমাসে ১০ হাজার ল্যাপটপ উৎপাদন করবে। তিন মডেলের ল্যাপটপের দাম হবে যথাক্রমে ১২, ১৮ ও ২৭ হাজার টাকা।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু গতকাল এ তথ্য জানিয়েছেন। সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে তিনি আরও জানান, মোবাইল ফোনসেট, সিমকার্ড ও ইন্টারনেট গ্রাহকদের উপর ভ্যাট কমানোর সুপারিশ করা হয়েছে। ইনু বলেন, ইন্টারনেট গ্রাহকরা ১৫ শতাংশ ভ্যাট দেন। এক্ষেত্রে তাদের ছাড় দেওয়া হলে ইন্টারনেট ব্যবহার বাড়বে। অন্যদিকে মোবাইল ফোনের ব্যবহার বাড়লে সরকারের রাজস্ব আয়ও বাড়বে। এ কারণেই আসন্ন বাজেটে সিমকার্ড ও হ্যান্ডসেটের ওপর ভ্যাট কমানোর সুপারিশ করেছে কমিটি।

Wednesday, April 20, 2011

প্রেম, বিয়ে, অতঃপর...

প্রেম করে বিয়ে করেও শেষ রক্ষা হলো না ভাঙ্গা উপজেলার পুলিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সবুজ মুন্সীর (১৬)। সোমবার রাত ৩টায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের দাবি, তাকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। শ্বশুরবাড়ির লোকজনের দাবি, সবুজ আত্মহত্যা করেছে। জানা গেছে, তিন মাস আগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের সবুজ মুন্সী একই গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্রীকে নিয়ে প্রেমের টানে পালিয়ে যায়। কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে তারা বিয়ে করে। নিহতের পরিবার জানায়, দুই পরিবারের সমঝোতার পর সবুজ ফরিদপুরে তার দাদার বাসায় থেকে পড়াশোনা করছে। গত শনিবার থেকে স্কুলে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হলে সে পরীক্ষা দিতে বাড়িতে আসে। গত সোমবার তার স্ত্রীকে ফোন দিয়ে তাদের বাড়ির পাশে আসতে বলে। তার স্ত্রী এলে তার সঙ্গে শারীরিক মেলামেশা করতে চায়। তাতে সে রাজি হয়নি। এর কিছুক্ষণ পর সে গাছের ডালে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন আলী ফকির বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না এটি হত্যা না আত্মহত্যা।

ধোনি নয়, গাঙ্গুলীই সেরা অধিনায়ক : আজহার

১৯৮৩ সালে প্রথমবারের মতো ভারতকে বিশ্বকাপ ট্রফি এনে দিয়েছিল কপিলদেব। এরপর দীর্ঘ ২৮টি বসন্ত অপেক্ষা করতে হয় ভারতকে। অতঃপর মহেন্দ্র সিং ধোনির হাত ধরে এলো দ্বিতীয় শিরোপা। তাই কপিলদেবের পর ধোনিকেই বলা হচ্ছে ভারতের সেরা অধিনায়ক। তবে ভারতের অন্যতম সেরা অধিনায়ক মুহম্মদ আজহারউদ্দিনের চোখে সৌরভ গাঙ্গুলীই সেরা অধিনায়ক। তার সময়েই লর্ডসে অভিষেক টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করে ভারতীয় ক্রিকেটের গতিপথ বদলে দিয়েছিলেন সৌরভ। তাই 'প্রিন্স অব কলকাতা' আজহারউদ্দিন বলেন, 'আজ ভারতীয় ক্রিকেট যে উচ্চতায় বিরাজ করছে তার কারিগরই তো ছিলেন সৌরভ।' তিনি আরও বলেন, 'ধোনির নেতৃত্বের ধরন আমার বেশ ভালো লেগেছে। সাহসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধোনির জুড়ি নেই। অধিনায়ক হিসেবে সে সব সময় ঠাণ্ডা মাথায় ইতিবাচকভাবে দলকে নেতৃত্ব দিয়েছে। তারপরও ওকে এক নম্বরে রাখতে পারছি না। আমার প্রথম পছন্দ সৌরভই।' দাদা ভারতের সেরা অধিনায়ক বলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আজহার বলেন, 'ভারতীয় ক্রিকেট আজ যে শীর্ষে অবস্থান করছে, তার সূত্রপাত ঘটেছিল কিন্তু সৌরভের হাত ধরে। লক্ষ্যভ্রষ্ট ভারত রাস্তা খুঁজে দিয়েছিল সৌরভ। মূলত তখন থেকেই উত্তরণের শুরু। তাই ওকে বাদ দিয়ে আমি ধোনি বা অন্য কাউকে ভারতের এক নম্বর অধিনায়ক বলতে পারছি না।'

ব্যাটিং কোচ আতাপাত্তু

বিশ্বকাপের পর পরিবর্তনের ছোঁয়া লেগেছে শ্রীলঙ্কা দলে। এরই ধারাবাহিকতায় ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক লঙ্কান অধিনায়ক মারভান আতাপাত্তু। ক্রিকেট বোর্ডের সঙ্গে তার প্রাথমিক চুক্তি হয়েছে। আসন্ন ইংল্যান্ড সফরের আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আতাপাত্তু ৯০ টেস্ট ও ২৬৮ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ২৭ সেঞ্চুরি ও ৭৬ হাফসেঞ্চুরি করেছেন।

১৩ বছরের কিশোর জয়!

অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের বয়স কম হলো না। প্রায় দেড় যুগের কাছাকাছি তিনি মিডিয়াতে রয়েছেন। এতটা বয়সে জয় এবার অভিনয় করছেন ১৩ বছরের বালক হিসেবে। এখানেই বিস্ময়ের শেষ নয়। আরও আছে। ১৩ বছরের বালক জয় আবার অভিনেত্রী নওশীনের দেবর। বিষয়টা সবার কাছেই অবিশ্বাস্য। আর এ অবিশ্বাস্য ঘটনাটিই ঘটেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প 'আপদ' অবলম্বনে নির্মিত 'আপদ' নাটকে। নাটকটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। সমপ্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকে নওশীনকে দেখা যাবে জয়ের বড় ভাই শামস সুমনের স্ত্রী হিসেবে। দুই দেবর হলেন জয় ও হিল্লোল।
অভিনয় প্রসঙ্গে জয় বলেন, নাটকটিতে অভিনয় একেবারেই অন্যরকম এক অভিজ্ঞতা। প্রথমদিকে বিষয়টি কিছুটা হাস্যকর মনে হলেও পরে খুব আনন্দ নিয়ে কাজটা করেছি। শুটিংয়ে দেবর-ভাবি নিয়ে বেশ মজা করেছি।